আবেগের কবিতা || তুমি বৃষ্টি রূপে সতেজতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

man-gfe7fd94ad_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। অবশ্য ভালো থাকার উপকরনগুলো কেমন জানি পাল্টে যাচ্ছে, পরিবেশটা যেমন তার রূপ দ্রুত পরিবর্তন করছে। আসলে একটার সাথে আরেকটা বেশ গভীরভাবে জড়িত। দেখুন বর্ষা সিজন চলছে, না আছে মেঘলার উপস্থিতি, না আছে বর্ষার উপস্থিতি আর না আছে বৃষ্টির উপস্থিতি, মনে হচ্ছে সবাই যুক্তি করে একসাথে পালিয়েছে হা হা হা। সত্যি কি অদ্ভুত একটা অবস্থা, এটা কল্পনা করা যায়? বর্ষার সিজনে বৃষ্টির দেখা পাওয়া যাবে না, বর্ষার সিজনে আকাশ মেঘলা হবে না, বর্ষার সিজনে বৃষ্টির শীতলতা গায়ে জড়ানো যাবে না?

কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন সবই মানতে হচ্ছে এবং বিশ্বাস করতে হচ্ছে। পরিবেশের নিদারুণ এই পরিবর্তন আমাদেরকেও পরিবর্তন হতে বাধ্য করছে। তাইতো আজ ভাই ভাইকে অবিশ্বাস করছে, বউ স্বামীকে সন্দেহ করছে, সে না হয় মেনে নিলাম বউয়ের বিশ্বাসের আত্মাটা না হয় ছোট তাই স্বামীকে বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু তাই বলে ভাই ভাইকে বিশ্বাস করবে না, বর্ষায় মেঘলা হবে না আকাশ, সেটা কেমনে মেনে নেই। সত্যটা মনে হয় একটু বেশীই বলে ফেললাম, না জানি আবার মামলা খেয়ে বসি। থাক থাক আর কথা বলছি না আজ, তার চেয়ে চলুন বৃষ্টির অনুভূতি নিয়ে কবিতা পড়ি একটা।

man-ga0216edb8_1280.jpg

তুমি আর্দ্রতা, তুমি মুগ্ধতা
তুমি বৃষ্টি রূপে সতেজতা,
কাব্যের মাঝে ফোটা রক্তজবা
হৃদয়ের মাঝে থাকা কথামালা।

তাকে দেখলে হারিয়ে যায়
হৃদয়ের সকল যন্ত্রণা,
তার ছোঁয়াতে চঞ্চল হয়
হৃদয়ের সকল সজীবতা।

তার স্পর্শের তীব্র আকাংখা
হৃদয়ে চলে আন্দোলন,
বিবর্ণ হয়ে তৃষ্ণা জাগায়
হৃদয়ে ফিরে জাগরণ।

অবসাদে জড়ানো সকল কালিমা
নিমিষেই বিলীন হয়,
কোমল মায়াবী যাদুর প্রভাবে
আদ্র্রর্তায় চঞ্চল রয়।

হৃদয়ের স্পন্দনে আসে বিল্পব
সাজে নতুন কল্পনায়,
তার আগমনে জাগ্রত আবেগ
তৃপ্ত নতুন সতেজতায়।

তুমি হৃদয়ের কল্পনার আস্ফালন
জাগ্রত ভালোবাসার রূপ,
তুমি হৃদয়ের সতেজতার সঞ্চালন
মুগ্ধতায় জড়ানো অপরূপ।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার কবিতা আবৃত্তি করতে গিয়ে যেন কিছুটা বিদ্রোহী অনুভূতি খুঁজে পেয়েছি। এই জাতীয় কবিতা বেশিভাগে নজরুলের কবিতার মধ্যে বিদ্যমান। যাইহোক আবৃত্তি করতে বেশ ভালো লাগলো। কবিতাটার মধ্যে বেশ প্রাণশক্তি ছিল।

 last year 

আসলে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন নিজের আপন জন গুলো ও বিশ্বাস ভেঙে দেয়। আর অন্যদের কথা তো না ই বলা যাক। প্রিয় মানুষগুলো যখন অবিশ্বাস করে, সন্দেহ করে তখন আর কি করা যায়। আসলে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের পরিবর্তন, মানুষের ব্যবহারের পরিবর্তন, সেইসাথে প্রকৃতিরও পরিবর্তন হচ্ছে এই ধরনের মানুষগুলোর জন্য। যাইহোক আপনার মত আমিও আর কথা বাড়ালাম না। বৃষ্টির অনুভূতি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি, আপনার কবিতাটা পড়ে মনটা ভরে গেল। তুমি বৃষ্টি রূপে সতেজতা কবিতাটা আমার কাছে ভালো লেগেছে পড়তে।

 last year (edited)

ভাইয়া আপনি কিন্তু দারুন রোমান্টিক কবিতা লেখেন। আপনার আবেগের কবিতাগুলো যেন মনছুয়ে যাওয়া। তার সাথে বেশ সুন্দর উপস্থাপনাও বটে। খুব সুন্দর করে আজকের আবেগের কবিতাটি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আমার কিন্তু নিচের কথা গুলো বেশ ভালো লেগেছে-

তুমি হৃদয়ের কল্পনার আস্ফালন
জাগ্রত ভালোবাসার রূপ,
তুমি হৃদয়ের সতেজতার সঞ্চালন
মুগ্ধতায় জড়ানো অপরূপ।

 last year 

ঠিকই বলেছেন সবাই যুক্তি করেই পালিয়েছে।আগে বর্ষার দিনে বৃষ্টির যন্ত্রণায় বিরক্ত হয়ে যেতাম আর এখন বৃষ্টির অপেক্ষায় থাকতে হয়।আপনার কবিতা গুলো বরাবর খুব ভালো লাগে।আজকের কবিতাটিও তাই।বেশ ভালো লেগেছে লাইনগুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনার লেখা কবিতা গুলো আমি সব সময় খুবই পছন্দ করি পড়তে। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আসলে এখন আপন জনগুলো একে অপরকে অবিশ্বাস করে। নিজের ফ্যামিলির লোকগুলো পর্যন্ত একে অন্যকে সন্দেহ করে। তাহলেই বুঝার যাক না আমাদের সমাজটা এখন কিরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এত সুন্দর একটা কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। ভালোই হয়েছে সম্পূর্ণ টি।

 last year 

পরিবেশের তারতম্য ভেদে রিতু কেমন পরিবর্তন হয়ে চলেছে।মানুষ এর সাথে রিতুর কতো মিল মানুষ যেমন পরিবর্তন শীল রিতু ঠিক তদোরুপ একই।অনেক সুন্দর হয়েছে কবিতা টা ভাইয়া।বাস্তবতা তুলে ধরেছেন ধন্যবাদ।

 last year 

আসলেই ভাই সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে, আমাদের শৈশব এবং পরিবেশটাও কতটা সুন্দর ছিলো। ধন্যবাদ

 last year 

এখন পুরো উল্টো হয়ে গিয়েছে। সব যেনো কল্পনা ছিল।

 last year 

প্রকৃতি আর মানুষ। দুটোকে ছাড়া দুটো বাঁচতে পারে না।মানুষ না থাকলে এই সুন্দর প্রকৃতি কে দেখবে। আর প্রকৃতি না থাকলে মানুষ কি করে বাঁচবে।সেই প্রকৃতির ক্ষতি আমরা করেছি। তাইতো প্রকৃতি আজ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে।তবে ভাইয়া উদাহরণ গুলো বেশ ভালোই দিয়েছেন।
যাই হোক কবিতা সব সময় ই সুন্দর লিখেন।আর সবকিছুর উপর, উপরের লেখাগুলো কিন্তু চমৎকার ও বাস্তবতায় ভরপুর থাকে।সুন্দর এই কবিতাটি প্রিয় মানুষটিকে পড়ে শুনালে সে কিন্তু আপনাকে সন্দেহ করবে না আর, তা বলতে পারি।প্রতিটি লাইনে প্রিয় মানুষটিকে এতো এতো সুন্দর উপমা সত্যি ই দারুন।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পরিবেশটা সত্যিই বিরুপ আচরণ করছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন রোগ বালাই হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠছে। আর মানুষের কথা কিচ্ছু বলার নেই, বিশ্বাস নামক বস্তুটা একদিন হয়তো মিউজিয়ামে দেখে আসতে হবে। যাইহোক আপনার কবিতা বরাবরই সুন্দর এবং প্রানবন্ত। আর সবথেকে বড় বিষয় আপনার কবিতা আমার শেখার জায়গা।

 last year 

এইতো কয়েকদিন আগেই মনে হচ্ছিল বৃষ্টির দেখা আর পাবো না। কিন্তু আসলেই প্রকৃতি খুব দ্রুতই তার রূপ বদলে ফেলল। আর তেমনি আমরা মানুষরা কেউ কাউকেই এখন বিশ্বাস করিনা। সবাই শুধু নিজ স্বার্থেই পড়ে আছে।

যাইহোক ভাইয়া কবিতা প্রত্যেকটি লাইন একটির সাথে আরেকটির খুব মিল। ছন্দে ছন্দে বেশ ভালোই লেগেছে কবিতাটি পড়তে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66543.69
ETH 3327.31
USDT 1.00
SBD 2.71