আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৪২ || ABB Weekly Hangout Report-142

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

Hangout Format NEW142.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৩৫১ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮৫। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৭০জন।

হ্যাংআউট-১৪২

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। তারপর উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আজকের পর্ব নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দেখতে দেখতে ১৪২তম পর্বে চলে আসলাম, আজকে অনেকগুলো সেগমেন্ট রয়েছে, অনেক কিছু শেয়ার করা হবে বলে উপস্থিত সবাইকে অবহিত করেন। সবাইকে নিয়ে সকলের সাথে আজ ভালো কিছু সময় উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৪২তম সাপ্তাহিক হ্যাংআউটে। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের মাঝ হতে মাত্র ৫জন ইউজার বাদে বাকি সকলের এ্যাকটিভিটিস খুবই ভালো ছিলো। এসবিডি প্রিন্ট আউট হওয়ার কারনে সকলের মাঝে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা বুঝাই যাচ্ছে। তার সাথে সাথে রোবটিক কমেন্ট এর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। আর একটা কথা, যাদের উদ্দেশ্যে আমরা বার বার বিভিন্ন বিষয়ে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকি কিন্তু তারা সেই বিষয়গুলোর প্রতি খুব একটা নজর দেন না, তারা কিন্তু সেগুলো ঠিক না করলে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না।

দেখুন সহজ কিছু বিষয় চিন্তা করে হয়তো আপনারা সেই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পোষ্ট ভেরিয়েশন, সঠিক মার্কডাউন, বানান ভুল, এই বিষয়গুলোর কারণেও কিন্তু আপনাদের পয়েন্টস কমে যায়। সুতারাং চেষ্টা করুন সঠিকভাবে কাজ করার মাধ্যমে নিজের সঠিক অবস্থান ধরে রাখার। যেহেতু সবাই এ্যাকটিভ ছিলেন, তাই পয়েন্টস তালিকায় যারা উপরের দিকে ছিলেন তারাই সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই একটু ব্যস্ত আছেন বলে সবাইকে অবহিত করেন। আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata দিদির অসুস্থ্যতার কথা জানান সবাইকে এবং সকলের নিকট অনুরোধ করেন যার যার অবস্থান হতে দিদির জন্য প্রার্থনা করার, যাতে দিদি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। এরপর শুভ ভাই কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং নতুন করে গেষ্ট ব্লগার এর বিষয়টি নিয়ে কিছু তথ্য শেয়ার করেন। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা আরো একটা নতুন পোষ্ট শেয়ার করবেন বিস্তারিত গাইডলাইন নিয়ে, সেটাও সবাইকে অবহিত করেন।

Untitled-0001.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @rahimakhatun আপনার কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত স্কোর মোটামুটি থাকলেও আমি যখন কমেন্ট চেক করেছি তখন আমার লিস্টের অন্যদের চেয়ে আপনার কমেন্টের সংখ্যা বেশ কম ছিলো। সে সাথে পোস্টের সংখ্যাও। তাই আপনাকে টায়ারে রাখতে পারিনি। @shyamshundor, @maria47, @bristy1 আপনাদের সব রকম একটিভিটিস কম থাকাতে আপনাদের টায়ারে রাখতে পারিনি। আর @joniprins আপনাকে টায়ারে রাখা হয়েছে কারণ এবার আমার লিস্টের বেশ কজন ইউজার ইনএকটিভ ছিলেন। কিন্তু তাই বলে প্রতিবার এভাবে টায়ারে জায়গা পাওয়া সম্ভব হবেনা। তাই অবশ্যই একটিভিটিস বৃদ্ধি করবেন।

mostafezur001 আপনার রেসিপি পোস্টে উপকরণ এর ছবি ইউজ করার চেষ্টা করবেন। @emonv অনেকবার বলা হয়েছিলো সংগ্রহশালা টাইপস পোস্টগুলো না করতে। আপনাকে ১ম এ টায়ারে রাখা হয়েছিলো। কিন্তু শুধুমাত্র ওই পোস্টটার কারণে আপনার পোস্ট সংখ্যা কম কাউন্ট করা হয়েছে এবং এতে করে অন্যদের চেয়ে আপনার পোস্ট সংখ্যা কমে গিয়েছে আর তাই আপনাকে টায়ারেও রাখতে পারিনি।আর আপুদের কোনো ব্যাক্তিগত সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ডিএম এ, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে তেমন কিছু বলা নেই, তেমন কোন ইস্যু চোখে পড়ে নাই। তবে গত সপ্তাহের মতো অপরিচিতি ইউজারদের এবিউজ সংখ্যা অনেক বেশী ছিলো। যার কারনে একজনকে পার্মানেন্ট ব্যান করা হয়েছে। যাইহোক এই সপ্তাহে কয়েক ইউজার নতুন করে ডলফিন ক্লাবে প্রবেশ করেছেন, তারা হলেন @tangera, @mohinahmed, @narocky71, এবং @ripon40, তাদের সবাইকে অভিনন্দন জানান। আর যারা পাওয়ার আপ এর মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমে SteemPro Mobile এ্যাপ নিয়ে কথা বলেন, অনেকেই নিশ্চয় এটা ব্যবহার করেন। সবাইকে আগেও বলা হয়েছিলো পোষ্টিং কি ব্যবহার করেন তাতে সমস্যা নেই কিন্তু এ্যাকটিভ কি না, এটা আপাদত কেউ ব্যবহার করবেন না, কারন হলো উনাকে যতটা ভরসা করা যায় ততোটা আমরা করতে পারছি না। তাই আপনাদের সতর্ক করা হচ্ছে। এই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে বলেন। এরপর বলেন সুপার এ্যাকিটভ তালিকায় অনেক উইজার বেড়ে গেছে, আগের তুলনায়। যার কারনে আগে যারা দুটো সাপোর্ট পেতেন তারা এখন একটা করে পাচ্ছেন। যেহেতু দাম একটু বেশীর দিকে সেহেতু সেটা পুষিয়ে যাবে।

Untitled-00012.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, আরিফ ভাইয়ের সাথে সহমত পোষ্ন করে। কেউ SteemPro এ্যাপ এ এ্যাকটিভ কি ব্যবহার করেছেন কিনা সেটা জানতে চান? এটা কিন্তু খুবই রিস্কি। তাই সবাইকে সতর্ক করেন এবং কোন অবস্থায় এ্যাকটিভ কি ব্যবহার করা যাবে না। আশা করছি সামনে নতুন একটা সমাধান পাবো আমরা এই সম্পর্কে। তারপর টুইটার প্রমোশন নিয়ে কথা বলেন, এই সপ্তাহে ২০০ প্লাস ছিলো টুইটার সংখ্যা, আর ১৮ জন ইউজার এ্যাকটিভ তালিকায় ছিলেন আর সেখান হতে @rayhan111 বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতা সব জায়গায় আছে কিন্তু বিশৃংখলা করে প্রতিযোগিতা করার কোন প্রয়োজন নেই। আমরা সুন্দর এবং অথেনটিক কিছু পছন্দ করি। তাই যথাযথভাবে প্রমোশন করার অনুরোধ করেন সবাইকে। যারা ফেসবুকে এ্যাকটিভ আছেন তাদের ধন্যবাদ জানান।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @alsarzilsiam ভাই, প্রথমেই লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে লেভেল তিনে ক্লাস করানোর মত কেউ নেই, তবে যারা পাশ করে গেছেন তাদের পোস্টের কোয়ালিটি একটু বৃদ্ধি করতে হবে। আপনারা প্রতিনিয়ত পোস্ট করুন এবং এংগেজমেন্ট বজায় রাখুন এটাই কামনা করছি। এছাড়াও কোন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই লেবেল তিনে আমাকে মেনশন করবেন।

কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এবারের কমেন্ট রিপোর্ট মোটামুটি অনেক ভালো ছিলো। আগে সপ্তাহের তুলনায় এবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই বেড়েছে। তবে আবারো কেন যেন কমেন্ট করার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আসলে আপনারা কোয়ান্টিটির দিকে লক্ষ্য না দিয়ে আপনার কমেন্টগুলো কোয়ালিটিফুল করার চেষ্টা করুন, শুধুমাত্র ইমজি বা স্টিকার দিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে তিনজন মেম্বার রয়েছেন। তাদের তিনজনের এক্টিভিটিস মোটামুটি এখন ভালো আছে। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা পোস্টের পাশাপাশি কমেন্ট এবং ডিসকড এনগেজমেন্টও ভালো করার চেষ্টা করবেন। কারণ আপনারা লেভেল ফোর পাশ করেছেন এর মানে হচ্ছে আপনারা ভেরিফাইড মেম্বার হওয়ার খুব কাছে আছেন।

কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এখন কমেন্ট মনিটরিং রিপোর্ট করতে গেলে রীতিমতো ভয় লাগে। কারণ মেম্বারের সংখ্যা অনেক বেড়েছে। সেই সাথে সবার অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। কমেন্টের সংখ্যাও সবার অনেক বেড়ে গিয়েছে। দু-একজন আছেন যারা হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে কিছুটা কম কমেন্ট করেছেন। বাদবাকি সবার এক্টিভিটিস মোটামুটি ভালো আছে।

Untitled-000123.png

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১০:১০ এবং ইন্ডিয়ান সময় ৯:৪০ এ লেভেল ফোরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা লেভেল থ্রি পাশ করে ফোর এর ক্লাস করেছেন তারা অবশ্যই সময়মতো ক্লাসে উপস্থিত থাকবেন। আর আপনারা চেষ্টা করবেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে। কারণ আমাকে অনেকগুলো লেভেলের ক্লাস এবং পরীক্ষা নিতে হয়। আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা না দেন তাহলে আমাকে বারবার ক্লাস এবং পরীক্ষা নিতে হয়। যার ফলে বারবার পরীক্ষা নেয়া এবং ক্লাস নেয়া আমার জন্য একটু চাপ হয়ে যায়। ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে বলবো। চলতি সপ্তাহেও এক্টিভিটিস ভালো না থাকায় কাউকে এক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। যারা টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে আছেন তারা বিষয়টি খেয়াল রাখবেন। সামনের শুক্রবার ফের লেভেল ১ এর ভাইবা নেওয়া হবে। আপনারা ভাইবা দিতে আসার পূর্বে অবশ্যই ভালো ভাবে টিউটোরিয়াল পড়ে আসবেন। ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। এ সপ্তাহে মোটামুটি সকলের অ্যাক্টিভিটিস বেশ ভালোই ছিল। তবে অনেকেরই ছোটখাটো বেশ কিছু বানান ভুল ছিল। এছাড়া অনেকেরই দেখলাম পোষ্টের মধ্যে যা যা লেখা আছে তার দুই তিন লাইন হুবহু লিখে নিজের দু’এক লাইন দিয়ে শেষ করেছেন।এ কথাগুলো বারবার বলা হচ্ছে তারপরও ভুল গুলো হচ্ছে। এই ব্যাপারটি খেয়াল রাখবেন। এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, কিছু বিষয়ে কথা নিয়ে কথা বলেন। হিরোইজম এর সার্ভার ঠিক হয়েছে বলে সবাইকে অবহিত করেন, আশা করা যায় আর সমস্যা হবে না। তারপর এনগেজমেন্ট নিয়ে সবাইকে অনুরোধ করেন একটু ভালোভাবে কমেন্ট করার জন্য। মাঝে মাঝে আমরা আগ্রহ হারিয়ে ফেলি, বার বার বলার পরও আপনারা যখন শুনেন না। যে বিষয়টি পড়ছেন বা লিখছেন সেটা ঠিক আছে কিনা একটু চেক করে নিতে বলেন।

Untitled-0001234.png

আমাদের সবগুলো সার্ভিস অন আছে আর কোন সমস্যা হবে না, দাদা সেটা নিশ্চিত করেছেন। আইডিয়াল এসপি ফেলে না রেখে আমাদের ডেলিগেশন সার্ভিসগুলোতে ডেলিগেট করার অনুরোধ করেন। হিরোইজম এর কিউরেশন রিওয়ার্ডস দেয়া হয়েছে, সবাই পেয়েছে কিনা জানতে চান? আমরা কথা রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। রবিবারের আ্ড্ডা নিয়ে কথা বলেন, এই সপ্তাহে উন্মুক্ত আড্ডা হবে, আশা প্রকাশ করেন ভালো সময় ব্যয় করবেন। এবিবি ফান নিয়ে কথা বলেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা ঠিক সাপোর্ট পাচ্ছেন, তারপর কারা কারা সাপোর্ট পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, সবাইকে সেই বিষয়টি মনে রাখার অনুরোধ করেন এবং অংশগ্রহন করার আহবান জানান।

চ্যারিটির নিয়ম নীতিগুলো উপস্থাপন করেন এবং কিভাবে সেখান হতে সহযোগিতা নিতে হবে সেটাও মনে করিয়ে দেন। বেনিফিশিয়ারী কিংবা লিকুইড স্টিম দিয়ে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। তারপর এই সপ্তাহের প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, আমরা হতাশ হয়েছি কারন খুব কম সংখ্যায় ইউজার অংশগহণ করেছেন। এ বিষয়ে শুভ ভাই নিজের অনুভূতি শেয়ার করেন। মানসিকতার পরিবর্তন করতে অনুরোধ করেন, সব ক্ষেত্রে এ্যাকটিভ থাকার অনুরোধ করেন। তারপর প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। তারপর দাদা শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @ronggin, @mohinahmed এবং @narocky71 । এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @emonv। এক্স (টুইটার) অব দ্যা ইউক হলেন @rayhan111 । এরপর শুভ ভাই গেষ্ট ব্লগার এর প্রসঙ্গে দাদাকে প্রশ্ন করলে দাদা বলেন, গেষ্ট ব্লগার নিয়ে নতুন একটা পোষ্ট করবেন সেটা সবাইকে পড়ার আহবান জানান। তারপর বলেন গেষ্ট ব্লগার হলো যারা ভেরিফাইড ব্লগার না, যখন ইচ্ছে পোষ্ট করলেন আবার যখন ইচ্ছে পোষ্ট করলেন না এই রকম। ভেরিফাইড ছাড়া যারাই ঢুকবেন তারাই গেষ্ট ব্লগার, তাদের কোন এনগেজমেন্ট দরকার নেই, যখন খুশি পোষ্ট করতে পারবেন। আজ একটা পোষ্ট করলেন আবার এক সপ্তাহ পর আরেকটা পোস্ট করলেন এই রকম করলেও হবে।

গেষ্ট ব্লগার এর সাথে ভেরিফাইর ব্লগারের পার্থক্য মূলত সাপোর্ট নিয়ে। প্রতি সপ্তাহে কিছু না কিছু সাপোর্ট পাবেন নিশ্চিতভাবে এটা হলো ভেরিফাইড ব্লগার আর গেষ্ট ব্লগারদের সাপোর্ট নিশ্চিত না। সাপোর্ট পেতে পারেন আবার নাও পেতে পারেন। তবে সাপোর্ট দেয়া হবে। বিস্তারিত ব্যাখ্যা থাকবে দাদার পরবর্তী পোষ্টে সেটা পরবর্তীতে পিনড করে দেয়া হবে। গেষ্ট ব্লগারদের বেনিফিশিয়ারী দেয়া লাগবে না, যেহেতু তারা সাইফক্স হতে সাপোর্ট পাবেন না। ক্লাসও করা লাগবে না অবশ্য ইচ্ছে হলে ক্লাস করতে পারবেন, তাদের শুধুমাত্র দেখা হবে পোষ্ট কোয়ালিটি। ভালো পোষ্ট করলে সাপোর্ট পাবে খারাপ পোষ্ট করলে পাবে না। তাদের কোন রেফারাল লাগবে না শুধু জেনুইন আইডি থাকতে হবে অর্থাৎ একটা আইডির পিছনে একজন লোক থাকতে হবে। এমন যেন না হয়, একজন লোক চার-পাঁচটা আইডি খোলে প্রতিটায় পোষ্ট করবেন গেষ্ট ব্লগার হিসেবে, সেগুলো সব রিজেক্ট করা হবে।

Untitled-00012345.png

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, কিংপ্রস ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়, যদিও বিগত কয়েকটি পর্বের রিওয়ার্ডস এখনো প্রেরণ করা হয় নাই, দ্রুত সেগুলোও পাঠিয়ে দেয়া হবে। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে ৪টি কুইজ শেয়ার করা হয় এবং সাথে রিওয়ার্ডস দেয়া হয়। দাদার কুইজগুলো সবাই বেশ উপভোগ করেন। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

এরপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @tuhin002 ইসলামিক গজল পরিবেশন করেন, @aongkon লালনগীতি, @saymaakter কবিতা আবৃত্তি, @bristychaki গান, @jahidulislam 01 কবিতা আবৃত্তি, @mahbubul.lemon গান এবং সবশেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

সম্পূর্ণ সপ্তাহ জুড়ে এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। কারণ এই দিন আমরা নিজেদের কাজের ভালো মন্দ সবকিছুই জানতে পারি হ্যাংআউটের মাধ্যমে। হ্যাংআউটের রিপোর্টটি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া। রিপোর্টটা সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

এই সপ্তাহে অনেক অসুস্থ থাকার জন্য হ্যাংআউট এ উপস্থিত ছিলাম ঠিক কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম।তারজন্য কিছু শোনতে পারিনি । তাই আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে ১৪২ তম হ্যাংআউট পার করে ফেললাম আমরা। ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ যদি একটু ব্যস্ততার জন্য শুরুতেই হ্যাংআউটে উপস্থিত হতে পারিনি ৷ তবে আপনার এই রিপোর্ট দেখে সব জেনে গেলাম ৷ ভীষণ ভালো লাগলো তথ্য গুলো জেনে ৷ ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট টি প্রকাশ করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠানটি শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সকল এডমিন, মডারেটর এবং আমাদের সম্মানিত ফাউন্ডার দাদা দিকনির্দেশনামূলক কথাগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তাই আমি আশা করি আমাদের এই প্রাণের অনুষ্ঠানটি আগামীতে অনেক বছর পর্যন্ত আমরা উপভোগ করতে পারবো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

হ্যাংআউট রির্পোট পাবার জন্য অধির আগ্রহে ছিলাম ৷ কারন সেদিনে হ্যাংআউটে থাকতে পারি নি ৷ যা হোক সকল মডারেটর এডমিন গুছিয়ে বলেছে ৷ আরিফ ভাই স্টিম প্রো অ্যাপ নিয়ে ভালো বলেছে৷ এছাড়াও হাফিজ ভাই যা হোক আমরা সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবো ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে পোষ্ট টি শেযার করার জন্য ৷ ভালো থাকবেন ভাই

 7 months ago 

হ্যাং আউট রিপোর্ট টি পেয়ে খুবই ভালো লাগলো।
ব্যস্ততার কারণে গত সপ্তাহে মিটিংয়ে থাকতে পারেনি। তবে এখন পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। মোটামুটি সার্বিক বিষয়ে কিছুটা হলেও ধারণা পেলাম।
ধন্যবাদ আপনাকে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64