নাটক রিভিউঃ তোমায় হলো পাওয়া

in আমার বাংলা ব্লগ11 months ago

08-12-2023

২৪ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য থাকার চেষ্টা করছেন। কারণ আবহাওয়ার যে অবস্থা সবারই কমবেশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। আসলে শীতের মাঝে বৃষ্টি আমি এবারই প্রথম দেখতেছি! এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। আবহাওয়ার এরূপ আচরণের জন্য আমরাই দায়ী! এ কয়দিনে বৃষ্টিতে অনেকের শুকনো ধান ভিজে নষ্ট হওয়ার মতো হয়ে গেছে। এই বৃষ্টিপাত যদি আরও কয়েকদিন থাকে তাহলে ধান সব নষ্ট হবে। অনেক জমিতে দেখলাম ধান কেটে রেখে দিছে কিন্তু না নেয়ার জন্য এখন পানিতে ভাসছে। তবে আশা করি খুব শীঘ্রই রোদের দেখা পাবো! যাক, আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য। নাটকের নাম হচ্ছে তোমায় হলো পাওয়া। গতকালই ইউটিউব এ রিলিজ হয়েছিল তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম।


Screenshot_2023-12-08-14-30-52-54.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নামতোমায় হলো পাওয়া।
পরিচালনাপথিক সাধন ।
গল্পনাসির খান।
প্রযোজকজি সিরিজ ।
অভিনয়েইয়াশ রোহান, তানজিম সায়েরা তটিনী, মিলি বাসার, সাবিহা জামান, নাজিম উদ্দিন, ফাবিহা বুসরা সহ আরও অনেকে।
আবহ সংগীতজামিল হোসেন সাজু।
দৈর্ঘ্য৪৪ মিনিট ৩২ সেকেন্ড।
মুক্তির তারিখ০৮ ই ডিসেম্বর, ২০২৩
ধরনরোমান্টিক।
ভাষাবাংলা


চরিত্রেঃ

শুভ্রঃ
ইয়াশ রোহান ।
নিতুঃ
তানজিম সায়েরা তটিনী ।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-12-08-11-27-38-31.jpg

Screenshot_2023-12-08-11-41-02-18.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, শুভ্র তার বাবার লাশের পাশে বসে কাদঁছে! ঠিক তার পাশে তার মা ও তার ফুফুও কাদঁছে। বাবা মারা যাওয়ার বিষয়টা কোনোভাবেই ভুলতে পারছে না শুভ্র! তারই খালাতো বোন নিতু! ছোট বেলায় তার বাবা মা দুজনকেই হারিয়েছে সে। শুভ্রদের বাসায় থেকে বড় হয়েছে। তবে শুভ্র আর নিতুর মাঝে সবসময় খুনসুটি লেগেই থাকে। শুভ্র বাবা মারা যাওয়ার শোক ভুলতে না পেরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। নিতু বুঝিয়ে তারপর খেতে বলে। শুভ্র তারপর নিতুর কথা মতো খাওয়া-দাওয়া করে নেই! এদিকে কিছুদিন পর বর্ষার জন্মদিন! বর্ষা হলো শুভ্রর প্রেমিকা! নিতু শুভ্রকে বলে সে যেন বর্ষাকে সারপ্রাইজ দেয় বার্থডে তে। কিন্তু নিতু শুভ্রকে সেই ছোট্রবেলা থেকেই পছন্দ করে। শুভ্র সেটা বুঝেও বুঝে না। এজন্য মাঝে মাঝেই অভিমান করে বসে শুভ্রর সাথে।

Screenshot_2023-12-08-11-50-40-37.jpg

Screenshot_2023-12-08-12-04-27-04.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

বর্ষার বার্থডেতে শুভ্রকে নিতু বলে সে যেন সাদা টিপ কিনে দেয়। যাতে করে তার কপালে শুভ্র আকাশের মতোই দেখা যায়। তারপর থেকে শুভ্রর সাথে আরও অভিমান বেড়ে যায়। শুভ্রর ফুফু কখনো চাই না শুভ্র আর নিতুর মাঝে কথা হোক! ফুফু চাই শুভ্রর সাথে তার মেয়ে রতনার বিয়েটা হোক। রতনার সাথে নাকি ভালো মানাবে। কিন্তু শুভ্র মোটেও রতনাকে পছন্দ করে না। এদিকে নিতুর ভালোবাসার গভীরতা আরও বাড়তে থাকে। শুভ্র যতই বর্ষার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে ততই যেন নিতুর রাগ হয়। নিতু কতো করে বুঝানোর চেষ্টা করে সে শুভ্রকে ভালোবাসে কিন্তু সে বুঝে না। এদিকে নিতু প্লেন করে তার এক্স বয়ফ্রেন্ড আরমানের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে রাগানোর! হঠাৎ একদিন আরমানকে নিয়ে শুভ্রর সামনে এসে হাজির! শুভ্র নিতুকে আরমানের সাথে দেখে ভ্যাবাচেকা খেয়ে বসে! সে মোটেও সহ্য করতে পারেনি!

Screenshot_2023-12-08-12-06-10-50.jpg

Screenshot_2023-12-08-12-07-36-57.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর থেকে শুভ্র নিতুর প্রতি দূর্বল হতে থাকে। শুভ্র ও বুঝতে পারে নিতু তাকে ভালোবাসে। কিন্তু শুভ্রর মায়ের পছন্দ শুভ্রর বিয়েটা বর্ষার সাথে হোক! বর্ষা মেয়েটিকে শুভ্রর মায়ের খুব পছন্দ। কিন্তু শুভ্রর ফুফুর মোটেও পছন্দ না! এদিকে শুভ্রও চাই না হুটহাট করে তার বিয়েটা হয়ে যাক। শুভ্র চাই নিতুর সাথেই হোক বিয়েটা। কিন্তু নিতু ভাবছে শুভ্রকে সে হারিয়ে ফেলছে। একা একা সে কান্না করতে থাকে! শুভ্রকে সে হারাতে চাই না কখনো! শুভ্র নিতুকে একদিন খুজঁতে রুমে আসে, এসে দেখে নিতু রুমে নেই! তারপর শুভ্র দেখতে পায় নিতু একটি চিঠি লিখে গিয়েছে তার জন্য! সে চিঠিতে লেখা ছিল তার মনের সব কথা! তারপর শুভ্র বুঝতে পারে নিতু আসলে অনেক ভালোবাসে তাকে। কিন্তু এদিকে শুভ্রর মা বর্ষার সাথে বিয়েটা ঠিক করে ফেলে! তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে আপনাকে।

ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। বিশেষ করে নাটকের গল্পটি দারুণ ছিল। ইয়াশ রোহান আর তটিনী জুটি বরাবরই আমাদের চমৎকার নাটক উপহার দিয়ে যাচ্ছে তাদের অভিনয়ের মাধ্যমে। আসলে ভালোবাসাটা তখনই স্বার্থক হয় যখন ভালোবাসার মানুষটিকেই নিজের করে পাওয়া যায়। মনে হয় যেন এক জীবনে আর কোনো আক্ষেপ নেই। আশা করছি আপনারাও উপভোগ করবেন নাটকটি দেখলে।

ব্যক্তিগত রেটিং


৯.৩/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটক দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। আসলে কিছুদিন আগে এই নাটকটি দেখেছিলাম বেশ দারুন অভিনয় করেছিল।তোমায় হলো পাওয়া নাটকটি সত্যি অতুলনীয়। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 11 months ago 

ভাই গতকালই নাটকটি রিলিজ হলো, আপনি কয়েকদিন আগে দেখলেন কি করে 🤔

 11 months ago 

যদিও নাটকটি এখন অবদি আমার চোখে পড়েনি। তবে চোখে পড়লে মিস করার কোন অপশন নেই। কারন বর্তমানে যত কয়জন আর্টিষ্ট আছে তাদের মধ্যে কিন্তু ইয়াশ রোহান আর তটিনীর জুটি আমার কাছে সবচেয়ে সেরা। সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন এবং নিজের মতামতটুকু দক্ষতার সাথে তুলে ধরেছেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 

জি আপু! তাদের দুজনের জুটির নাটক আমার কাছে বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍

 11 months ago 

নাটকের নাম শুনে তো বেশ ভালোই লাগছে। নাটকটি দেখতেও হয়তো বা ভীষণ সুন্দর। যদিও নাটকটি আমি দেখে নিতে হবে আপনার রিভিউ পড়ে কিছুটা বুঝলাম। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। এই নাটক এর রিভিউ আপনার কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগলো৷ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ দেখতে পেরে অনেক খুশি হয়েছি৷ এরকম সুন্দর একটা নাটক এর শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ আর এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে নাটকটি আমি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 11 months ago 

আশা করি নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন

 11 months ago 

গতকালকে ইউটিউব এ ঢুকেছিলাম একটা নাটক দেখার জন্য। তখনই হঠাৎ করে এই নাটকটা দেখেছিলাম যেটা কয়েক ঘণ্টা আগে বের হয়েছিল। মানে এই নাটকটা গতকালকে রিলিজ হয়েছিল। আর আপনি এত সুন্দর করে এই নাটকটার রিভিউ লিখেছেন দেখে সত্যি ভালো লেগেছে। আমি ভেবেছিলাম দুই এক দিন পরে এই নাটকটা দেখব। তবে এখন তো দেখছি আর দেখাও লাগবে না। কারণ রিভিউর মাধ্যমে পুরো কাহিনীটা জানতে পেরেছি।

 11 months ago 

হাহাহা! আপু তবুও দেইখেন। উপভোগ করতে পারবেন আসলে 🌼

 11 months ago 

তোমায় হলো পাওয়া নাটকটা রিভিউ তো দেখছি খুব সুন্দর হয়েছে। নাটকের রিভিউ পোস্ট দেখলেই আমি পড়ার জন্য আগ্রহী হয়ে পড়ি। কারণ নাটকের রিভিউ পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। নাটক দেখার চেষ্টা করি, তবে ব্যস্ততার কারণে নাটক দেখা হয় না। তবে নাটক না দেখলেও নাটকের রিভিউগুলো পড়ে নাটকের পুরো কাহিনী জেনে নেওয়ার চেষ্টা করি। এই নাটকটাতে নায়ক নায়িকা দুজনে অনেক সুন্দর অভিনয় করেছে। আসলে ভালোবাসার মানুষ টাকে যখন আমরা নিজের করে পেয়ে থাকি, তখন আমাদের ভালোবাসা সার্থক হয়।

 11 months ago 

আসলেই ভাইয়া, নাটকের শেষটা ভালো ছিল। দেখলে উপভোগ করতে পারবেন।

 11 months ago 

ইয়াশ রোহানের নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। মাঝে মাঝে ইয়াশ রোহানের নাটক গুলো দেখি।তবে ইয়াশ রোহান এবং তটিনী খুবই সুন্দর একটা জুটি।আপনি দারুণ ভাবে এই নাটকটির রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60