আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১৬ || ABB Weekly Hangout Report-116steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

Hangout Format 116.png

হ্যাংআউট-১১৬

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভালো লাগা এবং মন্দ লাগা অনুভূতি শেয়ার করেন। যদিও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, আবহাওয়া পরিবর্তন জনিত কারনে চারপাশে অসুখ বিসুখের পরিমান বেশ বেড়ে যাচ্ছে। উনি নিজেও অসুস্থ্য এবং এখনো পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেন নাই। এরপর আশা প্রকাশ করেন সকলের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং কমিউনিটির অনেকগুলো বিষয় নিয়ে আপডেট শেয়ার করবেন। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১১৬তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের মাঝে তিনজনের তেমন কোন এ্যাকটিভিটিস ছিলো না, চারজনের এ্যাকটিভিটিস মোটামুটি মানের ছিলো এবং বাকিদের অবস্থা খুবই ভালো ছিলো। যথারীতি কিছু ইউজারের ডিসকর্ড এনগজেমেন্ট আগের মতোই রয়েছে অর্থাৎ ভালো না। সকল দিক বিবেচনায় যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়ার চেষ্টা করেছি।

আর একটা কথা, এনগেজমেন্ট এবং আর্ন দুটো দিক বিবেচনায় নিয়ে আমরা এবিবি ফান প্রজেক্ট শুরু করেছিলাম, কিন্তু সেখানে এখন নির্দিষ্ট কিছু ইউজার বাদে বাকিদের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না। দেখুন একটা পোষ্ট লিখতে কিন্তু কম করে হলেও আধঘন্টা সময় লাগে কিন্তু এবিবি ফানে কমেন্ট কিংবা অনু কবিতা লিখতে বড়জোর ৫ মিনিট লাগতে পারে। অথচ পোষ্টের সমান কিংবা পোষ্টের চেয়ে বেশী আয় করা সম্ভব এবিবি ফানে অংশগ্রহণ করে। ‍সুতরাং সকলের ভালো উপস্থিতি কামনা করছি এই উদ্যোগে।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে এ্যাকটিভ লিষ্ট হতে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের পোষ্ট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিলো। তাছাড়া আগের সপ্তাহে কিছু ইউজারদের বলা হয়েছিলো যে কোন এ্যাকটিভিটিস না থাকলে কিন্তু এই সপ্তাহে টেম্পোরারি ইনএ্যাকটিভ ট্যাগ দিয়ে দেয়া হবে। আর যাদেরকে টেম্পোরারি ইনএ্যাকটিভ ট্যাগ দেয়া হয়েছে তারা হলেন, @ashikur50, @aflatunn এবং @aflatunn। আর ডিসকর্ড এনগেজমেন্ট এই সপ্তাহে মোটামুটি ঠিকঠাক ছিলো। আর কমেন্ট মনিটরিং রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে কমেন্টের মান ভালো। কিন্তু কিছু ইউজার ছিলেন যারা এবিবি ফানেই কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র এবিবি ফানে কমেন্ট করা এনগেজমেন্টের জন্য যথেষ্ট নয় একটুখানি জেনারেল রাইটিংগুলো পড়ে কমেন্ট করার চেষ্টা করবেন, ধন্যবাদ।

Untitled-0001.png

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন, @rahnumanurdisha আপনার ডাই পোস্টগুলোর কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। এবার আমার লিস্টে ২০ জন ইউজার ছিলেন। ১০ জন কে টায়ার এ দিতে পেরেছি আর দশজন মোটামুটি কোনো না কোনো একদিকে সম্পূর্ণভাবে ইনএকটিভ। যাই হোক আমি আর উনাদের নাম নিয়ে কিছু বলতে চাইনা।কারণ অনেক বার বলা হয়েছে। আর এবার লক্ষ্য করেছেন ১, ২জন পোস্টে সাপোর্ট কম পেয়েছেন।তার কারণ হলো হ্যাংগ আউটে বলা কথা গুলো না শুনা এবং কোয়ালিটি লেস গল্প বা পোস্ট লেখা। আমি এবিবি-চ্যারিটি নিয়ে কিছু কথা বলতে চাই।আসলে চ্যারিটি কাদের জন্যে এটাই এখন অনেক ইউজাররা গুলিয়ে ফেলছে।আর সকলের সুবির্ধাতে জানাচ্ছি যে গত উইকে ২জন ইউজার কে কমিউনিটি থেকে পার্মানেন্ট ব্যান করা হয়েছে শুধু মাত্র ফেইক ডোনেশন চাওয়ার কারণে।

এবিবি-চ্যারিটির নিউ কিছু রুলস ইমপ্লিমেন্ট করা হবে।সেসব হলো - নাম গোপন রেখে ডোনেশনের আবেদন করা যাবেনা। ইনএকটিভ ইউজাররা চ্যারিটির আওতায় আসবেনা। সে ক্ষেত্রে ইনএকটিভ থেকে আবার একটিভ হয়ে এরপর চ্যারিটিতে আবেদন করবে এমনটাও করা যাবেনা।নন স্টিমিয়ানরা চ্যারিটির আওতায় আসবে না। ১ম এই ফাউন্ডার,কো-ফাউন্ডার কে চ্যারিটির বিষয়ে ডিএম করলে সে আবেদন টাও না নেওয়ার চান্সেস অনেক বেশি থাকবে।কারণ অনেকে এই ব্যাস্ত মানুষগুলোকে জাস্ট বিরক্ত করে ফেলেছে। আর একটা ব্যাপার হলো, চ্যারিটি কাদের জন্যে আসলে?

ধরুন,আমার দুটো জায়গা বা জমি আছে।আমার কোনো ক্রাইসিস চলছে। এখন একটা জায়গায় আমার ঘর আর একটা জায়গা এক্সট্রা। অবশ্যই আমি আমার ক্রাইসিস এর জন্যে এক্সট্রা জমিটি বিক্রি করে দেবো।কিন্তু তাই বলে এক্সট্রা জায়গাটি রেখে দিয়ে ডোনেশন চাইবো এমনটা তো কোনোভাবেই করা যাবেনা। চ্যারিটি হলো যাদের একেবারে শেষ অবস্থা,যাদের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই চ্যারিটি তাদের জন্যে। কিন্তু অনেক অসৎ চরিত্রের লোক সেই টাকাটা নষ্ট করতে চাচ্ছে,যা এই কমিউনিটিতে সম্ভব নয়।এটা আসলে আমাদের সবার জন্যে খুবই লজ্জাজনক যে এরকম স্পর্শকাতর একটা ব্যাপার নিয়ে এতোটা ডিটেলস এ আমাদের বলতে হচ্ছে।

কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই কথা বলেন, এই সপ্তাহে অনেক ইউজার বেনিফিশিয়ারী দিতে মিস করেছেন, হতে পারে অবহেলা কিংবা মিসটেক করেছেন। হতে পারে স্টিমিট এ সমস্যা থাকার কারনে অনেকেই ভিন্নভাবে পোষ্ট করার চেষ্টা করেছেন। যেমন, স্টিমপ্রো, আপভু, এখন এ্যাপসের মাঝে যে একটা অপশন থাকে সেখানে বেনিফিশিয়ারী সেট করার পর সেটা ক্যানসেল করে চলে আসেন কিন্তু সেটা সেট হলো কিনা সেটা চেক করে দেখেন না অনেকেই, তাই পোষ্ট করার পূর্বে সেটা চেক করার অনুরোধ করেন। এতো কষ্ট করে পোষ্ট করার পর যদি সেটা কিউরেশনে না যায় সেটা সবার জন্যই খারাপ।

আর একটা বিষয়, প্রত্যেকটি ইউজার অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করতে নিষেধ করে, অনেকেই কিন্তু এই রকম অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করছেন। যা বাংলা ব্লগ কমিউনিটির সাথে সত্যি বেমানান এবং এটাও এক ধরনের এবিউজ। স্টিমকিউরেটর০১ যদি আমাদের কমিউনিটিতে এসে কমেন্ট করে বলেন যে এটা এই পোষ্টের জন্য না, তখন সেটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। ফটোগ্রাফি নিয়ে কথা বলেন, এই ক্ষেত্রে ফোকাসটা সাবজেক্টের প্রতি রাখার অনুরোধ করেন। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে, কারো কোন সমস্যা থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন। বিগত সাত দিনে কমিউনিটিতে প্রচুর ডাস্ট পোষ্ট করা হযেছে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেন এবং ফ্লাগ ব্যবহার করার পরামর্শ দেন।

Untitled-00012.png

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, যারা নতুন জয়েন করেছেন কিংবা যারা পুরাতন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেন, এ্যাকটিভ কি যেন কোথায়ও শেয়ার না করা হয়, শুধুমাত্র স্টিমিটওয়াল্ড ছাড়া অন্য কোথায় ব্যবহার করা যাবে না, ইতিমধ্যে অনেকগুলো একাউন্ট হ্যাক হয়েছে শুধূমাত্র এ্যাকটিভ কি ব্যবহার করার জন্য। অনেকেই স্টিমঅটোতে এ্যাকটিভ কি ব্যবহার করেছেন, ধারণা করা হচ্ছে যে একাউন্টগুলো হ্যাক হয়েছে সেগুলো সেখান হতেই হয়েছে। শুধুমাত্র স্টিমঅটো না বরং যে কোন ক্ষেত্রে যেন এটা ব্যবহার না করা হয় সে বিষয়ে সতর্ক করেন। স্টিম কি চেইন ব্যবহার করার পরামর্শ দেন। স্টিমিট এর সমস্যা এখনো চলছে, এই সংক্রান্ত একটা পোষ্ট করা হয়েছে, সেটা নিয়ে বলেন আরিফ ভাই। পোষ্ট করার ক্ষেত্রে এখনো সেই সমস্যা রয়ে গেছে, যথারীতি আগের মতো এপিআইটা চেঞ্জ করে নিতে বলেন, যেটা বিগত সপ্তাহেও বলেছিলেন। তারপরও সকলের সুবিধার্থে সেটা পুনরায় উপস্থাপন করেন।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, আরিফ ভাইয়ের সাথে সহমত পোষন করেন এবং সবাইকে জিজ্ঝেস করেন কোথায়ও কেউ এ্যাকটিভ কি ব্যবহার করেছেন কিনা? তিনিও এবিষয়ে সবাইকে সতর্ক করেন। সেফটি এবং সিকিউরিটির জন্য কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা এ বিষয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছি, তাই সবাইকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন। এই সপ্তাহে মোট ১৪০টি টুইট করা হয়েছে ৩২জন ইউজার এ্যাকটিভ ছিলেন। অনেক সময় দেখা যায় অনেকের পোষ্টে গিয়ে আমি মন্তব্য করি, যদিও সেটা অনেকোংশে কমে গেছে এখন ।কারন সবাই বেশ ভালো কাজ করছেন এখন। এ্যাকটিভিটিস প্রতিনিয়ত চেক করা হয়। তারপর এবিবি চ্যারিটি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং এ বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন। অবশ্য এই সংক্রান্ত একটা নতুন গাইডলাইন শেয়ার করা হবে বলে ঘোষণা দেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। প্রথমেই লেভেল তিন সম্পর্কে কথা বলতে চাই। বর্তমানে লেভেল তিনে ক্লাস করানোর মত কেউ নেই। তবে লেভেল ৩ পাস করে গেছেন এমন চারজন রয়েছেন, তার মধ্যে দুইজন প্রায় ইন একটিভ হয়ে গিয়েছেন এবং বাকি দুইজন রেগুলার পোস্ট করছেন না। একটি বিষয় আপনাদের সবসময় বলা হয়, আপনাদের যদি কোন সমস্যা থাকে সেক্ষেত্রে সেই সমস্যার কথাগুলো আমাদেরকে জানাতে হবে তা না হলে আমাদের জন্য সমস্যা হয়ে যায়। এই কথাটা বারবার বলার পরও অনেকেই এই বিষয়টি মানছে না। তবে এই বিষয়টি মানা অবশ্যই গুরুত্বপূর্ণ তা নাহলে আপনারা খুব বেশিদিন ইনএকটিভ থাকলে সে ক্ষেত্রে ইন এক্টিভ লিস্টে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি সেক্ষেত্রে কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই।

এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি সবাই অনেক ভালো করছেন। তবে কিছু কিছু ইউজার পোস্টে কমেন্টের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন রিপোর্টে একই জাতীয় কমেন্ট করে যাচ্ছেন। সেই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে। আপনাকে একদিনেই খুব বেশি সময় দিতে হবে না, প্রতিদিন অল্প অল্প করে কিছু সময় দিলেই আপনার জন্য মঙ্গল কর হবে। আপনারা ইতিমধ্যে এনাউন্সমেন্ট এ সবাই জেনে গেছেন। এ সপ্তাহে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতাটি অনেকটাই ইন্টারেস্টিং। আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক ভালো ভালো আর্টিস্ট রয়েছে, যারা নিজের বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তাদের জন্য এই প্রতিযোগিতাটি একটি সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। তবে প্রতিযোগিতার অংশগ্রহণ করার সময় অবশ্যই পোস্টের সবগুলো নিয়ম মেনে পোস্ট করার চেষ্টা করবেন, ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে সাতজন মেম্বার রয়েছেন। যদিও তাদের ভেতর দুজনকে দীর্ঘদিন পোস্ট না করার কারণে ইনঅ্যাকটিভ লিস্টে পাঠানো হয়েছে। বাকি যে পাঁচজন আছেন তাদের ভেতরে একজন বাদে আর কেউই নিয়মিত নন। বাদবাকি সকলেই দীর্ঘদিন পর পর একটা দুটো করে পোস্ট করছেন। আপনারা যদি এইভাবে অনিয়মিত থাকেন তাহলে কিন্তু আপনাদের পোস্টগুলো কিউরেশনে যাবে না। আর শুধু যে পোস্ট করলে হবে সেটা নয়। চেষ্টা করবেন কমিউনিটিতে ন্যূনতম একটা এনগেজমেন্ট বজায় রাখতে।

Untitled-000123.png

কমেন্ট মনিটরিং নিয়ে বিশেষ কিছু বলার নেই। মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছে। তবে কিছু মেম্বার কমেন্টে ছোটখাটো অনেক ভুল করছেন। আপনাদেরকে আমরা সবসময়ই বলি যখনই আপনি কমেন্ট অথবা পোস্ট করবেন লেখার পরে চেষ্টা করবেন একবার চোখ বুলিয়ে নিতে। তাহলে আর আপনাদের এই ছোটখাটো ভুলগুলি হবে না। এটাই ছিলো আজকে বলার মতো। ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। আজ আমি টেম্পোরারি ইন্যাক্টিভ মেম্বারদের নিয়ে কিছু বলবো না কারণ আপনাদের যাই বলি না কেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না। যাক সেসব কথা। আমি চলে যাবো নতুন প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলতে। আমার বাংলা ব্লগ আপনাদের কাছে আরো একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছে। আর এবারের প্রতিযোগিতার টপিক নির্ধারণ করেছেন আমাদের দাদা। আপনারা নানা ভাবে ও নানা সময়ে আমাদের সামনে আপনাদের শৈল্পিক দিকটা তুলে ধরেছেন, এবারেও হাতে রং তুলি নিয়ে নেমে পড়ুন। আশা রাখছি আপনাদের থেকে ভালো ভালো কিছু হাতে আঁকা প্রকৃতির ছবি আমরা পাবো। আর অবশ্যই কেউ ট্রেসিং ব্যবহার করে ছবি আঁকবেন না। যদি ট্রেসিং করে কেউ আঁকেন তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবোনা।

তারপর শুভ ভাই ফিরে আসেন, তারপর আইরিন আপুর পক্ষ হতে সকলের সাথে একটা সুখবর ভাগ করে নেন, আইরিন আপুর ছেলে বাবু হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। তারপর প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন , এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে, এরপর এখান হতে সুবিধা নিতে চাইলে কিভাবে নেয়া যাবে সেটা বিস্তারিত উপস্থাপন করেন। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। সবাইকে পোষ্টের নিচে ফোটার ব্যবহার করার অনুরোধ করেন। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Untitled-0001234.png

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নেয়ার ব্যবস্থা রয়েছে এখানে সেটা উপস্থাপন। তাছাড়াও নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে, এনগেজমেন্ট এ সমস্যা হলে এবিবি ফান হতে ফ্রি ডেলিগেশন পাওয়ার সুযোগ তৈরী করে দিবে। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন । তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। এরপর নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, প্রথমেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন, @mostafezur001, @mohinahmed এবং @kibreay001 । এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @tuhin002। এরপর শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেন একটু চাপে আছেন দাদা, বাড়িতে অনুষ্ঠান রয়েছে অনেকগুলো তাই। খুব ব্যস্ত সময় পার করছেন, শখের প্রজেক্টটি সম্পন্ন করার খুব একটা সময় পাচ্ছেন না। এমনিতে শতভাগ ফাংশনাল আছে, এটাও ব্যবহার করতে পারবেন সবাই । তারপর নতুন একটা ফিচার যোগ করা হযেছে সেটার বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন, সেটা ছিলো উত্তরাধিকার ক্রিপ্টো কাড । আপনি যদি পাসওয়ার্ডটা তাকে বলে যান তাহলে সে চাইলেই আপনার বর্তমানে ফান্ড ট্রান্সফার করতে পারবে। তাই এটা প্রতিরোধ করার জন্য একটা নতুন রুল তৈরী করা হয়েছে।

যেখানে মাষ্টার পাসওয়ার্ডটাকে ভাগ করে দুটো ভাগ করা হয়েছে, এই দুটো অংশ যদি কেউ পেয়েও যায় তবুও সেটাকে জোরা লাগিয়ে ফান্ড সচল করতে পারবে না। এ বিষয়ে সবাইকে বুঝিয়ে বলেন, একটা অংশ উত্তরাধিকারের কাছে থাকবে বাকি অংশ ব্যাংকের লকারে রাখার জন্য। যেহেতু আপনার উত্তরাধিকারকে নমিনি দেয়া থাকবে, আপনার অবর্তমানে সে এটা পাবে। তারপর এটা কিভাবে কাজ করবে সেটাও দাদা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। আপনার উত্তরাধিকারী দুটো অংশ জোগাড় করে সফটওয়ারে ইনপুট করে পাসওয়ার্ড রিএ্যাকটিভ করতে পারবেন। এগুলো কোনটাই লাইভ মোডে যোগ করা হয় নাই। এরপর ইজিক্রিপ্টো যে টুলটা তৈরী করেছেন সেটা নিয়ে কথা বলেন। শুরুর দিকের ভার্সনটায় মাত্র ৬-৭টা কয়েন সাপোর্ট করতো কিন্তু সেখানে এখন মোট ৩৫০টি কয়েন সাপোর্ট করবে, আরো ১৫০টি যোগ করে মোট ৫০০ পর্যন্ত নিতে চান দাদা, এরপর আরো কিছুর প্রয়োজন হবে না।

এছাড়াও আরো একটা ফিচার নিয়ে কাজ করছেন দাদা, যদিও খুব বেশী টাইম পাচ্ছেন না। সেটা হলো সীডস, কিছু ওয়ার্ডস এর মাধ্যমে এই সীড জেনারেশন হয়। সীডগুলোর প্রকারভেদ নিয়ে দাদা বিস্তারিত তথ্য শেয়ার করেন। এটা কিভাবে কাজ করে সেটা উপস্থাপন করেন। দাদা এই তিনটি অপশন রাখতে চাইছেন ইজিক্রিপ্টোতে। তারপর এর কি সুবিধা পাওয়া যাবে সেটাও উপস্থাপন করেন, এটা শতভাগ হ্যাকিংমুক্ত থাকবে। এই সীডগুলো ব্রেক করা অসম্ভব বিষয়। তারপর বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করেন। তারপর এগুলো কতটা নিরাপদ সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সবশেষে দাদার তৈরী সফটওয়্যারটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

Untitled-000.png

এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই এবং এ্যাডমিন সুমন ভাই ও আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা চারটি কুইজ শেয়ার করেন যেখান হতে তিনটিতে বিজয়ী পাওয়া যায়। এরপর শুরু ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার এবং তারপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কিছু কথা বলেন, তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর পরিচালনা করেন। একে একে @tithyrani কবিতা আবৃত্তি, @joniprins কবিতা আবৃত্তি, @mahbubul.lemon গান, @bristychaki গান, @aongkon লালন গীতি এবং আমি @hafizullah কবিতা আবৃত্তিকরি উপস্থিত সবাই দারুণভাবে উপভোগ করেন। তারপর শুভ ভাই সবাইকে প্রশ্ন করার সুযোগ দেন, দুটো প্রশ্ন আসলে আরিফ ভাই সেগুলোর উত্তর দেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

সাপ্তাহিক হ্যাংআউট আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করি। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি তথ্য আবারও আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 months ago 

বরাবরের মতো এবারো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে এবার হ্যাংআউট এ জয়েন ছিলাম ঠিক কিন্তু মেয়েটা অসুস্থ হওয়ার জন্য তেমন ভাবে সব কিছু শুনতে পারিনি।আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পুরো রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যদিও বা আমি ১১৬ তম হ্যাংআউটে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম, তবুও আজ হ্যাং আউট রিপোর্ট পড়তে খুব ভালো লাগলো। হ্যাংআউট আয়োজনে অংশগ্রহণ করে যতটা ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে হ্যাংআউট রিপোর্ট পড়তে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, পুঙ্খানুপুঙ্খভাবে হ্যাংআউট রিপোর্টটি গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 11 months ago 

এবারের হ্যাংআউট বেশ উপভোগ করেছিলাম।জমজমাট ছিল গত সপ্তাহের হ্যাংআউট পর্বটি।আপনি পুরো বিষয় খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া আমাদের মাঝে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

দেখতে দেখতে ১১৬ তম হ্যাংআউট চলে গেল! প্রতিটা হ্যাংআউটেই যেন কোনো না কোনো নতুন তথ্য আমরা জানতে পারি। দাদার বেশ কিছু প্রজেক্টের কাজ সম্পর্কে জানতে পারলাম। সাথে এবিবি চ্যারিটির ডোনেশনের ব্যাপারটা। শেষে বিনোদন উপভোগ করার মতো ☘️

 11 months ago 

দেখতে দেখতে ১১৬ তম হ্যাং আউট পর্ব শেষ করে ফেললাম। আসলে দিন কিভাবে যায় কিছুই বোঝা যায় না সেদিনের কথা আর ইতিমধ্যে ১১৬ তম হ্যাংআউট পার করে ফেললাম। প্রতিবারের মত ১১৬ তম হ্যাংআউট বেশ ভালো ভাবেই পার করেছি।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45