আবেগের কবিতা || কবিতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

books-g97339fda4_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং জীবনের সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছেন। যদিও এই চ্যালেঞ্জটা এখন অনেক বেশী কঠিন হয়ে গিয়েছে, অবশ্য সামনে আরো কঠিন থেকে কঠিন হবে সেটা নিশ্চিত করে বলা যায়। সে যাইহোক কঠিন কিংবা সহজ, বেঁচে থাকার লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে এটই হলো বড় কথা। কারন পরিবর্তিত অবস্থায় সবকিছুই আরো বেশী কঠিন হবে এটাই বাস্তবতা। পরিবেশের সাথে সাথে পরিস্থিতি, মানুষের আকৃতির সাথে হৃদয়ের অসংঘতি, কবিতার সাথে কবির সংঘর্ষ, ভালোবাসার সাথে হৃদয়ের দ্বন্দ্ব।

এভাবেই চলতে থাকবে, তবে তার মাঝেও আমাদেরকে সংগ্রামী হয়ে টিকে থাকতে হবে, উত্তাল সমুদ্র পাড়ি দেয়ার জন্য দক্ষ নাবিক হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলেই হয়তো ঝড়ের শেষে দেখা যাবে উজ্জ্বল আলোর, ব্যর্থতার পরই অতিক্রম করতে পারবো সফলতার বক্র চক্র। না এসব কথার পিঠে কথা বলার জন্য না, কিংবা ছন্দের সাথে ছন্দের মিলের সুসম্পর্ক তৈরীর জন্য না, বরং বাস্তবতাকে স্বীকার করে জীবনকে গতিশীল রাখার জন্য এবং বাস্তবতার আলোকে নিজেকে তৈরী করার জন্য। কি খুব বেশী কঠিন লাগছে কথাগুলো?

তাহলে একটু নরম করেই মিষ্টি ভাষায় ভিন্ন কিছু কথা বলি, যেখানে হৃদয়ের দুষ্টু-মিষ্টি আবেগের স্বাদ থাকবে। হ্যা, ঠিকই ধরেছেন কবিতার খাতা নিয়ে কবিতার নামে কবির মনে লুকায়িত আছে যত কল্প কথা, ছন্দের যাদুতে প্রেমের আকাশে ফেলবে তার পাখা। বাহ মিলে গেলো তো, তালি বাজান, এভাবে না আরো একটু জোরে বাজান, তাহলে কবিতার সাইজ একটু বড় হয়ে যাবে খুশিতে, হা হা হা। চলুন আজকে কবিতা নিয়ে কবিতা পড়ি, তবে এই কবিতা কিন্তু সেই কবিতা না। এই কবিতা হলো কবির হৃদেয়র কথামালা ছন্দ, অন্য কিছু ভেবে আবার কেস খাবেন না কিন্তু হি হি হি। চলুন তাহলে শুরু করা যাক-

poetess-g5ec7f554e_1920.jpg


কবিতা মানেই তো হৃদয়ের আকুতি
কবিতা মানেই তো আবেগের রং-তুলি,
কবিতা মানেই তো ভালোবাসার ছবি
কবিতা মানেই তো কল্পনার বসত বাড়ি।

কবিতা মানেই তার কথার ছন্দ মালা
কবিতা মানেই তার মিষ্টি হাসি দেখা
কবিতা মানেই হৃদয়ের চোখে তাকে কল্পনা করা
কবিতা মানেই হৃদয়ের আকাংখা বর্ণনা করা।

কবিতা মানেই অনুভূতির মিষ্টির ছন্দ
কবিতা মানেই সুভাষিত ফুলের গন্ধ
কবিতা মানেই বৃষ্টির শীতল হাতছানি
কবিতা মানেই আকাশের মুক্ত পাখি ।

কবিতা মানে ভালোবাসার রঙিন আকাশ
কবিতা মানে জোসনা রাতের স্নিগ্ধ আভাস
কবিতা মানে মনের আকাশের দুষ্টু ঘুড়ি
কবিতা মানে লুকিয়ে দেখা তার মুখখানি।

কবিতা মানে হৃদয়ের আবেগের প্রতিচ্ছবি
কবিতা মানে প্রেমের গল্পের মিষ্টি অনুভূতি
কবিতা মানে যোগ-বিয়োগের হারানো শূণ্য
কবিতা মানে কাব্যে খোঁজা জীবনের অর্থ।

কবিতা মানেই তাকে নিয়ে মিষ্টি ছন্দ
কবিতা মানেই কবির হৃদয়ের প্রেমের দ্বন্দ্ব
হৃদয়ের আবেগে প্রস্ফুটিত ফুলের সুবাস
তাকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার আকাশ।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Saludos Steemian, @hafizullah, Tu post ha sido recompensado por @alejos7ven del Cotina Team.


Si deseas apoyar a la comunidad considera delegar Steem Power a @cotina o Votar por nuestro Witness

 2 years ago 

ভাইয়া আজকে আপনার কবিতা এবং আপনার কিছু কথা খুবই ভালো লেগেছে। আসলে সময়টা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। দক্ষ নাবিক এর যেমন খুবই গুরুত্বপূর্ণ দরকার ঝড়ের সময় তার দক্ষতার কারণে গন্তব্য ফিরে আসতে পারে। আমাদের ঠিক সেভাবেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোতে হবে। জীবনকে টিকিয়ে রাখতে হবে। যাই হোক আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি ছন্দে মিলিয়েছেন। আপনি হাততালি দিতে বলেছেন সত্যি কথাটা খুবই ভালো লেগেছে। হাততালি দিয়েছি সাথে সাথে। আর কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। সত্যি কবিতা যেমন মিল ছিল, তেমনি ভালো লেগেছে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আর আমাদের কবিতা লেখার প্রতি উৎসাহ দিয়েছেন। পোস্টটি পড়ে আমরাও কবিতা লেখার উৎসাহ পেলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন সামনের দিনে জীবনের চলার পথ অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সত্যিই প্রত্যেকটা মানুষ সহজভাবে জীবন যাপন করে বেঁচে থাকতে চায় কিন্তু বাস্তবতা অনেক বড় কঠিন। মানুষের জীবনের অনুভূতি ভালোবাসা জীবনের অনেক স্মৃতিময় গল্প কবিতার মাধ্যমে প্রকাশ করলেন অনেক ভালো লাগলো পড়ে।

 2 years ago 

কি খুব বেশী কঠিন লাগছে কথাগুলো?

মাঝে মাঝে কথাগুলো খুবই কঠিন লাগে ভাইয়া। তবে এরপর কবিতার ছন্দে মুগ্ধ হয়ে গেলাম। তালি বাজাতে গিয়ে তো হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল 😅😅। সত্যি ভাইয়া আপনি আপনার ছন্দের জাদুতে দারুন একটি কবিতা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কথা গুলো হয়ত কঠিন ছিল বুঝতে একটু কষ্ট হয়েছে ।তবে প্রতি কথা অনেক অর্থ বহন করে।আমাদের কে সংগ্রাম করে নিজেই কে গতিশীল রাখা নাম জীবন । আপনার প্রতিটা লেখার কথা আর কবিতা আমার অনেক ভাল লাগল ।ধন্যবাদ ......

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আপনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই একজন দক্ষ নাবিকের পরিচয় দিয়েই সামনের দিকে এগোতে হবে তাহলে এই সামনের উদীয়মান সূর্যের আলোর দেখা পাব।। তারপরেও বর্তমান পরিবেশ পরিস্থিতি যেন আমাদের পিছে দেয়াল থেকে গেছে। বাস্তবতাকে মেনে নিয়ে সর্বক্ষণ জীবন যুদ্ধ চালিয়েই বেঁচে থাকতে হবে তাছাড়া কোন উপায় নেই।।

খুবই সুন্দর একটি আবেগের কবিতা লিখেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে ।আপনার কবিতাটি পড়ে নিজের মধ্যে কেমন যেন একটি কবি কবি ভাব জেগে উঠেছে। তাও আবার প্রেমের কবি 🤭🤭। প্রতিবারের মতোই আপনার লেখার মধ্যে আমি নতুনত্ব খোঁজার চেষ্টা করি। এবারও ঠিক তেমনি নতুনত্ব কিছু পেয়েছি এজন্যই আপনার পোস্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগে।। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা লিখে আমাদের উপহার দেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই বাস্তবতা কে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনকে গতিশীল রাখতে হবে। এটাও মনে রাখতে হবে শান্ত সাগরে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না তাই ভয় পাওয়া যাবে না।।

কবিতা মানে হৃদয়ের কথা মনের ব‍্যাথা আকুলতা সব কিছু ছন্দে অর্থের মাধুর্যে প্রকাশ করা। দারুণ লিখেছেন ভাই কবিতা টা এবং উপরের অংশটুকু।।

 2 years ago 

লেখাগুলো সিরিয়াসলি পড়তে পড়তে একসময় এসে ধুম করে হেসে ফেলি,, এই চমকটা শুধু আপনার কাছেই এসে পাই হাফিজ ভাই। হাফিজ ভাই একটা ব্যাপার কি কখনো লক্ষ্য করে দেখেছেন,, কবিতা কত গুণেই না গুণান্বিত !! কবি কাউকে না দেখে না বুঝে না শুনেই কত নিপুণ দক্ষতায় অল্প কিছু লাইনের মাধ্যমে নিজের সৃষ্টিশীলতার দ্বারা সবার অনুভূতিগুলোকে কেমন বিশ্বাসের দ্বারা নতুনভাবে রূপায়ণ করেন!! !! আমার কাছে কবিতাকে মাঝে মাঝে ম্যাজিকের মত লাগে। সত্যিকারের জাদু বলে যদি কিছু থেকে থাকে তবে সেটা হয়তো কবিতার মাঝেই আছে। আপনি সবসময়ই খুব সুন্দর লেখেন ভাই। আজকেও তাই। ভালোবাসা রইলো।

 2 years ago 

ভাই আপনার এই কথাটার সাথে সম্পূর্ণ একমত, কবিতা এবং কবি দুই জনের মাঝে ম্যাজিকের মতো দারুণ একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে, যার কারনেই ভাষার ছন্দ এবং অর্থের গভীরতায় কবিতা পৌছে যায় অন্য রকম এক উচ্চতায়।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 62432.37
ETH 3003.22
USDT 1.00
SBD 3.78