সম্পর্কের সমাপ্তি!

in আমার বাংলা ব্লগ2 months ago

14-04-2024

০১ লা বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা 🌸

character-1797362_1280.jpg

copyright free image from pixabay

আজকালকার প্রেমিক-প্রেমিকাদের প্রায়ই একটা কাজ করতে দেখা যায়! নিজেদের মধ্যে মনোমালিন্য হলে কিংবা সাময়িক ব্রেকআপ হলেই একে অপরকে বলে বেড়ায়, " জানিস ও কতো খারাপ! ও কতো বড় চিটার! " মানুষের সাথে ফ্লার্ট করে বেড়ায়। এক মেয়ে রেখে আরেক মেয়ের পিছনে ঘুরে বেড়ায়। অথবা মেয়েটা আরেকটা ছেলের সাথে চলে গেছে। আবার শুধু মুখের কথাতেই থেমে না গিয়ে অনেক সময় নিজের একান্ত চ্যাট কনভার্সেশন বিলি করে বেড়ায়। প্রমাণ করে দেয় তাদের প্রেমিক-প্রেমিকা কতো খারাপ!

সবচেয়ে মজার ব্যাপার হলো এরাই আবার নতুন করে সম্পর্ক শুরু করে। সব ভুলে নতুন করে আড্ডা মাস্তি, ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এরাই আবার সোস্যাল মিডিয়াতে একে অপরকে ট্যাগ করে পোস্ট করে। রোমান্টিক পোস্ট শেয়ার করে! অথচ এরাই তো কিছুদিন আগে একে অপরের নামে বদনাম ছড়াচ্ছিল! তবে এরাই কেন আবার মিলিত হলো? আমার প্রশ্ন হলো এই যে একে অপরের নামে বদনাম ছড়িয়ে আবার এক হলো এতে করে কার ক্ষতি বা লাভ হলো?

আসলে দুজনেরই ক্ষতি হয়েছে আমি বলবো। কারণ হচ্ছে ইতোমধ্যে তারা বলে বেরিয়েছে মেয়েটা ভালো না অথবা ছেলেটা ভালো না! তার সাথে চিট করেছে। কিন্তু যখন তারা মিলে যায় তখন বন্ধুমহলের মানুষজনের কাছে খটকা লাগে বিষয়টা। এই যে একে অপরের নামে বদনাম করে মিলে গেল দুজন, আশেপাশের মানুষজন কিন্তু ইতোমধ্যেই তাদের নামে নেগেটিভ চিন্তাভাবনা করছে। এখন তারা যদি তাদের কাছে গিয়ে তাদের সমস্যা মেটানোর কথাটা না বলে তাহলে কিন্তু তারা নেগেটিভ চিন্তাই রেখে যাবে। আমরা সবসময় সে ভুলটাই করে থাকি। আগে বদনাম ছড়ালেও পরে গিয়ে তাদেরকে ভুল বুঝাবুঝির বিষয়টা ক্লিয়ার করি না। ।

এ ধরনের সম্পর্কগুলো দেখে আমারই খারাপ লাগে। তারা কি আদৌ একে অপরকে শ্রদ্ধা করেছিল? একে অপরকে কি সত্যিই ভালোবাসতো? যদি ভালোই বাসতো মন দিয়ে তাহলে কেনই-বা ভালোবাসার মানুষের নামে কখনোই বদনাম ছড়াতো না! একে অপরকে শ্রদ্ধা করে হলেও বদনান বা গিবত বলে বেড়ানো থেকে বিরত থাকতো। প্রিয় মানুষ তার সাথে কথা না বললেও কখনোই এমন কিছু করতো না যাতে তার প্রেমিক বা প্রেমিকার গায়ে লাগে।

বর্তমান সময়ে সম্পর্কগুলো এতোটাই ঠুংকো হয়ে যাচ্ছে! নিমিষেই যেন একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে। আসলে ভালোবাসা তো পাপ না তবে আমরাই কেন ভালোবাসাটাকে অপবিত্র করি। কেনইবা আমরা আত্মসম্মান নিয়ে আঘাত করি? আমার মনে হয় না একটা সুস্থ্য সম্পর্কে নিদর্শন এমন হতে পারে। আসলে সম্পর্কের পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। বিয়ের আগেই যদি একে অপরের নামে বদনাম করে বেড়ায় তাহলে একটা সময় তার বিশ্বাসটাও থাকবে না। যাকে নিয়ে ভবিষ্যৎ এর চিন্তা করছি সেটাও থাকবে না।

তবে এটা ঠিক কেউ আপনাকে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যেতে পারে। আপনাকে তার ভালো নাই লাগতে পারে। তাই আপনারও উচিত সরে আসা। তাকে তার মতো থাকতে দেয়া। যে আপনার ছিল না সেটা আপনি কখনোই পাবেন না। হাজার চেষ্টা করেও পাবেন না আপনি। কেন আপনাকে ছেড়ে চলে গেল? আপনার কি দোষ ছিল? এসব প্রশ্নের উত্তর না খোজাই ভালো। আপনি সাময়িক সময়ের জন্য মানসিকভাবে দূর্বল হয়ে যেতে পারেন। নিজের অনেক অভিমান জমতে পারে। তবে সে বিষয়গুলো এমন কারো সাথে শেয়ার করেন যে আপনার কাছের কেউ হতে পারে আপনার প্রিয়জন বা পরিবারের সদস্য। যার কাছে বললে জনে জনে বলে বেড়াবে না।

বর্তমান সোস্যাল মিডিয়ার কল্যাণে একটা সম্পর্ক গড়তে যত কম সময় লাগে ঠিক একইভাবে কম সময়ে ভেঙেও যায়। আবার দেখা যায় ভেঙে গেলেও কিছুদিন পর আবার এক হয়ে যায়। আবার, একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে সোস্যাল মিডিয়াতে একের পর এক কষ্টের পোস্ট শেয়ার করতে থাকে। তার কাটানো মুহূর্তগুলো মিস করতে থাকে। অথচ সোস্যাল মিডিয়াতে আমাদের অনুভূতি শেয়ার করে কোনো লাভই নেই। বরং আপনার ফ্রেন্ডলিস্টে যারা রয়েছে তারাই উল্টো মজা নিবে। কারণ মানুষের মানসিকতা এমন হয়েছে যে, কারো খারাপ দেখলে সবাই খুব খুশি হয়।

ভালোবাসার মতো সম্পর্কগুলো হোক সুন্দর ও রঙিন। ভালোবাসা সর্বজনীন। সর্বত্র ভালোবাসা ছড়িয়ে যাক। একে অপরকে ভালোবেসে সুন্দর হোক এ পৃথিবী। ভালোবাসায় পূর্ণতা আসুক। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি একদম বর্তমানের বাস্তব বিষয়গুলিই শেয়ার করেছেন।সচরাচর একে অপরের নামে সমালোচনা করতে খুবই দেখা যায় অথচ কিছুদিন আগে তাদের মুখ থেকেই প্রশংসার ফুলঝুরি বের হচ্ছিলো।ভালোবাসা হোক পবিত্র ও সমালোচনাবিহীন। আপনি সুন্দর বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি 🌸

 2 months ago 

ভালোবাসা ব‍্যাপার টা একেবারেই আলাদা। শত রাগারাগি হোক শত ঝামেলা হোক শত মনমালিন‍্য শত ভুল বোঝাবুঝি হোক। দিনশেষে আবার তারা এক হয়ে যাবে। এটাই ভালোবাসা। কেউ কখনো একে অন‍্যকে ছেড়ে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে আসবে না। কিন্তু বতর্মানে যেগুলো হয় আর যাইহোক এগুলো কে ভালোবাসা বলা চলে না। এগুলো এককথায় মোহ লালসা ছাড়া আর কিছু না। না হলে যাকে ভালোবাসা যায় তার সম্পর্কে কীভাবে খারাপ কথা বলা যায়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি একদমই ঠিক বলেছেন ভাই 🌸

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65054.60
ETH 3558.38
USDT 1.00
SBD 2.35