আবোল তাবোল জীবনের গল্প [ গোপনসঞ্চারী ]

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে অভিজ্ঞতাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করছি এবং সময় ও সুযোগ মতো সেগুলোর সঠিক ব্যবহার করার চেষ্টা করছি। এই চেষ্টা করার মাঝেই কিন্তু আমাদের সফলতা লুকিয়ে রয়েছে, কখন কিভাবে সেটা আমাদের কাছে ধরা দিবে আমরা কেউ বলতে পারি না, আর এই জন্যই আমাদের চেষ্টাগুলোকে সর্বদা এবং সর্বাস্থায় গতিশীল রাখতে হবে। না হলে দেখা যাবে যখনই বা যে সময়ই আপনি কোন বিষয়ে অবহেলা করেছেন ঠিক সেই সময়ই সফলতা আপনার আমার পাশ দিয়ে হেঁটে চলে গেছে।

সুতরাং আফসোস না বাড়িয়ে সর্বাস্থায় আমাদের লেগে থাকতে হবে এবং কাংখিত সফলতার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্য আজকাল অনেকেই আক্ষেপ করেন, কেউ জেনে বুঝে আর কেউ না বুঝে। একটা কথা এখানে আজ শেয়ার করতে চাই, বিশেষ করে গত মাসে বেশ কয়েক দিন বসের সাথে ক্লায়েন্ট অফিসে কাজ করার পর দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। এটাই অবশ্য আমার প্রথম অভিজ্ঞতা কারন আমি অফিসের বাহিরে খুব একটা যাই না, অফিসের বাহিরে মানে ক্লায়েন্ট অফিসে। কারন আমার সকল কাজই অফিস কেন্দ্রিক, তাই বাহিরে মানে ক্লায়েন্ট অফিসে যাওয়ার খুব একটা প্রয়োজনও পড়ে না। কিন্তু এবার বস সাথে করে নিয়ে গিয়েছিলেন অভিজ্ঞতা বাড়ানোর জন্য।

lantern-6826698_1280.jpg

যেই ভদ্রলোকের সাথে কাজ করবো তার ব্যাপারে বস আগেই আমাকে ধারণা দিয়ে রেখেছিলেন, সুতরাং একটা আইডিয়া আমি আগে থেকেই পেয়েগিয়েছিলাম। তারপর সেই আইডিয়াটার যথাযথ অবস্থা দেখতে পেলাম। দেখুন যে বিষয়টি আমি জানি না বা যেটা বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব না, সেটা যদি আমরা স্বাভাবিক নিয়মে সরাসরি প্রকাশ করে দেই তাহলে সেটার বাস্তবায়ন অন্য কারো দ্বারা সহজেই সম্ভব হয়ে যায়। কিন্তু আমরা যদি সেটাকে লুকিয়ে রাখি এবং না জানা বিষয়টিকে নানাভাবে গুঁজামিল দিয়ে করার চেষ্টা করি, তাহলে সেটার উদ্দেশ্য যেমন বিনষ্ট হয় ঠিক তেমনি প্রতিষ্ঠানের রেপুটেশনও নষ্ট হয়। আর ব্যক্তির রেপুটেশন নিয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।

কারন কতটা সময় আপনি শাক দিয়ে মাছ ঢাকবেন? কতটা সময় আপনি এভাবে গুঁজামিল দিয়ে মূল দায়িত্ব এড়িয়ে যাবেন। কারন প্রাইভেট প্রতিষ্ঠান সমূহে কোন কাজ খুব বেশী সময়ের জন্য ঝুলিয়ে রাখা সম্ভব হয় না। বরং একটা সময় ঠিক সেটা প্রকাশিত হয়ে যাবে এবং আপনার অদক্ষতা কিংবা অক্ষমতা নিদারুণভাবে প্রকাশ পাবে, যা আপনার জন্য আরো বেশী লজ্জার এবং অপমানজনক হয়ে উঠবে। দুঃখজনক হলেও সত্যি যে, আমরা এই কাজটাই সুকৌশলে বার বার করার চেষ্টা করি এবং নিজের অদক্ষতা ঢাকার জন্য প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট করি।

sunglasses-4639073_1280.jpg

তারপর সেই কাজটি বস আমাকে দিয়ে করিয়ে নেয়ার চেষ্টা করেছেন কারন এখানে বসের স্বার্থও জড়িত ছিলো। সে যাইহোক, মূল কথা হলো সমস্যা কখনো ঢেকে রাখা যায় না আবার কোনভাবে সেটাকে আড়াল করাও যায় না। সূর্যের আলোর সম্মুখে আপনি ছাতা ব্যবহার করে নিজেকে আড়াল করতে পারবেন কিন্তু সূর্যকে না, সমস্যাকে আড়াল করে আপনি সময় ক্ষেপণ করতে পারবেন শুধু কিন্তু সমস্যাকে আড়াল করে রাখতে পারবেন না। এই সহজ বিষয়টি তারা বুঝতে পারে না, যারা চিন্তা করে সময় ক্ষেপণ করে কিংবা নিজের অক্ষমতাকে ঢেকে রেখে সব উতরে যাবেন।

জীবনে সমস্যা থাকবে, সব কিছুই যে আমরা পারবো তেমন কথাও নয়। সময়ে কিংবা অসময়ে নতুন কিছু আমাদের সম্মুখে আসবে, তারপর আমরা নিজের অবস্থান পরিস্কার করে সেটা জানার চেষ্টা করবো, নতুনভাবে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করবো। জানার কিংবা শেখার মাঝে কোন লজ্জা নেই, লজ্জা সেখানে আছে না জেনেও যেখানে আমরা জানার ভান ধরে বসে থাকি। আশা করছি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন, আজকের আবোল তাবোল জীবনের গল্প এখানেই শেষ করলাম।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

এটা সত্যি বলেছেন ভাই শাক দিয়ে মাছ বেশি সময় ঢেকে রাখা যায় না, কোন না কোন সময়ই মাছ বের হয়েই যায়। আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে সেই সমস্যাগুলো সমাধান করি তাহলেই সবার জন্য ভালো হবে। আজকে আপনি ক্লায়েন্ট অফিসে কাজ করার দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 days ago 

খুব সুন্দর করে বললেন ভাইয়া। জানার এবং শেখার মাঝখানে কোন লজ্জা নেই। জানার ভান করাটাই লজ্জার। আজকাল এই মানসিকতার লোকের সাথে অতিরিক্ত পরিমাণ ধাক্কাধাক্কি হচ্ছে। চেষ্টা করছি এই সমস্ত মুহূর্তে নিজেকে শান্ত এবং স্থির রাখার।

অনেকদিন পর আপনার ব্লগ পড়লাম। খুবই ভালো লাগলো ভাইয়া।

 2 days ago 

অনেক ধন্যবাদ আপু, কিছু কিছু মন্তব্য সত্যি দারুণভাবে অনুপ্রেরণা যোগায়।

 2 days ago 

দারুন লিখলেন পোস্টটা। জীবনে চলার পথে এই অভিজ্ঞতা গুলো শেয়ার করা অনেক বড় বিষয়। একটি বিষয় খুব ভালো বলেছেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কখনো করা উচিত না। সবকিছুই আসলে চোখের সামনে পরিষ্কার হয়ে যায় খুব দ্রুত। অথচ আমরা ভাবি কেউ কিছু ধরতে পারল না। আসলে মানুষ এক ভ্রমের মধ্যে বসবাস করে। আরেকটি উদাহরণ খুব ভালো লাগলো। ছাতা দিয়ে সূর্যকে ঢাকা যায় না। এই পোস্টগুলো জীবন দর্শনের একটি অন্তর্নিহিত বোধকে খুব ভালোভাবে পরিষ্কার করে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68228.72
ETH 3279.36
USDT 1.00
SBD 2.67