‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১ (Weekly Hangout Report-11)

in আমার বাংলা ব্লগ3 years ago

Hangout Report-1102.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”-শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এবং পুরো বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য একটি ভিন্ন রকম প্রচেষ্টা। স্টিম ব্লকচেইন ভিক্তিক বাংলা ভাষায় ব্লগিং করার নির্দিষ্ট কমিউনিটির জন্য ‘আমার বাংলা ব্লগ’ উদ্যোগ। সুতরাং আমার বাংলা ব্লগ শুধুমাত্র বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমে বাঙালি কমিউনিটির জন্য একটি চমৎকার সুযোগ তৈরীর চেষ্টা করেছে, যাতে সবাই বাংলা ভাষার মাধ্যমে আবেগ-অনুভূতি প্রকাশ করার সুযোগ গ্রহন করতে পারে। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে ৬৫৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭৬, যা ক্রমাগতভাবে প্রতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১১

কমিউনিটির সকল সদস্যদের সঠিক সময়ে উপস্থিতি সঠিক সময়ে হ্যাংআউট শুরু করাটা এখন আরো বেশী সহজ হয়ে উঠেছে। প্রতি সপ্তাহে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের দারুনভাবে অনুপ্রাণীত করছে। এ সপ্তাহে যথাসময়ে কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে শুরু করেন।

শুরুতেই শুভ ভাই সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং কমিউনিটির নিয়মের বিষয়গুলো সবাইকে যথাযথভাবে পালন করার আহবান জানান। কারন আমার বাংলা ব্লগ আমাদের সকলের কমিউনিটি। তাই এর সৌন্দর্য বৃদ্ধি করা কিংবা ভালো অবস্থান ধরে রাখার দায়িত্বও আমাদের সকলের।

Untitled-11.png


এরপর আমাদের কমিউনিটি তথা পুরো স্টিমব্লকচেইন কে খাটো করার জন্য কমিউনিটির এ্যাকটিভ সদস্য @simaroy এর নিকট কৈফত তবল করা হয় এবং এই ব্যাপারে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তিনি নিজের কথা প্রকাশ করেন এবং তার সাথে সাথে নিজের অবস্থান পরিস্কার করার চেষ্টা করেন। কমিউনিটির এ্যাডমিন প্যানেল কমিউনিটির স্বার্থ এবং সকল কিছু বিবেচনায় নিয়ে তাকে এক সপ্তাহ সাপোর্ট না করার সিদ্ধান্ত ঘোষণা করেন। কিন্তু এই সপ্তাহ তিনি কাজ করা হতে বিরত থাকতে পারবেন না। কারন কমিউনিটির নিয়ম অনুযায়ী কার্যক্রম হ্রাস পেলে এ্যাকটিভ তালিকা হতে বাদ পড়ে যাবে। সুতরাং সাপোর্ট না পেলেও তাকে পূর্বের নিয়মে কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, ব্লকচেইন মানেই উন্মুক্ত ও খোলাস্থান, আপনার যেখানে খুশি যাওয়ার এবং কাজ করার অধিকার রয়েছে, আমরা কখনো সেই অধিকার ক্ষুন্ন করার চেষ্টা করবো না কিন্তু অন্য কোথায়ও গিয়ে আামদের কমিউনিটির মান নীচু করবেন কিংবা আমাদের অবস্থান ছোট করার চেষ্টা করবেন, তাহলে আমরা কিন্তু তখন কারো সম্মানের দিকে তাকাবো না এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। সুতরাং অযথা লোভের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না, যেটা আপনার অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয়।

কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কমিউনিটির এ্যাডমিন প্যানেল কর্তৃক @simaroy কে শাস্তির বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেন। তিনি নিজের এ্যাডমিন প্যানেলকে শাস্তি হ্রাস করার আহবান জানিয়েছিলেন। তথাপি যা সিদ্ধান্ত নেয়া হয়েছে তার সাথে তিনিও সহমত পোষন করেন। এরপর তিনি সরাসরি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা কাউকে কোথায় যেতে বারন করি না বরং আমরা হাইভ এবং স্টিম উভয় জায়গায় সাপোর্ট দেয়ার চেষ্টা করি। স্টিম এবং হাইভ উভয় চেইন এ আমাদের কমিউনিটি রয়েছে। কিন্তু তাই বলে কেউ নিয়ম মানবে না এবং অতিরিক্ত সাপোর্ট পাওয়ার প্রত্যাশায় অন্য চেইনকে খাটো করার চেষ্টা করবেন। একই ব্যক্তি যদি একাধিক আইডি ব্যবহার করে সাপোর্ট বেশী নেয়ার চেষ্টা করেন, তাহলে তাকে কোন ধরনের সাপোর্ট দেয়া হবে না। এই বিষয়ে সবাইকে আরো বেশী সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

Untitled-12.png


এরপর শুভ ভাই কমিউনিটির নতুন এ্যাকটিভ সদস্য @ayrinbd কে উপস্থিত সবাইকে গান শুনানোর সুযোগ দেন। আইরিন তার সুমিষ্ট কণ্ঠে সবাইকে একটি রবীন্দ্র সংগীত শুনান। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে তার গান শুনেন। এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে কমিউনিটির নতুন প্রতিযোগিতার বিষয়ে অবহিত করেন এবং সবাইকে অংশগ্রহন করার আহবান জানান। কারন এবারের প্রতিযোগিতাটি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আয়োজন করা হয়েছে। আমাদের সমাজের লোকসংগীত এর অতীত ঐতিহ্যসমূহে সম্মুখে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

তারপর কমিউনিটিতে নতুন মডারেটরের রুল পাওয়া দুইজন এ্যাকটিভ সদস্যকে সবার সাথে পরিচয় করিয়ে দেন, তারা হলেন @rupok এবং @alsarzilsiam। তাদেরকে নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়। প্রথমে @rupok ভাই তার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তার কাছে এই দায়িত্বটি অপ্রত্যাশিত ছিলো, তিনি কখনো কল্পনা করতে পারেন নাই এই রকম একটা সুযোগ বা দায়িত্ব তাকে দেয়া হবে। এটা সত্যি তার নিকট অনেক বড় পাওয়া। তিনি দাদাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন আমার বাংলা ব্লগ একটাই, এর মতো আর কোন কমিউনিটি নেই এবং কোনদিন হবেও না। এরপর সিয়াম ভাই তার অনুভূতি প্রকাশ করেন, কমিউনিটির প্রতি নিজের ভালোবাসার কথা শেয়ার করেন। সকলকের সাথে মিলেমিশে সুন্দরভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর শুভ ভাই সবাইকে নিজেদের এনগেজমেন্ট ধরে রাখার আহবান জানান, কারন নতুন অনেক সদস্য খুব ভালো কাজ করছেন এবং তার সাথে সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করছেন। তিন সবাইকে যার যার টীম মেম্বারদের সাথে আগে এনগেজমেন্ট বৃদ্ধির পরামর্শ দেন। অনাকাংখিত ডিএম করা হতে বিরত থাকার অনুরোধ জানান। কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা এর সাথে একটু যোগ করে বলেন, বিগত কয়েক দিন তার নিকট ৩৪২টি ডিএম এসেছে, যা সত্যি অনাকাংখিত। ভালো কাজ করলে এমনিতেই সাপোর্ট আসবে কিন্তু ডিএম এর মাধ্যমে না। সুতরাং ভালো কাজ করার ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

Untitled-13.png

এরপর শুভ ভাই বিগত হ্যাংআউট রিপোর্টে ভালো মন্তব্য করায় পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করেন এবং তাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। সবাইকে কাংখিত মন্তব্য করার অনুরোধ করেন, কনটেন্ট না পড়ে কিংবা না বুঝে ভুল মন্তব্য না করার ব্যাপারে সচেতন হওয়ার।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন, তিনি সবাইকে সঠিকভাবে কাজ করার এবং নিজেদের অবস্থান ধরে রাখার ব্যাপারে আরো বেশী যত্নশীল হওয়ার পরামর্শ দেন। যারা দায়সারা পোষ্ট করেন কিন্তু অন্য কমিউনিটিগুলোতে ঠিকঠাক কাজ করেন, তারপর আমার সেই কনটেন্টে সাপোর্ট এর জন্য আমাদের ডিএম করেন। তিনি এই রকম কাজ না করার অনুরোধ করেন। কমিউনিটির নিয়ম মেনে পোষ্ট করুন, খুব বেশী পোষ্ট করার প্রয়োজন নেই, অনন্ত সপ্তাহে তিনটি পোষ্ট করুন কিন্তু ভালো পোষ্ট করুন, তা না হলে কমিউনিটি হতে কিউরেশন করা হবে না। অনেকেই বানান শুদ্ধ করার ব্যাপারে যত্নশীল না, তাই তাদেরকে এই ব্যাপারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif ভাই কথা বলেন, তিনি কমিউনিটির নিয়মের ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান। প্রতিদিন পোষ্ট করতে হবে এই মানসিকতার কারনে অনেকেই দায়সারা এবং নিম্নমানের পোষ্ট করছেন, যা খুবই দুঃখজনক। তিনি এই বিষয়ে একটি উদাহরণ উপস্থাপন করেন, যাতে সবাই আরো বেশী সতর্ক হওয়ার সুযোগ পান। তিনি বেশী পোষ্ট না করে বরং পোষ্টে গুনগত মান ঠিক রাখার ব্যাপারে যত্নশীল হতে বলেন। বেশী পোষ্ট করা মানেই এ্যাকটিভ হওয়া না,বরং এনগেজমেন্ট বৃদ্ধির মাধ্যমেও এ্যাকটিভ থাকা যায়। আবার যারা এ্যাকটিভ থাকবেন, তাদের সব সময় এ্যাকটিভ থাকার অনুরোধ করেন। কারন অনেকেই এ্যাকটিভ লিষ্টে আসার পর নিজেদের এনগেজমেন্ট কমিয়ে দিয়েছেন, এমনটা যেন না হয়।

Untitled-14.png


এরপর উপস্থিত সবাইকে প্রশ্ন করার সুযোগ দেয়া হয়, কমিউনিটির ব্যাপারে যে কেউ যে কোন প্রশ্ন করতে পারবেন। তখন @nusuranur আপু লাজুক খ্যাঁক নিয়ে প্রশ্ন করেন, কোন ধরনের পোষ্ট লাজুক খ্যাঁক কিউরেশন করবে না সে সম্পর্কে জানতে চান। এ বিষয়ে শুভ ভাই তার প্রশ্নে উত্তর দেয়ার চেস্টা করেন এবং নতুন মডারেটর সিয়াম ভাই জেনারেল চ্যাটে এ সম্পর্কিত পোষ্টের লিংক শেয়ার করেন, যাতে সবাই বিষয়টি আবার জানতে পারেন। লিংকটি এখানে শেয়ার করা হলো- https://steemit.com/hive-129948/@rme/a-very-important-update-about-shy-fox

এরপর আমাদের সকলের প্রিয় কবিতা আপু @selinasathi1 সবাইকে তার চমৎকার কণ্ঠে কবিতা আবৃত্তি করেন শুনান। তারপর কমিউনিটির এ্যাকটিভ সদস্য @kingporos কমিউনিটির নতুন প্রতিযোগিতায় ফটো সংগ্রহ করে শেয়ার করার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তার প্রশ্নের উত্তরটি কমিউনিটির এ্যাডমিন এবং মেন্টর @rex-sumon ভাই সুন্দর করে বুঝিয়ে দেন। যত যাইহোক, কপিরাইট যুক্ত কোন কিছু শেয়ার করা যাবে না, প্রয়োজনে নিজেরা কভার তৈরী করে নিতে পারেন। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কেউ যদি কপিরাইটযুক্ত ফটো শেয়ার করেন, তাহলে তার পোষ্ট মিউট করা হবে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে তার পোষ্টটি অযোগ্য বলে বিবেচিত হবে।

Untitled-15.png


সবশেষে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কথা বলেন, কমিউনিটির বিষয়য়ে সবাইকে স্পষ্ট ধারনা দেন এবং আসন্ন প্রজক্টগুলো নিয়ে নিজের অবস্থান ও পরিকল্পনা সকলের সাথে শেয়ার করেন। তবে এ্যাবিউস এর ব্যাপারে নিজের শক্ত অবস্থানের কথা আবারও ব্যক্ত করেন। আমার বাংলা ব্লগের সবাইকে একত্রে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান এবং তিনি উল্লেখ্য করেন যে, আমরা যদি একত্রে থাকি, তাহলে আমার বাংলা ব্লগ নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না এবং আমার বাংলা ব্লগের কোন সদস্যদের কোন ক্ষতি সাধন করতে পারবে না। আমাদের সকলের পাওয়ার একত্রে করলে বিশাল ক্ষমতা তৈরী হবে, আমরা এই ক্ষমতা দিয়ে নিজেদের কমিউনিটি এবং সকল সদস্যদের সুরক্ষা দিতে পারবো। ফলশ্রুতিতে অনাকাংখিত যে কোন সমস্যা মোকাবেলায় আমরা আরো বেশী কার্যকর ভূমিকা পালন করতে পারবো। এ বিষয়ে তিনি স্টিম আর্মি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তবে কমিউনিটির সকল শর্ত মেনে যারা আমাদের সাথে থাকবেন, শুধুমাত্র তাদের এই উদ্যোগ এর সাথে যুক্ত হওয়ার সুযোগ দেয়া হবে। আমরা শুধু আমাদের কমিউনিটি না বরং প্রতিটি সদস্যের সুরক্ষা নিয়ে চিন্তা করছি।

তারপর শুভ ভাই হ্যাংআউট-১১ এর সমাপ্তি ঘোষণা করেন।

নোটিশঃ

হ্যাংআউট রিপোর্টে মানসম্মত কমেন্ট করার পুরস্কারটি স্থগিত করা হলো।

বিগত হ্যাংআউটে বিজয়ীদের পুরস্কার বিতরণঃ

প্রাইজ.png


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Sort:  
 3 years ago 

আমি যোগ দিয়েছিলাম কিন্তু রোগী চলে আসায় বেরিয়ে আসতে হয়।

আপনার পোষ্ট পড়ে একটা আইডিয়া পেলাম।
ধন্যবাদ।

অসাধারণ ভাবে আপনি হ্যাং আউটের পূর্ণ প্রচার করে থাকেন। হ্যাং আউটের আলোচিত বিষয় গুলো নতুন করে আমাদের ভালোভাবে শিখিয়ে দিয়ে থাকেন।সত্যিই এটা খুব গুরুত্বপূর্ণ সকলের জন্য।হ্যাং আউট কোন কিছু বুঝতে সমস্যা হলে এখানে পোস্ট দেখে সবাই ক্লিয়ার হতে পারে। অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য, চেষ্টা করেছি বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার, যাতে যারা অনুপস্থিত ছিলো তারা বিষয়গুলো জানতে পারে।

চেষ্টা করেছি বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার, যাতে যারা অনুপস্থিত ছিলো তারা বিষয়গুলো জানতে পারে।

এমনিতেই খুব ভালো ভাবে উপস্থাপন করেন। তারপরও যদি আরো আপডেট করেন তাহলে তো আরো ভালো হবে🥰🥰

 3 years ago 

এই সপ্তাহের হ‍্যাংআউট টা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয়। যথারীতি ঠিক সময়ে আমাদের মডারেটর শুভ ভাই শুরু করেন হ‍্যাংআউট দাদার অনুমতি নিয়ে। কিন্তু এই হ‍্যাংআউটের প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। যা অন্য সপ্তাহের চেয়ে ভিন্ন। এই ঘটনা থেকে আমরা যথাযথ পরিমাণ শিক্ষা পেয়েছি। এইজনের ভূল কিন্তু সবার শিক্ষার কারণ। এরপর আমাদের মডারেটর হাফিজ ভাই হ‍্যাংআউট পোস্টে সেরা পাঁচ কমেন্টকারীর বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরই মাঝে হয়ে যায় আইরিন আপুর কন্ঠে অসাধারণ একটি রবীন্দ্র সংগীত। এরপর আমাদের বর্তমান চলমান কনটেস্ট এর বিষয়ে কিছুটা আলোচনা করা হয়। এই কনটেস্টের সমস্যা গুলো সাধারণ মেম্বার দের থেকে জানতে চাওয়া হয়। এরপর যথারীতি প্রায় দেড়ঘন্টা পর আমাদের হ‍্যাংআউট টা শেষ হয়। এবং অতি দক্ষতার সাথে আমাদের হাফিজ ভাই এখন এই পোস্ট টা করেছে।

 3 years ago 

প্রতিটি বিষয় আমাদের দারুনভাবে শিক্ষা দেয় এবং আামদের উচিত সেই শিক্ষাটিকে কাজে লাগিয়ে সম্মুখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খোঁজার। ধন্যবাদ

 3 years ago 

জী ভাই আপনি যথার্থ বলেছেন। ধন্যবাদ।

 3 years ago 

কালকের হ্যাংআউটটি সত্যিই অসাধারণ ছিলো। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে কাল। @shuvo35 ভাইয়ের উপস্থাপনার কথা না বললেই নয়, তিনি অনেক সুন্দর ভাবে পুরো হ্যাংআউটটি পরিচালনা করেছেন। আর আইরিন আপুর রবীন্দ্র সংগীতটিও অসাধারণ ছিলো। নতুন কনটেস্টটি নিয়েও অনেক সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে, অনেকেরি অনেক প্রশ্নের সমাধান করা হয়েছে।
পরিশেষে ধন্যবাদ জানাতে চাই হাফিজ ভাইকে হ্যাংআউট নিয়ে এতো সুন্দর একটি পোস্ট উউপস্থাপন করার জন্য।

 3 years ago 

গতকালকের হ্যাং আউট ছিলো দুর্দান্ত। এই হ্যাং আউট থেকে আমরা শিক্ষা পেয়েছি কখনোই একজনের কথা অন্যজনের কাছে খারাপ ভাবে উপস্থাপন করা যাবে না। শিক্ষাগ্রহণের পাশাপাশি সবার মন চাঙ্গা করতে আইরিন আপুর কণ্ঠে গান সবার মন ও প্রাণ জুড়িয়ে দেয়। আমাদের সবার প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের কণ্ঠ এই দিন বেশি শুনতে না পেরে আমার অনেক মন খারাপ হয়েছে। শুভ ভাইয়ের উপস্থাপনা থেকে আমিও কিছু কিছু উপস্থাপনা শিখতেছি। উইংকলেস দাদার কথাগুলো সত্যিই অনেক বেশি ভালো ছিলো। তিনি বরাবরই সকলকে সঠিক নির্দেশনা দিয়ে থাকেন। সব মিলিয়ে কালকের হ্যাং আউটটি অনেক ভালো ছিলো,।

আমার ব্যাক্তিগত ভাবে কালকের হ্যাং আউট ও আজকের রিপোর্ট এর রেটিং দিবোঃ ৯,৫/১০ ...।

প্রথমেই আমি হাফিজুল্লাহ ভাইকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, একটা নয়, দুইটা নয় এগারোটা হ্যাংআউটের রিপোর্ট পর্যায়ক্রমে তিনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে পূর্ণরায় লিখিত আকারে তুলে ধরেন। এজন্য ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা।

কথায় বলে একজন ভুল করলে দশ জনে সেই ভুল থেকে শিক্ষাগ্রহণ করে। গতকালকের হ্যাংআউটটা ছিল আমাদের প্রত্যেকটা মেম্বারদের জন্য,গুরুত্ব পূর্ণ শিক্ষণীয়, হ্যাংআউট। একজনের ভুলকে ধরিয়ে দিতে গিয়ে আমরা সবাই সর্তক হয়ে গেলাম। যাতে একই ধরনের ভুল আমরা আর না করি। এগারোতম হ্যাংআউট থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি। আশা করি, এই শিক্ষাটা আমার সামনের পথটাকে চলতে সাহায্য করবে।এমন কি এটা মেনে চলতে পারলে হয়ত জীবনে কিছু একা আশাও করতে পারব।

এবার বলি রির্পোট যিনি লিখেছেন তাকে নিয়ে, হ্যাংআউটের রির্পোট যিনি লেখেন, সে আর কেউ না আমাদের প্রিয় হাফিজুল্লাহ ভাই। আমরা কোনো বিষয়কে একবার শুনে মনে রাখার জন্য সেটা একটা নোট এ লিখে রাখতাম যাতে বারবার পড়ে মুখোস্ত করতে পারি। কিন্তু ভাইয়া, কথাগুলোকে একবার শুনেই, নোটে লিখে না রেখেও এতোটা সুন্দর করে আমাদের মাঝে আবারও সেই হ্যাংআউটের বিষয়গুলো তুলে ধরেন। একজন দক্ষ ব্যক্তি ছাড়া এটা করা অসম্ভব।

এতো সুন্দর রিপোর্ট আমাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য ভাইয়াকে জানাই আবারও ধন্যবাদ। আপনার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভ কামনা।
ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আপনি এতো সুন্দর একটি রিপোর্ট তৈরি করেছেন। আপনি অনেক জ্ঞানি এটা বলার ভাষা রাখি।
কালকের হ্যাংআউট টা আমার খুবই ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম। অনেক কিছু জানতে পারছি ভবিষ্যতে জানতে পারবো বলে আশা রাখি।

 3 years ago 

ভাইয়া প্রথমে আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর করে প্রতিটি হ্যাংআউটে আলোচনার বিষয় গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমি যতদূর জানি আপনি এই যাবৎ প্রায় 11 টি হাংআউট এর আলোচনা খুব সুন্দরভাবে আপনার পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন আমি যদিও গতকাল থাকতে পারেনি তবে আপনার পোস্টের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিয়েছি। মোহ আরিফ ভাই যে বিষয়টা তুলে ধরেছেন এটা খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি দেখা যায় এক ফ্যামিলিতে দুইটা ছেলে থাকে ,দুইজন বাবার ব্যবসা পরিচালনা করার জন্য দায়িত্ব নেন
একজন ভালোবেসে ব্যবসাটা পরিচালনা করতে চান ,অন্যজন বাসায় জোর করে বলে না পেরে ব্যবসা পরিচালনায় নেমেছেন তো সে ক্ষেত্রে দেখা যাবে যিনি ভালোবাসা থেকে বিজনেসটা পরিচালনা করতে গেছেন তিনি কিন্তু সফলতা অর্জন করবেন আসলে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং ধৈর্যসহকারে নীতিবান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে সম্পূর্ণটা যদি বলতে যাই কমেন্টটা অনেক বড় হয়ে যাবে

 3 years ago 

প্রথমে অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে চায়।হ্যাংআউট শেষ হবার পরে সেই একই বিষয় এতো সুন্দর ভাবে গুছিয়ে আবার নতুন করে পুনর প্রচার করেছেন।

প্রতিটা হ্যাংং আউট আমাদের কে নতুন নতুন কিছু শিখতে পারি আজ ছিল ১১ তম হ্যাং আউট আজকের হ্যাং আউট থেকে অত্যান্ত ভালো কিছু শিক্ষা পেয়েছি।যা আমাদের কে সতর্কীকৃত করতে সহয়তা করবে।

আপনাকে আবারো ধন্যবাদ পুনর প্রচার করার জন্য।এই পুনর প্রচার এর ফলে যারা এখানে উপস্থিত ছিলো না তারা খুব ভাল ভাবে বুঝতে পারবে আমাদের হ্যাং আউট গুলো এবং পরবর্তীতে তারা উপস্থিত হবে আশা করি।

 3 years ago 

গত হাংআউট সম্পর্কে সংক্ষেপে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেছেন। গত হাংআউট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমাদের সবার একটি উচিত শিক্ষা হয়ে গেল যে আমরা অকৃতজ্ঞ হলে কিংবা কমিউনিটির নিয়ম না মানলে আমাদের কিরকম শাস্তির সম্মুখীন হতে হবে। তাছাড়া আমরা দুজন আরও নতুন মডারেটর পেয়েছি এবং তাদের সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো। এবং সেইসাথে আইরিন আপুর মিষ্টি কন্ঠে রবীন্দ্র সংগীত সকলের মনে সাময়িক আনন্দ দিয়েছিলো। সত্যি বলতে গত হাংআউট এককথায় অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63665.23
ETH 2621.19
USDT 1.00
SBD 2.77