‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬ (Weekly Hangout Report-16)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

weekly hangout 16.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৯০৬ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৫৪।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১৬

এটা এখন সকলের নিকট সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে পরিনত হয়েছে। যার কারনে সময়ের পূর্বে সবার উপস্থিতি, সঠিক সময়ে শুরু করাটা আমাদের জন্য আরো সহজসাধ্য হয়েছে। যেহেতু কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা আগেই অনুমুতি দিয়েছিলেন, সেহেতু কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই সময় হওয়ার সাথে সাথে হ্যাংআউট শুরু করেন।

প্রথমেই শুভ ভাই উপস্থিত সবাইকে স্বাগতম জানান এবং যথা সময়ের মাঝে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। যথারীতি সবাইকে কমিউনিটির নিয়মগুলোর ব্যাপারে যত্নশীল থাকার আহবান জানান। কারন দিন শেষে আমাদেরকে আমার বাংলা ব্লগের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পুরো স্টিম ব্লকচেইনে আমার বাংলা ব্লগ এখন সবচেয়ে আকর্ষ ণীয় কমিউনিটিতে পরিনত হয়েছে, তাই এর সঠিক অবস্থান ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। কাজের গুণগত মান যেন নীচে নেমে না যায়। আমাদের মান সম্পন্ন কাজই আমাদের অবস্থান নির্ণয় করবে।

এরপর আমি @hafizullah যথারীতি নতুন ও পুরাতন সকল সদস্যদের উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করি। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি বিষয়ে সবাইকে সতর্ক এবং কমিউনিটির প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করি। এ সপ্তাহে সবাইকে নিজের বিবেক এর সঠিক ব্যবহার করার উপর গুরুত্বারোপ করি এবং শিশু সুলভ কাজ হতে নিজেদের বিরত থাকার অনুরোধ করি। কারন আমাদের কাজই আমাদের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তাই কাজের ব্যাপারে আরো বেশী যত্নশীল হওয়া প্রয়োজন।

Untitled 16 3.png

এরপর শুভ ভাই কথা বলেন এবং বিষয়টিকে আরো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেন, বিশেষ করে শিশু সুলভ আচরণ আমাদের কারোই কাম্য না। আমরা চাই সবাই বিষয়টি বুঝার চেষ্টা করুক এবং ভালো কিছু করার মাধ্যমে নিজের অবস্থান উন্নত করার সুযোগ নিক। এ বিষয়ে তিনি সবাইকে পরামর্শ দেন এনগেজমেন্ট বৃদ্ধি করার, অন্যদের পোষ্টগুলো ভালোভাবে পড়ার। তাহলে অন্যদের পোষ্ট হতে নতুন নতুন অনেক আইডিয়া পাবেন, অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং সহজেই নিজের অবস্থান উন্নত করতে পারবেন। দিনশেষে নিজের কোয়ালিটি বাড়াতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, তবেই ভালো কিছু করা সম্ভব হবে।

এছাড়াও তিনি কমিউনিটির পুরাতন সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, কারন নতুনরা কোন ভুল করলে সেটা মেনে নিতে অসুবিধা হয় না কিন্তু যদি পুরাতন কোন সদস্য সেই ভুলটি করেন, তাহলে সেটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। এটা সত্যি আমাদের নিকট অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। তাছাড়া আমাদের কমিউনিটি এবং আমরা কোন কিছু লুকিয়ে রাখতে পছন্দ করি না, আমাদের সব কিছুই স্বচ্ছ থাকে। দিন শেষে কিউরেশন রিপোর্ট দেখলেই পরিস্কার দেখা যায় আমরা কাদের পোষ্ট কিউরেট করছি। সুতরাং তাদের পোষ্টগুলো দেখলেও অনেক আইডিয়া পাওয়া যাবে। এরপর তিনি সবাইকে একটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন, অনাকাংখিতভাবে কেউ যেন কোন মেয়ে সদস্যদের ডিস্টার্ব না করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন, তার অধীনে থাকা সদস্যদের ব্যাপারে কোন অভিযোগ না থাকার বিষয়টি শুরুতেই তুলে ধরেন। তবে ইন্দোনেশিয়ান একজন সদস্যের ভুলের বিষয়টি উল্লেখ্য করেন এবং যথাসময়ে তাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিলো । এরপর তিনি মন্তব্য করা নিয়ে কিছু কথা বলেন, সবাইকে দায় সারা মন্তব্য করা বিরত থাকার অনুরোধ করেন। কারন অনেকেই মন্তব্য করার পর সেটা পড়ে দেখেন না, কি লিখেছেন? সেটা ভুল হলো কিনা? এই ব্যাপারে সবাই বেশ উদাসহীন, যা খুবই দুঃখজনক। এই রকম দায় সারা এবং উল্টা পাল্টা কমেন্ট আমাদের সবাইকে বিব্রত করে। তাই ব্লগ না পড়ে, কমন ও মুখস্ত কথা দিয়ে মন্তব্য না করার বিষয়ে সবাইকে সতর্ক করেন।

Untitled 16 5.png

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই, শুরুতেই তিনি কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদাকে ধন্যবাদ জানান। কারন এক সময় আমরা সবাই, বাঙালী সকল ইউজাররা বেশ অবহেলিত ছিলাম ব্লকচেইনে, সবাই আমাদের ভিন্ন চোখে দেখতো। কিন্তু বিষয়টি আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করে, যখন দাদা আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠা করেন। সবাই আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করা শুরু করেন। যদিও শুরুতে আমাদের বেশী পাওয়ার ছিলো না কিন্তু লাজুক খ্যাঁক আসার পর সব পাল্টে যেতে শুরু করেছে। এ বিষয়ে দাদার চিন্তা-ভাবনা এবং কার্যকর ভূমিকা সত্যি প্রশংসার দাবীদার।

এরপর কমিউনিটির নতুন সদস্যদের নিয়ে কিছু কথা বলেন, বিশেষ করে নতুনরা এসেই এক/দুটি পোষ্ট করে অপেক্ষা করেন, দেখতে চান সাপোর্ট আসে কিনা, তাদের মানসিকতা এই রকম যদি সাপোর্ট আসে তাহলে কাজ করবেন অথবা করবেন না। এটা মোটেও ঠিক না, কারন যদি শুরু হতে ভালো কিছু করার চেষ্টা করা হয় এবং নিজের দক্ষতার সঠিক উপস্থাপন করা হয়, তাহলে সহজেই আমাদের এ্যাকটিভ তালিকায় আসা যাবে এবং নিয়মিত সাপোর্ট পাওয়াও সহজ হবে। সুতরাং নতুনদের উচিত শুরুতে নিজের কাজের ধারাবাহিকা বজায় রাখা এবং ভালো কিছু করার চেষ্টা করা। এরপর তিনি তার অধীনে থাকা সকল ইউজারদের পুরো সপ্তাহের তথ্য উপস্থাপন করেন এবং তাদের যথাযথ পরামর্শ প্রদান করেন।

এরপর শুভ ভাই কথা বলেন, চমৎকারভাবে রিপোর্ট উপস্থাপন করার জন্য আরিফ ভাইকে ধন্যবাদ জানান। কারন আরিফ ভাই এবার কিছুটা ব্যতিক্রমভাবে সকলের সাবির্ক তথ্যগত চিত্র উপস্থাপন করেন। শুভ ভাই বলেন চেষ্টা করলে ভালো কিছু হবে এবং টিকে থাকতে হলে অবশ্যই ভালো কিছুর চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখানে ভালো কিছু না করলে কোন সহানুভূতি কাজ করবে না। দিন শেষে এটাই প্রকৃত সত্য, তাই নিজের কোয়ালিটি এবং এনগেজমেন্ট বাড়াতে হবে। এরপর শুভ ভাই হিরোইজম প্রজেক্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহিত করেন। বিশেষ করে যাদের কাছে পর্যাপ্ত স্টিম পাওয়ার রয়েছে, সেগুলোকে অলস ফেলে না রেখে হিরোইজমকে ডেলিগেশন করার আহবান জানান।

Untitled 16 6.png

তারপর কমিউনিটির মডারেটরারা কথা বলেন, প্রথমে কমিউনিটির মডারেটর @alsarzilsiam সিয়াম ভাই বলেন, প্রথমেই তিনি কমিউনিটির সদস্যদের এ্যাকটিভিটি নিয়ে কথা বলেন। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের এ্যাকটিভিটি অনেক কমে গেছে কারন যারা নতুন তারা হয়তো ঠিকমতো কাজ করছে না। তবে কিছু কিছু নতুন ইউজার ভালো কিছু করার চেষ্টা অব্যাহত রেখেছেন। এরপর তিনি কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদাকে প্রথমেই ডিএম করা হতে বিরত থাকার অনুরোধ করেন। যে কোন বিষয়ে তাকে এবং রুপক ভাইকে নক দেয়ার আহবান জানান। তবে অহেতুক কিংবা অনাকাংখিত প্রশ্ন হতে বিরত থাকার পরামর্শ দেন। এরপর মিউনিটির অন্য মডারেটর @rupok রুপক ভাই কথা বলেন, শুরুতেই যারা ভালো কমেন্ট করতেন তারা এখন কিছুটা দায় সারা কমেন্ট করছেন। সাত/দশদিন পূর্বেও কমেন্টের মান যথেষ্ট ভালো ছিলো কিন্তু হঠাৎ করেই অনেকে দায় সারা মন্তব্য করা শুরু করেছেন, এটা মোটেও ঠিক না। কমেন্ট হতে হবে কাংখিত এবং সঠিক মানের। আমাদের কমিউনিটির সদস্য বাড়ছে কিন্তু এ্যাকটিভ পোষ্টের সংখ্যা বাড়তে না, হয়তো নতুনদের অনেকেই হতাশ হয়ে চলে যাচ্ছে।

এরপর শুভ ভাই কথা বলেন, বিশেষ করে নতুনরা এসেই নগদ সাপোর্ট চান, এটা মোটেও ঠিক না। কারন আমরা পোষ্ট নির্বাচন করে পাঠালে সেখানে তিন/চার দিন সময় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে তাকে পোষ্ট নিয়মিত করতে হবে এবং সাপোর্ট এর জন্য অপেক্ষা করতে হবে। কাজের ধারাবাহিকতা বজায় না রাখতে সাপোর্ট পাওয়া সম্ভব হবে না।

কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা এরপর কথা বলেন, শুরুতেই তিনি ইউজারদের বিষয়টি উল্লেখ করেন, অনেকেই নিজেদের বৃত্ত হতে বেড়িয়ে আসতে পারছে না। যেখানে সাপোর্ট পাওয়া যায়, সবাই সেখানে দৌড়ে চলে যায়। যার কারনে মনোযোগ এক জায়গায় থাকছে এবং ভালো কিছু উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। আর এ্যাকটিভি বাড়ানোর জন্য কমেন্ট খুবই গরুত্বপূর্ণ কিন্তু সবাই ঠিক মতো কমেন্ট করছে না। অনেকেই ভাবছে এটা ইনকামের ভালো জায়গা। তাই এক কমিউনিটিতে একবার সাপোর্ট না পেলে দৌড়ে অন্য কমিউনিটিতে চলে যাচ্ছেন। অনেকেই এখনো বোমিং এর জন্য এদিক সেদিক দৌড়ায় বিষয়টি খুবই হতাশাজনক, কারন আমরা এতো সাপোর্ট দেয়ার চেষ্টা করছি, প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করছি কিন্তু তারা কিছু করতে চায় না, কিছুই শিখতে চায় না, বরং সাপোর্ট এর জন্য শুধু দৌড়াচ্ছেন।

Untitled 16 7.png

অনেকের কমেন্ট পড়লেই বুঝা যায় পোষ্ট পড়েছে কিনা, কারন পোষ্ট এক রকম আর মন্তব্য করা হয় অন্য রকম, যা মোটেও কাম্য না আমাদের। ভালো কিছু করতে হলে, সঠিক এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। ভালো পোষ্ট কিংবা ভালো কমেন্ট এবং অন্যদের সাপোর্ট দেয়া, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। কিন্তু শুধু ভোট পাওয়ার জন্য পোষ্ট করলে হবে না। এটা ঠিক কমেন্ট অনেকেই ভালো করে এবং বেশী বেশী করে, আবার অনেকেই খুব খারাপ কমেন্ট করে যেগুলোর কোন মানদন্ড নেই, খুবই বাজে অবস্থা। কমেন্ট এর ক্ষেত্রে মডারেট কাউকে পেলাম না আমি। সময় কম হলে অল্প কমেন্ট করুন, তবে সেটা কাংখিত করার চেষ্টা করুন। সপ্তাহে অন্তত তিনটি পোষ্ট করুন এবং সাথে ভালো কমেন্ট করুন, তবেই ভালো সাপোর্ট পাওয়া সম্ভব হবে।

এরপর দাদা লাজুক খ্যাঁক নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত লাজুক খ্যাঁকের পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে। আগের তুলনায় সাপোর্ট এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং বেশী বেশী সাপোর্ট দেয়া হচ্ছে। তবে আপনাদের হৃদয়টাকেও বড় করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। যদিও আমি আপনাদের নিকট হতে কোন কিছু প্রত্যাশা করছি না। কারন আমি শুরুতেই বলেছি সবাইকে সাপোর্ট করে যাবো শর্তহীনভাবে। প্রতি মাসে এক লাখ স্টিম পাওয়ার আপ করা হবে লাজুক খ্যাঁক এ। এছাড়াও সবাইকে আমার বাংলা ব্লগ চ্যারিটি ফান্ডে অল্প করে হলেও টিপ দেয়ার অনুরোধ করেন। যাতে আস্তে আস্তে একটি ফান্ড তৈরী হতে থাকে, সকলের অংশগ্রহনে এটা সম্ভব হবে।

এরপর দাদা কমিউনিটির কোয়ালিটি নিয়ে কথা বলেন, আমার বাংলা ব্লগ কোয়ালিটির দিক হতে এখনো স্টিম ব্লকচেইনে সেরা অবস্থানে রয়েছে। কারন সাপোর্ট দেয়ার ক্ষেত্রে দাদা অনেকের পোষ্ট চেক করেন এবং তাদের কোয়ালিটি দেখেন, যা খুবই ভালো এবং মানসম্মত। যদিও দাদা সবাইকে নিরপেক্ষভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করেন, তথাটিও কোয়ালিটি এবং মানসম্মত পোষ্টগুলোর প্রশংসা করেন। তবুও কারো পোষ্ট যদি কিউরেশন হতে বাদ পড়ে তাহলে মডারেটরদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই পোষ্টটি কোয়ালিটি সম্পন্ন হতে হবে।

Hangout Report-00.png

এরপর শুভ ভাই কথা বলেন সবাইকে বিষয়গুলোর প্রতি সচেতন এবং যত্নশীল হওয়ার আহবান জানান। তারপর গত সপ্তাহের সেরা মন্তব্যকারী হিসেবে পুরস্কার বিজয়ী ইউজার এর নাম ঘোষণা করেন, তিনি হলেন @alamin-islam, যিনি আমার পক্ষ হতে দশ স্টিম পুরস্কার পাবেন। এটা আপনিও পেতে পারেন, যদি অন্যদের পোষ্ট পড়ে কাংখিত মন্তব্য শেয়ার করেন। তারপর সুমন ভাইয়ের পক্ষ হতে তিনজন সেরা ইউজারের নাম ঘোষণা করা হয় তারা হলেন, @nusuranur @monira999 এবং @limon88 তিনজনে মোট দশ স্টিম পুরস্কার পাবেন। এরপর আরিফ ভাইও তার অধীনে থাকা সেরা দুইজন ইউজারকে পুরস্কৃত করার ঘোষণা দেন, আরিফ ভাইয়ের পক্ষ হতে @isratmim@ashik333 কে ৫ স্টিম পুরস্কার দেয়া হয়। এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা সবচেয়ে কাংখিত পুরস্কারটির বিজয়ীর নাম ঘোষণা করেন, দাদার গোয়েন্দা রহস্য গল্পে সেরা কমেন্ট করার জন্য এবার @labib2000 বিজয়ী হন, তিনি পাবেন দাদার পক্ষ হতে ১৫ ডলার সমমূল্যের একটি আপভোট।

এরপর শুভ ভাই এই সপ্তাহের সুপার এ্যকটিভ সদস্যদের তালিকা প্রকাশ করেন, যদিও ইতিপূর্বে দুইভাগে সুপার এ্যাকটিভ সদস্যদের তালিকা প্রকাশ করা হতো কিন্তু এখন হতে আরো একটি নতুন তালিকা যোগ করা হয়েছে, যেখানে ভালো ইউজার কিন্তু অল্পের জন্য সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারেন নাই, তাদের সুযোগ দেয়া হবে। সুতরাং যারা নতুন কিন্তু ভালো কাজ করছেন এবং সঠিকভাবে এনগেজমেন্ট বৃদ্ধি করছেন, তাদের জন্য এটা দারুণ সুযোগ। এরপর শাস্তি প্রাপ্ত এক ইউজারকে নিয়ে কথা বলা হয়, কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা সে সম্পর্কে আরো পরিস্কার করেন, ভুল করলে শাস্তি পেতে হবে এটা নিশ্চিত কিন্তু শাস্তি এড়ানোর জন্য কেউ যদি নতুন আইডি নিয়ে কাজ করার চেষ্টা করেন তাহলে সেই আইডিকেও ব্লক করা হবে এবং শাস্তি তিনগুন বৃদ্ধি করা হবে।

এরপর আমাদের কবি আপু @selinasathi1 আপু সুন্দর একটি কবিতা আবৃত্তি করেন, তারপর আমাদের এ্যাডমিন @shuvo35​ ভাই নিজেও আমাদের গান শুনান। সবচেয়ে বেশী আকর্ষণ ছিলো @ayrinbd আপুর প্রতি, তিনি আমাদের একটি রবীন্দ্র সংগীত গেয়ে শুনান।

তারপর শুরু হয় সবচেয়ে কাংখিত প্রশ্ন-উত্তর পর্ব, নানা বিষয় নিয়ে একে একে @engrsayful, @shuvo2021, @mdsamad, @emonv, @emon42, @ayrinbd এবং @saifulraju প্রশ্ন করেন, সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করা হয়। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨ 🍁
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝

bangla.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমাদের হ্যাং আউট বরাবর অনেক শিক্ষনীয় ও আনন্দ দায়ক হয়। ৭ দিন মুখিয়ে থাকি। অনেক ভালো লাগে।

 3 years ago 

প্রতিবারের মতো গতকালকে হ্যাং আউট অনেক আনন্দপূর্ণ ছিল। তবে আমি শেষ পর্যন্ত থাকতে পারি নি। যদি শেষ পর্যন্ত থাকতাম তাহলে হয়তো সুভ ভাইয়ের কন্ঠে গান শুনতে পেতাম। গতকাল দাদার কথাটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং আমাদের কমেন্টের প্রতি নজর দিতে হবে। তার পাশাপাশি কমিউনিটির এনগেজমেন্ট বৃদ্ধি করতে নিয়মিত পোস্ট, ভোট, কমেন্ট করতে হবে৷ ধন্যবাদ !

 3 years ago 

এটা সত্য আমাদের প্রতিটি হ্যাংআউটে বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এই জন্য কমিউনিটির সকল সদস্যদের জন্য হ্যাংআউটগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ

 3 years ago (edited)

গতকালের হ্যাংআউট অনেক শিক্ষনীয় ছিলো। বরাবরের মতো শুভ দাদা অনুষ্ঠান শুরু করে দেন। সকল এডমিন এবং মডারেটর দাদারা ইউজার দের উদ্দেশে নানা পরামর্শ দেন। । সুমন দাদার বিজয়ীদের নাম এবং হাফিজুল দাদার গঠনমূলক মন্তব্যের জন্য পুরস্কার বিজয়ী দের ঘোষণা করা হয়। । আরিফ দাদাও ভালো কমেন্টে কারীদের পুরস্কার দেবার কথা বলেন। শুভ দাদা তিনটি ধাপে সুপার এক্টিভ লিস্ট ঘোষণা করেন। rme দাদাও অনেক পরামর্শ দেন। এমনকি কুইজের কথা ও তোলেন। diy থেকে শুরু ক্রিপতো মুদ্রা নিয়ে নানা সু পরামর্শ দেন। সুমন দাদা ও দাদা কথা বলেন। সবমিলিয়ে হ্যাং আউট অনবদ্য ছিলো। সকলকে শারদীয়ার শুভেচ্ছা।

 3 years ago 

আসলে আমরা সবাই এখন চেষ্টা করছি ইউজারদের আরো বেশী বেশী উৎসাহ দেয়ার। কারন আমরা চাই আমার বাংলা ব্লগ সকল দিক হতে সমানভাবে এগিয়ে যাক। ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর এবং সুষ্ঠভাবে আমাদের 16 তম হ্যাঙ্গআউট টি সমাপ্ত হয়েছিল। আমাদের এই হ্যাংআউটে অনেক শিক্ষণীয় বিষয় ছিল যেগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এর মধ্যে আমার সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছে আমাদের আরিফ ভাইয়ের তার প্রত্যেকটি ইউজারকে নিয়ে যেভাবে তিনি অবজারভেশন করে তাদের একটা ভালো-মন্দ ফলাফল জানিয়েছে তাদের কাজের উপরে। এজন্য আমি আরিফ ভাইকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার একটা আবেদন থাকবে আমাদের বাকি মডারেটর ভাইয়েরা যাতে তারা তাদের প্রত্যেকটা ইউজারকে এভাবে অবজারভেশন করে একটা আপডেট তাদেরকে জানিয়ে দেয় তাহলে আমি মনে করি আমরা সবাই এতে অনেক উপকৃত হব এবং আমরা আমাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে আরও মনোযোগ সহকারে কাজ করতে পারব। পরিশেষে আমি এটাই বলব এরকম একটি হ্যাঙ্গআউট আসলে আমাদের সবারই প্রয়োজন ছিল, কারণ এতে করে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক আপডেট গুলো জানতে পারি এবং সেভাবে কাজ করতে পারি আর তাছাড়া আমরা তো বাঙালি আমরা একটা কাজ করে কয়েকদিন পর আবার সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমি মনে করি হ্যাঙ্গআউট এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সপ্তাহের কাজগুলোর জন্য একটা উদ্দীপনা পেয়ে থাকি। ধন্যবাদ সকল মডারেটর এডমিন ভাইদের কে এরকম একটি হ্যান্ডআউট পরিচালনা করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আপনার মন্তব্য উপস্থাপন করার জন্য।

 3 years ago 

গতকালের হ্যাং আউটে অনেক কিছু জানা হয়েছে শেষের দিকে rme দাদা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করেছিল crypto currency সম্পর্কে। যা পুর্বে অজানা ছিল বিশেষকরে আমার। সবমিলে সুন্দর একটি হ্যাংআউট হয়েছে। আমাকে খুব ভালোই লেগেছে।ধন্যবাদ আপনাকে ভাই, রিপোর্টটি তুলে ধরার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য এবং আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

এবারে হ্যাংআউটে আমি উপস্থিত ছিলাম। আসলে একটা হ্যাংআউট উপস্থিত থেকে কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানা যায়। বিশেষ করে এই হ্যাং আউট এর মাধ্যমে এখানকার এডমিন যারা আছে। তারা তাদের আন্ডারে যেসব মেম্বার আছে তাদেরকে নির্দেশনা করে কি করতে হবে। বিশেষ করে এবার আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি শুধু পোস্ট করতে পেরেছি। তবে কমেন্টের বিষয়টি ও যে গুরুত্বপূর্ণ । এই বিষয়টা আমাকে সুন্দর ভাবে আরিফ ভাই বুঝিয়েছেন। আসলে সাপ্তাহিক হাংআউটে আমায় মনে করি। সকল সদস্যকে উপস্থিত থাকা দরকার। কারণ এর মাধ্যমে আপনি একটি ভাল দিক নির্দেশনা পাবেন এডমিন দের কাছ থেকে। আর আমি ব্যক্তিগতভাবে হ্যাংআউটকে পছন্দ করি।

 3 years ago 

আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের প্রিয়@hafizullah ভাইয়াকে আপনি খুব সুন্দর ভাবে হ্যাংআউট-১৬ এর উপর সুন্দর একটি প্রতিবেদন তৈরি করেছেন। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হলাম। সন্মানীত এডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত আমার খুবই ভালো লেগেছে। আপনার পোষ্টের মাধ্যমে আরো বেশি অজানা তথ্যগুলো খুব ভালোভাবে জানতে পারলাম। হ্যাংআউট-১৬ সব সময় আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। @rex-sumon ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কারণ তিনি আমাকে যে সম্মান দিয়েছেন তা হয়তো কোটি টাকার বিনিময়েও কিনতে পাওয়া যাবেনা। যখন আমার নাম ঘোষণা করা হয় তখন আমি নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলামনা। আসলে সেই অনুভূতি কাউকে বুঝানোর মতোনা। আপনাদের দেয়া ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণাই আমাদের ভালো কাজ করার উৎস।

 3 years ago 

আপনি যখন হ্যাংগাউট রিপোর্ট লিখেন তখন আমি প্রথমেই যেই কাজটি করি তা হচ্ছে আমার নামটি চেক করি। 😛
এইবার দেখি শর্টকার্টে ম্যানশন দিয়ে দিছেন। 😜
রিপোর্ট টা পড়তে ভালো লাগে কারণ নেট প্রব্লেম এর কারণে অনেক কিছুই শুনতে পারিনা অনেকসময় বাট আপনার রিপোর্ট পড়ে সব ক্লিয়ার হয়ে যায় ।

 3 years ago 

হা হা হা এই জন্য এইবার ভিন্নভাবে মেরে দিছি, নো টেনশন।

 3 years ago 

যদিও লাস্ট এর সময় টা সবার মনটা খারাপ হয়ে গেছে,কন্তু বাকিটা হ্যাং আউট সব মিলে ঠিক ছিল। ভাইয়া আপনার এই ধারাবাহিকতা কতটা যে উপকারে আসে আমাদের তা হয়তোবা আপনি নিজেও জানেন না।গত সপ্তাহে আমি অপেক্ষা করছিলাম কোন সময় এই পোস্ট টা আপনি দিবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48