‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩ (Weekly Hangout Report-13)

in আমার বাংলা ব্লগ3 years ago

Hangout Report-13.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধ জনপ্রিয় একটি নাম না বরং দ্রুততম সময়ে শীর্ষে উঠে আসা ভালোবাসার একটি কমিউনিটির। শুধুমাত্র বাংলায় ব্লগিং নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবং স্টিম ব্লকচেইনে বাংলা ভাষার উপস্থিতি সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে যার যাত্রা শুরু হয়। বিশেষ করে পুরো বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের জন্য একটি নির্দিষ্ট প্লাটফর্ম তৈরী করা এবং নিজের ভাষায় আবেগ ও অনুভূতি এবং ভালোলাগার বিষয়গুলো শেয়ার করার সুযোগ দেয়া। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ সকলের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৯৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭১।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১৩

কমিউনিটির সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার কারনে নির্দিষ্ট সময়ের মাঝে হ্যাংআউট শুরু করা আমাদের জন্য আরো সহজ হয়ে উঠছে। এছাড়াও প্রতি সপ্তাহে আমাদের হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এ সপ্তাহেও যথাসময়ে কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে হ্যাংআউট শুরু করেন।

শুরুতেই শুভ ভাই সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং বরাবরের মতো সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদাকে কিছু বলার আহবান জানান। শুরুতেই দাদা সকলের অবগতির জন্য ২৫ ডলারের সমমূল্যের পুরস্কারটির বিষয়ে পরিস্কার করেন। প্রতিটি গল্পের শেষে গল্প সম্পর্কিত একটি প্রশ্ন করা হবে, যারা সঠিকভাবে কাংখিত উত্তর দিতে সক্ষম হবেন, তাদের মাঝ হতে একজনকে ২৫ ডলারের সমমূল্যের একটি সাপোর্ট দেয়া হবে। এরপর গত গল্পের ব্যাপারে একটি প্রশ্ন করেন, আগামী তিন দিনের মাঝে সবাইকে সেই প্রশ্নের উত্তর দেয়ার আহবান জানান। প্রশ্নটি হলো- দুলালের বন্ধু পিশাচ নিতাইয়ের কলেরায় মৃত্যু হয় কিন্তু তাঁর মৃত্যুদেহ দাহ করা হয় নাই। কেন নিতাইয়ের দেহ দাহ করা হয় নাই?

এরপর দাদা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন এবং সবাইকে সতর্ক করেন। বিশেষ করে ক্রস পোষ্টিং এর বিষয়ে স্টিম এর আইন নিয়ে প্রশ্ন তোলেন। কারন এই বিষয়ে স্টিমিট এ নির্দিষ্ট কোন আইন নেই কিন্তু অন্যান্য ব্লকচেইনে এ বিষয়ে আইন সংযুক্ত করা হয়েছে। যারা এই রকম কাজ করেন তাদের ব্যাপারে যথাযত এ্যাকশন নেয়া হচ্ছে সেখানে। দাদা বলেন যে কোন চেইনে পোষ্ট করার অধিকার সকলের রয়েছে কিন্তু আয় করা যায় এই রকম কিছু একযোগে সকল চেইনে শেয়ার করা যাবে না। যদি আপনি একটি পোষ্ট লিখেন এবং সেই পোষ্টটি একই সাথে সকল চেইনে প্রকাশ করেন এবং তাহলে সেটা কি ঠিক হবে? এই ক্ষেত্রে পোষ্টের অরিজিনালিটি কোথায় রইল? এই রকম ক্রস পোষ্ট কেউ স্টিমিটে প্রকাশ করলে আমরা সেটা মেনে নিবো না। তাদেরকে আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ দেয়া হবে না। আমরা অরিজিনাল এবং সৃজনশীল কিছু প্রত্যাশা করি, একই পোষ্ট কিংবা ক্রস পোষ্ট না। এই বিষয়ে তিনি সিমারায় এর প্রসঙ্গটি তোলেন, সেও একই কাজ করেছে। তার সাথে তার বোনও। যা মেনে নেয়া আমাদের জন্য কষ্টকর। তাই এ বিষয়ে দাদা তাদের মন্তব্য সকলের সম্মুখে জানতে চান? এই রকম কিছু করা ঠিক হয়েছে কিনা?

Untitled-14.png

এরপর @simaroy সিমারায় কথা বলেন এবং তার অবস্থান নিয়ে কথা বলার চেষ্টা করেন। বিষয়টি তার জানা ছিলোনা বলে নিজের ভুল স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এইরকম আর হবে না তা সকলকে আশ্বস্ত করেন। তারপর তার বোন কথা বলেন এবং বিষয়টি নিয়ে তার ভাই সিমারায়কে দোষারোপ করেন, তিনি না করার পরও তার ভাই শুনেন নাই। তথাপিও তিনি স্বীকার করেন, যা হয়েছে ভুল হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আরো বেশী সচেতন থাকবেন।

এরপর এ বিষয়ে কমিউনিটির নির্বাহী এ্যাডমিন @blacks দাদা কথা বলেন, বিষয়টিকে সাভাবিকভাবে গ্রহন করার আহবান জানান এ্যাডমিন প্যানেলকে এবং ক্ষমা করার মাধ্যমে তাদের পুনরায় কাজ করার সুযোগ দেয়ার অনুরোধ করেন। কারন ইতিমধ্যে এ্যাডমিন প্যানেল হতে তাদের দুইজনকে ব্যান করা হয়েছে। তবে ভুল হতে শিক্ষা না নিলে ভবিষ্যতে কোনরুপ সুপারিশ করা হবে না বলে তিনি হুশিয়ার করেন।

তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা পুনরায় কথা বলেন এবং তাদের ক্ষমা করার বিষয়ে নিজের সম্মতি প্রকাশ করেন। কিন্তু তিনি আবারও সতর্ক করেন তাদের, গাইড লাইন ছাড়া কাজ করলে হবে না, নিয়ম এড়িয়ে চলার চেষ্টা করা হলে একেবারে ব্যান করা হবে। তখন কোন ধরনের সুযোগ দেয়া হবে না।

Untitled-14-2.png

কমিউনিটির এ্যাডমিন শুভ কথা বলেন এরপর এবং বিষয়টিকে আরো পরিস্কার করার চেষ্টা করেন, সবাইকে কমিউনিটির নিয়ম যথাযথভাবে অনুসরন করার আহবান জানান। কারন যারা নিয়মগুলো অনুসরন করবে তাদের দ্বারা কোন ভুল হওয়ার সুযোগ থাকবে না। তারপর তিনি আমাকে কথা বলার সুযোগ দেন এবং আমি যথা নিয়মে পূর্বের ধারাবাহিকতায় সকলের উদ্দেশ্যে স্পষ্ট কিছু কথা বলি এবং সে অনুযায়ী কাজ করার আহবান জানাই। কারন আমার বাংলা ব্লগ এবং প্রতিষ্ঠাতা এ্যাডমিন @rme দাদা সকলের জন্য, বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য যে সুযোগটি তৈরী করেছেন, আমরা যদি তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারি তবে সেটা হবে আমাদের জন্য খুবই দুঃখজনক। আর এই ক্ষেত্রে সবাইকে সময়ের সঠিক ব্যবহার এবং সততা ধরে রাখার আহবান জানাই।

এরপর শুভ ভাই আবারও ফিরে আসেন এবং কথাগুলো নিয়ে আরো কিছু শব্দ যোগ করেন। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও একজন বিজয়ীর নাম ঘোষনা করেন, তবে এবার বিজয়ী নির্বাচন করা হয়েছে কমেন্ট সেকশন হতে, যিনি পাবেন ১০ স্টিম । বিগত পুরো সপ্তাহে যার প্রতিটি কমেন্ট ছিলো সুন্দর এবং কাংখিত। তিনি হলেন @sabbirrr। এরপর এ বিষয়ে তার নিজের অনুভূতি শেয়ার করার সুযোগ দেয়া হয়।

Untitled-14-3.png

তারপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই, তিনি শুরুতেই তার অধীন এ্যাকটিভ সদস্যদের বিষয়ে কথা বলেন। বিগত সপ্তাহে তাদের কার্যক্রম মোটামোটি ভালো ছিলো, তাই তাদের বিষয়ে এ সপ্তাহে কোন অভিযোগ নেই। তবে তিনি সকলের উদ্দেশ্যে আবারও ক্রস পোষ্ট নিয়ে কথা বলেন এবং একই পোষ্ট একাধিক চেইনে প্রকাশ না করার অনুরোধ জানান। নিজের কাজের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার আহবান জানান। তবে যদি কেউ এরপর আমার বাংলা ব্লগে ক্রস পোষ্ট শেয়ার করেন তাহলে তাকে সাথে সাথে মিউট করা হবে। তাই আমার বাংলা ব্লগে এই ধরনের পোষ্ট শেয়ার না করার ব্যাপারে সতর্ক করেন। এছাড়াও যারা আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif ভাই কথা বলেন এরপর, শুরুতেই তিনি আমার বাংলা ব্লগ কনটেষ্ট-০৬ নিয়ে কথা বলেন। কনটেষ্টটির সময় সীমা এক সপ্তাহ বৃদ্ধি করার পরও অশংগ্রহন আশানুরূপ ছিলো না। কারন সময় বৃদ্ধি করার পর আমাদের প্রত্যাশা ছিলো আরো বেশী অংশগ্রহন। তবুও যারা অশংগ্রহন করেছে, তাদের লেখার মান ভাল ছিলো। এবারের প্রতিযোগিতায় মোট ১৯জন অংশগ্রহন করেন। এরপর তিনি কমিউনিটিতে জয়েন করা নতুন ইউজারদের সম্পর্কে কথা বলেন এবং কমিউনিটির নিয়ম ও গাইড লাইন যথাযথভাবে পড়ার এবং মেনে চলার আহবান জানান। এছাড়া যারা নতুন সদস্যদের রেফারেন্স দিচ্ছেন আমার বাংলা ব্লগে তাদেরকেও অনুরোধ করেন রেফারেন্স দেয়ার সময় নিয়মগুলোর ব্যাপারে সতর্ক করার। কারন সঠিক নিয়ম মেনে পোষ্ট শেয়ার না করলে, সে ক্ষেত্রে সাপোর্ট পাওয়ার সুযোগ থাকে না। বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের এ্যাকটিভ পোষ্টের সংখ্যা কমে গেছে, হয়তো সাপোর্ট না পেয়ে অনেক নতুন সদস্য চলে গেছেন।

Untitled-14-4.png

এরপর শুভ ভাই বিষয়টি নিয়ে কথা বলেন তারপর আমাদের নতুন প্রজেক্ট @heroism এর ব্যাপারে সকলকে উৎসাহিত করেন। প্রজেক্টটির সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং সবাইকে এ ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করার আহবান জানান। তিনি সবাইকে অনুরোধ করেন শুধু নিজের স্টিম পাওয়ার ডেলিগেশন করে বসে থাকলেই হবে না বা কাজ শেষ না বরং পরিচিত সবাইকে এই বিষয়ে উৎসাহিত করতে হবে এবং @heroism এ ডেলিগেশন করার ব্যাপারে তাদের বুঝাতে হবে। দায়িত্বটা এখন আমাদের সকলের, কারন @heroism প্রজেক্টটি আগামী দিনে আমাদের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। তবে যারা আমাদের সাথে কাজ করবে কিন্তু @heroism কে ডেলিগেশন করবে না, আমার বাংলা ব্লগ কিংবা লাজুক খ্যাঁক হতে সাপোর্ট করা হবে না। যাদের স্টিম এ কিন্ট্রবিউশন থাকনে না তাদের কোন প্রকার সাপোর্ট দেয়া হবে না।

এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-০৬ এর পুরস্কার বিতরণী পর্ব শুরু করেন। তিনি নিচের দিক হতে এক এক করে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেন। এরপর @isha.ish আপু এবং তারপর @ayrinbd আপু তাদের মিষ্টি কণ্ঠে সবাইকে গান শুনান। এরপর শুভ ভাই এ সপ্তাহের জন্য এ্যাকটিভ সদস্যদের মাঝ হতে বাছাই করা এবং ভালো সদস্যদের নিয়ে তৈরী সুপার এ্যাকটিভ লিষ্ট Tier-1 ও Tier-2 প্রকাশ করেন। একে একে সকলের নাম উপস্থাপন করেন।

Untitled-14-3.png

কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা এ বিষয়ে কথা বলেন এবং সকলের অবগতির জন্য জানান যে সুপার এ্যকাটিভ লিষ্টে নাম থাকা মানেই এই না যে, যাই শেয়ার করার হোক না কেন লাজুক খ্যাঁক হতে তাদের সাপোর্ট দেয়া হবে। বরং সকলের প্রতিটি পোষ্ট চেক করা হবে এবং শুধু মাত্র গুনগত মানসম্পন্ন পোষ্টে সাপোর্ট দেয়া হবে। এছাড়াও তিনি ডিসকর্ড এর পোষ্ট প্রমোশন চ্যানেল নিয়ে কথা বলেন। এখন হতে সবাই এখানে পোষ্ট লিংক শেয়ার করার সুযোগ পাবেন না। শুধু মাত্র সুপার এ্যাকটিভ সদস্য এবং অন্যান্য কিছু ভালো সদস্যদের নিয়ম অনুযায়ী সুযোগ দেয়া হবে। তবে এটা প্রতি সপ্তাহে পরিবর্তন হবে। যারা এখানে পোষ্ট লিংক শেয়ার করার সুযোগ পাবেন তাদের পোষ্টের বানান ভুলের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করেন।

এরপর শুভ ভাই কথা বলেন এবং বিষয়টি নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়াও অনেকেই পোষ্ট লেখার সময় লাজুক খ্যাঁককে বেনিফিশিয়ারি যোগ করেন না, এটা খুবই দুঃখজনক। তাই পোষ্ট শেয়ার করার পূর্বে বিষয়টির প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান এবং অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন।

Untitled-14-6.png

তারপর যথা নিয়মে উপস্থিত সকলকে সুযোগ দেয়া হয় যে কোন বিষয়ে তাদের কৌতুহল এবং প্রশ্ন শেয়ার করার। কারন কোন বিষয়ে সরাসরি কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার নিকট হতে উত্তর জানার এটা চমৎকার একটা সুযোগ, তাই সকলকে এই সুযোগটি গ্রহন করার আহবান জানানো হয়। এরপর একে একে @shuvo2030 @saifulraju @selinasathi1 @nusuranur @ripon40 নিজেদের প্রশ্ন উত্থাপন করেন এবং সবগুলো বিষয়ে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা সুন্দর উত্তর প্রদান করেন। এছাড়াও কমিউনিটির এ্যাডমিন @moh.arif ভাই কিছু বিষয়ে পরিস্কার করার চেস্টা করেন। তারপর আমি @hafizullah আবারও শুভেচ্ছা জানিয়ে সকলের নিকট হতে বিদায় নেই।

ধন্যবাদ সবাইকে।


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমি ভাইয়া সব গুলো হাংআউটে থাকতে পারি না। কিন্তু আমি সবার কথা শুনতে পারি। এবং আমার ভালো লাগে। এবারের হ্যাংআউটে আমি আপনাদের সব কথা শুনেছিলাম। আপনাদের @rme দাদার পাশে বসে সব শুনেছিলাম। সেদিন আপনাদের সবার কথা শুনে আমার মন খারাপ ভালো হয়ে গিয়েছিল। আর সবার গান শুনে খুব ভালো লেগেছিলো। বিশেষ করে @ shuvo ভাইয়ার মুখে আমার প্রিয় গানটা শুনতে পেলাম। আমার খুব ভালো লেগেছিল।আপনাকে ধন্যবাদ ভাইয়া হ্যাং আউট টা পোস্ট আকারে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আরে বাহ! আপনি পুরো হ্যাংআউটটি এবার শুনেছেন, শুনে ভালো লাগলো বৌদি।
আসলে কিছু কিছু বিষয় থাকে, যা অনাকাংখিত পরিস্থিতি তৈরী করে দেয়, তবে সবটা সামলে নেয়া সম্ভব হচ্ছে, দাদা আছেন বলেই। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

অবশ্যই প্রতি সপ্তাহের শেষে আর্কষণ একটা হ‍্যাংআউট।কেননা হ‍্যাংআউটে সবাই নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে।গান-কবিতা সব এন্টারটেইন এখানে পাওয়া যায়।
যারা কমিউনিটির হ‍্যাংআউটে কিছু বুঝতে পারে নাহ তারা হাফিজউল্লাহ ভাইয়ের সাপ্তাহিক হ‍্যাংআউট রির্পোটটি ফলো করল‍ে সব বুজতে পারবে।
ধন‍্যবাদ ভাইয়া,হ‍্যাংআউটটা পোস্ট আকারে আমাদের মাঝে তুলে ধরার জন‍্য।

 3 years ago 

হ্যা, এটা সত্য বলেছেন, হ্যাংআউটে উপস্থিত থাকা মানে অনেক কিছু জানার সুযোগ গ্রহন করা। ধন্যবাদ

💖💖💖💖

ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

প্রত্যেক সপ্তাহ এই হ্যাংগ আউটের জন্য অপেক্ষা করি।আসলে ধীরে ধীরে @amarbanglablog কমিউনিটিটা খুব আপন মনে হচ্ছে। তাই এই সাপ্তাহিক হ্যাংগ আউটটাকেও মনে হয় পরিবারের কোনো আড্ডা যেনো।সেই আড্ডায় থাকে @rme দাদার উপদেশ, @shuvo35 ভাইয়ার ওয়েলকামিংটা তো জাস্ট অসাধারণ লাগে আমার কাছে। তবে গতকালের হ্যাংগ আউটে @rex-sumon ভাইকে অনেক মিস করেছি। আমি জিজ্ঞেস ও করেছিলাম ভাইয়ার কথা তখন দাদা বললো যে সুমন ভাইয়া ছুটিতে। সবচেয়ে বড় কথা এই হ্যাংগ আউট এ উপস্থিত থাকলে অনেক অনেক ইমফরমেশন পাওয়া যায়,নতুন অনেক বিষয় শিখার থাকে আর সেইসাথে এন্টারটেইনমেন্ট তো আছেই!
@hafizullah ভাইয়া আপনার রিপোর্টে নিজের নাম দেখতে কিন্তু ভালোই লাগে। 😛
মজা করলাম কারণ আপনি সারাক্ষণ মজা করেন, যেই কারণে আপনাকে অনেক বেশি ভালো লাগে। আসলে আপনার মনটা যে পরিষ্কার তা আপনার মজা করাতেই বুঝা যায়। সব শেষে বলবো নিজের পরিবারের সাথে সপ্তাহে একদিন কথোপকথন করতে কতটা ভালো লাগে তা হয়তো বলে বা লিখে বুঝানো সম্ভব না।এসব সবটাই আবেগের ব্যাপার।
আর সেই সবটা যখন আবার রিপোর্ট আকারে পড়া যায় তখন ভালো লাগার পরিমাণ কতোটা হয় তা বলার অপেক্ষা রাখেনা কারণ এই রিপোর্ট থেকে অনেক কিছু জানতে পারি যা হয়তো ভয়েজে মিস করে যাই। তার জন্য অনেক ধন্যবাদ হাফিজ ভাইয়া।

 3 years ago 

হুম সুমন ভাইতো অন্যখানে ব্যস্ত ছিলেন, হি হি হি হি।
ধন্যবাদ আপু, আসলে চেষ্টা করি সবাইকে নিয়ে কিছুটা সময় আনন্দ করতে। কারন আমরা সবাইতো যার যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকি। খুব বেশী সময় উপভোগ করার সুযোগ সব সময় পাই না। তাই যতটা সময় এখানে দিতে পারি, সবাইকে নিয়ে তা উপভোগ করার চেষ্টা করি। ধন্যবাদ

 3 years ago 

জানি ভাইয়া। 😛
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এতোটা আনন্দে রাখার জন্য।এই গুণ সবার থাকেনা।

 3 years ago 

ভাই আসসালামু আলাইকুম প্রতিবারের মত এবারেও লেখাগুলো খুব সুন্দর ভাবে লিখেছেন ।আর আমি মনে করি হ্যাং আউট এর মাধ্যমে আমাদের সবার পরিচিত টা খুব ভালো হয় আর খুব আপন মনে হয় একেক জন মানুষ কে ।আজ হয়তো বা অ্যাক্টিভ এর সংখ্যা 171 কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সংখ্যাটি অনেক বেশি হয় যাবে ।আর সবচাইতে ভালোলাগা ছিল আমি তৃতীয় পুরস্কার পেয়েছে ।আসলে কখনো ভাবতেই পারিনি যে ,আমার বাংলা ব্লগে আমি নিজের নামটি এইভাবে পুরস্কার খাতায় লিখতে পারবো সত্যি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

 3 years ago 

ওয়ালাইকুমুস সালাম,
আমাদের প্রত্যাশাও তাই, খুব সহসাই আমরা আরো নতুন নতুন রেকর্ড গড়তে সক্ষম হবো। ধন্যবাদ ভাই

আমি" আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে নতুন।সেদিনের হ্যাং আউটে থাকতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। আমার বাংলা ব্লগে কমিউনিটি @rme দাদা সত্যিই অসাধারণ একজন ভালো লোক। এবং @shuvo35 ভাইয়ার উপস্থাপনা খুবই সুন্দর হয় 💖💖। আমার নতুন হিসাবে অনেক ভালো লাগছে এতো বড় একটা কমিউনিটিতে কাজ করতে পেরে। এই কমিউনিটিতে সবাই খুবই হেল্পফুল।
বিশেষ করে @hafizullah vai @moh-arif vai @rex-sumon vai@rupok vai❤️সব,কিছু মিলিয়ে আমার ভালোলাগার কমিউনিটি "আমার বাংলা ব্লগ" ❤️❤️

 3 years ago 

আসলে আমাদের হ্যাংআউটগুলো একটু অন্য রকম, আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে চমৎকারভাবে সব কিছু সম্পন্ন করার। ধন্যবাদ

সুন্দর এবং অক্ষরে অক্ষরে হাংআউট এর পুরো পর্বটি পুনরায় আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। শুধু অভিনন্দন নয় অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালোবাসা অবিরাম শ্রদ্ধা এবং প্রীতি এবং শুভেচ্ছা।
আগামী দিনগুলোর জন্য শুভকামনা

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই, রিপোর্টটি পড়ে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

শুভকামনা অবিরাম প্রত্যাশিত ভালোবাসার একগুচ্ছ শুভেচ্ছা এবং অভিনন্দন

 3 years ago 

খুব সুন্দর ভাবে ঘুচিয়ে প্রতিবারের মতো আজও আপনি আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩ তৈরি করেছেন। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে রিপোর্টটি পড়ে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

হ্যাংআউট আসলে এমন একটি ব্যাপার হয়ে গেছে,, পুরো সময় উপস্থিত থাকার পরেও যখন রিভিউটা আবার পড়ি আপনার লেখা থেকে তখনো অদ্ভুত একটি আনন্দ পাই। সত্যিই আফিমের চেয়েও বড় নেশায় পড়ে গেছি।

 3 years ago 

হা হা হা হা হা
ভাই পুলিশ চলে আসবে কিন্তু এই শুনলে।
চেষ্টা করি ভাই যতটা সম্ভব সুন্দর করে উপস্থাপন করার, যাতে যারা মিস করে তারা সবটা যেন বুঝতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমরা আমরাই তো ভাই। নো চাপ 😀

এই সপ্তাহে কোন কনটেস্ট দেবেন না ভাই?
ভাই প্রতি সপ্তাহে একটা করে কনটেস্ট রাখার চেষ্টা করবেন প্লিজ,, তানাহলে হাংআউট জমে না। আমি যদিও অংশ্রগ্রগণ করতে পারি না, তবে খুব ভালো লাগে আমার ব্যাপারটা।

 3 years ago 

DIY চলমান আছে তো ভাই, দাদার পক্ষ হতে।
প্রতি মাসেই এটা থাকবে এখন।

 3 years ago 

ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আসলে আমি শুনেছিলাম শুধু মাত্র দ্বিতীয় সপ্তাহে DIY এর জন্য। তাই বলে ফেলেছিলাম।

 3 years ago 

বৃহস্পতিবার দিনটা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।সপ্তাহের এই দিনটার জন্যই পুরো একটি সপ্তাহ অপেক্ষা করি।@amarbanglablog এর সকল মেম্বার এবং মডারেটররা মনে হয় একটি পরিবার। আর পরিবারের একজন সদস্য থাকতে পেরে অনেক আনন্দিত।
হ্যাংআউটের রিপোর্টটা প্রতিবারের মতো সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64359.90
ETH 3105.50
USDT 1.00
SBD 3.87