কিছু রেনডম ফটোগ্রাফি

24-05-2023

১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। বৃষ্টিমোখর দিনগুলো আপনারা ঘরে বন্দি থেকে হয়তো উপভোগ করছেন। এখন তো নিয়মিত বৃষ্টি হচ্ছে। আকাশের রূপ হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাচ্ছে। যাক, আজকে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম। আসলে শহরে ফটোগ্রাফি করার মতো অবজেক্ট পাওয়ায় কঠিন মনে হয় আমার কাছে। সবুজ গাছপালা, উদ্ভিদ ইত্যাদি থাকলে শেয়ার করা যায়। তবে আজকের ফটোগ্রাফির মধ্যে কিছু ফটোগ্রাফি ব্যতিক্রম। আশা করছি আপনারা উপভোগ করবেন।

ফটোগ্রাফিঃ০১

IMG20230512103536.jpg


ছবিতে যে উদ্ভিদটি অনেকটা আদা গাছের মতো দেখতে। কিন্তু আদা কি না জানি না। আপনারা জানলে জানাবেন আশা করি


ফটোগ্রাফিঃ০২

IMG20230502131706.jpg


ইটপাথরের শহরে দালানকোঠা ছাড়া যেন কিছুই দেখা যায় না। উপরের নীল আকাশটাও যেন ঢেকে গেছে। যেটুকু জায়গা আছে শুধু নিঃশ্বাস বাচিঁয়ে রাখার মতো!


ফটোগ্রাফিঃ০৩

IMG20230522183519.jpg


নিশ্চয় চিনে গেছেন। ক্যালকুলেটর! একটু ভিন্ন আঙ্গিকে ফটোগ্রাফি করার চেষ্টা!


ফটোগ্রাফিঃ০৪

IMG20230512103456.jpg


নতুন শাখা গজাচ্ছে। গাছটি সম্ভবত আম গাছ। এখনকার সময়টাতে অনেক উদ্ভিদই নতুন করে বাড়ে।


ফটোগ্রাফিঃ০৫

IMG20230522183748.jpg


এটাও নিশ্চয় চিনে গেছেন। নেইল কাটার বা নখ কাটার যন্ত্র বলতে পারেন। সবার বাসাতেই এই প্রয়োজনীয় এলিমেন্টসটা থাকেই।


ফটোগ্রাফিঃ০৬

IMG20230512103511.jpg


এই ছবিটা তোলার সময় আমার কাছেই ইন্টারেস্টিং মনে হয়েছিল। ভিতর থেকে যেন পানির ফোটাঁ পড়ছে। কিন্তু না। পুরোটাই কাচেঁর তৈরি।


ফটোগ্রাফিঃ০৭

IMG20230502131921.jpg


শহরের বাসা বাড়ির সব দেয়ালগুলোতে সম্ভবত এমনকরে সিকিউরিটি পারপাজে পেরেক বসানো থাকে দেয়ালে। পেরেকগুলো অনেক পুরনো হয়ে গেছে। জং ধরে যাচ্ছে। সবকিছুরই যে একটা শেষ আছে।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w

যাক, আজ এই পর্যন্তই। আশা করি ফটোগ্রাফিগুলো ভালোই লেগেছে আপনাদের কাছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

যাক অবশেষে শহরে হলেও আপনি ফটোগ্রাফি শেয়ার করলেন। তবে দুই বিল্ডিংয়ের মাঝখান থেকে যে ফটোগ্রাফিটি নিলেন আকাশের দারুন হয়েছে। সামান্য হলেও আপনি আকাশের ফটোগ্রাফি শেয়ার করতে পারছেন অনেক ভালো লাগলো। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো আপনি সুন্দর নিয়েছেন।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🦋

 last year 

জাস্ট অসাধারণ ফটোগ্রাফি করেছেন তো। এরকম ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল যার মধ্যে দ্বিতীয় নম্বর ফটোগ্রাফিটা একটু বেশি আকর্ষণীয় ছিল এবং এই ফটোগ্রাফিটা আমাকে একটু বেশি মুগ্ধ করেছে। অসম্ভব সুন্দরভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি করে আমাদের মাঝে হাজির হয়েছেন। এরকম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে সত্যি অসম্ভব ভালোই লাগলো।

 last year 

চেষ্টা করেছিলাম আপু একটু ভিন্ন রকমের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার আপু। আপনাকে ধন্যবাদ আপু 🌼

 last year 

খুবই সুন্দর ছিল তো আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। ‌ ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করি করতে এবং দেখতে। আসলে ফটোগ্রাফি করার জন্য ও অন্যরকম একটা দক্ষতার প্রয়োজন হয় বলে আমি মনে করি। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ‌‌‌‌করেছেন যেগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। দ্বিতীয় নাম্বার ফটোগ্রাফি টা একটু বেশি আকর্ষণীয় ছিল।

 last year 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম ভাইয়া। মাঝে মাঝে ভিন্ন ধর্মী ফটোগ্রাফি করতে ভালোই লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67408.93
ETH 3491.49
USDT 1.00
SBD 2.70