প্রসঙ্গ যখন ঢাকা পড়ে অপ্রাসঙ্গিক বিষয়ের ভিড়ে

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। ভালো থাকার অভিনয়ে সবাই বেশ দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছেন। আসলে আমাদের জীবনে দুটো শব্দের এতো ব্যাপক ব্যবহার করা হচ্ছে যে, সেটাকে আজকাল বাস্তবই মনে হয়। তাদের মাঝে একটা হলো অভিনয় আর দ্বিতীয়টি হলো মুখোশ। কোনটা যে আসল আর কোনটা যে নকল, সেটা নিয়েই মাঝে মাঝে দ্বিধায় পড়েই যায়। একদম ঠিক জিলাপির প্যাঁচের মতো, প্যাঁচে প্যাঁচে সব হারিয়ে যায়। না থাক জিলাপি নিয়ে আবার বেশী কিছু বলা যাবে না, এখানে মামলার ভয় আছে হি হি হি। তারচেয়ে বরং বিষয়টি পরিবর্তন করি। আজকে কথা বলবো ফোকাস পয়েন্ট নিয়ে, বিশেষ করে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার বিষয় নিয়ে এবং ইউজারদের ভুল করা প্রসঙ্গে।

গতকালের হ্যাংআউটে যারা উপস্থিত ছিলেন তারা ইতিমধ্যে কিছুটা আইডিয়া পেয়ে গেছেন এই সম্পর্কে। দেখুন প্রতিটি বিষয়ের সাথে যেমন প্রাসঙ্গিক কথা থাকে, ঠিক তেমনি তার সাথে থাকে অপ্রসাঙ্গিক কথা। যেমন ধানের সাথে চিটা থাকে, সবজির সাথে থাকে সবজির আগাছা। কিন্তু তাই বলে কি ধানের পরিমান হ্রাস পায় কিংবা সবজির কদর কমে যায়? যারা আমার বাংলা ব্লগের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিয়মিতভাবে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারন তারা প্রসঙ্গ এবং অপ্রসঙ্গ এই দুটি বিশয়ের মাঝে পার্থক্য টানতে পারেন না, এই দুটির মাঝে সীমানা টানতে পারেন না, যার কারনে অপ্রাসঙ্গিক কথার কারনে প্রাসঙ্গিক কথা হারিয়ে যায়। যেখানে ফোকাস করার দরকার সেখানে ফোকাস হয় না।

school-work-g27eaa974b_1920.jpg

দেখুন প্রতিটি প্রতিযোগিতার একটা থিম থাকে, একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে আর আমরা সকলের নিকট হতে সেই পয়েন্টের সঠিক ফোকাস প্রত্যাশা করি, আরো প্রত্যাশা করি অপ্রাসঙ্গিক কথার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে প্রাসঙ্গিক কথা বা থিমটিকে। আপনারা যারা সিনেমা কিংবা নাটক দেখেন, তারা হয়তো এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। কারনটা খুবই সোজা, যে কোন নাটক কিংবা সিনেমায় মূল চরিত্রটিই শুধুমাত্র চিত্রায়িত হয় না, বরং তার সাথে আরো কিছু অপ্রাসঙ্গিক চরিত্র থাকে, যাদের মাধ্যমে পুরো বিষয়টিকে জমিয়ে ফেলা হয় এবং একটা পর্যায় এসে মূল চরিত্রটিকে সম্মুখে এনে দর্শকদের মাঝে একটা আকর্ষণ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়। এখানে পার্শ্বচরিত্রগুলো অপ্রাসঙ্গিক কিন্তু মূল চরিত্রটিকে ফোকাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন পার্শ্বচরিত্রগুলো ছাড়া যেমন মূল চরিত্রটির প্রতি আর্কষণ সৃষ্টি করা যায় না, ঠিক তেমনি অপ্রাসঙ্গিক বিষয় ছাড়া মূল প্রসঙ্গটিকেও ফোকাস করা যায় না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন, এবার আসি আমাদের প্রতিযোগিতায়।

আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অধিকাংশ ইউজার এই বিষয়টির গুরুত্ব বুঝে না বা বুঝার চেষ্টা করে না। অথচ তারা নিয়মিত সিনেমা কিংবা নাটক দেখে অথবা গল্পের বইয়ের রহস্য উন্মোচন করে। প্রতিযোগিতায় অংশগ্রহনের সময় খুব বেশী তাড়াহুড়া করে, প্রসঙ্গ বিষয়টিকে বাদ দিয়ে অপ্রাসঙ্গিক কথাগুলোকে বেশী গুরুত্ব দেয়, যার কারনে মূল বিষয়ে ফোকাস না করে অন্য পার্শ্বচরিত্রগুলোকে বেশী ফোকাস করে ফেলে। একটা থিম যখন নির্বাচন করা হয়, তখন আমরা সেই বিষয়টির উপর বেশী ফোকাস প্রত্যাশা করি। যারা অংশগ্রহন করে তাদের লেখার মাঝে সেই বিষয়টির সুন্দর উপস্থাপনা খুঁজি। কিন্তু খুঁজতে খুঁজতে একটা সময় আমরা হতাশ হয়ে যাই। প্রসঙ্গ বিষয়টির উপস্থিতি না পেয়ে, বরং অপ্রাসঙ্গিক বিষয়টির বহুল উপস্থিতি দেখে।

আপনারা যে কাজটি এখানে নিয়মিতভাবে করে থাকেন, সেটা হলো মূল থিমটিকে একেবারে ছোট করে প্রকাশ করেন, লেখার ৮০% থাকে অপ্রাসঙ্গিক কথা কিংবা পার্শ্বচরিত্র দিয়ে ঢাকা, আর একেবারে শেষ পর্যায়ে এসে অনেকটা দায়সারা ভাবে ২০% লেখা দিয়ে মুল বিষয়টিকে চেপে ধরা হয়। এখন প্রতিযোগিতার বিষয়টি গুরুত্ব না পেয়ে অপ্রাসঙ্গিক কথার আড়ালে চলে যায়। আর আমরা যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করি, তারা মূল থিমটির অকাল মৃত্যুতে দারুণভাবে ব্যথিত হয়ে নির্জীব হয়ে যাই। কারন আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা উপস্থিতি নাই বরং যেটার প্রত্যাশা করি নাই সেটার উপস্থিতি বেশী। এখানে আরো একটা বিষয় উল্লেখ্য করা প্রয়োজন যে, পার্শ্বচরিত্র খুব বেশী হয়ে গেলে মূল চরিত্রটির আর্কষণ অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। তাই সবাইকে বলবো পার্শ্বচরিত্র যত কম রাখা যায় ততোই ভালো এবং মূল চরিত্রটিকে ফুটিয়ে তোলা সম্ভব হয়।

pencil-gc843fa4e1_1920.jpg

আরো একটা বিষয় এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, একটা থিমের মাঝে একটা মূল চরিত্র থাকাই উত্তম, না হলে বিষয়টি গোলমালে হয় যায়। আপনারা অধিকাংশ ইউজার একটা চরিত্রকে না ফুটিয়ে সেখানে একাধিক চরিত্রের সাথে একাধিক গল্পের উপস্থিতি ঘটিয়ে থাকেন। এবারও দেখেছি আমি একাধিক গল্প উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন? একাধিক গল্প থাকলে কোনটারই সঠিক গুরুত্ব থাকে না এবং আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা এবার বলেছিলাম আপনার স্কুল জীবনের তিক্তময় কোন ঘটনা শেয়ার করার, সেখানে আপনার জীবনের যে কোন একটা তিক্তময় ঘটনাকে সুন্দরভাবে ফোকাস করার চেষ্টা করা উচিত ছিলো। কিছু অপ্রাসঙ্গিক কথা নিয়ে শুরু করেন সেটা ঠিক থাকে, কিন্তু মুল ফোকাসের বিষয়টিকে বেশী গুরত্ব দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা উচিত।

এতো বেশী অপ্রাসঙ্গিক কথা বলা উচিত না যে, পাঠক শেষ পর্যন্ত মূল বিষয়টিকে খুঁজে পেতে ব্যর্থ হন। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে এই বিষয়টির উপর জোর দেয়ার চেষ্টা করবেন, যে কোন একটা চরিত্র বা গল্পকে প্রাধান্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন, একাধিক চরিত্র বা গল্পকে নিয়ে না। আশা করছি আমার আজকের লেখাগুলো একটু কঠিন হলেও আপনাদের সকলের বোধগম্য হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে মূল ফোকাসের জায়টিকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে কিছু শেয়ার করার চেষ্টা করবেন।

Image Taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আপনি আর জিলাপি ছাড়লেন না ভাইয়া!মামলাটা করাই উচিত এবার।😜
আমার ক্ষেত্রেও মাঝেমধ্যে ই এটা হয়,পোস্টের টাইটেল এক,ছবি এক আর লেখা আরেক।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অসাধারণ বিষয় নিয়ে আলোকপাত করেছেন ভাই, প্রসঙ্গ ও অপ্রসঙ্গ নিয়ে। আপনার এই লেখাটি পড়লে সকল ইউজার এই সহজ ভাবে বিষয় প্রস্তুতি বুঝতে পারবে। সাথে আমি নিজেও অনেকটা অভিজ্ঞতা পেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একদম সঠিক বলেছেন ভাইয়া।আমরা মুল থিম টাকে বাহিরে রেখে অম্য প্রসঙ্গে কথা বলি এটা দুঃখ জনক।ভুলের মধ্যে দিয়ে যাচ্ছি।সুদরানোর চেষ্টা দরকার।দারুন লিখেছেন আপনি আশা করি সবাই বিষয় টা বুঝতে পারবেন।

 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ভাইয়া। মূল চরিত্র তখনই আড়াল হয় যখন পার্শ্ব চরিত্র বেশি ফুটানো হয়। আসলে আমাদের লেখালেখির মাঝে জীবনের অনেক গল্প থাকে সেই গল্পগুলোর মূল চরিত্রটি লিখলে সেটা পড়তে এবং পড়ার প্রতি আকর্ষণ বোধ সৃষ্টি হয়। আর অপ্রাসঙ্গিক কিছু কথা বেশি লিখে ফেললে সেই গল্প পড়ার প্রতি আকর্ষণ বোধ কমে যায়। তথ্যমূলক কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবাই পোস্ট বড় করার জন্য অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি টানাটানি করে হয়ত। আপনি সিনেমার উদাহরণ এর মাধ্যমে খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে লিখেছেন। আশা করি আপনার আজকের পোস্ট পড়লে কেউ আর এই ভুল করবে না। প্রতিযোগিতার মেইন বিষয়ের উপরই সবার ফোকাস থাকবে। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে বুঝিয়ে লিখার জন্য।

 2 years ago 

ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য।পরের বার থেকে এই বিষয় গুলো মাথায় রাখব।

 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন ভাইয়া ৷ আসলে আমাদের মুল বিষয়টির দিকে ফোকাস করার প্রয়োজন ৷ যে বিষয়টি প্রতি গুরুত্ব রাখার প্রয়োজন তা না করে আমরা বেশিভাগ মানুষ বিভিন্ন অপ্রসঙ্গ কথা লিখি ৷ আশা রাখি সবাই আপনার এই পোস্টটির মাধ্যমে প্রসঙ্গ আর অপ্রসঙ্গের দিকটা খেয়াল রেখে পোস্ট লিখবে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি প্রাসঙ্গিক একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলেই প্রতিটা গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র অথবা ফোকাস পয়েন্ট বা মূল বিষয়বস্তু থাকে,যাকে কেন্দ্র করে একটি গল্প উপস্থাপন করা হয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মূল বিষয়বস্তু মাথায় রেখে গল্প লিখতে হবে যে বিষয়টি আপনি পোস্টের মাধ্যমে চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমার বাংলা ব্লগ এ যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে সেগুলোর অভিজ্ঞতার আলোকে আপনি আমাদের জন্য যে দিকনির্দেশনা দিয়েছেন সেটা অবশ্যই মেনে চলব। অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38