হতাশা
07-02-23
২৫ মাঘ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতের শেষ শীতলতাটা কিছুটা হলেও উপভোগ করছেন! তবে শীতের সময়টাও উপভোগ করা ভালো। কারো তো পছন্দের ঋতু এই শীতকাল! শীতের শীতলতাটাই তারা উপভোগ করতে চাই! তবে সবার কাছে যে শীত আন্দের তা কিন্তু নয়! অনেকেই চাইছে শীত যেন তাড়াতাড়ি শীতের শীতলতা নিয়ে দূরে কোথাও চলে যায়। যাক আমি ঐদিকে আর কথা বাড়াচ্ছি না। আচ্ছা আপনাকে যদি আমি বলি মানুষ কখন হতাশা ফিল করে অথবা কখন সে মনে করে লাইফের ক্রিয়া তার লক্ষ্যের ঠিক বিপরীত দিকে হচ্ছে? উত্তরটা সবারি জানা! আমার মতামতের সাথে আপনারাও একমত হবেন আশা করছি।
বর্তমান প্রেক্ষাপটের আলোকে যদি বলি পৃথীবির ৬০% এর উপরে মানুষ মানসিক বিষাদগ্রস্ত অবস্থায় ভুগছে! জীবন নিয়ে তাদের যেন বহু অভিযোগ জমে আছে। কেন তাকে সৃষ্টিকর্তা হত দরিদ্র করে পাঠিয়েছে, কেন তার লক্ষ্য পূরণ হলো, কেন অন্য কোথাও জব হলো না, সরকারি চাকরি কেন নেই? সব প্রশ্ন শুধু কেন! কিন্তু এর পিছনেও তো কারণ রয়েছে। একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পারবেন, বিখ্যাত যারা হয়ে আছেন ইতিহাসে তাদের মোটিভ কিন্তু ঠিক ছিল। কোনোভাবেই তারা কখনো হতাশা ফিল করেনি। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ইতিহাসের পাতায় নাম লেখিয়েছে স্বর্ণাক্ষরে! তাদের এই সাকসেসফুল হওয়ার পিছনেও কিন্তু একটা কষ্টের স্টরি আছে! হয়তো সাকসেস হওয়ার পিছনে পিছনের অতীতটা পিছনেই পড়ে রয়েছে।
তবে আমাদের কথায় যদি, আমরা কিন্তু নানা কারণেই হতাশা গ্রস্থ! তো আজকে কথা হচ্ছিল আমার রুমমেট রবির সাথে। গাজীপুরে এসেছে এডমিশন প্রিপারেশন নেয়ার জন্য। সেই সুদূর রাজশাহী থেকে এসেছে। রাজশাহী পলিটেকনিক থেকে পাস করেছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। তার সেই জায়গাটাই অভিযোগ! কেন যে ডিপ্লোমা পড়তে গেলাম! এখন কোথাও চাকরি পাবো না! অনার্সে পড়লেই ভালো হতো। এতক্ষণে চাকরি করে স্যাটেল! কিন্তু ডিপ্লোমা পড়েছি মেকানিক্যাল নিয়ে। জব সেক্টরে এটার সুযোগ দেখছি কম! সুযোগ থাকলেও কাজে এক্সপার্ট না হলে লোক নেই না। জীবন নিয়ে বলতে গেলে হতাশ! আমি অবশ্য নরমালি কারো সাথে তেমন কথা বলি না অথবা এমন পরামর্শ দেয়াও হয়নি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে তাকে অবশ্য পরামর্শ দিয়েছি। পড়ালেখার পাশাপাশি স্কিল অর্জন করতে। বর্তমানের আলোকে যদি বলি, স্কিল না থাকলে আপনার ভেল্যুু কেউ দিবে না। এটা একদম বাস্তব সত্য কথা!
বিশেষ করে যারা ডিপ্লোমা পাস করেছে তাদের ক্ষেত্রে কারিকুলাম যে স্কিলটা দরকার সেটা মাস্ট থাকা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে পলিটেকনিকগুলাতে ওভাবে আর কাজ শেখায়! মোটামোটি বেসিক শিখায়ে হালের গরুর মতো ছেড়ে দেয়া হয় আমাদের। আমি যেহেতু একজন পলিটেকনিক এর স্টুডেন্ট তো আমি জানি ব্যাপারগুলো কেমন! তবে নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে মেইন। আপনার কাজ করার আগ্রহ যদি থাকে তাহলে ঠিকি কাজ শিখতে পারবেন। আর কাজ শিখতে পারলে আপনি কোনো না কোনোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
জীবন নিয়ে অভিযোগ করতে নেই! অভিযোগ করাটাও বোকামি। আপনার সৃষ্টির আদি থেকে আপনার রিযিকের ব্যবস্থা সৃষ্টিকর্তা করে রেখেছেন। তো জীবন নিয়ে কখনো হতাশা হবেন না! ছোট ছোট জিনিস নিয়েই খুশি থাকার চেষ্টা করাই ভালো।। সব থেকে ভালো লাগার কাজ হলো অন্যকে খুশি রাখা! আপনার ছোট একটি কাজের মাধ্যমে হয়তো কারো মুখে হাসি ফুটতে পারে।
যাক, আর বেশি কথা বাড়ালাম না! সবসময় যেন ভালো থাকেন সেই কামনাই করছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋
ধন্যবাদ সবাইকে
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter share link
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বলেছেন ভাইয়া জীবনে কোন অভিযোগ করতে নেই আর অভিযোগ করা আসলে বোকামি। শীত বলেন আর গরম বলেন সব ঋতুই কিন্তু কারো না কারো পছন্দ।ডিপ্লোমা বলেন আর অনার্স বলেন বর্তমান চাকরির বাজার অনেক কঠিন। তবে হতাশ হওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
জি আপু! বর্তমানে চাকরির বাজার অনেক কঠিন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আমার কাছে সব ঋতুর চেয়ে যদিও শীতকাল ভালো লাগে কিন্তু গরম কালও মোটামুটি পছন্দের। আসলেই এটা কিন্তু একেবারেই সত্যি সৃষ্টির আদি থেকে সবার রিজিকের ব্যবস্থা সৃষ্টি কর্তা করে রেখেছেন। আপনি ঠিকই বলেছেন জীবন নিয়ে কখনো অভিযোগ করতে নেই। আমাদের কাউকে জীবনে হতাশ হওয়া যাবেনা। আপনার আজকের লেখার টপিক সত্যি খুবই ভালো ছিল। এরকম লেখাগুলো পড়তে একটু বেশি ভালো লাগে অনেক কিছুই জানা যায়। সম্পূর্ণটা ভালোই লিখলেন।
জি ভাইয়া। সৃষ্টিকর্তা আমাদের রিজিকের ব্যবস্থা আগেই করে দিয়েছেন। আপনাকে অসংখ্য বরাবরের মতো মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য 🌼
আপনি অনেক সুন্দর বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। আসলে মানুষ যে কোন কাজে যখন সফলতা অর্জন করতে পারে না। তখন হতাশ হয়ে ভাগ্যকে দোষারোপ করে। যখন সরকারি চাকরি হয় না তখন তারা হতাশ হয়ে বলে চাকরিটা তার ছিল না।বা অন্য জনে তা হতে দিল না। আসলে রিজিকটা হচ্ছে খোদার দাম। আপনার নসিবে যেটা থাকবে ওটাই হবে। তবে চেষ্টা করতে দোষ নেই। আর আমাদের যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো। আবার কখনো অন্যর সাথে তুলনা করা ঠিক না। অনেক সুন্দর মূল্যবান একটি পোস্ট করেছেন আমাদের মাঝে।
জি আপু আপনি একদম ঠিক ধরেছেন। আল্লাহ তায়ালা বলেছেন চেষ্টা করার জন্য! আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মতামত দেয়ার জন্য।
ভাই ফটো সোর্স টা উল্লেখ কইরেন।
জি ভাইয়া। খেয়ালই ছিল না 😐