গুজবে কান দেয়া উচিত নয়!

in আমার বাংলা ব্লগ2 months ago

12-05-2024

২৯ বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


conversation-3513843_1280.jpg

copyright free image from pixabay

আমি যদি বলি আপনাকে গুজব কাকে বলে? তাহলে উত্তর কি দিবেন? একদম সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যার প্রচারণা করা। অর্থাৎ মিথ্যাকে জনমনে ছড়িয়ে দেয়া। আর এ কাজটাই এখন বেশি হচ্ছে। সোস্যাল মিডিয়ার যুগে খুব সহজেই গুজব ছড়িয়ে যাচ্ছে। আমরাও কতো বোকা কোনো কিছু যাচাই-বাছাই না করে সবকিছু বিশ্বাস করে ফেলি। কোনো কিছু না ভেবে মিথ্যার প্রচারণা করে ফেলি। এইতো কিছুদিন আগেও সোস্যাল মিডিয়ায় দেখলাম একজন শিল্পীকে নিয়ে গুজব রটনা হয়েছে! তিনি আসলে একাধারে অভিনেতাও বলা যায়। আপনারা নিশ্চয় তাহসান খানকে চিনেন! তাহসান খান নাকি তাসনিয়া ফারিনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে! আর সেটা অনেক ফেইসবুক পেইজেও দেখলাম শেয়ার করা হয়েছে। আমিও তো ভেবেছিলাম ঘটনাটা হয়তো সত্যি!

নয়তো এভাবে ছড়াতে না! কিন্তু ঐ যে গুজবে কান দেয়া আমাদের স্বভাব। ফেইসবুকের কমেন্ট সেকশনে অনেকেই তাহসান ও ফারিনকে বাহবা দিচ্ছে। তাদের দুজনকে নাকি একসাথে ভালোই মানাবে। কিন্তু জনগণের মন থেকে দ্বিধাটা চলে যায় যখন তাহসান খান নিজে বলে যে, ফারিনের সাথে কোনো সম্পর্ক নেই! শুধু শুধু মানুষ গুজব ছড়ালো! এদিকে দেখলাম তাসনিয়া ফারিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটাচ্ছে। তাদের মাঝে নয় বছরের প্রেম! তার মানে আমরা না জেনেই ব্যাপারটাকে ভাইরাল করে দিলাম! আর সোস্যাল মিডিয়ার এ যুগে ভাইরাল হওয়াটা খুবই সহজ। বর্তমানে মানুষ চাইও সে ভাইরাল হোক! ভাইরাল হতে হলে বেশি কিছু লাগে না এখন! এমন কিছু কনটেন্ট বানানো যেগুলো রুচির বাইরে! সিম্পল একটা ব্যাপার ফেইসবুকে হাইব তৈরি হয়ে যায়! এসবের জন্য সোস্যাল মিডিয়া ইউজ করতেও মনে চাই না।

আসলে আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক থাকা উচিত। একটু সচেতন না থাকলে বর্তমান টিকে থাকা কঠিন! আপনি কোনো একটা নিউজ না জেনে শেয়ার করে দিলেন। আপনার সাথে কানেক্টেড আপনার ফ্রেন্ডরা তারাও ব্যাপারটা জানলো। তারাও কিছু না ভেবে শেয়ার মেরে দিলো! এতে করে হলো কি নিউজটা ছড়িয়ে গেলে! অথচ আপনার উচিত ছিল নিউজটা সত্য নাকি মিথ্যা যাচাই করা! হতে পারে আপনি সত্যটা জানেন না, যেহেতু জানেন না তাই শেয়ার না দেয়ায় ভালো। গুজব ছড়ানো যেমন একটা অপরাধ তেমনি গুজবে কান দিয়ে নিজেই সেটা ছড়িয়ে বেড়ানোও একটা অপরাধ।

তো আমি বলবো কোনো কিছু রটনা করার আগে অন্তত দশবার ভাবুন। কাজটা সঠিক নাকি ভুল যাচাই করুন। চেষ্টা করুন জনমনে সঠিক তথ্যটা জানিয়ে দেয়ার। এবং যে বা যারা গুজব ছড়ায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসায় ভালো হবে। আমি নিজেও এখন বেশ সচেতন এ ব্যাপারে! একটা সময় ছিল না ভেবেই মানুষের কথা বিশ্বাস করে বসে থাকতাম। পরে দেখি সেটা ফেইক নিউজ ছিল! ঐ যে আমি বিশ্বাস করে বসেছিলাম আমার কাছে মনে হয়েছিল ঘটনাটা আসলে সত্য হতে পারে। কিন্তু কোনো কিছু যাচাই-বাছাই করার প্রয়োজন মনে করেনি। বিশেষ করে গ্রামের দিকে গুজবের প্রচারণা হয় বেশি। গ্রামের লোকেরা কিছু না বুঝেই বেশি বলে ফেলে! ধরুন, একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে হেটেঁ গেল! দুজনই স্কুল ফ্রেন্ড! গ্রামের কোনো ভদ্রমহিলা দেখলো! সে এসে এমনভাবে মেয়ের পরিবারকে অথবা ছেলের পরিবারের কাছে ব্যাখ্যা দিবে মনে হবে মেয়েটা ছেলেটার হাত ধরে পালিয়ে গেছে! কিন্তু আদৌ কি এমন কিছু হয়েছে!

মেয়ের পরিবারও কি করে মহিলার কথায় কান দেয়! তার ফলে হয় কি মেয়েকে খুজঁতে বেরিয়ে পরে। পরে যখন আসল রহস্য জানতে পারে তখন যেন সব ক্ষ্যান্ত হয়! এই হলো গ্রামের দিকের অবস্থা! এটা তো সিম্পল একটা উদাহরণ দিলাম। এমন অসংখ্য উদাহরন আপনি পাবেন। এজন্য কোনো কিছু যাচাই না করে সেটা ছড়ানো উচিত নয়! সোজা কথা হলো, গুজবে কান দেয়া একেবারেই যাবে না। আসল ঘটনা জানার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন অন্যকেউ ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একটি সচেতনতামূলক পোস্ট করছেন আপনি, যেটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার এর আদালতে বিভিন্ন ধরনের গুজব কিন্তু আশেপাশে ছরিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত যে কোন খবরকে যাচাই বাছাই করে তবেই সেই বিষয়টিকে বিশ্বাস করা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু! আমাদের উচিত সবকিছু যাচাই বাছাই করে তারপর সে বিষয়টাকে মূল্যায়ন করা।

 2 months ago 

আসলে কোন কিছু শুনে সেগুলা ছড়িয়ে বেড়ানো ঠিক নয়, আসল তথ্য না জেনে আমরা যখন মানুষের মাঝে রোটিয়ে বেড়ায় সেখানে ভুল থাকতে পারে এবং সে ভুলের জন্য বড় ক্ষতি হতে পারে। তাই আমাদের সঠিক তথ্য জেনে চুপ থাকাটা সবচেয়ে বেটার আর সঠিক তথ্য জেনে তারপর বলাটাও বেটার।

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাই। আমরা না বুঝেই রটিয়ে বেড়ায় এতে আরেকজনের ক্ষতিও হতে পারে।

 2 months ago 

স‍্যোসাল মিডিয়ার ব‍্যাপার টা এমন সবাই কান রেখে চিলের পেছনে দৌড়াই। তাহসান যথেষ্ট ব‍্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আর যাইহোক সে এমনটা করবে না। আর তাসনিয়া ফারিয়াও বিবাহিত। এবং সে এই বিষয়ে যথেষ্ট লয়‍্যাল। আশাকরি এমনটা হবে না। এবং এটা পুরোপুরি একটা গুজব।

 2 months ago 

একদম ভাই! তাহসান খুবই ভালো একজন ব্যক্তি! মানুষের কাজই গুজব ছড়ানো।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেকোনো খবর খুব সহজে এবং অতি দ্রততার সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে। কিছু কিছু গুজবের খোঁজ খবর নিলে জানা যায় সত্যিটা অন্য রকম। ফেসবুক ইউজারদের কিছু শেয়ার করার আগে অবশ্যই উচিত আসল ব্যাপারটা ভালোভাবে জানা। তাছাড়া গ্রামেও অহরহ গুজব ছড়ানো হয়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

জি ভাইয়া, সবার সুবুদ্ধির উদয় হোক এমনটা আমিও প্রত্যাশা করি 🌸।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68845.40
ETH 3281.32
USDT 1.00
SBD 2.65