আবেগের কবিতা || তুমি আমার হৃদয়ের স্পন্দন || Original Poetry by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

wedding-cake-6844484_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। সুস্থ্য মানসিকতাই কেমল আমাদের শারীরিকভাবে ভালো রাখতে পারে, আর বাকি যেগুলো দেখেন সেগুলো পুরোটাই মুখোশে ঢাকা ভালো থাকার অভিনয়। আসলে আমরা সর্বদা চিন্তা করি অমুকে বুঝি আমাদের থেকে বেশী ভালো আছে, অমুকের মতো হতে পারলে হয়তো আমিও খুব বেশী সুখী হতে পারতাম। আসলে এটা আমাদের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, আমরা অন্যের বিষয়ের প্রতি একটু বেশী আগ্রহবোধ করি এবং অন্যের বিষয়গুলো আমাদের একটু বেশী দুর্বল করে রাখে। তবে এটাও সত্য যে, অন্যের বিষয়গুলো নিয়ে দুর্বল না হয়ে সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারলে নিজের দ্বারাও সেসব কিছু অর্জন করা সম্ভব।

এ প্রসঙ্গে একটা সুন্দর বাণী প্রচলিত রয়েছে সেটা অনেকটাই এই রকম যে, তুমি ধৈর্য ধারণ করতে পারলে সময় একটা সময় তোমাকেও সব অর্জন করার পথ তৈরী করে দিবে। কিন্তু সমস্যা হলো আমরা কয়জনই বা সঠিকভাবে সঠিক সময়ের জন্য ধৈর্য ধারণ করতে পারি। সহজ একটা উদাহরণ দেই, আমরা সবাই জানি যে, ক্রিপ্টো আগামী দিনের ভবিষ্যৎ এবং এর সম্ভাবনা অনেক বেশী উজ্জ্বল, কিন্তু তবুও আমরা কি নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি, একটু দাম পড়ে গেলেই আমরা সবাই অস্থির হয়ে যাই এবং দ্রুত সব বিক্রি করে দেয়ার চেষ্টা করি। সত্যি এটাই হলো প্রকৃত বাস্তবতা, আমরা বিশ্বাস করি ঠিকই কিন্তু নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি না সময় মতো।

যাইহোক, সময় সব কিছু পাল্টে দেয় এবং অনেক কিছু অর্জন করার সুযোগ তৈরী করে দেয় কিন্তু ঐ যে সেই সময়ের জন্য আবার অনেক সময় ধৈর্য ধারণ করতে হয়। আজকে অবশ্য আর কিছু বলবো না এই প্রসঙ্গে কারন আজকে আরো একটা মিষ্টি অনুভূতির কবিতা শেয়ার করবো। যদিও আমার সকল কবিতার অনুভূতি কিছুটা মিষ্টি জাতীয়, কারো ডায়বেটিস হয়ে গেলে সেজন্য আমি দায়ী থাকবো না, বলে দিলাম হি হি হি। চলুন কবিতাটি পড়ে দেখি-

marble-7495892_1280.jpg

তোমার স্পর্শে আমি চঞ্চল
তোমার বিরহে আমি নিশ্চল
তুমি আমার হৃদয়ের স্পন্দন
তুমি আমার কল্পনার শিহরণ।

তুমি আমার আর্দ্রতার শীতলতা
বর্ষার দিনের মিষ্টি উষ্ণতা
তুমি আমার কবিতার ছায়া
হৃদয়ের অনুভূতির কল্পিত মায়া।

তুমি হৃদয়ের স্বচ্ছ ঝর্ণা
আকাশ হতে আসা বৃষ্টি কনা
আর্দ্রতায় মাখানো প্রতিটি স্পর্শ
হৃদয়কে আলোড়িত করার সঙ্গ।

তুমি আমার হৃদয়ের জাগরণ
তুমি আমার রাতের স্বপন
হৃদয়কে আলোকিত করার মমতা
ভালোবাসায় পূর্ণতা দেয়ার ফর্মুলা।

তুমি আমি মিলে জোসনা
পূর্ণিমার রাতের আলোকিত তারকা।
তুমি আমার স্বপ্নের সফলতা
তুমি আমার হৃদয়ের পূর্ণতা।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধৈর্য ধারণ করলে জীবনে ভালো কিছু পাওয়া সম্ভব। আসলে আমরা হয়তো ধৈর্য ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তবুও সবকিছুকে ভুলে এগিয়ে যেতে হবে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যিই দারুণ ছিল। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

কথায় আছে "সবুরে মেওয়া ফলে।"এই ধৈর্য কতজনাই বা ধরতে জানে।খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইনে প্রিয় মানুষটিকে এতো এতো কিছু দিয়ে সংজ্ঞায়িত করলেন।ভালোবাসার মানুষটি জেনে গেলে আপনার ভালোবাসায় ও সে হাবুডুবু খাবে,হিহিহি।সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া, দু'বছর হল মামাতো ভাইকে ছয় লক্ষ টাকা ধার দিয়েছি, তারপর থেকে আর সে আমার ফোন রিসিভ করে না। এদিকে আবার বাইরের দেশে থাকার কারণে তার সাথে দেখাও করতে পারছি না। দু'বছর থেকে ধৈর্য ধরে রয়েছি এই বুঝি টাকা পাবো, এই বুঝি টাকা পাবো। কিন্তু ধৈর্য যেন আর কিছুতেই বাঁধ মানতে চাইছে না। তবে আজ আপনার লেখাগুলো পড়ে আমি আবারো নতুন করে ধৈর্যকে আঁকড়ে ধরার চেষ্টা করব ভাবছি। কেননা আপনার লেখাগুলো একদম মন ছুয়ে গেছে। যাইহোক ভাইয়া, "তুমি আমার হৃদয়ের স্পন্দন" কবিতাটি কিন্তু দারুণ লিখেছেন। আমি নিশ্চিত এই কবিতা ভালোবাসার মানুষকে পড়ে শোনালে, সে তার ভালোবাসা পুরোটাই উজাড় করে দিবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

 last year 

আশা করি ভাইয়া ভালো আছেন? আসলে আপনার কবিতা পড়তে বেশ ভালো লাগে। কবিতার প্রতিটি ছন্দ হৃদয় ছুঁয়ে যায় । প্রিয়জনের প্রতি হৃদয়ের ভালোবাসার উপমা চমৎকার ভাবে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন আপনি। আসলে কাছের প্রিয় মানুষটিকে প্রকৃতির সকল সৌন্দর্যের মাঝে অনুভব করা যায়। কবিতা এই ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

তুমি আমার হৃদয়ের জাগরণ
তুমি আমার রাতের স্বপন
হৃদয়কে আলোকিত করার মমতা
ভালোবাসায় পূর্ণতা দেয়ার ফর্মুলা।

এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সত্যি কথা বলতে কি ভাইজান ভালোবাসার মানুষ যদি পাশে থাকে এবং তার থেকে যদি প্রতিনিয়ত ভালোবাসা পাওয়া যায় তাহলে এমন সুন্দর আবেগঘন কবিতা মনের মধ্যে এমনি জেগে ওঠে। ঠিক তেমনি আমিও মাঝেমধ্যে লেখার চেষ্টা করে থাকি। খুবই ভালো লাগলো আপনার কবিতা আবৃতি করে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72