কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago

11-12-2023

২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো আমিও তাই করছি। আসলে আমাদের জীবনের একেকটা দিন একেক ভাবে কেটে যায়। আমরা আমাদের জীবনটাকে আসলে শৃঙ্খলার মধ্যে খুব সহজে নিয়ে আসতে পারি না। এটা হয় বেশির ভাগ ক্ষেত্রে পড়াশোনার মাধ্যমে নয়তো জবের মাধ্যমে। মানে হলো একটা সিডিউল মেইনটেইন করে প্রতিদিনের রুটিন টা হয়। আর সে রুটিন অনুযায়ী কাজ করতে পারলে জীবন সুন্দর! আমরা খুব সহজেই সেই রুটিন বজায় রাখতে পারি না। আমি বলবো, যে ব্যক্তি এই রুটিন বজায় রেখে কাজ করতে পারে তাহলে সে অসাধারণ একটি গুণের অধিকারী। যাক, কয়েকদিন ধরেই ভাবছিলাম আমাদের নান্দাইল উপজেলায় যাওয়া দরকার। কারণ আমার স্মার্ট আইডি কার্ডটা দরকার! অনলাইনে বেশ কিছু কাজ থাকে যেগুলো নরমাল আইডি কার্ড দিয়ে হয় না। তাই ভাবলাম উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে দেখি কি বলে। কিন্তু দুঃখের বিষয় হলো নির্বাচনে অফিসে গিয়ে নির্বাচন কমিশনার সাহেবকে পেলাম না। গিয়ে দেখি বাহিরে আরও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

আমি আর সেখানে বেশিক্ষণ দাড়াঁয়নি। সামনে যেহেতু নির্বাচন এজন্য হয়তো ব্যস্ত সময় পার করছে। আসলে নান্দাইল উপজেলায় সবসময় মানুষ থাকে। প্রতিনিয়ত অনেক জায়গা থেকে এখানে মানুষ আসে সেবা নেয়ার জন্য। সরকারি যত প্রজেক্ট আসে সেগুলো তো উপজেলা পরিষদের হাত ধরেই আসে। গত কয়েক বছরে নান্দাইলের মেটামোটি ভালো উন্নয়ন হয়েছে বলতেই হয়। আমার চোখে পরেছে সড়কের অবকাঠামোগত উন্নয়নটাই বেশি হয়েছে। মাটির অনেক রাস্তাই এখন পিচঢালা সড়কে পরিণত হয়েছে। তবে সরকারি যতগুলো সেক্টর আছে আমার মনে হয় সবচেয়ে বেশি দুর্নীতি সেখানেই হয়! অনলাইনে জন্ম নিবন্ধন করলে যেখানে ২০০ টাকা হলেই হয় সেটা উপজেলায় কেউ করলে ৫০০ টাকার মতো রেখে দেয়। সহজ সরল মানুষ কিছু না ভেবেই সেটা দিয়েও দেয়!

IMG20231203145313.jpg

উপজেলার পরিষদের একেবারে সামনের বিল্ডিং এটা! অনেক পুরনো। বিল্ডিং এর সামনে সিরিয়াল করে লাগানো নারকেল গাছ! ক্লাস টেন এ যখন পড়তাম তখন এ নারকেল গাছগুলো আরও ছোট ছিল। এখন বিল্ডিং থেকেও বড় হয়ে গেছে। নারকেল গাছের বাম পাশে সার্কেল করে বসার জায়গা বানানো! এখানে বসে অনেকেই বিশ্রাম করে।

IMG20231203150816.jpg

নদীতে পানি প্রায় নেই বললেই চলে! তবুও দেখলাম একজন জেলে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। নদীতে স্রোত না থাকলে তেমন মাছ পাওয়া যায় না। এ নদীটি আমাদের নান্দাইলের নরসুন্দা নদী। শীতের সময় নদীর রূপ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়।

IMG20231203145335.jpg

এটি হলো নান্দাইলের বঙ্গবন্ধু মঞ্চ। এটি ২০১৬ সালে স্থাপন করা হয়। এটি উদ্ধোধন করেছিলেন জনাব এমপি মহোদয়। উপজেলা পরিষদের ঠিক সামনল এটি নির্মাণ করা হয়েছে। আর কিশোরগঞ্জ টু ময়মনসিংহ রোডের ঠিক বিপরীতে এটি। রাতের বেলা দেখতে চমৎকার লাগে। কারণ নানারঙের আলোক সজ্জায় সজ্জিত থাকে এটি।

IMG20231203150758.jpg

নদীর এপার থেকে তোলা ছবিটি! নদীর ঠিক ওপারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেখানেই আমার প্রিয় সরকারি চন্ডীপাশা বিদ্যালয়। দূর থেকে দেখা যায়নি। বিদ্যালয়ের ভিতরে গাছ বড় হয়েছে এজন্য বিল্ডিংগুলো ভালো করে দেখাও যাচ্ছিল না। স্কুলের জীবনটাকে আসলে অনেক মিস করি।

IMG20231203145908.jpg

IMG20231203145915.jpg

IMG20231203145851.jpg

IMG20231203145900.jpg

আমাদের নান্দাইলে অবস্থিত একমাত্র গার্লস হাই স্কুল থেকে তোলা ছবিটি! নান্দাইল পাইলট গার্লস হাই স্কুল এখন দেখলাম অনেক উন্নত হয়েছে। আগের পুরাতন বিল্ডিং সব ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ করেছে। ময়মনসিংহ সড়কের পাশেই দেয়াল নির্মাণ করেছে আর সেখানেই চমৎকার কিছু উক্তি দেখতে পেলাম। প্রত্যেকটা উক্তিই আমার কাছে বেশ ভালো লেগেছে। স্কুলের এ কাজটাকে আমি সাধুবাদ জানাই! গার্লস স্কুলে আসলে এসএস সি তে আমাদের সিট পরে। ভিতরের পরিবেশটাও সুন্দর!


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail,Mymensingh

আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

চমৎকার সব রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো যেখানে মাছ ধরার ছোই জাল ওথেকে শুরু করে শেখ মুজিবর এর সুন্দর দৃশ্য। পাশাপাশি জন সচেতন মূলক লেখা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। অনেক সুন্দর ছিল আপনার আজকের এই ব্লগটা।

 8 months ago 

জি চেষ্টা করেছি ফটোগ্রাফি সুন্দর করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 8 months ago 

আপনার ফটো অনেক সুন্দর হয়েছে। কয়েকটা ফটোগ্রাফি অনেক শিক্ষনীয় ছিল। বিশেষ করে নদীতে জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে গেছি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 8 months ago 

জীবন পরিবর্তন করে দেওয়ার উক্তি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাই। সত্যি আফসোস এবং সমঝোতা জীবনকে সুন্দর করে। যে ব্যক্তি অন্যকে নিস্বার্থ ভাবে সহযোগিতা করতে পারে না সেই মানুষ হতে পারে না এটি প্রকৃত সত্য। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লাগলো। প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। এত দুর্দান্ত ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 8 months ago 

আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼

 8 months ago 

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। মাছ ধরার চিত্রটি দেখতে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে শেষের ছবিগুলো অনেক শিক্ষনীয়। এত ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57213.13
ETH 2415.72
USDT 1.00
SBD 2.40