ঈদ মোবারক || EID Mubarak

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। বেশ চঞ্চল হৃদয়ে ঈদের আয়োজনগুলো সম্পন্ন করেছি। সত্যি বলতে এটা অন্য রকম একটা আনন্দের মুহুর্ত, অন্য রকম একটা অনুভূতির স্পন্দন এবং মনের মতো কিছু করার সুযোগ পাওয়ার সুখকর কিছু মুহুর্ত। দেখুন আমরা অনেক সময় চাইলেও যেমন কিছু করতে পারি না আবার অনেক সময় সুযোগ থাকলেও সেটার সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারি না, কারন পরিস্থিতি আমাদের সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ দেয় না। মাঝে মাঝে সেটা ভিন্ন অনুভূতি তৈরী করে এবং অসম্পূর্ণ কিছুর নিদারুণ স্বাদ এনে দেয়। যার কারনে আমরা আমাদের স্বপ্নগুলো হতে অনেক দূরে সরে যাই এবং অন্ধকারে নিজেদের হৃদয়কে ঢেকে নেয়ার চেষ্টা করি।

কারন আমাদের চাওয়াগুলো অসম্পূর্ণ পাওয়ার আঘাতে জর্জরিত হয়ে তিক্ত একটা অনুভূতি তৈরী করে দেয়। এই নিদারুণ বাস্তবতা আমাদের সর্ব দিক হতে গ্রাস করে নেয়ার চেষ্টা করে। জীবনের এই অধ্যায়টায় আমার খুব স্পষ্ট বিচরণ ছিলো, আমি খুব কাছ হতে দেখেছি জীবনের যন্ত্রণাগুলো আমাদের জীবনকে কতটা কঠিনভাবে প্রভাবিত করতে পারে, স্বপ্নগুলো কিভাবে ধীরে ধীরে আলোকহীন এবং দূসর হয়ে যায়। তাইতো আমার অভিজ্ঞতাগুলো আমার হৃদয়ের অনুভূতিগুলোকে এভাবে প্রকাশ করতে পারে, হয়তো তার কারনেই আপনারা আমার কথাগুলো একটু বেশী পছন্দ করেন। হতে পারে ভিন্ন কিছু কিংবা আপনাদের অনুভূতিগুলোর সাথে সামঞ্জস্যতা।

EID Ul Adha2.png

যাইহোক, খুব বেশী কঠিন কথা বলতে চাই না আজকের এই সুখময় মুহুর্তে, কারন আজ আনন্দের দিন, আজ ঈদের দিন। আজ ত্যাগের দিন, আত্মত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার দারুণ সুযোগের দিন। গতকাল প্রায় সারাদিন ছিলাম গরুর হাটে, কয়েকবার চক্কর দিয়েছি এবং নিজের পছন্দ মতো একটা গরু ক্রয় করার চেষ্টা করেছি। যদিও গতানুগতিকের মতো আমাদের দেশে প্রতিটি উৎসবের আগে সিন্ডিকেট মহোদয়গণ দারুণভাবে জাগ্রত হয়ে যায় এবং সব কিছুর দামের মাত্রাটা আকাশে উড়িয়ে দেয়। তাই উৎসবের আগে যেটার দাম থাকে হাজার টাকা, উৎসবের মুহুর্তে সেটা হয়ে দশ হাজার টাকা অর্থাৎ নিপূন কৌশলে কাংখিত জিনিষগুলোর দাম দশগুণ বাড়িয়ে দেয়, আর আমরা নিরুপায় হয়ে সেই দামেই সব কিছু ক্রয় করার চেষ্টা করি।

কিন্তু আমার বাংলা ব্লগ কিছু বিষয়ে আমাদের সামর্থ্য যেমন বাড়িয়ে দিয়েছে ঠিক তেমনি কিছু কাংখিত বিষয়ে দারুণ সুযোগ তৈরী করে দিয়েছি। এটা আমাদের জন্য সত্যি দারুণ একটা সুযোগ, আমাদের হৃদয়ের যন্ত্রণা নামক অন্ধকারগুলো দারুণভাবে আলোকিত করে দিয়েছে, সিন্ডিকেট সার্কেলের মাঝে থেকেও নিজেদের আকাংখাগুলোকে পূরণ করার সুযোগ তৈরী করে দিয়েছে এবং একটু ভিন্নভাবে নিজেদের স্বপ্নগুলোকে রঙিন করার সুযোগ তৈরী করে দিয়েছে। এটা শুধু আমার অবস্থান হতে আমার অনুভূতি নয় বরং আমার বাংলা ব্লগে সুযোগ পাওয়া প্রতিটি সদস্যের অনুভূতি, যার যার অবস্থান হতে সবাই আমার মতো নিজেদের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছে।

কাল বিকেলে ঈদ উৎসব পালনের নিমিত্তে এবং ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার লক্ষ্যে সামর্থ্যের মধ্যে ছোট খাটো একটা গরু ক্রয় করে নিয়ে এসেছি। কোরবানী উদ্দেশ্যে এং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে সকলের উদ্দেশ্যে একটা কথা বলার আছে সেটা হলো পশু কোরবানী দিলেই হবে না বরং আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে নিজের মনের পশুর কোরবানী দিতে হবে আগে। হিংসা-বিদ্বেষ, গরীর-ধনী ভেদাভেদ ভুলে যেতে হবে, সবাইকে নিয়ে সমভাবে আনন্দে মেতে উঠতে হবে এবং হৃদয়ের মাঝে মানবিকতা জাগ্রত রাখতে হবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

break .png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ভাইয়া আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে সাথে আমাদের রঙিন স্বপ্নগুলো ধূসর হয়ে যায়। আর সময় আমাদেরকে আরো বেশি বদলে দেয়। সময়ের সাথে সাথে আমরাও অনেকটা কঠিন হয়ে যাই।

 5 months ago 

ঈদ মোবারক ভাই। ঈদের খুশি তে আপনার পরিবার মেতে উঠুক অপার আনন্দে সেই শুভকামনা। আর শেষের প্যারার কথা গুলোই আসলেই মাহাত্ম্যপূর্ণ। সকলের সঠিক বুঝ আসুক। সকলের কোরবানি কবুল হোক।

 5 months ago 

সুযোগ আমাদের জীবনের সব সময় হয়তো আসেনা। মাঝে মাঝে সুযোগ আসে। আর সেই সুযোগগুলো যদি আমরা কাজে না লাগাই তাহলে পরে পস্তাতে হয়। যাই হোক ভাইয়া ঈদের এই বিশেষ দিনে এসব কথায় আর না যাই। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনাকে ঈদের দাওয়াত রইলো।

 5 months ago 

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আমেজ ছড়িয়ে পরুক সবার মাঝে।এই দিনটি চাপের মাঝে থাকলেও মজার মজার খাবার খেয়ে সব চাপ ভুলে যাবেন আশাকরি। আল্লাহর সন্তুষ্টি পেতে আমরা কুরবানি দিয়ে থাকি।তবে মনের কুরবানি সবার আগে দিতে হবে।মনের মাঝে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর নামে কুরবানি দিলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে।

 5 months ago 

ঈদ মোবারক ভাই। আসলেই ভাই সিন্ডিকেটের জ্বালায় কোনো কিছু কিনে শান্তি নেই। এককথায় বলতে গেলে প্রতিটি জিনিসপত্র একেবারে চড়া দামে কিনতে হয়। যাইহোক গরুর হাটে গিয়ে একটি গরু কিনেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। আমাদের সবার উচিত একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্য পশু কোরবানি দেওয়া। তাছাড়া গরীবদের মাঝে বেশি বেশি করে কোরবানির পশুর মাংস বিলিয়ে দেওয়া। তাহলে আল্লাহ তায়ালা আমাদের উপর ভীষণ খুশি হয়ে থাকেন। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনার কথাগুলো পড়ে বেশ ভালো লাগল। একেবারে খাটি সত্য কিছু কথা বলেছেন আপনি। এই সিন্ডিকেট এর কথা আর না বলি ভাই। আমরা বললেও আর কিছু হবে না হা হা। তবে আপনি আপনার সামর্থে‍র মধ্যে যে কুরবানি টা দিয়েছেন এটা বেশ ভালো লাগল দেখে। আপনাকে ঈদ মোবারক ভাই। ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68608.23
ETH 2448.10
USDT 1.00
SBD 2.41