সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ!

in আমার বাংলা ব্লগ8 days ago

14-06-2024

৩১ জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমিও ভালো থাকার চেষ্টা করছি। আপনারা যারা খেলাধুলার খবর রাখেন তারা নিশ্চয় জানেন যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ শুরু। ইতোমধ্যে গ্রুপ স্টেজের বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে। তো এবারের বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথমটিতে জিতেছিল শ্রীলংকার সাথে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো সেকেন্ড রাউন্ডে উঠার জন্য বাংলাদেশের সামনের সমীকরণটা জটিল আবার সহজ! গতকাল নেদারল্যান্ডস এর সাথে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল! বাংলাদেশের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ হেরে গেলে সমীকরণটা জটিল হয়ে যাবে। আর জিতে গেলে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে উঠে যাবে। সে হিসেবে নেদারল্যান্ডস এর সাথে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল।

Screenshot_2024-06-14-05-57-11-57.jpg

Screenshot_2024-06-14-05-59-39-96.jpg

screenshot from PTV Sports

তো টসে জিতে প্রথমে নেদারল্যান্ডস বোলিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং এ নামে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত! আগের দুটি ম্যাচেও ক্যাপ্টেন শান্ত ব্যর্থ হয়েছে। তবে দেখার বিষয় হলো এই ম্যাচে কি করে! কিন্তু আবারো ক্যাপ্টেন শান্ত নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়। দ্বিতীয় ওভারেই মাত্র এক রান করে সাজঘরে ফিরতে হয় শান্তকে। তারপরে ব্যাটিং করতে আসে লিটন দাস! লিটন দাস নামার পর তানজিদ তামিম দুইটা ওভার ভালোই ব্যাটিং করে। কিন্তু লিটন আবারো ব্যর্থ হয়। মাত্র এক রান করেই সাজঘরে ফিরে লিটন। তারপর মাঠে আসে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। এখনও ব্যাট ও বল হাতে তেমনভাবে জ্ব্লে উঠতে পারেনি। তবে সাকিব আল হাসান অলরাউন্ডিং পারফর্মেন্স কোনো না কোনোভাবেই রাখে। হয় বল হাতে না হয় ব্যাট হাতে। তো গতকালকের ম্যাচে তানিজদ হাসান ও সাকিব দেখেশুনেই ব্যাটিং করে। তবে দলীয় সংগ্রহ যখন ৭১ রান তখন তানজিদ তামিম আউট হয়ে সাজঘরে ফিরে।

Screenshot_2024-06-14-06-03-20-51.jpg

screenshot from PTV Sports

তারপর ব্যাটিং করতে আসে তৌহিদ হৃদয়। এবারের বিশ্বকাপে তৌহিদ হৃদয়ের পারফর্মেন্স খুবই ভালো যাচ্ছে। আগের দুটি ম্যাচেই ভালো করেছিল গতকাল জ্বলে উঠার আগেই হৃদয় আউট হয়ে সাজঘরে ফিরে। তারপর মাঠে আসে মাহমুদুল্লাহ। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ শেষের দিকে এসে ভালো খেলছে। আগের দুটি ম্যাচেও ভালো খেলেছিল। তো সাকিব এদিকে হাফ সেঞ্চুরি করে ফেলে। সাকিবের হাফ সেঞ্চুরির সুবাধে শেষ অবধি বাংলাদেশের সংগ্রহ দাড়াঁয় বিশ ওভার শেষ ১৫৯ রানের। তো এরকম স্লো পিচে ১৬০ রান চেইস করে জেতাটা টাফ। আর বাংলাদেশের বোলিং পারফর্মেন্স ও ভালো যাচ্ছে। বিশ্বাস ছিল বাংলাদেশ খেলাটাকে আটকাতে পারবে।

Screenshot_2024-06-14-06-05-38-66.jpg

Screenshot_2024-06-14-06-07-04-90.jpg

Screenshot_2024-06-14-06-08-07-88.jpg

screenshot from PTV Sports

ব্যাটিং করতে আসে নেদারল্যান্ডস এর দুই ওপেনার লেবিট ও ডাউদ! নেদারল্যান্ডস এর শুরুটা ভালো হয়েছিল। মাত্র ৪ ওভারে ২২ রান সংগ্রহ করে তবে এক উইকেট হারিয়ে। ম্যাচে প্রথম উইকেট শিকার করে তাসকিন আহমেদ। তারপরে ভিকরমজিত কিছুটা চিন্তার কারণ হয়ে যায় বাংলাদেশের জন্য। সাকিবের এক ওভারেই দুইটা ছয় মেরে রানটাকে অনেকটাই আগায় নেয়। তবে ভিকরমজিত বেশিক্ষণ থাকতে পারেনি মাঠে। দলীয় সংগ্রহ যখন ৬৯ রান তখন ভিকরমজিত আউট হয়ে সাজঘরে ফেরে। তারপরে মাঠে এডওয়ার্ডস! এডওয়ার্ডস ও এনজেলব্রেসেট দুজনের পার্টনারশিপ তখন চিন্তার কারণ হয়ে দাড়াঁয়। তাদের পার্টনারশিপ দেখে মনে হয়েছিল আজও বাংলাদেশ হেরে যাবে!!তারপরে রিশাদ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে। খেলাটা তখনও বাংলাদেশের অনুকূলে আসেনি। এডওয়ার্ডস আউট হওয়ার পর বাংলাদেশের অনুকূলে চলে আসে খেলাটা। শেষের দিকে কাটার মাস্টার মোস্তাফিজের দুইটা ওভারই খেলাটাকে অনুকূলে নিয়ে আসে। শেষ অবধি বাংলাদেশ ২৫ রানের ব্যবধানে জয় লাভ করে। এরই মাধ্যমে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় সাকিব আল হাসান।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 8 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

বাংলাদেশের টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের সাফল্যের বিবরণ অত্যন্ত জীবন্ত ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আপনার লেখনীর মাধ্যমে খেলার উত্তেজনা ও আনন্দ প্রতিটি পাঠকের হৃদয়ে সঞ্চারিত হয়েছে। সাকিব আল হাসানের অসাধারণ পারফর্মেন্স এবং ম্যাচের নাটকীয়তা আপনি যেভাবে বর্ণনা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে যেন আমি নিজেই ম্যাচটি দেখছি। ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

কালকের ম্যাচটা ছিল দূরদান্ত অসাধারণ পারফর্মেন্স করেছিলো সিবাই।সাকিবের রানা ফেরা দেখে অনেক ভালো লাগছে আশা করি ভালো কিছু হবে।ধন্যবাদ পোস্টা শেয়ার করার জন্য।

 8 days ago 

বাংলাদেশ ঐদিন অনেক সুন্দর খেলছিল। আমি পুরো খেলাটি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি।তবে সাকিবের পারফরমেন্স অনেক সুন্দর ছিল। সাকিব রানটি এগিয়ে নিয়ে গেছে তাই ম্যাচটি তাদের হাতে ছিল।যাইহোক পরে বাংলাদেশ বোলিং দিয়ে তাদেরকে আটক করছে।বাংলাদেশের এখন সুপার এইট নিশ্চিত করলো।ধন্যবাদ ভাই পুরো খেলাটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 8 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি ম্যাচ রিভিউ শেয়ার করেছেন। বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এর ম্যাচ আমিও দেখেছিলাম বেশ ভালো খেলা উপহার দিয়েছিল দুই দল। সাকিব আল হাসান রানের দেখা পেয়েছিল সেজন্য সবথেকে বেশি ভালো লেগেছে। মুস্তাফিজুর রহমানের কিপটে বোলিং সব সময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবাই বেশ দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যাচ রিভিউ করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.15
ETH 3505.45
USDT 1.00
SBD 2.53