আবেগের কবিতা || আমি ভালোবাসা বুঝি না || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

spider-web-gc6db3578c_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি যথারীতি ভালো এবং সুস্থ আছেন। কারন ভালো থাকতে হলে সুস্থ থাকাটা জরুরী, অসুস্থ হৃদয় কখনো ভালো থাকার সুযোগ দেয় না। তাই ভালো থাকতে হলে আগে হৃদয়কে সুস্থ রাখুন তারপর ভালো থাকার সুযোগ তৈরী করুন। জীবনে আমরা নানা ধরনের প্রচেষ্টা চালাই, সবগুলোই কিন্তু জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য। চিন্তা করে দেখুন নিজেকে কিংবা জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কতই না চেষ্টা করি। কিন্তু নিজেকে ভালো কিংবা হৃদয়কে ভালো রাখার জন্য কতটুকু চেষ্টা করি। হৃদয়টা ভালো থাকলেই কিন্তু আমাদের যাবতীয় কাজের প্রচেষ্টাগুলো আরো বেশী গতিশীল হওয়ার সুযোগ পায়। আমরা আসলে যেখানে গুরুত্ব দেয়া প্রয়োজন সেখানে না দিয়ে অন্য জায়গায় সেটা দেয়ার চেষ্টা করি, যার কারনে ফলাফলটা কখনোই আশানুরূপ হয় না আমাদের।

যাক সেসব কথা থাক, তার চেয়ে বরং হৃদয়কে ভালো কিংবা চঞ্চল করার বিষয়টি নিয়ে কথা বলি। হৃদয়কে চঞ্চল রাখতে হলে সবার আগে প্রয়োজন ভালোবাসা, হি হি হি এইডাতো ঠিকই বুঝে গেছেন বলার আগেই হা হা হা। আসলে ভালোবাসা মানেই হলো হৃদয়ের চঞ্চলতা, হৃদয়ের ভালো থাকার মানেই হলো মিষ্টি অনুভূতি তৈরী করা, আর মিষ্টি অনুভূতি তৈরী করা মানেই কারো সংস্পর্শে থাকার কামনা তৈরী হওয়া, আর কারো সংস্পর্শের কামনা তৈরী হওয়া মানেই তার জন্য জীবনকে গতিশীল রাখার চেষ্টা করা। সুতরাং পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝে গেছেন, ভালো থাকার বিষয়টি পেছন হতে বুঝতে হলে হৃদয়ে ভালোবাসা তৈরী করতে হবে সবার আগে।

আর এই জন্যইতো কবিরা আর কিছু পারুক কিংবা নাই পারুক ভালোবাসার কবিতা ঠিক সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে, জীবনে প্রেম আসুক আর নাইবা আসুক, প্রেমের কবিতার অনুভূতি কিন্তু ঠিক এসে যায়। আস্তে শুনেন এটা নিজের নিরাপত্তার জন্য বললাম, নিজেকেতো আগে বাঁচতে হবে নাকি? হা হা হা। আরে না আমার জীবনে কোন প্রেমেট্রেম নাই, আমি একদমই সাধারণ কবি, ঐসব মোটেও বুঝি না, হা হা হা। আজকে ভালোবাসার দারুণ একটা কবিতা শেয়ার করবো, যার জন্যই এতো সুন্দর করে উপরে ইনিয়ে বিনিয়ে কিছু কথা বললাম, হা হা হা। চলুন তাহলে কবিতাটি পড়ি-

hearts-gc523b3a35_1920.jpg

আমি ভালেবাসা বুঝি না
চঞ্চলতায় অনুভব করি তোমায়,
আমি চঞ্চলতা বুঝি না
তোমার স্পর্শে স্পন্দন বাড়াই।

আমি মুগ্ধতা বুঝি না
তোমার রূপে অপলকে তাকাই
আমি রূপের যাদু বুঝি না
তোমায় দেখলে থমকে দাড়াই।

আমি আকর্ষণ বুঝি না
তোমার জন্য নিজেকে হারাই
আমি কামনা বুঝি না
তোমার কল্পনায় নিজেকে রাঙাই।

আমি স্বপ্ন বুঝি না
তোমার ভাবনায় নিজেকে সাজাই
আমি অনুভূতি বুঝি না
তোমার আবেগে বিনিদ্র কাটাই।

আমি আবেগ বুঝি না
তোমার সংস্রবে জীবন খুঁজে পাই
আমি সম্পর্ক বুঝি না
তোমার বন্ধনে আকুলতা ফিরে পাই।

আমি ভালোবাসা বুঝি না
তোমার সংস্পর্শে প্রাণ ফিরে পাই
আমি তোমাকে বুঝি না
তোমার সংস্রবে গতি ফিরে পাই।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

ভাইয়া কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন অসুস্থ হৃদয় ভালো থাকার সুযোগ দেয় না কখনও।শুধুমাত্র শরীর অসুস্থ হলেই মানুষ ভালো থাকেনা এমন না হৃদয় অসুস্থ হলেও একই ব্যপার বরং এটি আরও বেশি সমস্যা ক্রিয়েট করে মানুষের দৈনন্দিন কাজে।বরাবরের মতো আপনার এই কবিতাটিও আমার অনেক ভালো লেগেছে।কবিতার লাইন গুলো বেশ অর্থবহুল এবং গভীর।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া হ্রদয় কে সুস্থ রাখতে হবে।হৃদয় সুস্থ থাকলেই আমরা ভাল থাকতে পারবো। আর নিজেদের গতিশীল রাখতে পারবো। খুব সুন্দর হয়েছে কবিতা টি।প্রতিটি লাইন ছিল ভালবাসার অনুভূতি নিয়ে ঘেরা।সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসুস্থ হৃদয় কখনো ভালো থাকার সুযোগ দেয় না।

কথাটার সারমর্ম এখন আমি অনুভব করছি। শতভাগ ঠিক বলেছেন কথাটা ভাই। ভালোবাসা যেমন হৃদয়ের চাঞ্চল্যতা আনে বয়ে আনে সুন্দর মূহুর্ত।ঠিক একইভাবে ভালোবাসা মানুষের হৃদয় কে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে।

আপনার কবিতার ভাষাটা চমৎকার ছিল। সবকিছুই যেন সেই তাকে ঘিরে করা। নিজের অনূভুতি নিজের ভালোলাগা সবকিছু তার সঙ্গে মিশে যাওয়া।।

 2 years ago 

জীবনে প্রেম আসলেই হয়তো কবিতার আবির্ভাব হয়। আর আপনি তো সবসময় দারুন প্রেমের কবিতা লিখেন। তার মানে ভাবির প্রতি প্রেম দিনে দিনে বেড়ে যাচ্ছে। যাইহোক ভাইয়া আপনার লেখা কবিতা আমার ভীষণ ভালো লাগে। আজকেও দারুন লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া ভালোবাসার জন্যই হৃদয় চঞ্চল হয়ে ওঠে এবং হৃদয় গতিশীল হয়ে ওঠে। ভাইয়া আপনি ভালোবাসা না বুঝলেও, কবিতার মাধ্যমে ভালোবাসা যে কি? সেটা দারুন ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার তীব্র আকুলতা প্রকাশ পেয়েছে। অসাধারণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

সত্যি ভাইয়া আপনার কবিতাটি একেবারে মন ছুয়ে গিয়েছে।

আমি আবেগ বুঝি না
তোমার সংস্রবে জীবন খুঁজে পাই
আমি সম্পর্ক বুঝি না
তোমার বন্ধনে আকুলতা ফিরে পাই।

আমি ভালোবাসা বুঝি না
তোমার সংস্পর্শে প্রাণ ফিরে পাই
আমি তোমাকে বুঝি না
তোমার সংস্রবে গতি ফিরে পাই।

কেউ কাউকে কতটা ভালবাসলে এভাবে অনুভব করতে পারে, সেটা এই কবিতার মাধ্যমে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। ভালবাসার এই কবিতাটি পড়ে সত্যিই বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63101.67
ETH 2588.03
USDT 1.00
SBD 2.74