স্বরচিত কবিতাঃ ' কোনো এক বসন্তে '

in আমার বাংলা ব্লগ4 months ago

29-02-2024

১৭ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


spring-bird-2295434_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। বৃহস্পতিবার দিনটা আমার জন্য কবিতার দিন। কারণ সপ্তাহের এ দিনটাতে আমি আগে থেকেই সিলেক্ট করে রাখি একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করার। আসলে কবিতা লেখার মোড সবসময় থাকে না। যখনই মনে এলোমেলো চিন্তা চলে আসে তখনই নোটসে লিখে রাখি। তবে আজকের কবিতাটি দুপুরেই লিখে রেখেছিলাম। এখন যেহেতু বসন্তকাল তাই ভাবলাম বসন্তের মাঝে কিছু একটা লিখি। আমাদের কমিউনিটির সবাই দারুণ সব কবিতা লিখে থাকে। বিশেষ করে ব্ল্যাক্স দাদা, হাফিজ ভাইয়ের কবিতা তো অসাধারণ হয়। আর দাদা তো অসাধারণ লিখে।

জীবনের বেশ কিছু বসন্ত চলে গেল। কিন্তু প্রিয়সীর সাথে কাটানো কিছু মুহূর্ত এখনও মস্তিষ্কের নিউরনে রয়ে গেল। স্মৃতিগুলো চাইলেই ভুলা যায় না। অবুঝ মন কোনো এক গোধূলর বেলায় চায় প্রিয়সীর সাথে আবার দেখা হোক। পুরনো কিছু স্মৃতির সাক্ষাী হোক দুটি মন। প্রিয়সীর সরল চাহনি আবারো না হয় ঝড় তুলুক মনে। তারই প্রেক্ষাপট নিয়ে আজকের কবিতাটি।

কোনো এক বসন্তে

বসন্তে আজ কোকিল তার কুহু কুহু কন্ঠে ডাকে না,
চিরচেনা সেই সবুজ ধানের জমিতে সাদা বককেও দেখা যায় না,
নিবিড় ঘাস লতা-পাতাও তেমন নাড়াচাড়া করে না,
পাখিদের আজ তেমন গুঞ্জন নেই
বিষাদে যেন পরিপূর্ণ আজ চারিপাশ।

তুমি চলে যাওয়ার পর থেকে অন্ধকারই আমার প্রিয়,
আলোতে এখন নিজেকে খুঁজি না,
আবারো যদি কোনো অপ্সরীর মায়ায় পড়ে যায়!
তখন এ অশান্ত মনকে সান্তনা দেবে কে?

গোধূলীর অবেলায় আমি ভাবী -
আমাদের আবার না হয় একদিন দেখা হোক,
পুরোনো স্মৃতির সাক্ষী না হয় হলাম আমরা দুজন
সরল চোখে চোখ রেখে আবারো না হয় হলাম স্তব্ধ!
আবারো না হয় দেখতে পাবো সেই মায়াবী মুখ।

পিছনের কিছু মায়ায় ভারীপাতে আবারও নাহয় টানবে কষ্টের দোড়গড়ায়,
আগের মতো হয়তো কথা বলা হবে না,
কিছুক্ষণের জন্য পালন করবো নীরবতা
মনে পড়বে পুরনো স্মৃতিগুলো।

গোধূলী বেলায় মনটা অব্যক্ত কষ্টের সুর তুলবে,
বলবে ' তুমি ভালো থেকো।'
তারপর যেন সূর্য ডুবে যাবে পশ্চিম আকাশে
দুইজন হাটঁবো দুই রাস্তায়,
চোখের অশ্রু সাক্ষী হবে সেদিন গোধূলী বেলার।

আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রিয়জনের সাথে কাটানো সুন্দর মুহূর্ত আসলে কখনোই ভুলে যাওয়ার নয়। ভাই আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপনার সত্যি দারুন কবিতা লেখেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম 🌼

 4 months ago 

প্রথমেই দোয়া করি সঠিক সময়ে তুমি তোমার মনের মানুষের দেখা পাও।
প্রতি বৃহস্পতিবার তুমি কবিতা লিখে থাকো জেনে ভীষণ ভালো লাগলো। আজকের কবিতাটি এককথায় অসাধারণ হয়েছে, বসন্ত আর মনের প্রেয়সীকে নিয়ে চিন্তা করে চমৎকার কবিতা লিখেছো। বিশেষ করে মনে অভিব্যাক্তি স্পষ্ট ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হুমম সেটাই ভাইয়া। সঠিক সময়ে সঠিক কাউকে পেলেই হলো 🌼

 4 months ago 

আমি চাই যে, আপনার প্রিয়শীর সাথে আবার মিলন হোক। আবার সেই পুরনো বসন্ত কালের প্রেম বয়ে আসুক। আবার সেই চিরচেনা মানুষটির সাথে বসন্ত প্রেমে রাঙ্গিয়ে উঠুক আপনার এই মন। আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখেছেন, কবিতা টির মাধ্যমে আপনার প্রিয়শীর প্রেমমুখর চাহনির সৌন্দর্য বিশেষ করে ফুটে তুলেছেন।

 4 months ago 

হাহাহা! আপনার চাওয়া পূর্ণ হোক ভাই 🌼

 4 months ago 

আসলে প্রিয় মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলো আমরা কখনোই ভুলে থাকতে পারিনা। সেই মুহূর্তগুলো সব সময় আমাদের মাঝেই ঘুরাঘুরি করে। তবে এটাই কামনা করছি যেন তাড়াতাড়ি প্রিয় মানুষটার দেখা পান। কোন এক বসন্তে কবিতাটা এত সুন্দর করে লিখেছেন যে, পুরোটা পড়তে আমার অনেক ভালো লেগেছে। এরকম ভাবে সুন্দর সুন্দর কবিতা লিখলে সেগুলো অনেক ভালোলাগে আমার কাছে। কবিতার সবগুলোর আইন আপনি ছন্দ মিলিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন দেখে, পুরো কবিতাটা আমার খুবই পছন্দ হয়েছে।

 4 months ago 

আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 4 months ago 

বসন্ত কালের দুপুরবেলা বসে বসন্ত কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। ইচ্ছে করছে বারবার পড়ি। ভালোবাসার মানুষকে নিয়ে বেশ চমৎকার ভাবে কবিতাটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 4 months ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন দেখছি। আমার এমনিতে কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। আর সেই জায়গায় যদি কবিতাটা একটু ভালো লাগার মত হয়, তাহলে যেন বারবার আবৃত্তি করতে মন চায়।

 4 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে। আপনি চাইলে আবৃত্তি করতে পারেন 🌼

 4 months ago 

অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে সত্যি ভালো লাগবে। বসন্তের প্রকৃতি রুপ কবিতার ছন্দে প্রকাশ করেছেন। বসন্তের ঋতুর অনুভূতি সত্যি বেশ দারুণ। কবিতার এই ছন্দ গুলো বেশ দুর্দান্ত হয়েছে।

গোধূলী বেলায় মনটা অব্যক্ত কষ্টের সুর তুলবে,
বলবে ' তুমি ভালো থেকো।'
তারপর যেন সূর্য ডুবে যাবে পশ্চিম আকাশে
দুইজন হাটঁবো দুই রাস্তায়,
চোখের অশ্রু সাক্ষী হবে সেদিন গোধূলী বেলার।

এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া 🌼

 4 months ago 

বসন্ত নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন। এই বসন্ত নিয়ে আমাদের এই কমিউনিটির অনেকেই অনেক ধরনের পোস্ট শেয়ার করে আসছেন৷ আজকে আপনার এই কবিতা পড়ে খুব ভালো লাগলো। যেভাবে আপনি এখানে সবগুলো কবিতার লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তা একদম অসাধারণ হয়েছে৷ এই কবিতার লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ তার মধ্যে কয়েকটি লাইন নিম্নরূপ:

তুমি চলে যাওয়ার পর থেকে অন্ধকারই আমার প্রিয়,
আলোতে এখন নিজেকে খুঁজি না,
আবারো যদি কোনো অপ্সরীর মায়ায় পড়ে যায়!
তখন এ অশান্ত মনকে সান্তনা দেবে কে?

 4 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼

 4 months ago 

এর মাধ্যমে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ ভালোভাবে ফুটে উঠেছে। আরো অনেক কবি আপনার কাছ থেকে পড়ার আশায় রইলাম৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

💜🌼 অবশ্যই ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43