বাস্তবতার ভিন্ন দৃশ্য- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তবে মানসিকভাবে সুস্থ্য আছেন কিনা সেটা নিয়ে সংশয় আছে। কারন বর্তমান পরিবেশ কিংবা পরিস্থিতি কোনটাই আমাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না। দিচ্ছে না বললে কিছুটা ভুল হবে কারন এই পরিস্থিতির জন্য দায়ী আমরা নিজেরাই। যদি ডেঙ্গুর কথা বলি, তাহলে এর পেছনে যেমন রয়েছে আমাদের চরম অবহেলা এবং অসচেতনতা, তেমনি চরম দায়িত্বহীনতা। প্রতি বছর এই সময়ে এই রকম একট চরম মুহূর্তে আমরা অস্থির হয়ে যাই কিন্তু এর আগ মুহুর্ত পর্যন্ত এই বিষয়টি নিয়ে সঠিক উদ্যোগ কিংবা সচেতনতা তৈরী করতে আমরা রাজী না। তাই বাস্তবতা এবং সমস্যা কোনটারই সঠিক সমাধান আসবে না এবং পরিস্থিতির উন্নতি ঘটবে না।

আবার যদি পরিবেশের কথা বলি বর্ষার ক্যালেন্ডার শেষ হতে চললো কিন্তু বৃষ্টির দেখা এখনো সেই রকমভাবে মিলল না। এখানেও কিন্তু কাউকে দোষারোপ করা যাচ্ছে না কারন প্রকৃতি বর্তমান অবস্থার জন্য দায়ী আমরা এবং আমাদের মানসিকতা। আমরা প্রতিনিয়ত অন্যদের উপদেশ দেই, গাছ লাগান পরিবেশ বাঁচান। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আমরা নিজেরা কখনোই গাছ লাগাই না বরং সুযোগ পেলে নগদ পয়সার লোভে প্রকৃতি ধ্বংস করি। আর উপরের মহলের কথা কি বলবেন? সৌন্দর্য বৃদ্ধির দোহাই দিয়ে প্রতিনিয়ত চলছে সবুজ প্রকৃতি উজাড় করার দারুণ প্রতিযোগিতা।

IMG_20230714_140232.jpg

IMG_20230714_140228.jpg

তাহলে বলুন ডেঙ্গু কিংবা পরিবর্তিত প্রকৃতির রূপ কোনটায় আমাদের হাত নেই এবং কোনটার পেছনে আমাদের ভূমিকা নেই? এটা সত্যি অস্বীকার করার কোন সুযোগ নেই। আসলে আমরা কিংবা আমাদের মানসিকতা এতটাই নষ্ট হয়ে গেছে যে, নিজে বিপদে না পড়লে সেই বিষয়টির মর্ম বুঝতে পারি না। যে বা যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীটের জন্য হাসপাতালে হাহাকার করছেন, তিনিই কেবল সেই সময়ের যন্ত্রণা বুঝতে পারেন কিন্তু অন্যদের সেটা বুঝার কথা না। আর বুঝলেও আমরা সেটাকে না দেখার ভান করে এড়িয়ে যাই। বাস্তবতা হলো আমরা ভিন্ন প্রকৃতির মানুষ হয়ে গেছি, কারো দুঃখ দেখে এখন আর আমাদের হৃদয় কাঁদে না।

IMG_20230714_140156.jpg

IMG_20230714_140159.jpg

যাইহোক, কঠিন বা সত্য কথা যতই বলি না কেন? তাতে আসলে আমাদের কোন ফায়দা হয় না। এখন আমি বলছি হয়তো একটু পর আপনি বলবেন, তারপর অন্য কেউ বলবেন, এভাবেই বলাবলি চলতে থাকবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমি যেমন এগিয়ে আসবো না গাছ লাগাতে, ঠিক আপনিও আপনার জায়গা হতে একচুল পরিমানও নড়বেন না। কিন্তু কথার কথা ঠিকই চলবে, নতুন আঙ্গিকে এবং কায়দা করে উপদেশের বাণী ঠিকই চলতে থাকবে।

IMG_20230714_140147.jpg

IMG_20230714_140149.jpg

যাইহোক, প্রকৃতির সুন্দর কিছু দৃশ্য শেয়ার করার চেষ্টা করেছি। গ্রামীন পথ ধরে মানিকগঞ্জ যাওয়ার সময় দৃশ্যগুলো ক্যাপচার করা হয়েছিলো। আমি প্রায় এই সড়কটি ধরে যাতায়াত করার চেষ্টা করি, কারন প্রকৃতির সৌন্দর্য আমাকে দারুণভাবে মুগ্ধ করে এবং প্রকৃতির সজীবতায় নিজেকে সতেজ রাখার দারুণ সুযোগ করে দেয়। হয়তো সব কিছুর মাঝে ভেজালের গন্ধ খুঁজে পাবেন কিন্তু প্রকৃতির মাঝে প্রকৃত সজীবতা এবং প্রশান্তি পাবেন, যেখানে ভেজালের বিন্দুমাত্র লেশ নেই। কিন্তু বাস্তব সত্য হলো, আমরা প্রকৃতি হতে দূরে সরে যাচ্ছি এবং প্রকৃতিতে ধ্বংস করছি।

IMG_20230714_140143.jpg

IMG_20230714_140246.jpg

তারিখঃ জুলাই ১৪, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year (edited)

আপনি প্রকৃতির খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে অনেক ভালো লেগেছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া আজ দুই তিন দিন যাবত বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভালো আছি। তবে প্রকৃতির এমন খারাপ অবস্থার জন্য আমরা মানুষ নিজেরাই দায়ী। তাই সবার সচেতন হওয়া দরকার যাতে পরিবেশ ভাল রাখতে পারি।

 last year 

হ্যাঁ ভাইয়া বর্ষার মৌসুম তো প্রায় শেষ কিন্তু এখনো বৃষ্টির কোন দেখা নেই আর এটার জন্য হয়তো আমরা নিজেরাই দায়ি। কেননা আমরাই প্রকৃতির উপরে নানান নির্যাতন অত্যাচার করি যার কারণে প্রকৃতির এমন প্রভাব পড়েছে। তবে এক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করা ছাড়া আর তেমন কিছুই করার নেই।

 last year 

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন সবকিছু জন্য আমরা দায়ী প্রকৃতির এই আবহাওয়ার পরিবর্তন আমাদের কারণেই হয়েছে। আজকে এক বন্ধুর ডেঙ্গু টেস্ট করাইতে সরকারি হাসপাতালে গিয়েছিলাম সেখানকার যে পরিবেশ চারিপাশে নোংরা দুর্গন্ধ একটি হাসপাতালে পরিবেশ এমন হলে সে দেশে কি হতে পারে কিছুই করার নেই। ভালো লাগলো প্রকৃতির ছবি ফটোগ্রাফি গুলো দেখে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রকৃতিতে খারাপ যা কিছুই ঘটুক না কেন, সবকিছুর পেছনেই আসলে মানুষের হাত রয়েছে। সুতরাং আমরা সচেতন হব এই কথা বলি এটা তো ঠিক, তবে কয়জন মানুষ সচেতন হই। তবে বাংলাদেশে বৃষ্টি কম হলেও আমাদের এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আর ডেঙ্গুও তো খুব বেশি একটা আমাদের দিকে দেখছি না আপাতত। গ্রামের দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে হাফিজ ভাই।

 last year 

আজ কিন্তু ভাইয়া বৃষ্টি হয়েছে।একটু হলেও স্বস্তি এসেছে সবার মাঝে।বর্ষাকাল শেষ হতে চলল বৃষ্টির দেখা নেই।প্রকৃতির উপর আমরা নির্দয় হয়েছি বলেই আজ প্রকৃতি আমাদের সাথে এরুপ আচরন করছে।আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক দিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে খড়ের গাদা দেখতে পেলাম।ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39