কিছু রেনডম ফটোগ্রাফি

22-10-2023

০৭ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


IMG_20231022_105044.jpg

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। কয়েকদিন ধরেই শীত শীত ভাব অনুভূত হচ্ছে! গ্রামে বলতে গেলে শীত শুরু হয়ে গেছে। সকাল সকাল কুয়াশার দেখাও পাওয়া যায়। তবে এ সময়টাতে একটু সতর্ক থাকাও জরুরি। নানারকমে রোগ জীবনুর সংক্রমণ বেড়ে যায়। যাক,আজকে চলে এলাম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ফটোগ্রাফি করতে বরাবরই ভীষন ভালো লাগে। আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে।


ফটোগ্রাফিঃ০১

IMG_20231022_103316.jpg


শীত চলে এসেছে, আর ঠিক এ সময়টাতে বরই গাছে বরইয়ের ফুল দেখা যাচ্ছে। বেশিদিনও লাগবে না বরই ধরতে। আমাদের বাড়ির সামনের গাছটায় ইতোমধ্যে ফুল ধরেছে। এ গাছের বরইগুলো আকারে অনেক বড় হয়। আপেল বরইয়ের মতোই। খেতেও ভীষণ মিষ্টি।


ফটোগ্রাফিঃ০২

IMG_20231022_103338.jpg


এটা একধরনের ফুল। ছোটবেলায় নাকফুল বলেই চিনতাম। কত খেলা করেছি এ ফুল দিয়ে। তবে এ ফুলের আরেকটা বিশেষত্ব হচ্ছে কেটে গেলে এ ফুলের রস দিলে ক্ষতস্থানে রক্তপড়া বন্ধ হয়ে যায়।


ফটোগ্রাফিঃ০৩

IMG_20231022_103232.jpg


এ ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। নীল রঙের ফুল সচরাচর দেখা যায় না। একটি ঘাসের মাঝে দেখলাম ফুলটি জন্মেছে। দেখতেও চমৎকার লাগছিল।


ফটোগ্রাফিঃ০৪

IMG_20231022_103259.jpg


ধানের জমির উপর শিশির জমে রয়েছে। সূর্য উঠার সাথে শিশিরকণাগুলোও হারিয়ে যাবে। শীতের সকালের সৌন্দর্যটা সেখানেই।


ফটোগ্রাফিঃ০৫

IMG_20231022_103412.jpg


সাধারণত বৈশাখ মাসের শেষের দিকে কাঁঠাল পাকাঁ শুরু করে। তবে গাছে এখনই কাঁঠালের মজি দেখা যাচ্ছে। এটাই একসময় বড় আকারের কাঠাঁলে পরিণত হবে।


ফটোগ্রাফিঃ০৬

IMG_20231022_103627.jpg


আমাদের পুকুর পাড়েই মস্তবড় নারকেল গাছ। কিন্তু গাছে কোনো নারকেল নেই। যা ছিল সব পারা হয়ে গিয়েছিল। নারকেল গাছটা অনেক পুরনো।


ফটোগ্রাফিঃ০৭

IMG_20231022_103642.jpg


পেঁপে গাছ! পেঁপে সাধারণত সবসময়ই পাওয়া যায় বাজারে। তবে শীতের সময়টাতে একটু বেশি পরিমাণে পাওয়া যায় বাজারে। আমাদের গাছে কিছু পেঁপে রয়েছে। আবার দেখলাম নতুন করে পেঁপের ফুল জন্মেছে।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w


আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last year 

খুব ভালো সৌন্দর্য উপভোগ করলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে।
এরকম ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে।
আপনার ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে ঘাসের পাতায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির দারুন সৌন্দর্য ছড়াচ্ছে।

 last year 

এমন ফটোগ্রাফি করতেও ভালো লাগে ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ্ শীতের আগমনের আগে তো দেখছি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি ভাইয়া দারুন হয়েছে। বিশেষ করে পাতার উপর শিশির কনার ফটোগ্রাফি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য 😍

 last year 

শীতের একটা আমেজ সব জায়গায় চলে এসেছে। এই সময়টা আসলেই সকলকে সাবধানে থাকা উচিত। কারণ বিভিন্ন ধরনের ঠান্ডা জ্বরের সমস্যা হয় এই সময়টাতে। যাই হোক ভাইয়া আপনার আজকের ছোটগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। বিশেষ করে ধানের উপরে শিশির পরার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু, এখন সবাইকে সতর্ক থাকা জরুরি। তবে আপনার কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম 😍

 last year 

আপনার করা কিছু রেনডম ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে, বিশেষ করে চার নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে দারুণ লাগলো। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল এটা বলতে হয়।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 last year 

আমি ফটোগ্রাফি পোস্টগুলো খুবই পছন্দ করি। আর এরকম সুন্দর ফটোগ্রাফি হলে তা দেখতে আরো ভালো লাগে। বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি আজকে। এই ফটোগ্রাফি গুলো ভিন্ন ভিন্ন রকমের হওয়ার কারণে দেখতে দারুণ লেগেছে। আপনার পরবর্তী ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় থাকলাম ভাই।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি দেখতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশ মুশকিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেঁপে গাছের ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক বলেছেন ভাই, ফটোগ্রাফি পোস্ট পছন্দ করে না এমন মানুষ খুজেঁ পাওয়া যাবে না। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ☘️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63656.97
ETH 2473.22
USDT 1.00
SBD 2.66