কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

01-10-2023

১৬ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। যাক ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। সে ভালো থাকাটা কিন্তু আমি খুব ছোট কাজ করেও থাকতে পারি। আসলে আমাদের বয়স যত বাড়ছে সুখের দাম ততই বাড়ছে। আগে দশটাকা পেলে যতটা খুশি হতাম আর এখন ১০০ টাকা পেলেও এতো খুশি হয় না। আমাদের ভালো থাকার বিষয়টাকেও কঠিন করে ফেলেছি আমরা। চাইলেই কিন্তু সেটা সহজ করায় যায়। যাক, আজকে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম। আসলে ফটোগ্রাফি করলেও ভালো লাগে। একটা সময় ছিল, যখন ফটোগ্রাফি করা হতো না। কিন্তু এ কাজটাতে এখন একটা ভালো লাগা কাজ করে। আর সেখান থেকেই মাঝে মাঝে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করে থাকি।

ফটোগ্রাফিঃ০১

IMG20230916172858.jpg

IMG20230916172908.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


গতকাল বিকালের দিকে বেরিয়েছিলাম দীঘিরপাড়ের উদ্দেশ্যে! আমাদের বাড়ি থেকেও কাছে। সেখানে ঐতিহ্যবাহী একটি পুকুর আছে। খাঁ বাড়ির পুকুর হিসেবে বেশ পরিচিত। পুকুরটি ১৯২৫ সালে নির্মাণ করেছিলেন এলাহী নওয়াজ খান। যিনি ছিলেন ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের বাবা। সে হিসেবে অনেক পুরনো একটি পুকুর। শুনেছিলাম, একটা সময় গ্রামের বেশিরভাগ মানুষ সেখানে গিয়ে গোসল করতো।


ফটোগ্রাফিঃ০২

IMG20230915061933.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


এ পাতাটি নিশ্চয় চিনতে পেরেছেন আপনারা! নারকেল গাছের পাতা। ছোট বেলায় এ পাতা দিয়ে কত চরকি, ঘড়ি বানিয়েছি হিসেব নেই। আমাদের পুকুর পাড়েই নারকেল গাছ। নারকেল এখনও হয়নি। তবে নতুন পাতা গজিয়েছে।


ফটোগ্রাফিঃ০৩

IMG20230916173009.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


এই আলতাফ মঞ্জিল টি মূলত ভাষা সৈনিক খালেক নওয়াজ খান স্মৃতিচারণে নির্মিত! ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অনেক ফটোগ্রাফি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। গ্রামের মানুষ এতোটাও বুঝে না। এজন্য এই আলতাফ মঞ্জিলটি এভাবেই পড়ে থাকে। আমার একবার ভিতরে প্রবেশের সৌভাগ্য হয়েছিল! বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে অনেক ছবি আছে ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের। এটা আমাদের গ্রামের জন্যও গৌরবের একটি বিষয়।


ফটোগ্রাফিঃ০৪

IMG20230916171635.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


গ্রামে মাটির রাস্তা এখন নেই বললেই চলে। তবে ঝাউগারার দিকে এখনও দেখতে পেলাম মাটির রাস্তা। রাস্তাটি এখনও সংস্কার করেনি। এদিকে আবার এতোটাও যাতায়াত হয় না যানবাহনের। মানুষজন পায়ে হেটেঁই বাজারে চলাচল করে। গ্রামের ভিতর এমন মাটির রাস্তা থাকলে একটু গ্রামের ফিল তো পাওয়াই যায়।


ফটোগ্রাফিঃ০৫

IMG20230916170709.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


গ্রামে বিদ্যুৎ এর ছোঁয়া অনেক আগেই পেয়ে গেছে। আমাদের গ্রামে বলতে গেলে শতভাগ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে মানুষজন। এরই মাঝে বৈদ্যুতিক লাইনেরও সংস্কার করা হয়েছে। গ্রামের এ মাথা থেকে ঐ মাথা পর্যন্ত বৈদ্যুতিক খুটির মাধ্যমে তার টানা হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল নীল আকাশ দেখে! আকাশের মাঝে দুটি তার ঝুলে আছে।


ফটোগ্রাফিঃ০৬

IMG20230916170727.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


জমিতে হাটুঁ সমান পানি থাকলেই চরের ধানের জমিগুলোতে মাছ ধরার হিড়িক পরে যায়। বিশেষ করে পুটিঁ মাছ পাওয়া যায় অনেক। বিকাল বেলা দেখেছিলাম একজনকে বড়শি দিয়ে মাছ ধরতে। সবচেয়ে ভালো লেগেছিল, কয়েকমিনিটের মধ্যেই বেশকিছু পুটিঁ মাছ ধরেছিল। ছোটবেলায় এভাবে আমিও মাছ মেরেছি। এখনও তো তেমন বড় হয়নি, তবে মাছ মারা সেই শখটা যেন চলে গেছে।


ফটোগ্রাফিঃ০৭

IMG20230916170350.jpg

Device: Oppo A12
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ


চরের জমিতে বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়। তখন এ পারের জমির পানি ব্রিজ দিয়ে এ পাশে চলে আসে। ব্রিজের সাথে ছোট করে খালের মতো করে দেয়া হয়েছে। এখানে আবার অনেকেই মাছ ধরে তখন। তবে সুবিধা হলো ধানের জমিগুলো এতো সহজে তলিয়ে যায় না।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail, Mymensingh

আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করা স্বার্থক! আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋।




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া আমরা আমাদের সুখের দামটা বৃদ্ধি করে ফেলেছে।
আমাদের চাহিদার কোন শেষ নাই।
তবে ১০ টাকায় আগে যে চাহিদাগুলো মেটাতাম, এখন সেই চাহিদাগুলো মেটাতে ১০০ টাকা লাগে।
যা হোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে পুকুরঘাট এবং এর সম্পর্কে সংক্ষিপ্ত জেনে অনেক ভালো লাগলো।
এরকম পুরাতন স্থান ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে।

 11 months ago 

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। আমাদের চাহিদার যেন শেষ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋🌼

 11 months ago 

ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিল।প্রথমেই পুকুরঘাটের ছবিটা ভীষণ ভালো লেগেছে আমার।১৯২৫ সালে নির্মিত আবার ২০০৫ এ পূণর্নিমাণ করা হয়েছে।লাস্টের ছবিটাতে ছোট খালের মত করে দেয়াতে অনেক দিকেই সুবিধা,মাছ ধরা, ধানের জমিতে অতিরিক্ত পানি না জমা।খুব ভালো লাগলো প্রত্যেকটি ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 11 months ago 

জি আপু । অনেক আগের একটি পুকুর। আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে বলা যায়। তবে আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য 🌼🦋

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 11 months ago 

খাঁ বাড়ির পুকুর টা তো বেশ বড় এবং সুন্দর দেখছি। গ্রামের মধ্য দিয়ে মাটির রাস্তা ধানক্ষেত সবুজ মাঠ নীল আকাশ। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। একেবারে গ্রামের পরিবেশের একটা ফিল পেলাম হা হা। দারুণ ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হুমম ভাই! পুকুরটা বেশ বড় এবং অনেক আগের। ধন্যবাদ আপনাকে ☘️

 11 months ago 

ভাইয়া একদম ঠিক বলেছেন আগে ১০ টাকা পেলে যতটা খুশি হতাম আর এখন ১০০ টাকা পেলেও এতো খুশি হয় না। যাই হোক আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍

 11 months ago 

আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। নারকেল গাছের পাতার ফটোগ্রাফি এবং অন্যান্য সবুজ ধানের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লেগেছে। অনেক ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ধন্যবাদ।

 11 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 11 months ago 

ভাই আপনি বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশি ভালই লাগছে। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে ৭ নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য নিয়ে তোলায় ফটোগ্রাফি টা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45