'কাগজের বিয়ে' নাটক রিভিউ

18-11-2022

০৪ অগ্রহায়ণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন 🦋। আর আপনাদের মনটাকে আরেকটু ভালো করার জন্য চলে এলাম রোমান্টিক একটি নাটক নিয়ে। নাটকটি দেখলে আপনাদের মন নিমিষেই ভালো হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না! নাটকের রিভিউটি পড়েই বুঝতে পারবেন। নাটকের নামটি হচ্ছে কাগজের বিয়ে

Screenshot_2022-11-18-23-30-03-15.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামকাগজের বিয়ে ।
রচনাফেরদৌস হাসান।
পরিচালনাএস আর মজুমদার ।
অভিনয়েঅপূর্ব, সাবিলা নূর, সমু চৌধুরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া ।
দৈর্ঘ্য৪৮ মিনিট ১৬ সেকেন্ড।
আবহ সংগীতপ্রত্যয় খান ।
মুক্তির তারিখ১৪ই নভেম্বর , ২০২২ইং
ধরনরোমান্টিক , ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


অপুঃ
জিয়াউল ফারুক অপূর্ব ।
নীরাঃ
সাবিলা নূর ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-11-18-23-30-51-31.jpg

নাটকের শুরুতে দেখা যায় নীরা তার বাবার সাথে কথা বলছে। নীরার বাবা নীরার টেবিলে একটি খাম রেখেছিল এবং সেটি নীরাকে দেখতে বলেছিল। কিন্তু নীরার মনেই ছিল না খামটি খুলে দেখতে! খামের ভিতরে তার বাবার উত্তরাধিকারী নীরাকে করে দেয়ার উইল করা । তবে একটা শর্ত আছে! নীরার বাবা নীরাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিবে যদি সে বিয়ে করে! বিয়ে করতে হবে বাংলাদেশে বংশোদ্ভূত মুসলিম কোনো ছেলেকে। কিন্তু নীরা এই মুহূর্তে কোনো বিয়ে করতে চায়না। কারণ দুদিন পর নীরার ফ্লাইট! নীরা আমেরিকা থেকে পড়ালেখা করে। আর মাত্র চারটা সেমিস্টার বাকি নীরার। তাই নীরা এখন বিয়ে করতে চাইছে না । কিন্তু নীরার বাবার এক কথা! বিয়ে না করলে সমস্ত সম্পত্তি কোনো ট্রাস্টে দান করে দিবে!

Screenshot_2022-11-18-23-31-55-09.jpg

নীরাদের বাসায় তার ফুফি থাকে। নীরার ফুফি নীরাকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু নীরা এখন বিয়ে নিয়ে ভাবচেই না। কাল দিন পর টিকেট কনফার্ম করতে যাবে! নীরা টিকেট সংগ্রহ করতে বিমান এজেন্সির কাছে যায়। আর সেখানেই দেখা হয় অপু নামের এক ছেলের সাথে। বিমান এজেন্সিতে জব করে অপু! নীরা গিয়ে কাল বা পরশু দিনের কোনো ফ্লাইট আছে কিনা জানতে চায়। কিন্তু টিকেট পাওয়া যাচ্ছিল না। তবে কমার্শিয়াল ফ্লাইটে গেলে কিছু ডলার বাড়িয়ে দিতে হবে। নীরা তাতেই রাজি হয়ে যায় । কিন্তু নীরাকে কিছুক্ষন বসতে হবে । নীরা পাশে থাকা একটি কফি শপে গিয়ে বসে। কিছুক্ষণ পরই নীরার ফুফু সেখানে হাজির! এসেই নীরাকে দেখাতে চেষ্টা করে ছেলেটা কেমন? বাহিরে দাঁড়িয়ে আছে ছেলে। নীরা কিছুটা বিরক্ত হয় তখন। ঠিক তখন অপু চলে আসে। অপু ভিতরে প্রবেশ করতেই বলে তার ফুফুকে সালাম করার জন্য! অপু কিছুটা বিস্মিত হয়ে যায়! ঠিক তখন নীরার ফুফু বুঝতে পারে এটাই বোধহয় নীরার বয়ফ্রেন্ড! তারপর সেখান থেকে চলে যায় । নীরা তখন অপুকে সবকিছু খুলে বলে। বাসা থেকে তাকেে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু নীরা এখন বিয়ে করতে চাইছে না। এদিকে তার বাবা সব সম্পত্তি দিবেও না। সো নীরাকে বিয়ে করতে হবে। কিন্তু অপু নীরাকে একটি বুদ্ধি দেয়।

Screenshot_2022-11-18-23-32-35-49.jpg

অপু নীরাকে বলে বিয়ে করে ফেলতে। বিয়ে করে তার বাবাকে দেখালে হয়তো রাজি হয়ে যাবে। তারপর অবশ্য ডিভোর্স দিয়ে দিবে। নীরা এটা শুনে খুশি হয়ে যায় । তারপর নীরা অপুকে বলে তাকে বিয়ে করবে কিনা! অপু রাজি হয়নি! যখন বললো বিনিময়ে দুই কোটি টাকা দিবে তখনই অপু রাজি হয়ে যায়। কাগজে তারা দুজন বিয়ে করে। তারপর তারা দুজন বাসায় যায়। নীরা বাবা প্রথমে এই বিয়ে মানতে রাজি হয়নি। কারণ তার মেয়ে হঠাৎ এমন কাজ করে ফেলবে সেটা বিশ্বাস করতে পারছে না। নীরার বাবা দেখতে চায় তারা কাগজে কলমে বিয়ে করেছে কিনা! নীরা তখন তাদের বিয়ের কাবিননামার কাগজটা দেখায়! তখন কিছুটা বিশ্বাস করে নীরার বাবা। নীরা আর অপু তখন রুমে চলে যায়। কিন্তু তাদের বিছানা আলাদা! কারণ তাদের কন্টাক্ট করা দুই কোটি টাকা দিবে এবং ডিভোর্স দিয়ে দিবে।

Screenshot_2022-11-18-23-33-22-12.jpg

এভাবে তাদের দিন চলতে থাকে। কিন্তু অপুর সোফায় শুয়ে ঘুমাতে আর পারছে না। কিছুদিন পর রাতে নীরার বাবা অপুকে বলে নীরাকে ট্রিট দেয়ার জন্য। নীরাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য! তারপর নীরার বাবা অপুকে কিছু টাকা দেয়! পরদিন নীরাকে নিয়ে ঘুরতে হয় অপু । রাতে তার বাবা কি জানতে চেয়েছিল জানতে চায় নীরা। কিন্তু তাদের ব্যাপারে তেমন কিছুই বলেনি নীরার বাবা। নীরাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটায় অপু। এদিকে নীরা ফুফু সন্দেহ করে অপুকে। অপু নীরার হাসবেন্ড না! কারণ বিয়ের পরে কেউ আলাদা বিছানায় ঘুমায়! আবার অফিসে যোগাযোগ করে জানতে পারে যে, অপু যে বিয়ে করেছে কেউ জানেই না। তারপর নীরা আর অপু বাসায় আসে। বাসায় এসে অপুকে নীরার বাবা যে টাকা দিয়েছিল সে টাকাটা ফেরত দিয়ে দেয়! নীরা তখন তার বাবাকে বলে সম্পত্তি কখন লিখে দিবে? বিয়ে তো করেছে। নীরা বাবা তখন বুঝতে পারে যে, অপু যে তার হাসবেন্ড না।

Screenshot_2022-11-18-23-34-04-66.jpg

অপু আর প্রতারণার এই খেলা খেলতে চায়না । অপু নীরাকে ভালোবেসে ফেলে। কিন্তু নীরা অপুকে ভালোবাসতে পারবে না! অপু তখন চলে যায়। তারপর নীরার বাবা সবকিছু লিখে দিয়ে দেয়। নীরার বাবা তখন বলে, সম্পত্তির জন্য এই মিথ্যে নাটকের দরকার ছিল না! যাওয়ার আগে যেন অপুকে মুক্তি দিয়ে যায়। নীরা তখন তার ভুল বুঝতে পারে। নীরা অপুর অফিসে যায় । আর তখন তারা মনের কথাগুলো শেয়ার করে। দুজনের ভালোবাসার মিল বন্ধনের মাধ্যমেই নাটকটির সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আসলে আমরা মাঝে মাঝে টাকার পিছনে পিছনে ছুটতে নিজের আমিটাকেই ভুলে যায়। টাকার কাছি নিজের ব্যক্তিত্ব হেরে যায়। তবে যখন টাকার চেয়ে ভালোবাসাটায় মুখ্য হয়ে উঠে তখন ব্যাপারটা অন্যরকম লাগে। এমনই একটি নাটক এটি। আমার কাছে নাটকের চরিত্র দুটি ভালো লেগেছে । নাটকের প্লট ভালো ছিল। সবমিলিয়ে উপভোগ করার মতো!

ব্যক্তিগত রেটিং


৮.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর নাটক রিভিউ করেছেন। নাটকটি দেখে খুব ভালো লাগলো। কাগজের বিয়ে নাটকটি আমি দেখেছি নাটকের দৃশ্যপট, চরিত্র এবং সংলাপ খুবই সুন্দর। বিশেষ করে নাটকের শেষের দিকে কথোপকথন গুলো আমার খুবই ভালো লেগেছে। এত চমৎকার নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাইয়া নাটকটি আমার কাছেও ভালো লেগেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🌼

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
নাটক বা মুভির রিভিউ আমার চোখে পড়লে আমি পড়ি। আমার কাছে রিভিউ পড়তে ভাল লাগে। আপনি কাগজের বিয়ে নাটকের খুব সুন্দর রিভিউ দিয়েছেন। অপূর্ব আর সাবিলা আমার খুব পছন্দের । দুজনেই খুব ভালো অভিনয় করে। ট্রেইলার দেখে ভালো লেগেছে। সময় পেলে দেখে নেব। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼

 2 years ago 

রিভিউ পোস্ট আমার খুবই পছন্দের দেখলেই পড়তে বসে যাই। আপনার নাটকের রিভিউ দেখে সাথে সাথে পড়তে বসে গেলাম। অসাধারণ একটি নাটক রিভিউ করেছেন। যা দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অপূর্বর নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে তার অভিনয়। এই নাটকটি আমি আগে দেখিনি তাই আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে একটু খুশি হলাম। অসাধারণ ছিল নাটক রিভিউ পোস্ট।

 2 years ago 

জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼🦋

 2 years ago 

নাটকের রিভিউ পড়তে আমার ভীষন ভালো লাগে।তবে নাকটি আমার দেখা হয়নি। কিন্তু আপনি যেভাবে নাটকটি রিভিউ করেছেন মনে হয় না আমার নাটকটি পুনরায় দেখতে হবে।যাই হোক অসাধারণ একটি নাটক রিভিউ করেছেন। এত চমৎকার একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62