‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৬ (Weekly Hangout Report-46)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 46.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ২৯৭৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২২০।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৪৬

নির্দিষ্ট সময়ের পূর্বে কথা বলা শুরু করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সকলের সুস্থ্যতা এবং ভালো কিছু কামনা করেন। হ্যাংআউট শুরুর আগে কিছু রেনডম কথা বলেন এবং হ্যাংআউটে সকলের সহযোগিতা কামনা করেন, কারো কাছ হতে কিছু চাওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের মাইক অফ রাখবেন আর আমাদের কথাগুলো শুনার চেষ্টা করবেন। অনেকগুলো সেগমেন্ট আছে, চেষ্টা করা হবে সবগুলো ঠিক ঠাক করার।

তারপর কাউন্ট ডাউন মিউজিকের মাধ্যমে শুরু করা হয় এবং যথারীতি শুভ ভাইয়ের কণ্ঠস্বর ভেসে আসে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করা হয় এই সপ্তাহের হ্যাংআউট। আমাদের ডাকে সারা দিয়ে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। উৎসবের সময়টা সকলের ভালো কাটছে এই আশা ব্যক্ত করেন। সব মিলিয়ে সবাই ভালো আছেন এই প্রত্যাশা ব্যক্ত করে শুভ ভাই হ্যাংআউট শুরু করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, শুরুতেই সবাইক ৪৬তম হ্যাংআউটে স্বাগতম জানাই। এই সপ্তাহে ঈদের কারণে অনেকের কাংখিত এনগেজমেন্ট ছিলো না, ঠিক তেমনি অনেকের ডিসকর্ডের উপস্থিতি বেশী ছিলো না, আমরা কিছুটা কনসিডারেশনে নিয়ে যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় আনার চেষ্টা করেছি। তবে একটা বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, আমার বাংলা ব্লগ একটা পরিবার, এই পরিবারের সুন্দর পরিবেশ যেন বিনষ্ট না হয়। প্রতিনিয়ত নতুনরা আসবে, হয়তো না বুঝেই অনেক কিছু করে ফেলবে তাই সকালের উচিত হবে সেগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে তাদের বুঝানোর চেষ্টা করা, অহেতুক কাউকে কোন প্রকার আক্রমনাত্মকভাবে আঘার করার চেস্টা করা যাবে না।

আমরা আশা করছি এই সপ্তাহ হতে পুনরায় এবিবি স্কুলের কার্যক্রম গতিশীলতা ফিরে পাবে এবং সকলের কাংখিত উপস্থিতি দেখতে পাবো। আমরা আবারও বলছি এবিবি স্কুল আপনাদের জন্য, সুতরাং আপনারা যদি স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তাহলে সেটা আমাদের আরো বেশী উৎসাহিত করবে। এবিবি স্কুল কিংবা লেভেলের যে কোন বিষয়ে আপনারা টিকেট ক্রিয়েট করতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর সমাধান করার।

Untitled.png

নতুন ইউজারদের স্বাগতম জানাচ্ছি, আপাদত তিনটি পরামর্শ আপনাদের জন্য এক) লেভেল-১ এর ক্লাস সমূহ গুরুত্বের সহকারে করা, দুই) ডিসকর্ডে উপস্থিতির মাধ্যমে সকলের সাথে পরিচিত হওয়া এবং তিন) নিয়মিত পোষ্ট করার চেষ্টা করা। আশা করছি এগুলোর প্রতি আপনারা যত্নশীল থাকবেন। সবশেষে গত সপ্তাহের সার্বিক এ্যাকিটিভি পর্যালোচনায় ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন @rayhan111

এরপর কমিউনিটির মডারেটর @nusuranur আপু কথা বলেন যেহেতু উনি গ্রামের বাড়ীতে আছেন এবং নেটওয়ার্ক সমস্যা রয়েছে সেহেতু তাকে আগে সুযোগ দেয়া হয়। শুরুতেই ভেরিফাইড ইউজারদের নিয়ে কথা বলেন, অনেক ইউজারদের মাঝে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে তারা অন্যের ভুল ধরার চেষ্টা করছেন, প্রবণতা বেশ বৃদ্ধি পেয়েছে। একটা কথা মনে রাখতে হবে এখানে কেউ প্রফেশনাল না কিংবা প্রফেশনালী কিছু করতে আসে নাই কেউ। সুতরাং ভুল হতেই পারে সবাই সব বিষয়ে জ্ঞান নিয়ে আসেন নাই তাই এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। সবাইকে সেই অনুরোধ করেন।

তারপর লেভেল-৪ নিয়ে কথা বলেন, লেভেল-৪ এ যারা আছেন তাদের পোষ্ট সমূহে খুব একটা মার্কডাউন ব্যবহার করা হচ্ছে না। তাদেরকে সতর্ক করেন এবং পোষ্টে যথাযথভাবে মার্কডউন ব্যবহার করতে বলেন, যদি চেক করে তাদের পোষ্টে সঠিক মার্কডাউন না পাওয়া যায় তাহলে তাদের পোষ্ট কিউরেট করা হবে না। তারপর ইউজারদের ডিসকর্ড এ্যাক্টিভিটি নিয়ে কথা বলেন, অনেকেই শুধু স্টিকার ব্যবহার করেন তারপর হারিয়ে যান, এটা ঠিক না, তাই সবাইকে সঠিকভাবে এ্যকটিভ থাকার কথা বলেন। এছাড়া নতুন অনেক ইউজার আপুদের ডিএম করছেন, সে ব্যাপারে আপুদের সতর্ক থাকতে বলেন এবং প্রমানসহ তার সাথে যোগাযোগ করার অনুরোধ করেন। এরপর নতুন ইউজারদের রেফারার নিয়ে কথা বলেন, আপনাদের পরিচিত না হলে কারো অনুরোধে রেফারার হবেন না, তাহলে তারা যদি কোন ভুল করে তার দায়িত্ব আপনাকে নিতে হবে, আমরা আপনাকে ধরবো সুতরাং এই ব্যাপারে সবাইকে সাবধান করেন।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে তার অধীনে থাকা সকল ইউজারদের এ্যাকটিভি বেশ ভালো এবং সব কিছু ঠিক ঠাক রয়েছে তাই তাদের নিয়ে কিছু বলার নেই। এছাড়া যারা কমেন্ট করেছেন, তাদের সকলের কমেন্টগুলো বেশ ভালো ছিলো, তবে বিজয়ীদের এখনো নির্বচন করা হয় নাই। যথাযথভাবে তাদের নাম ঘোষণা করা হবে এবং তাদের পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

Untitled2 ইউংলেস ভাই.png

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই কথা বলেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করেন। সবাই ব্যস্ততার মাঝে আছে আমরা সেটা বুঝতে পারছি আপনাদের কার্যক্রম দেখে। তারপর কিছু ইউজারদের নাম বলেন যাদের এ্যাকটিভি সব সময়ই ভালো থাকে কিন্তু এই সপ্তাহে কিছুটা কম ছিলো। এই সপ্তাহে তারা পূর্বের অবস্থানে ফিরে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। তারপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও অংশগ্রহণকারী সংখ্যা একই রকম ছিলো। মনে হচ্ছে অনেকেই ঠিক মতো পাওয়ার আপ করছেন না এবং এটার গুরুত্ব বুঝতে পারছেন না। এই ব্যাপারে সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। তারপর নতুন ইউজারদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শেয়ার করেন এবং ভাই ইউজারদের ফলো করতে বলেন। ভালো কিছুর চেষ্টা করতে বলেন, আমরা সব সময় আছি আপনাদের পাশে।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং নিজের অনুভূতি প্রকাশ করেন। শুরুতেই তিনি ঈদ ‍উৎসব এবং ঈদ সেলামি নিয়ে কথা বলেন। দাদার পক্ষ হতে যথা সময়ে সকলের নিকট ঈদ সালামি চলে গেছে, কমিউনিটি সব সময় তার ওয়াদা রক্ষা করে। তারপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন সবাই ঠিক ঠাক কাজ করছেন তাই এই সপ্তাহে কিছু বলার নেই। তবে নতুন ইউজার অমিতাভ ভাইকে নিয়ে কথা বলেন তিনি অসুস্থ্য আছেন কিন্তু তবুও আমার বাংলা ব্লগে কাজ করতে চাচ্ছেন এবং হ্যাংআউটে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তার সুস্থ্যতা কামনা করেন।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করেন। দেখতে দেখতে ৪৬ হ্যাংআউট চলে যাচ্ছে। শুরুর দিকে আমরা যতটা প্রত্যাশা করতাম এখন কিন্তু সেই রকম হচ্ছে না। এ্যাকটিভ তালিকা করার সময় আমরা দেখছি সংখ্যার দিক হতে তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু হ্যাংআউটে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, এটা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। এছাড়া তার ইউজারদের নিয়ে কথা বলেন, ঈদের কারনে কিছুটা এ্যাকটিভি কম হয়েছে সেটা স্বাভাবিক। কমেন্ট এবং পোষ্টের সংখ্যায় বেশ ঘাটতি ছিলো এই সপ্তাহে, কিছু ইউজারের নাম উল্লেখ করেন। এছাড়া দুইজন উইউজারের নাম বলেন যাদের কোন এ্যাকটিভি ছিলো না এই সপ্তাহে।

Untitled 11.png

এছাড়া আরো একটা ঘোঘণা দেন, যারা ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে চান। এ সম্পর্কিত তালিকা তৈরী করা হয়েছে ইতিমধ্যে, তা নিয়ে কথা বলেন। এই সপ্তাহের মাঝেই এ সম্পর্কিত একটা ক্লাস নেয়ার আগ্রহ প্রকাশ করেন আরিফ ভাই। তারপর লেভেল-৪ এর ক্লাসও এই সপ্তাহে হবে, তাই সবাইকে প্রস্তুত থাকতে অনুরোধ করেন। হ্যাংআউট ডিসকর্ড এনেগেজমেন্টে মুল আকর্ষন, সবাইকে অনুরোধ করেন হ্যাংআউটে যেন উপস্থিত থাকেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন, প্রথমে কথা বলেন @rupok ভাই। শুরুতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। কিছু ব্যাপারে বলতে হয়, আমরা যখন নতুন মেম্বার নেই তখন ভেরিফাইড মেম্বারদের একটা দায়িত্ব দেয়া হয়। মানে তারা নতুন মেম্বারদের রেফার করতে পারেন, তাদের রেফার ছাড়া নতুন কোন সদস্য নেয়া হবে না। আপনাদের পরিচিত যদি কেউ থাকেন, ভালো গল্প কিংবা কবিতা লিখতে পারে, মানে ভালো কনেটন্ট তৈরী করতে পারবে, তাহলে তাদের রেফার করার অনুরোধ করছি। এছাড়া সকল বিষয়ে নতুনদের গাইড করার আহবান জানান, অনেকেই নতুন অবস্থান খুব বেশী অস্থির হয়ে যান। নতুন সদস্যদের নিয়ে আগামীকাল ক্লাস শুরু হবে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান, কারন লেভেল-১ এর ক্লাসগুলো খুবই জরুরী আপনাদের জন্য, এখানে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, একটু গ্যাপ দিলে সেটা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠবে।

তারপর @alsarzilsiam ভাই কথা বলেন, ঈদের শুভেচ্ছা জানান সবাইকে। মার্কডাউন নিয়ে কথা বলেন, অনেক ভেরিফাইড ইউজার মার্কডাউনকে বিকৃত করে ফেলছেন, যে কাজের জন্য কার্যকর সেটা না করে অন্য কিছু করার চেষ্টা করছেন যা দেখতে ভালো লাগছে না। তারপর নিউবিদের গাইড করার আহবান জানান সবাইকে। এছাড়া ড্রয়িং এর বিষয়ে কথা বলেন, এ ব্যাপারে সবাইকে কিছু কাংখিত পরামর্শ দেন, যেগুলোর মাধ্যমে ড্রয়িংগুলো আরো সুন্দর করে উপস্থাপন করা সম্ভব। তারপর লেভেল-৩ নিয়ে কথা বলেন, লেভেল-৩ পরীক্ষা আগামী সোমবার রাতে অনুষ্ঠিত হবে, সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান জানান। তারপর আমার বাংলা ব্লগের অন্যান্য সোস্যাল সাইডগুলোর লিংক শেয়ার করেন।

এরপর @kingporos ভাই কথা বলেন, শুরুতে শুভেচ্ছা জানান, আশা করেন সবার অক্ষয় তৃতীয়া এবং ঈদ ভালো কেটেছে। বৃষ্টিপাতের কারনে অনেকের শরীর ভালো না কিছুটা অসুস্থ্য তাই তাদের সুস্থ্যতা কামনা করেন। যারা লেভেলে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেন, এবিউজ কপিরাইটসহ অনেক কিছু সেখানো হয় এবিবি স্কুলে, তবুও কিছু কিছু ইউজার নানাভাবে ফটোগ্রাফি নিয়ে এ্যাবিউজ করার চেষ্টা করছেন, একটি ফটোগ্রাফি নিয়ে পোষ্ট করছেন। এ প্রসঙ্গে দাদার একটি পোষ্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন এ্যাবিউজ এর বিরুদ্ধে কঠোর এ্যাকশন নেয়া হবে এ বিষয়ে দাদা চিন্তা করছেন যা তার পোষ্টে বিস্তারিত বলেছেন। আমরা শেখানোর চেষ্টা করছি কিন্তু তবুও অনেকেই একটা ছবি দিয়ে এ্যাবিউজ করার চেষ্টা করছেন। তাদের আহবান জানান ফটোগ্রাফি কম থাকুক কিন্তু সেখানে কিছু লিখুন, অনুভূতি শেয়ার করুন।

Untitled 22.png

এরপর @ayrinbd আপু কথা বলেন, সবাইকে মেনশন দেয়া সত্বেও অনেকেই ডিসকর্ডে আসেন নাই। অনেকেই ট্যাগ পাওয়ার পর আর পেষ্ট করেন না, মনে হয় এটা নিয়মে পরিনত হয়েগেছে যা মোটেও ঠিক না। নিজেদের ভুলগুলো ঠিক করার জন্য নিয়মিত পোষ্ট করতে হবে, না হলে নিজের ভুল বুঝতে পারবেন না। এছাড়া যারা লেভেলে রয়েছেন তাদেরকে ৫% এবিবিকে বেনিফিশিয়ারি দেয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন, কেউ যেন এটা মিস না করেন। বুঝতে কোন সমস্যা হলে আমাদের প্রশ্ন করবেন। তারপর লেভেল-১ এর ক্লাস এর ব্যাপারে সবাইকে অবহিত করেন। জেনারেল চ্যাট এর কথা বলেন এবং সবাইকে সেখানে এ্যাকটিভ থাকার আহবান জানান।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আরো একজন মডারেটরের বিষয়ে কথা বলেন, তিনি হলেন @tangera আপু। যিনি প্রতিনিয়ত চেষ্টা করেন যারা সাপোর্ট হতে বঞ্চিত হচ্ছে তাদের রিপোর্ট প্রকাশ করার। শুভ ভাই আপুকে অনুরোধ করেন তার বক্তব্য লিখে শেয়ার করার জন্য। তারপর আপু লিখে তার অনুভূতি প্রকাশ করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ।আজকের সংক্ষিপ্ত হ্যাংআউট-এ আমার বক্তব্য খুব একটা বেশি নেই । কমিউনিটির কাজ মোটামুটি ভালোই চলছে, কোথাও তেমন একটা প্রব্লেম পরিলক্ষিত হচ্ছে না । বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে সকল এ্যাডমিন ও মডারেটরদের প্রচেষ্টায় সাপোর্ট বঞ্চিত এ্যাকটিভ ইউজারের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা দেখতে খুবই ভালো লাগছে।

আর সুপার অ্যাকটিভ লিস্টে যারা রয়েছেন তারা নিয়মিত সাপোর্ট পাচ্ছেন, মাঝে মধ্যে দুই-তিন জন মিস হয়ে যাচ্ছেন, তাদেরকেও খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর সকল ইউজারদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে বার বার বানান এর ব্যাপারে সতর্ক করার পরও অনেকেরই কমেন্ট -এ প্রচুর বানান ভুল দেখা যাচ্ছে। পোস্টে ততটা বেশি নয় । কিন্তু, কমেন্টে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখনই সময় সাবধান হওয়ার, তা না হলে পোস্ট কিউরশনে যাওয়ায় সমস্যা হয়ে যাবে পরবর্তীতে । তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন ।

Untitled 33.png

এরপর শুভ ভাই ফিরে আসেন, একটু এন্টারটেইনমেন্ট এর জন্য গান প্লে করা করেন। কিন্তু গানের ব্যাপারে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, এই ধরনের গান প্লে করার ব্যাপারে সতর্ক করেন শুভ ভাইকে। এই ধরনের গান যেন আর প্লে করা না হয়। কারন এ জাতীয় গান ফুল কপিরাইট করা তাই এই ধরনের গান শেয়ার হতে বিরত থাকতে অনুরোধ করেন দাদা। ইউটিউব এর রুলস এর ব্যাপারে কথা বলেন দাদা, প্লে করা গানটি ফুল কপিরাইট এর আওতায় পড়ে যাবে। পরবর্তীতে শেয়ার করা রেকর্ডগুলো মিউট হয়ে যাবে। এর কারনে দাদার চ্যানেল এ সমস্যা তৈরী হতে পারে। এটা খুব বড় অপরাধ, আমাদের এগুলোর ব্যাপারে জানতে হবে এবং সাবধান থাকতে হবে। এটা খুবই গরুত্বপূর্ণ একটা ইস্যু, ইউটিউব আমেরিকান কোম্পানী এবং এ বিষয়ে আমেরিকায় কঠিন আইন রয়েছে, আমাদের সেগুলো ভালোভাবে মেনে চলতে হবে। তারপর ঈদ শুভেচ্ছায় দাদা আরো কিছু কথা বলেন, ঈদ শুভেচ্ছা ঈদের দিন পাঠিয়ে দেয়া হয়েছে, তারপরও সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানান, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করেন।

এরপর শুরু হয় কুইজ সেগমেন্ট, সবাই বেশ আকর্ষণ নিয়ে অংশগ্রহণ করেন তবে এবার গতানুগতিকের বাহিরে একটু ভিন্নভাবে কুইজগুলো ধরা হয়। তবে শুরুতেই আরিফ ভাই কুইজের নিয়মগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। তারপর একে একে চারটি কুইজ উপস্থাপন করেন এবং বিজয়ীদের পরবর্তীতে তার পক্ষ হতে পুরস্কৃত করা হয়। এ সেগমেন্টে আরিফ ভাইকে সহযোগিতা করেন, সুমন ভাই, রুপক ভাই এবং আমি।

তারপর শুভ ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুূভতি প্রকাশ করেন। এই প্রসঙ্গে আরিফ ভাই কথা বলেন, শুরুতে আমাদের ইচ্ছা ছিলো কুইজের বিষয়গুলো স্টিম ব্লকচেইন নিয়ে করার, কিছু সমস্যার কারনে আমরা সেখান হতে ফিরে এসেছিলাম কিন্তু আমরা আবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করছি। শুভ ভাই বলেন আমরা চাচ্ছি আপনাদের মেধাগুলোকে একটু ঝালিয়ে নেয়ার জন্য। বিগত সময়ে প্রশ্ন করা হলে অনেকেই গুগল এ চলে যেতেন, তাই আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করছি। রিওয়ার্ডস আমরা দিতে প্রস্তুত কিন্তু তার জন্য আপনাদের কাজ করতে হবে।

Untitled 44.png

এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, সিয়াম প্রতিযোগিতার ঘোষণার পোষ্টের লিংক শেয়ার করেন। নতুন প্রতিযোগিতা সম্পর্কে শুভ ভাই নিজের অনুভূতি প্রকাশ করেন, উৎসব সবার ধর্ম যার যার, উৎসব নিয়ে নিজের ভালো লাগার মূহুর্তটি শেয়ার করার আহবান জানান সবাইকে। প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করেন।

তারপর শুভ ভাই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, আগামীকাল হতে নতুনদের নিয়ে লেভেল-১ এর নতুন ব্যাচ শুরু করা হবে এ বিষয়ে সবাইকে অবহিত করেন। মানুষ মানুষের জন্য, এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন। সকলের হাত দেখতে চান যারা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য। তারপর বেনিফিশিয়ারি নিয়ে কথা বলেন এবং সবাইকে সেটা ঠিক ঠাক মতো দেয়ার অনুরোধ করেন। হিরোইজম নিয়ে সুমন ভাই কথা বলেন, সবাইকে ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। এই প্রজেক্টটি সাধারণ ইউজারদের জন্য যারা হয়তো সময় সময় কমিউনিটি হতে সাপোর্ট পাচ্ছেন না, তাদের জন্য এটা খুবই জরুরী নিয়মিত সাপোর্ট পাওয়ার জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সুমন ভাই।

তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন, তবে শুরুতে কিছু কথা শেয়ার করেন এ সম্পর্কিত। আমরা চাইলেও সবাইকে সুপার এ্যাকটিভ তালিকায় আনতে পারি না, অনেক কিছু চেক করে এবং যোগ্যদের বাছাই করে নির্দিষ্ট সংখ্যক ইউজারকে সুপার এ্যাকটিভ তালিকায় আনার চেষ্টা করি। তবুও কারো কোন প্রশ্ন থাকলে টিকেট কাটতে অনুরোধ করেন, আমরা চেষ্টা করবো সমাধান দেয়ার।

Untitled 55.png

তারপর শুরু করা হয় এন্টারটেইন্টমেন্ট পর্ব- শুরুতে মাহবুবুল লিমনের একটি রেকর্ডকৃত গান বাজানো হলে আরিফ ভাই সেটা বন্ধ করেন এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার দৃষ্টি আকর্ষণ করেন। কারন সেই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কপিরাইটের আওতায় চলে আসবে। এ বিষয়ে দাদা পুরো গানের মিউজিক বাঁজাতে না করেন এবং কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করতে বলেন। তারপর একে একে @selinasathi1 কবিতা, @shuvo2021 গান, @SajjadSohan গান, @munna101 গান, @abusalehnahid গান, @sumon09 কবিতা, @Saymaakter কবিতা, @rita135 গান, @jahidulislam01 গান, @mrnazrul কবিতা এবং @rabbirs গান গেয়ে শুনান।

তারপর শরু হয় প্রশ্ন-উত্তর পর্ব, যেখানে যে কোন বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ দেয়া হয় এবং তাৎক্ষনিকভাবে সে প্রশ্নের উত্তর জানানো হয়। এই পর্বে প্রশ্ন করেন, @mrnazrul ভাই, @rita135 আপু, @mahbubul.lemon ভাই এবং @mehedihasan ভাই।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png

Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সাপ্তাহিক হাংআউট এর প্রোগ্রাম আমার কাছে সবসময় ভালো লাগে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে আমি কিছু জানা যায় শেখা যায় এবং অনেক দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। হ্যাঁ পাশাপাশি ব্লগে নিজের পারফরম্যান্স সম্পর্কে জানা যায়। নতুন কোন আপডেট থাকলে তা জানা যায়। হ্যাংআউট আমার অনেক অনেক ভালো লাগে।

 2 years ago 

সময় উপভোগ করার সাথে সাথে নতুন অনেক বিষয়ে তথ্য জানার সুযোগ পাওয়া যায়, এটা সত্য।

 2 years ago 

একটা কথা মনে রাখতে হবে এখানে কেউ প্রফেশনাল না কিংবা প্রফেশনালী কিছু করতে আসে নাই কেউ।

ভাইয়া আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন। আসলে ভুল সবারই হয়। কারণ আমরা কেউ প্রফেশনাল নই। আমরা সবাই নিজের দক্ষতা কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করি। এর মাঝে যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে তখন খুবই খারাপ লাগে। আসলে সবাই চেষ্টা করে নিজের সর্বোচ্চ দেওয়ার জন্য। তবে যাই হোক হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা কাজে লাগিয়ে আপনার এই হ্যাংআউট রিপোর্ট উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।💗💗

 2 years ago 

জ্বী ভাই আমরা সবাই শিখছি এবং শেখাচ্ছি আর এটাই আমার বাংলা ব্লগের প্রধান বৈশিষ্ট্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

ধন্যবাদ হাফিজুল্লাহ ভাইকে 💌💌 হ্যাংআউট পুনরায় আমাদের সামনে আবার উপস্থাপন করার জন্য ।আসলে হ্যাং আউট মানে উত্তেজনা এবং আনন্দঘন মুহূর্তে প্রতি সপ্তাহে একদিন অধীর আগ্রহে থাকি কখন শুরু হবে আমাদের হ্যাংআউট❤️❤️

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই, যারা উপস্থিত থাকতে পারেন না, তাদের জন্য এটা অনেক কাজে দিবে।

 2 years ago 

বরাবরের মতো আজকেও খুব সুন্দর করে হাংআউট এর সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেছেন। নেটের সমস্যার কারনে কালকে আমি অনেকটুকুই ভালো করে শুনতে পারিনি। আপনার পোস্টটি পড়ে সবটা জানতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে পুরো হ্যাংআউট আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আমি তো আছি আপু, যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি ।

 2 years ago 

স্ক্রিনশট দেওয়া ঠিক হয়নি।আমাকে দেখা যাচ্ছেনা একটা পিক এও।😏

ঈদ পরবর্তী দারুণ এক হ্যাংআউট অতিবাহিত হল। অনেকদিন পর দীর্ঘ সময় হাংআউট শুনলাম। এবারে হ্যাংআউট এর জন্য অধীর অপেক্ষায় ছিলাম। আমাদের এই পরিবারের প্রাণ হচ্ছে হাংআউট। শুভ ভাই এর সঞ্চালনায় সকল মডারেটর এডমিন ও দাদার সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনা আমাদের এই প্রিয় পরিবার সব সময় উৎসবমুখর হয় ।আমি আমি বিশ্বাস করি এই হ্যাংআউট এর প্রাণ যারা বিভিন্ন ধরনের পারফর্ম করে আমাদের আনন্দ দেয় ।
পরবর্তী হাংআউট এর জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

হা হা হা, ঠিক আছে তাহলে দশটাকা সেন্ড করে দিন, পরের বার টাকা কথা মনে করে আপনার পিকটা সামনে রাখবো।

 2 years ago 

আচ্ছা ঠিক আছে

 2 years ago 

অনেকদিন পরে হ্যাং আউট এর শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করতে পেরেছি কালকে। বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

জ্বী ভাই, আমার বাংলা ব্লগের হ্যাংআউট মানে দারুণ কিছু উপভোগ করা।

 2 years ago 

হাংআউট এর মাধ্যমে আমরা সারা সপ্তাহের কাজের একটি ধারণা পায়। এই হাংআউট এর মাধ্যমে আমরা সকলে কতটুকু কাজ করছি তারও একটি সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায়। বিশেষ করে গতকালের হাংআউট এর মাধ্যমে কবিতা বা গানের সাথে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি সেটার কপিরাইট ফ্রী কিছু ওয়েবসাইট বা স্থান সম্বন্ধে ধারণা পেয়েছি। এই সম্বন্ধে আমার আগে কোন ধারণা ছিল না। ধন্যবাদ সবাইকে।

 2 years ago 

জ্বী ভাই তবে হ্যাংআউটের মাঝে গুরুত্বপূর্ণ অনেক তথ্যও শেয়ার করা হয়।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ রিপোর্টটি দেওয়ার জন্যে।কারণ কাল ছাদ থেকে নামার পর একদম আর কিছুই শুনতে পাচ্ছিলাম না নেটওয়ার্ক এর কারণে।

 2 years ago 

হুম, মাঝে মাঝে আমার নেটওয়ার্কও অনেক ডিস্টার্ব করে কিছুই বুঝতে পারি না।

হাংআউট এর বাস্তবতা কথায় ফুটে তোলায় আবার নতুন করে উপভোগ করছি, বরাবরের মত ভাল ছিল।

 2 years ago 

জ্বী, আসলে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে যারা থাকতে পারেন না তারা যেন একটা সুযোগ পান।

আপনার ধারণার সাফল্য কামনা করছি ভাই। 💝

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74