আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮০ (ABB Weekly Hangout Report-80)

in আমার বাংলা ব্লগlast year

Hangout Format 80.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৫৩৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭৭।

হ্যাংআউট-৮০

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। তারপর নিজের কিছু অনুভূতি শেয়ার করেন হ্যাংআউট নিয়ে। তারপর সবাইকে স্বাগতম জানান এবং সকলের অবস্থা জানতে চান। এরপর হ্যাংআউট নিয়ে কিছু বিষয়ে সবাইকে আইডিয়া দেন এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন সবাইকে নিয়ে, এই প্রত্যাশা ব্যক্ত করেন। আশা প্রকাশ করেন সবাই তাকে হ্যাংআউট চলাকালীন সময়ে যথাযথভাবে সহযোগিতা করবেন।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৮০তম সাপ্তাহিক হ্যাংআউটে। শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি- নতুন বছর সবার জন্য আরো বেশি সুন্দর ও সুখকর হোক এই প্রত্যাশা করছি। পুরনো বছরের সকল মান, অভিমান, ব্যর্থতার গ্লানি ভুলে নতুন বছরে নুতনভাবে গতিশীল হোক জীবনের সকল প্রত্যাশা। নতুন বছরের নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আসুক হৃদয়ে।

আমার বাংলা ব্লগের সাথে বিগত বছরজুড়ে যারা এ্যাকটিভ ছিলেন, সময়ে অসময়ে যাদের আমরা গাইড করার চেষ্টা করেছি, যারা আমাদের পরামর্শগুলো মেনে নিয়ে যথাযথভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং কাংখিত ক্ষেত্রে সফলতা পেয়েছেন, আশা করছি নতুন বছরে তারা পূর্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। সৃজনশীলতা সকলের মাঝেই রয়েছে, কিন্তু সেটা নির্দিষ্ট নিয়মে এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করতে হয়, না হলে সেটা কখনোই সফলতা এনে দিতে পারে না। আমরা আমাদের অবস্থান হতে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের গাইড করার জন্য এবং কাংখিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।

যাইহোক, এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের মাঝে কাংখিত সেই ধারাবাহিকতা আমি খুঁজে পাই নাই। তবে এই ক্ষেত্রে আমার বাংলা ব্লগের মেয়ে ইউজারদের অবস্থান খুবই ভালো। যার কারনে এই সপ্তাহে সেরা ব্লগারের জন্য যাদের নমিনেশন দেওয়া হয়েছে তারাই সবাই মেয়ে ইউজার। শুভেচ্ছা রইল আপনাদের জন্য, এই ধারাবাহিকতাটা ধরে রাখুন। যাদের অবস্থান ভালো ছিলো না তারা হলেন, @ah-agim, @selinasathi1, @rituamin, @tauhida, @robiull, @bloggershanto, @munna101, @ashik333 এবং একেবারে ইনএ্যাকটিভ ছিলেন @santa14

Untitled00.png

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles নেটওয়ার্ক সমস্যার কারনে হ্যাংআউটে কথা বলতে পারেন নাই তবে তার বক্তব্য লিখে দিয়েছেন। তার অধীনে থাকা ইউজারদের মাঝ হতে কিছু ইউজারের ব্যাপারে তথ্য তুলে ধরেন এবং কাংখিত পরামর্শ প্রদান করেন। @mahir4221 তার এ্যাকটিভি মোটেও সন্তোষজনক না, এই সপ্তাহে মাত্র একটি পোষ্ট করেছেন আর কমেন্ট করেছেন চারটি, ডিসকর্ডে এ্যাক্টিভিটি নেই, এ্যাক্টিভিটি বৃদ্ধি করতে হবে না হলে এক সপ্তাহ কিংবা তিনদিন বাদে একটা পোষ্ট করা হলে তা কিউরেশনে যাবে না। @rubayat02 উনি বিগত দুই সপ্তাহ ধরে ইনএ্যাক্টিভ রয়েছেন কাউকে কিছু না জানিয়ে তাই তার নাম ইনএ্যাকটিভ তালিকায় দেয়া হয়েছে। @saymaakter তার কমেন্ট এবং ডিসকর্ড এ্যাক্টিভিটিস তেমন সন্তোষজনক না, খুব কম এ্যাক্টিভ এই দুই জায়গায়, আরো বেশী কমেন্ট করতে হবে এবং ডিসকর্ডে সময় দিতে হবে।

এরপর @mohamad786 আপনার এ্যাক্টিভিটি ভালো নেই এই সপ্তাহে, এনগেজমেন্ট এবং ডিসকর্ড এ্যাক্টিভিটি ভিষণ লো, এগুলো বৃদ্ধি করার পরামর্শ দেন। @faruk123 তার এ্যাক্টিভিটিস খুবই খারাপ উভয় দিকে, সাতদিন বাদে বাদে একটা পোষ্ট করলে পোষ্ট কিউরেশনের জন্য যাবে না তাই সব দিকে এ্যাক্টিভিটিস বাড়াতে পরামর্শ দেন। সবশেষে @samratsaha তার ছুটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েগেছে, তাই এইবার বেশী দিন ইনএ্যাক্টিভ হওয়ার আগে সতর্ক করা হলো।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটির এ্যাডমিন @swagata21 দিদি ছুটিতে আছেন, যদিও অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তিনি ভ্রমণে আছেন। তাই আজ কথা বলতে পারবেন না। তবে শুভ ভাই এই ফাঁকে সবাইকে একটা খবর শেয়ার করেন এবং সুমন ভাইকে তার জন্মদিন উপলক্ষ্যে সবাইকে নিয়ে তাকে উইশ করেন। এরপর মিউজিক প্লে করে পরিবেশটা আরো বেশী আনন্দময় করে তোলার চেষ্টা করা হয়।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতে নিজের অনুভূতি শেয়ার করেন, কমিউনিটির এতো মানুষের একসাথে শুভেচ্ছা একটু ভিন্ন অনুভূতি তৈরী করেছে যদিও উনি কখনো সেভাবে তার জন্মদিন পালন করা হয় নাই। উনি এটাও বুঝতে পারেন নাই যে সবাই এভাবে তাকে উইশ করবে এবং তার জন্মদিনটি এভাবে প্রকাশ পাবে। তারপর শুভ ভাই পরিবেশটা আরো আনন্দময় করে তোলার জন্য সুমন ভাইকে গান গাওয়ার আহবান জানালে, সকলের বিশেষ অনুরোধের কারনে পরবর্তী হ্যাংআউটে কিছু উপস্থাপন করার বিষয়ে আশ্বস্ত করেন। তারপর বলেন এই সপ্তাহে যেহেতু স্বাগতা দিদির পক্ষ হতে তিনি দায়িত্ব পালন করছেন, সেহেতু কিছু ইউজারের নাম প্রকাশ করেন এবং তাদের কাংখিত পরামর্শ প্রদান করেন। সীমিত এ্যাক্টিভিটিস দিয়ে এ্যাকটিভ তালিকায় টিকে থাকা যাবে না।

তারপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, সারা বছর যারা নিয়মিত পাওয়ার আপ করেছেন তাদের মাঝ হতে সেরা দুইজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তাদের নাম ঘোষণা করেন, সর্বেোচ্চ পার্সেন্ট এর পাওয়ার আপ করার কারনে বিজয়ী @ah-agim আর বাকিজন হলেন @narocky71 সবচেয়ে বেশী স্টিম পাওয়ার আপ করেছেন। তাদের বিশেষ পুরস্কার দেয়া হবে এবং তার সাথে সাথে দাদার পক্ষ হতেও তাদের পুরস্কৃত করা হবে। এ প্রসঙ্গে দাদা কথা বলেন, পাওয়ার আপ বিষয়ে একজন ইউজার প্রশ্ন করেছিলেন সেটা উপস্থাপন করেন , পাওয়ার আপ করলে দাম বৃদ্ধি পাবে এই রকম কোন কথা কখনো বলা হয় নাই, এই বিষয়ে দাদা একজন ইউজাররের নাম বলেন এবং প্রসঙ্গক্রমে বিষয়টির ব্যাখা করেন। দাদা পাওয়ার আপ পছন্দ করেন এবং তিনি নিজেও নিয়মিত পাওয়ার আপ করেন। দাদা বলেছিলেন যিনি বা যে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করেছেন, তিনি হলেন আমাদের কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডাম, তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন। দাদার পক্ষ হতে প্রাইজ দেয়া হবে তাকে সেরা ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, আজকে এই বছরের শেষ অফিসিয়াল হ্যাংগ আউট।তাই আমি আশা করি সবার সময় ভালো কাটবে,এই বছর যেমন সবার ভালো কেটেছে ঠিক তেমন যেনো সামনের বছর ও ভালো কাটে এবং আরো বেশি ভালো সময় আমরা কাটাতে পারি। এরপর সুমন ভাইকে বার্থডে উইশ করেন। এরপর বলেন, @mostafezur001 আপনার কমেন্ট এংগেজমেন্ট ভালো ছিলো, তবে আপনার পোস্টসংখ্যার তুলনায় বাকিদের পোস্টের সংখ্যা ও কোয়ালিটি ভালো ছিলো। তাই আপনাকে সুপার একটিভ লিস্টে রাখতে পারিনি। আপনি পোস্টের সংখ্যা বাড়াবেন আর পোস্টে ভেরিয়েন্ট আনবেন। এছাড়া @sumon09, @emon42 আপনাদের কমেন্ট এংগেজমেন্ট খুবই কম। @ashikur50, @mayedul আপনাদের পোস্ট,এংগেজমেন্ট সব কিছুই কম।আশা করি উন্নত করবেন কাজের ধারা।

Untitled01.png

@nirob70 শীঘ্রই আপনার ডিস্কোর্ড এর ইউজার নেমটি চেঞ্জ করবেন।এবং আপনার যা স্টিমিটের ইউজার আইডি নেম তাই দিবেন।আপনার একজনের জন্যে গতকাল আমার আর উইংকলেস ভাই দুইজনের ই সময় নষ্ট হয়েছে যথেষ্ট।এটা অবশ্যই আমি শুধু একজনকে বলছিনা,সবাইকে বলছি।আপনারা আপনাদের ডিস্কোর্ড এর ইউজার নেইম দিবেন স্টিমিটের যে ইউজার আইডি নেইম আছে তা ই।তাছাড়া আমাদের খুব বেশি সময় হয় আপনাদের আলাদা আলাদা নামের জন্যে। @alamin-islam আপনাকে একটিভ লিস্টে আনা হয়েছে এ সপ্তাহে।

আর একটি ব্যাপার লক্ষ করেছি তা হলো শুধুমাত্র কিছু সংখ্যক মেম্বারকেই বারবার বেস্ট ব্লগার হিসেবে আমরা পাই।খুব একটা চেঞ্জ হয় না কিন্তু।তাই আমি বলবো আপনারা অবশ্যই ওনাদের পোস্ট কোয়ালিটি গুলো দেখবেন।এরপর নিজের মতো নিজের ক্রিয়েটিভিটি শো করবেন।তাহলে দেখবেন আপনারাও এ ট্যাগটি পাচ্ছেন। একটা ব্যাপার লক্ষ করেছি।তা হলো অনেকেই পোস্টে কম লিখেও পোস্ট বড় দেখানোর জন্যে উপরের কয়েকটি লাইনকেই অযৌক্তিক ভাবে হেডিং লাইনে লিখেন আর অনেক গ্যাপ দেন।যা আমরা বুঝতে পারি,তাই এই কাজটা আর কেও করবেন না।আশা করি,কাদের বলছি তা বুঝতে পারছেন।

আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো,অবশ্যই নিজেদের ডিস্কোর্ড আইডিতে টু ফেক্টর অথেনটিকেশন চালু করবেন।এটা খুবই প্রয়োজনীয়,আর অচেনা লিংক গুলোতে ভুলেও ক্লিক করবেন না।অচেনা কোনো আইডি থেকে লিংক আসলে লিংকটি ডিলেট করে দিবেন।কারণ,অনেক সময় ভুলেও ক্লিক পরে যাবে।আর মাঝেমধ্যে ডিস্কোর্ড এর সেটিংস এ ঢুকে DEVICE BETA নামক অপশনটিতে চেক করবেন আপনার ডিস্কোর্ড একাউন্ট কোন কোন ডিভাইসে সচল রয়েছে।অনলাইন প্লাটফর্ম এ নিরাপত্তা সবচাইতে বেশি জরুরী।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। প্রথমে পুরাতন বছর নিয়ে কথা বলেন, গত বছর একেবারের শেষ দিকে বিশেষ হ্যাংআউট হয়েছিলো সেটা স্মরণ করেন আরিফ ভাই, সময় খুব দ্রুত চলে যায়। তারপর ডেভোলপমেন্ট নিয়ে কথা বলেন, আমাদের স্টিমপ্রো এ্যাপ প্রসঙ্গে বলেন, জেনারেল বিষয়গুলো ওকে করা হয়েছে, কিছু বিষয়ে এখনো গ্যাপ রয়ে গেছে সেগুলোর ব্যাপারে আলোচনা করা হচ্ছে, সমাধান হয়ে গেলেই নতুন বছরে সকলের জন্য উন্মুক্ত করা হবে এবং সবাই ব্যবহার করতে পারবেন। এছাড়াও সেখানে বেশ কিছু টুল রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে এবং টুলুসগুলো ব্যবহার করে যে কোন ইউজারের তথ্য পাওয়া যাবে, এটা পুরো স্টিমিটকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে, বিষয়টি তুলে ধরেন আরিফ ভাই। যে কোন কমিউনিটির ইউজারে তথ্য পাওয়া যাবে। স্টিমিট ডট ব্লগ নিয়ে কথা বলেন, আশা করেন সামনের বছরে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। তারপর ট্রন নিয়ে কথা বলেন, যেটা গত সপ্তাহে বলেছিলেন তিনি। ২৬ তারিখে সমস্যার সমাধান করা হয়েছে কিন্তু তবুও একটা বিষয় এখনো রয়ে গেছে সেটা হলো কাংখিত ফান্ড , ফান্ড এর জন্য আবেদন করা হয়েছে সেটা পাওয়া গেলেই দ্রুত ট্রন দেয়া হবে,তবে ধাপে ধাপে দেয়া হবে একত্রে সব দেয়া হবে না।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, যারা ভালোবাসেন তাকে তাদের দেখতে চান এবং প্রশ্ন করেন এতো মানুষ ভালোবাসেন তাহলে দিন শেষ সোস্যাল সাইডগুলোতে আমার বাংলা ব্লগের ট্যাগ সংখ্যা এতো কম কেন? সবাইকে অনুরোধ করেন সোস্যাল সাইডগুলোতে নিজের পোষ্ট প্রমোশন করার জন্য, নতুন বছরে সবাইকে সেটা নিয়মিত করার আহবান জানান। দিন শেষে যেহেতু নিজের দায়িত্ব রয়েছে সেহেতু সেটা ঠিক ঠাক করার চেষ্টা করছি। আমাদের এই প্রিয় কমিউনিটির কথা সবাই জানুন এবং কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠুক, সেটাতো আমরা সবাই চাই, অন্যরা জানলে তো কোন সমস্যা নেই। আমাদের সাথে কাজ করে কিছু শিখুক, কিছু জানুন, বেশী মানুষ জানুন এবং বিষয়টি ‍বুঝুক। সবাইকে অনুরোধ করেন নিয়মিত পোষ্ট অন্য সোস্যাল মিডিয়ায় প্রমোশন করার জন্য।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @rupok ভাই। আপনারা জানেন মডারেটরদের আয়োজিত আমার বাংলা ব্লগের ২৮ তম কনটেস্ট গতকালকে শেষ হয়েছে প্রথম দিকে কনটেস্টে পার্টিসিপেন্ট এর সংখ্যা কম হওয়ার কারণে আমাদেরকে সময় বৃদ্ধি করতে হয়েছিলো। তবে অল্প পার্টিসিপেন্ট হলেও আমরা টপ ক্লাস কিছু কন্টেন্ট পেয়েছি। কন্টেন্ট গুলো এতটাই ভাল ছিল যে কোনটা সেরা হবে এটা বাছাই করতে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আজকের হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বরাবরের মতো শুভ ভাই সেটা করবেন।

Untitled02.png

আজকের নিউ মেম্বার নেয়া শুরু হবে। আগের মতই আমাদের কমিউনিটির যারা ভেরিফাইড মেম্বার আছেন তারা তাদের খুব কাছের মানুষজনকে রেফার করতে পারবে। তবে আপনারা জানেন দাদা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল এখন থেকে আমার বাংলা ব্লগ সবার জন্য ওপেন করা হবে। সে হিসেবে এবার আরো নতুন মেম্বার নেয়া হবে। সে ব্যাপারে আইরিন আপু বিস্তারিত বলবেন। কমেন্ট মনিটরিং নিয়ে কিছু বলতে চাই। ইদানিং খেয়াল করেছি কিছু মেম্বার একজন মেম্বারের প্রোফাইলে ঢুকে তার পোস্টগুলিতে টানা কমেন্ট করছেন। যারা এই কাজগুলি করেন তাদের জন্য এটা কোন উপকারে আসবে না। কারণ এটা থেকে আমরা বুঝতে পারি আপনি আসলে কমেন্ট করাটা উপভোগ করছেন না। আপনি নাম্বারিং গেম খেলার জন্য কমেন্ট করছেন। আশা করি আপনারা এ বিষয় থেকে বিরত থাকবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @alsarzilsiam ভাই। শুরুতেই সিয়াম ভাই নতুন বছরের শুভেচ্ছা জনান সবাইকে তারপর সুমন ভাইকে জন্মদিনের উইশ করেন। এরপর লেভেল-৩ নিয়ে কিছু কথা বলেন, যারা লেভেল-৩তে রয়েছে তার বেশ ভালো মানের ইউজার এবং ভালো পোষ্ট ক্রিয়েট করেন। কিন্তু দুঃখের বিষয় হলো তারা এ্যাক্টিভ না। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে লেভেল-৪ এর ক্লাস কবে হবে? লেভেল-৩ তে যারা আছেন তাদের মাঝ হতে যদি ৫০% এ্যাক্টিভ হয় তাহলে তাদের লেভেল-৪ এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, তবে তার পূর্বে একটা মিটিং করতে চান সেই সকল রেফারারদের নিয়ে যারা বর্তমান লেভেল-৩ ইউজারদের রেফার করেছিলেন। রেফার করার অর্থ এই না যে শুধুমাত্র একজন ইউজারকে এখানে নিয়ে আসবেন, বরং সব বিষয়গুলো আপনাদের দেখতে হবে। সে ঠিক মতো কাজ করছে কিনা, কাজে কোন সমস্যা হচ্ছে কিনা এসব কিছু। সিয়াম ভাই একটু সুস্থ্য হলেই এ বিষয়ে সুরাহা করা হবে। কমেন্ট মনিটরিং এর সব কিছু ঠিকঠাকই আছে শুধুমাত্র যে বিষয়ে পরামর্শ দেয়া হয় সেগুলো একটু মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। প্রথমেই আমার বাংলা ব্লগের প্রত্যেক ব্লগার কে জানাই আসন্ন নিউ ইয়ারের শুভেচ্ছা। কামনা করবো সকলের ২০২২ সালের তুলনায় আগামী ২০২৩ সাল ভালো কাটবে। আজ যেমন বছরের শেষ হ্যাং আউট তার সাথে আজকের দিনটাও বিশেষ। কারণ আজ আমাদের সকলের প্রিয় সুমন দার জন্মদিন। তাই সুমন দা কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবার চলে আসবো আমার লেভেলে থাকা ইউজারদের বিষয়ে। গত ব্যাচের তুলনায় বর্তমান ব্যাচ অনেকটাই ভালো। তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ তারা কিছুটা হলেও অ্যাক্টিভিটি রাখছেন। আশা করছি আপনারা আগামী সময়েও আপনাদের অ্যাক্টিভিটিস গুলো একইভাবে ধরে রাখবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। শুরুতেই শুভেচ্ছা জানাই কনটেস্ট অংশগ্রহণকারীদের। প্রত্যেকে খুব দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। আজ রাত বারোটার পর থেকে নিউ মেম্বার নেয়া শুরু হবে, প্রতিবার যে কথাটা আমরা বলে থাকি। নিউ মেম্বার রেফার করার সময় খুবই সতর্ক ভাবে রেফার করবেন, আর এমন কাউকে রেফার করবেন যে আপনার রিলেটিভ আপনার বাধ্যগত। বা যে আপনার কথার মূল্যায়ন করে।

এমন কাউকে রেফার করবেন না যে কমিউনিটির কোন বিষয়কে গুরুত্ব দেয় না, সেক্ষেত্রে আপনারও ক্ষতি, অপরদিকে আমাদের ও সময় নষ্ট অবশ্যই বিষয়গুলো খেয়াল করে রেফার করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার বাংলা ব্লগ এখন নিউ মেম্বারদের ক্ষেত্রে উন্মুক্ত করে দেয়া হয়েছে। নিউ ইনিশিয়েটিভ মেম্বারদের ভেরিফিকেশন পোস্ট সঠিক হলে তারা আমার বাংলা ব্লগে ব্লগিং করতে পারবে। তবে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভ ডেলিগেশন থাকতে হবে। বাকি বিস্তারিত কিছুদিন পরে আপনারা দাদার পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

আর ইনএকটিভ লিস্টে যারা আছেন প্রত্যেককেই বলবো অ্যাক্টিভ হওয়ার আগে অবশ্যই টিকেট ক্রিয়েট করে আমাদের অবগত করবেন। না হয় হুটহাট পোস্ট করলে আপনাদের পোস্ট কিউরেশনে যাবে না। আর এক্টিভ লিস্টে যেতে হলে অবশ্যই লেভেল ফাইভ এর ভাইভা দিয়ে পাশ করে যেতে হবে। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন, আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।

Untitled03.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করতে বলেন। আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন।কমেন্সমেন্ট মনিটরিং এর ব্যাপারে বলছি।মোটামুটি সবকিছুই ঠিক আছে।এ সপ্তাহে' আমার লিস্টে যে সকল ইউজার ছিলেন তাদের অনেকেরই দেখলাম ছোটখাটো অনেক বানান ভুল করেছেন।বানান ভুলের কারনে অনেকেই মার্কস কম পেয়েছেন। অনেকেরেই দেখলাম কমেন্টস সংখ্যা খুবই কম।চেষ্টা করবেন কমেন্টস সংখ্যা 70 এর মধ্যে রাখতে। আর বেস্ট ব্লগার হতে হলে তো অবশ্যই ভালো পয়েন্টস পেতে হবে।ভালো পয়েন্টস পেতে হলে অবশ্যই কমেন্টসের সংখ্যার সাথে কমেন্টের মান ও উন্নত করতে হবে, শুধু সংখ্যা বেশি হলেই চলবেনা। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

তারপর শুভ ভাই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যতদিন সবই এখানে থাকবেন সবাইকে ৫% বেনিফিসিয়ারি দিতে হবে এর বাহিরে সব সময় ১০% সাইফক্স কে দিতে হবে। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা আমাদের প্রজেক্ট, যতবেশী ডেলিগেশন করবেন ততোবেশী রিয়োডর্স বা সপোটে পাবেন। সবাইকে বেশী বেশী ডেলিগেশন করার অনুরোধ করেন এবং কোন সমস্যা হলে ডিসকর্ডের নির্দিষ্ট চ্যানেলে সবাইকে যোগাযোগ করতে বলেন। তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, মানুষ মানুষের জন্য। এবিবি চ্যারিটিতে চাইলে যে কেউ যে কোন এমাউন্টে ডোনেট করতে পারেন অথবা বেনিফিশিয়ারি দিতে পারেন। তারপর বলেন স্টেজ শো নিয়ে, কেমন হয়েছে গত পর্ব সেটা সকলের নিকট জানতে চাওয়া হয়। এ সম্পর্কে নিজের অনুভূতি শেয়ার করেন।

তারপর এবিবি ফান নিয়ে কথা বলেন, কারা কারা সাপোর্ট পাচ্ছেন তাদের দেখতে চান। ফান করো আর্ন করো, এ বিষয়ে সবাইকে নতুনভাবে অবহিত করেন এবং নিয়মগুলো বলে দেন। তারপর বলেন এবিবি ফান হতে নতুনদের ডেলিগেশন দেয়া হয়, এনগেজমেন্ট করতে যেন সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারপর নতুনদের নিয়মিত রিওয়ার্ডস ক্লেইম করতে বলেন, তাহলে নিজের আরসি ও এসবি গ্রো করবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, সোমবার টু রবিবার সাইফক্স ইউক, যারা সাইফক্সকে ভালোবাসে তারা এ বিষয়টি ঠিক জানে।

এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতা-২৮ এর ফলাফল ঘোষণা করেন। সর্ব নিচ হতে বিজয়ীদের নাম প্রকাশ করেন তারপর তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ করে দেন। সবাই যার যার মতো করে নিজের অনুভূতি প্রকাশ করেন। এরপর শুভ ভাই পাওয়ার কনটেষ্টে বিজয়ীদের অনুভূতি জানতে চান তাদেরকে কিছু অনুভূতি শেয়ার করার সুযোগ করে দেন এবং এ বিষয়ে সুমন ভাইও অনুভূতি শেয়ার করেন।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। শুরুতে শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান হতে কিছু অনুভূতি শেয়ার করেন আমার বাংলা ব্লগ নিয়ে। লাভ ক্ষতি দুটোই হয়েছে দাদার এই কমিউনিটি খুলে। মোট ৩১৫ বিট কয়েন খরচ করেছেন দাদা স্টিম পাওয়ার ও হাইভ পাওয়ার ক্রয় করার জন্য। ১২৬ লক্ষ ডলার খরচ করেছেন দাদা, এতো কিছু করেও দাদা শুভ দত্তের মতো ইউজারের গালি খেয়েছেন। এটা ছাড়াও বাংলাদেশী টাকায় হিসেব দেন দাদা যাতে অনেক টাকা লস খেয়েছেন। কিন্তু গেইন করেছেন করেছেন অনেক কিছু, একটা সুন্দর পরিবেশ তৈরী হয়েছে যেখানে আমরা সবাই মিলে বেশ মজা করতে পারি। এছাড়াও এর মাধ্যমে সুন্দর ব্লগিং এর যাত্রা শুরু হয়েছে, ব্লকচেইনে মাত্র ওয়েভ-৩ শুরু হয়েছে, আর স্টিম এটা লম্বার রেইস এর ঘোড়া, ভবিষ্যতে আরো ভালো কিছু করার সুযোগ তৈরী হবে। এই ক্ষেত্রে দাদা ডস কয়েনের তুলনা করেন। স্টিম একমাত্র ব্লকচেইন বেসড প্লাটফর্ম অবশ্য পরবর্তীতে হাইভ তৈরী হয়েছে । তবে আমাদের মেইন কথা আমরা ফান করি এটাই বড় পাওয়া।

Untitled04.png

আমরা সবাই একসাথে কানেক্ট হতে পেরেছি, ভারত ও বাংলাদেশ একত্র হয়েছে। এছাড়া নতুন যে পরিকল্পনা নেয়া হয়েছে সেটা করতে পারলে আরো বেশী কানেক্টিভিটি বাড়বে। স্টিমিটে আমরা আদিপত্য বিস্তার করতে শুরু করেছি। হাইভেও সেটা হবে ধীরে ধীরে। সে ক্ষেত্রে গেইনটা হিজউ হয়েছে আমাদের। দেড় বছরে আমরা দেখেছি অনেক এবং পেয়েছি অনেক কিছু। হ্যাংআউট, স্পেশাল হ্যাংআউট, কবিতা, কনটেস্ট, দারুন দারুন কিছু পোষ্ট পেয়েছি, এগুলোই গেইন, জীবনে টাকাই সব নয়। টাকার থেকে এগুলোর গুরুত্ব অনেক বেশী। বছর শেষে এটা ছিলো দাদার উপলব্ধি, এই টাকাটা খরচ নাও করতে পারতেন, রেখে দিতে পারতেন কিন্তু এটা করেছেন বিষয়টি বুঝার জন্য, জীবনে টাকাই সব না। বছর শেষে প্রাপ্তির হিসাব করলে গেইন এর পাল্লাটাই ভারি। আর দাম নিয়ে চিন্তার কিছু নেই আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাবে বলে সবাইকে আশ্বস্ত করেন। এ বিষয়ে দাদা বিস্তারিত ব্যাখ্যা করেন সকলের অবগতির জন্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান, প্রতি বছর আমরা একটা নতুন আশা নিয়ে এগুই কিন্তু সেটা ধরে রাখতে পারি না, সবারকে অনুরোধ করেন আমরা যেন নতুন প্রতাশা নিয়ে এগিয়ে যেতে পারি এবং ভুলগুলো হতে আমরা শিক্ষা নিতে পারি। এরপর সেরা ব্লগারদের নাম ঘোষনা করেন, তারা হলেন @rahimakhatun, @bdwomen এবং @tasonya

তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর কিংপ্রস, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বে নিয়মগুলো একই রয়েছে সেহেতু আরিফ ভাই নতুন করে কিছু না বলে সরাসরি কুইজ পর্বে চলে যান। তারপর একে একে চারটি কুইজ শেয়ার করেন, বিজয়ীদের পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়াডর্স দেয়া হয়। সবশেষে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে কুইজ ধরা হয়, দাদার কুইজগুলোর ব্যাপারে সকলের আগ্রহটা বেশী থাকে। এখানে বিজয়ী হওয়ার পাশাপাশি কিছু শেখারও সুযোগ থাকে। বিজয়ীদের পরবর্তীতে দাদার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হবে। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের পর্ব শুরু করেন। যেহেতু আজ আগেই সাথি আপু জানিয়ে দিয়েছেন তিনি থাকতে পারবেন না তাই গানের পর্বটি শুভ ভাই একা পরিচালনা করেন। এরপর একে একে @bristychaki গান, @hiramoni গান, @shyamshundor কবিতা আবৃত্তি, @joniprins কবিতা আবৃত্তি, @pujaghosh কবিতা আবৃত্তি এবং @saymaakter কবিতা আবৃত্তি করেন, সবাই গানের পর্বটি বেশ উপভোগ করেন। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

৮০ তম হ্যাংআউট আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে বছরের শেষ হ্যাংআউট।সত্যি ভাইয়া সপ্তাহে ধরে এই দিনটাট জন্য অপেক্ষা করি।সুমন ভাইকে তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই।আপনাকে অনেক ধন্যবাদ , পুরো হ্যাংআউট সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

গতবারের হ্যাংআউটের মতো এবারের হ্যাংআউটে ও আমার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়েই তাড়াতাড়ি ফোনে হেডফোন কানেক্ট করেছি। তারপর শুরু করেছিলাম আমার বাংলা ব্লগের hangout শোনা। হ্যাংআউট মিস হয়ে গেলে মনে হয় যে কি যেন একটা মিস করে ফেলেছি। আমার কাছে খুবই ভালো লাগে হ্যাং আউট। আমার জয়েন হতে একটু দেরি হয়ে গেছিলো। সেগুলো এখন জানতে পারলাম।

 last year 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির ৮০ তম হ্যাংআউট শেষ হয়ে গেলো ৷ এই হ্যাংআউট আবার বছরের শেষ হ্যাংআউট ৷ সব মিলিয়েই দারুণ একটি হ্যাংআউট হয়েছিলো ৷ দারুণ ভাবে হ্যাংআউটি উপভোগ করেছি ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে হ্যাংআউটি রিভিউ করার জন্য ৷

 last year 

বৃহস্পতিবার এলেই অপেক্ষা শুরু হয়ে যায় কখন এই হ্যাংআউটের সময় হবে। সত্যি সবাই মিলে খুব উপভোগ করি সময়টা। আনন্দের পাশাপাশি নতুন কিছু শিখা এবং আমাদের পুরো সপ্তাহে একটিভিটি সম্পর্কে জানতে পারি যা সত্যি ভালো লাগে। এবারের হ্যাংআউট বেশ ভালই এনজয় করেছি।

 last year 

সবচেয়ে বেশি বিনোদন পেয়েছিলাম সুমন ভাইকে কন্সটিপিটেশনে আক্রান্ত সিংগারের গান দিয়ে উইশ করার সময়🤣🤣🤣।
এবারের হ্যাংআউট-টা একটু বেশিই ভালো লেগেছে,বছরের শেষ হ্যাংআউট বলে কথা।

 last year 

এবারের হ্যাংআউট আসলেই বেশ মজার ছিল ভাইয়া। বিশেষ করে সুমন ভাইয়ের জন্মদিন ও প্রতিযোগিতার রেজাল্ট এনাউন্সমেন্ট করার জন্য। সত্যি বলতে বেশ উপভোগ করেছিলাম।

 last year 

৮০ তম হ্যাঙআউটে বেশ মজা হয়েছিলো।আসলে সপ্তাহে জুরে অপেক্ষা করি এই হ্যাঙআউটের জন্য।বিভিন্ন লিষ্ট, কুইজ এন্টারটেনমেন্ট সব মিলে বেশ ভালো সময় পার করেছি।ভালো ছিলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64420.25
ETH 3150.23
USDT 1.00
SBD 3.99