স্বরচিত কবিতাঃ " ভালোবাসা বেচেঁ থাকে "

in আমার বাংলা ব্লগ2 months ago

30-05-2024

১৬ জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240530_224055_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করছেন। আমিও আমার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। সে ভালো থাকার চেষ্টাটা হয়তোবা আজীবন করে যেতে হবে। মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে আমরা ভালো থাকতে পারি না। সেটা বললেও ভুল হবে কারণ পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না। আর তখনই আমরা অনুভব করি, আমরা ভালো নেই। যাইহোক, আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা নিয়ে। আপনারা জানেন যে আমি সপ্তাহে এই একটা দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার কবিতা শেয়ার করে থাকি। আমার বাংলা ব্লগে অনেকেই ভালো কবিতা, অনুকবিতা লিখে থাকে। কবিতাগুলো পড়ে আমি প্রতিনিয়ত শিখছি, নতুন ভাবার্থ বুঝতে পারি।

আসলে ভালোবাসা এমন এক ব্যাপার এক মাত্র ভালোবাসায় পারে মানুষের মাঝে ভেদাভেদ ভুলাতে। ভালোবাসায় পারে পাথরে ফুল ফুটাতে। ভালোবাসা দিয়ে করা যায় দুনিয়া জয়। শুধু আমাদের ভালোবাসতে জানতে হয়। ভালোবাসা আসলে বেচেঁ থাকে কবির প্রতিটি কবিতার লাইনে, গল্পে অথবা উপন্যাসে। ভালোবাসা আবার প্রিয় মানুষ হারিয়ে গেলেও বেদনার নীল খামে বেচেঁ। সবশেষে, ভালোবাসা বেচেঁই থাকে। যেটা কখনোই হারায় না। শুধু হারিয়ে যায় চেনা মানুষগুলো, খুব কাছের কেউ!

ভালোবাসা বেচেঁ থাকে

ভালোবাসা বেচেঁ থাকে বিশ্বাসে,
আর মানুষ বেচেঁ থাকে নিঃশ্বাসে।
একমাত্র ভালোবাসাই পারে মানুষের মাঝে,
ভেদাভেদ ভুলাতে।
ভালোবাসাই পারে শুষ্ক জমিতে
রঙিন ফুল ফুটাতে।

ভালোবাসায় পারে যুদ্ধ থামাতে,
একমাত্র মুখের হাসিটুকুই পারে,
মানুষকে বাচাঁতে।

একমাত্র ভালোবাসায় পারে হিংসা-বিদ্বেষ ভুলাতে,
ভালোবাসায় পারে পাথরে ফুল ফুটাতে।
ভালোবাসলে মনে ফাল্গুনী হাওয়া বয়,
ভালোবাসলে মনে হয় দুনিয়া করেছি জয়।

ভালোবাসা যেন এক অদ্ভূত অনুভূতি,
হৃদয়ে আকেঁ ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি।
ভালোবাসতে জানলে মানুষ হয়ে উঠে কবি।
ভালোবাসা বেচেঁ থাকে কবির কবিতায়,হৃদয়ের বারান্দায়,
মনের উষ্ণতায়, কবির কাব্যিক ছোয়াঁয়।

ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও,
ভালোবাসা বেচেঁ থাকে!
বেদনার নীল খামে, নীল যমুনায়,
এ মন শুধু তা জানে।
অতঃপর ভালোবাসা বেচেঁই থাকে।

আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ছোট্র একটি মন্তব্য আমাকে নতুন নতুন কবিতা লিখতে উৎসাহ যোগায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আজ বেশ সুন্দর একটা কবিতা শেয়ার করলেন আমাদের মাঝে ভালোবাসা কে কেন্দ্র করে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য 🌸

 2 months ago 

পরিস্থিতি সব সময় মানুষের অনুকূলে যায় না। কিছু কিছু সময় নিজের সাধ্য সামর্থ্য বাইরে চলে যায়। আপনি যাই করেন আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার মধ্যেই সাধন করা সম্ভব। যাই হোক ভালোবাসা বেঁচে থাকে নিয়ে আপনি বেশ চমৎকার কবিতা লিখেছেন। লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

চেষ্টা আমাদের করে যেতেই হবে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য 🌸।

 2 months ago 

কবিতাটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে কারণ ভালবাসা কেন্দ্রিক বাস্তব কথাগুলো এই কবিতার ভাষায় তুলে ধরেছেন। একজন মানুষ যদি বিশ্বাস করতে না পারে তাহলে তার দ্বারা কাউকে ভালোবাসা সম্ভব নয় এটা সত্য।

 2 months ago 

চেষ্টা করেছি ভাই ভালোবাসা কেন্দ্রিক বিষয়গুলো ফুটিয়ে তোলার। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌸

 2 months ago 

আমরা যদি সব সময় ভালো থাকতাম তাহলে এই ভালোর মর্ম আর বুঝতাম না। জীবনে দুঃখ আসে তার জন্যই ভালোর এত গুরুত্ব। যাই হোক ভাইয়া আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন ভালোবাসাই পারে সকল ভেদাভেদ দূর করতে। সেই বিষয়টি কবিতার মাধ্যমে চমৎকারভাবে ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কবিতাটি।

 2 months ago 

অন্ধকার আছে বলেই তো আলোর এতো কদর! যাইহোক, আপু আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌸

 2 months ago 

ভালোবাসা নিয়ে খুবি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ হয়েছে।

একমাত্র ভালোবাসায় পারে হিংসা-বিদ্বেষ ভুলাতে,
ভালোবাসায় পারে পাথরে ফুল ফুটাতে।
ভালোবাসলে মনে ফাল্গুনী হাওয়া বয়,
ভালোবাসলে মনে হয় দুনিয়া করেছি জয়।

 2 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌸

 2 months ago 

আজকে আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন।ভালোবাসা বেচেঁ থাকে কবিতাটি অসাধারণ হয়েছে। এটি ঠিক ভালোবাসা পারে পাথরে ফুল ফুটাতে। আবার ভালবাসা পারে মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে। ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর আবার এত কষ্টের। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 months ago 

ভালোবাসায় পারে পাথরে ফুল ফুটাতে! আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌸।

 2 months ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই কবিতাটি এখানে তৈরি করেছেন তা এতটাই অসাধারণ হয়েছে যে আমি অনেকবার এটি পড়ে নিয়েছি৷ এরমধ্যে যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে তার মধ্যে কিছু লাইন হলো :

একমাত্র ভালোবাসায় পারে হিংসা-বিদ্বেষ ভুলাতে,
ভালোবাসায় পারে পাথরে ফুল ফুটাতে।
ভালোবাসলে মনে ফাল্গুনী হাওয়া বয়,
ভালোবাসলে মনে হয় দুনিয়া করেছি জয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65