‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৬৫ (ABB Weekly Hangout Report-65)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

weekly hangout cover 65.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩৯৭৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০০।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৬৫

যথারীতি সময়ের পূর্বে চলে আসেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই। তারপর এই সময়টা এবং এই দিনটি নিয়ে কিছু কথা বলেন এবং যে যেখানেই থাকুক না কেন প্রাণের টানে সবাই উপস্থিত হন আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ্যাংআউটে। তারপর সবাইকে ধন্যবাদ দেন এই কারনে যে সবাই আমার বাংলা ব্লগকে ভালোবাসে এবং আমাদেরকে সাপোর্ট করে। সবাইকে নিয়ে কিছু দারুণ সময় উপভোগ করার প্রত্যাশা করেন। অনেক কথা হবে এবং তথ্য শেয়ার করা হবে, কারন আজকে অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হবে। ইতিমধ্যে হয়তো কিছু বিষয়ে অনেকেই ধারনা পেয়েছেন, তবুও সহজভাবে বিষয়গুলো গ্রহণ করলে তা সহজ হয় এবং কঠিনভাবে গ্রহণ করলে তা কঠিন হয় সর্বদা, তবুও আমরা চেষ্টা করি আমাদের জায়গা হতে বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার। তারপর সবাইকে অনুরোধ করেন, মাইক অফ রাখার এবং হ্যাংআউটের সময়টুকুতে তাকে সহযোগিতা করার।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৬৫তম সাপ্তাহিক হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিছু বিষয়ের ক্ষেত্রে আরো পরিবর্তন করার চেষ্টা করছি, ইউজারদের গুনগত মান আরো উন্নয়ন করার চেষ্টা করছি, তবে সেই ক্ষেত্রে আপনাদের যদি এসব ক্ষেত্রে আগ্রহ না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের প্রচেষ্টা এবং উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য।

কিছু বিষয় বার বার অনুরোধ করার পরও আমরা সেগুলোর কাংখিত উপস্থিতি দেখতে পারছি না। এখনো অনেক ভেরিফাইড ইউজার কাংখিতভাবে মার্কডাউন ব্যবহার করছেন না, সবচেয়ে অবাক লাগে জাষ্টিফাই কোডটিও অনেকেই ব্যবহার করছেন না। রেসিপি পোষ্ট করার ক্ষেত্রে নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করছে না, এই রকম যারা করবে তাদের পোষ্ট আমি কিউরেশনে পাঠাবো না। এছাড়া এই সপ্তাহে যারা আমার অধীনে ছিলেন, তাদের কাজের মান মোটামোটি ভালো ছিলো, যোগ্যদের মূল্যায়ন করার চেষ্টা করেছি। তারপর আপনাদেরকে অনুরোধ করবো কমেন্ট মনিটরিং এর রিপোর্ট এর সাজেশনগুলোর প্রতি যত্নশীল থাকার।

Untitled66.png

এরপর কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন, শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। @isha.ish আপুকে নিয়ে কথা বলেন, তার অবস্থা খুবই খারাপ মাত্র দুটো পোষ্ট করেছেন কিন্তু ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট জিরো। তারপর কথা বলেন @samratsahaকে নিয়ে, তার কোন উন্নতি হচ্ছে না আর এই সপ্তাহে মাত্র তিনটি পোষ্ট এবং দুটি কমেন্ট করেছেন। এ্যাকটিভিটি খুবই খারাপ এগুলো বৃদ্ধি করতে বলেন। বাকিদের কাজ মোটামোটি ঠিকই আছে, তারপর কাংখিত কমেন্ট বিজয়ীদের নাম ঘোষণা করেন ।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে তার অধীনে যারা ছিলেন তাদের অবস্থা এ যাবত কালে সবচেয়ে বাজে ছিলো। যার কারনে সুপার এ্যাকটিভ তালিকার জন্য কৌটা পূর্ণ করতে পারেন নাই। গত সপ্তাহের পোষ্ট কোয়ালিটি যাচাই করার ঘোষনার পর যারা যারা নক করেছেন তাদের কাংখিত পরামর্শ দিয়েছেন, তাদের বেশ ভালো পরিবর্তন হয়েছে কাজের ক্ষেত্রে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তার কাছে লিষ্ট নেই তাই সকলের নাম প্রকাশ করতে পারছেন না।

এরপর বলেন, অনেকেই নানা ধরনের স্টিকার ব্যবহার করেন পোষ্টের মাঝে বিশেষ করে প্যারাগ্রাম এর ফাঁকে কিন্তু তাতে যে পোষ্ট ভালো দেখায় না সেটা তারা বুঝতে চান না। এগুলো হতে বিরত থাকতে বলেন, দেখতে বাজে লাগে। পোষ্টের মেইন থিমটা বুঝতে কষ্ট হয়। এটা শুনার পর কেউ করবে বলে আর মনে হয় না। আমরা বলেছি কিন্তু তারা শুনেন নাই। আমরা চেষ্টা করছি আপনাদের পরিবর্তন আনার। যদি না শুনেন তাহলে নাম্বার কম পাবেন, সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারবেন না, কিউরেশনে পোষ্ট যাবে না। সবশেষে কথা বলেন, পাওয়ার আপ নিয়ে, সবাইকে পোষ্টটি চেক করতে বলেন এবং কোন অভিযোগ থাকলে সেটা শেয়ার করতে অনুরোধ করেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, শুরুতেই সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি যে পোষ্টটি দিয়েছেন যেটা পিনআপ করা আছে কমিউনিটিতে, সেটা সবাই পড়ছে কিনা প্রশ্ন করেন? এই বিষেয়ে শুভ ভাই বিস্তারিত কথা বলেন এবং সবাইকে সেটা আরো বেশী বোধগম্য করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তার নিজের অবিজ্ঞতা শেয়ার করেন, যখন শেখানোর কেউ ছিলো না। নানা প্রেসার নিয়ে আমরা কাজ করেছি এবং শেখার চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা সবাইকে শেখানোর চেষ্টা করছি। তাই সবাইকে চিকন বুদ্ধির ব্যবহার করা হতে বেরিয়ে আসতে অনুরোধ করেন। এরপর দাদার নতুন ঘোষণা নিয়ে কথা বলেন, ভলান্টিয়ার হওয়ার জন্য আহবান জানান, যারা আগ্রহি তাদেরকে যোগাযোগ করতে বলেন। তারপর তার অধীনে যারা ছিলৈন তাদের নিয়ে কথা বলেন, যারা ভালো কাজ করেছেন তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন কিন্তু যারা এদিক সেদিক দৌড় দেয়ার চেষ্টা করেছেন তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

Untitled55.png

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন। এই সপ্তাহে তিনজনকে এ্যাকটিভ হতে ইনএ্যাকটিভ তালিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং তিনজনকে ইনএ্যাকটিভ হতে এ্যাকটিভ তালিকায় আনা হয়েছে, এ বিষয়ে তাদের নাম প্রকাশ করেন এবং কারনগুলো উপস্থাপন করেন। এরপর তার অধীনে যারা ছিলেন তাদের নিয়ে কথা বলেন, যারা ভালো কাজ করেছেন তাদেরকে সুপার এ্যাকটিভ তালিকায় নিয়ে আসা হয়েছে। তারপর কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে কথা বলেন আর সবাইকে কমেন্ট মনিটরিং এর রিপোর্ট দিকে খেয়াল রাখতে বলেন, আমরা সেই রিপোর্টকে বেশী প্রাধান্য দেয়ার চেষ্টা করি।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং এই সম্পর্কে আরো কিছু কথা বলেন। তারপর মডারেটর সিয়াম ভাইয়ের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ্য করেন। তারপর তার পক্ষ হতে শুভ ভাই সোস্যাল সাইডগুলোর লিংক প্রকাশ করেন এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলেন, সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন যাতে নিজেদের পোষ্টগুলো অন্যান্য সোস্যাল সাইডে শেয়ার করে।

কমিউনিটির মডারেট @rupok ভাই কথা বলেন এরপর, প্রথমেই লেভেল ওয়ান এর মেম্বারদের নিয়ে কথা বলেন। এই মুহূর্তে লেভেল ওয়ানে ৫ জন মেম্বার রয়েছে। যাদের ভেতর চারজন মোটামুটি কম বেশি পোস্ট করেন। একজন লেভেল ওয়ান ট্যাগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো পোস্ট করেনি। দেখুন পোস্ট করলে আপনি সাপোর্ট পাবেন না করলে সাপোর্ট পাবেন না। এই জন্য আমি পোস্ট নিয়ে জোড়াজুড়ি করতে রাজি নই। তবে লেভেল ওয়ানে যারা আছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা ভেরিফাইড মেম্বার এবং কমিউনিটির এডমিন মডারেটরদের পোস্টগুলি পড়ার চেষ্টা করুন। সেখান থেকে শেখার চেষ্টা করুন।

রেফার রিওয়ার্ড নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কমিউনিটিতে যারা ভেরিফাইড মেম্বার আছেন তারা ইচ্ছা করলে মেম্বার রেফার করতে পারেন। আমাদের কমিউনিটিতে এখন ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া কোন নতুন মেম্বার নেওয়া হয় না। তবে এ রেফার করার জন্য প্রত্যেক ভেরিফাইড মেম্বার জন প্রতি পাঁচ স্টিম পেয়ে থাকেন। তবে এতদিন আমরা যেভাবে রিওয়ার্ড দিয়েছি এখন থেকে সেভাবে দেয়া হবে না। আপনি যাকে রেফার করবেন যদি সে লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করে। তবেই আপনি রেফার রিওয়ার্ড পাওয়ার উপযুক্ত হবেন।

Untitled44.png

ইদানিং খেয়াল করছি কিছু মেম্বার আমড়া মাখানো, পেয়ারা মাখানো, এই ধরনের পোস্টকে রেসিপি পোস্ট হিসেবে চালানোর চেষ্টা করছেন। এটা পিওর ফাঁকিবাজি কাজ। এটাকে আমি কোন হিসাবেই রেসিপি পোস্ট হিসাবে মানতে রাজি নই। যদি আপনি রেসিপি পোস্ট করতে না পারেন তাহলে অন্য পোস্ট করেন। তবুও এই ধরনের ফাঁকিবাজি পোস্ট করবেন না। যেহেতু কমেন্ট মনিটরিং টিমের সাথে আছি তাই কমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের এবার নিয়ে দু’সপ্তাহ কার্যক্রম চলেছে। তবে খেয়াল করে দেখেছি এখনো অনেক মেম্বার আছেন যারা বেশিরভাগ কমেন্ট করেন শুধু রেসিপি এবং ফটোগ্রাফি পোস্টে। আপনাদের এমন চিন্তা করার কোনো কারণ নেই যে এই বিষয়গুলি আমরা খেয়াল করি না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা চেক করি। যারা এই ধরনের ফাঁকিবাজি কাজ করছেন। তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। চেষ্টা করবেন এখন থেকে ভালো মানের কমেন্ট করতে এবং ভালো পোস্টে কমেন্ট করতে।

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, শুরুতেই বর্তমান আবহাওয়া নিয়ে কথা বলেন। তিনি লক্ষ্য করছেন যে লেভেলের ক্ষেত্রে অনেকেই নিজেদের ইউটিলাইজ করতে চাচ্ছেন না। আমরা বিষয়টি বার বার বলছি সেটাই দুঃখজনক ব্যাপার। আপনারা নিজেদের দিকে লক্ষ্য করে দেখুন, আমরা চাইছি না আপনারা ভেরিফাইড মেম্বারদের মতো এ্যাকটিভিটি করুন। কিন্তু একটু মানসম্মতভাবে সব কিছু হওয়া দরকার, সেটুকুও আপনারা রাখেন না। খুব যদি অসুবিধা না হয় প্রথামিকভাবে যারা ব্লগিং করতে শুরু করেছেন তারা চেষ্টা করলে সপ্তাহে তিন হতে চারটি ব্লগিং শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করবো কোয়ালিটি যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তাদেরকে পূর্ণ সমর্থন করতে।

কিন্তু আপনারা সেটা করতে চান না, লেভেলে পরীক্ষার পর আবার লেভেলের পরীক্ষার কয়েকটি পোষ্ট করে তারপর আর করতে চান না, মাঝ খানে কোন পোষ্ট করেন না। এতে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে, চেষ্টা করেন চেষ্টা করতে থাকলে কোয়ালিটি বৃদ্ধি পাবে। দাদা এতো এতো সাপোর্ট দিচ্ছেন সে ক্ষেত্রে যদি ব্লগিং করেন আমরা চেষ্টা করবো সাপোর্ট দেয়ার, সে ক্ষেত্রে আমরা কার্পন্য করবো না, কারন সাপোর্টের কোন সমস্যা নেই আমাদের। তারপরও সবাইকে অনুরোধ করেন চেষ্টা করতে আর কোন সমস্যা হলে আমাদের জানাবেন।

এরপর মডারেটর @nusuranur আপু কথা বলেন, প্রথমেই আপু বলেন, লেভেল ৪ এ বর্তমানে ইউজারদের মধ্যে অর্ধেক ইউজারদের একটিভিটিস খুব কম এবং অর্ধেক ইউজারদের একটিভিটিস বেশ ভালো।যাদের একটিভিটিস কম উনাদের বলবো একটিভিটিস এই পর্যায়ে থাকলে আপনাদের পোস্ট কিউরেশন করা হবেনা। আর লেভেল ৪ এর বর্তমান ইউজাররা যারা যারা ডিস্কোর্ড এ একটিভ থাকেন না। আপনারা কেনো একটিভ না, তারা দুদিনের মধ্যে ডিস্কোর্ড এ একটিভ হবেন। বা কেনো একটিভ না তা জানাবেন। তা না হলে কিউরেশন অফ হয়ে যাবে।

Untitled33.png

পরবর্তী লেভেল ৪ এর ক্লাস হবে এ মাসের শেষের দিকে আর লেভেল ৫ এর এক্সাম হবে সামনের মাসে। এরপর বলেন,মার্কডাউনের প্রতি যত্নশীল হতে হবে। লেভেল ৩ পাশ করেও মার্কডাউনের অবস্থা খুবই খারাপ। আর বানান ভুলের বিষয়টা অনেক বেড়ে গিয়েছে সে দিকে নজর দিতে হবে। এরপরে বলেন, মেয়েদের টাকা পয়সার বিষয়গুলো কেনো মেয়েরা পারেনা? কেনো ছেলেদের করে দিতে হবে? অবশ্যই এক ঘরে দুইজন কাজ করলে একজনের লেনদেন গুলো আরেকজন করলে খুব একটা সমস্যা নেই। কিন্তু কেনো ছেলেরাই সবসময় এ কাজগুলো করে? এখানে তাহলে আপনারা নিজেরাই নিজেদের ছোট করছেন। কারণ আপনি মেয়ে মানে তো আপনি দুর্বল নয়!

একজন মেয়ে হিসেবে কেনো ট্রাঞ্জেকশনের বিষয়গুলো জানবেন না? আমি বলছিনা হাজবেন্ড ওয়াইফ দুজনে থাকলে দুজনের ট্রাঞ্জেকশন সবসময় আলাদাই করতে হবে। কিন্তু কেনো আপনাকে জিজ্ঞেস করলে আপনি একটা উত্তর দিতে পারবেন না? আপনি কেনো এটা প্রমাণ করবেন যে মেয়েরা এসব দিকে ভালো বুঝে না! আমি খুব হতাশ হয়েছি কয়েকদিন আগে লেভেল - ৪ এর একজন ফিমেল মেম্বারের সাথে কথা বলে। কারণ দিনশেষে আমি মডারেটর হই আর যাই হই আমি একজন মেয়ে! যখন দেখি মেয়েরা এতোটাই দুর্বল যে সাহায্য ছাড়া কাজ করতেই পারেনা তখন খুবই খারাপ লাগে। আশা করবো, মেয়েরা অন্ততপক্ষে নিজের কাজের উত্তর গুলো দিতে পারেন মতো জ্ঞান অর্জন করবেন। কারণ আমরা দুজনের জন্যেই একই কষ্ট করছি,একই সাহায্য করছি। আর কমিউনিটির কাকে কোথায় কে সাহায্য করেন তা আমরা খুব ভালোভাবে জানি,শুধু আপনাদের সম্মানের দিকে তাকিয়েই তেমন কিছু বলিনা। তাই আমি আশা করবো আপনাদের সাথে সরাসরি কথা বলার আগেই আপনারা সব শিখে নিবেন, অবশ্যই তা নিজেদের জন্যে।

আমরা সম্পূর্ণ প্লাটফর্ম কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাচ্ছি, কিন্তু নিজেদের কমিউনিটিতেই যদি এসব করি তাহলে আসলে আমাদের মানসম্মান, আমাদের কষ্টগুলো কোথায় যাচ্ছে? আর সবচেয়ে কষ্টকর আমার জন্যে তা হলো, একজন মেয়ে হয়ে মেয়েদের নামে এ ধরণের অভিযোগ তোলা। কিন্তু আমি আশা করবো, আমার খারাপ লাগার জায়গাটা আপনারা বুঝতে পারবেন। এরপর বলেন, শুধু কয়েক লাইন কবিতা লিখে দিলে সেসব পোস্ট নমিনেশনে যাবেনা। আমি লেভেল - ৪ এর ক্ষেত্রে আরো জোর দিয়ে বলছি, শুধুমাত্র অর্থহীন কবিতা লিখে পোস্ট করে দিলে সে পোস্ট নমিনেশনে যাবেনা। কবিতা অর্থপূর্ণ একটি পারফেক্ট কোয়ান্টিটি,কবিতার পারফেক্ট অর্থ লিখতে হবে। এরপর বলেন,আপুদের কোনো সমস্যা থাকলে আমাকে নির্দ্ধিধায় সরাসরি ডিএম করবেন।

এরপর শুভ ভাই আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডের জেনারেল চ্যাটে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন। বরাবরের মতো এবারও সুবিধাবঞ্চিত ইউজারদের নিয়ে কোন কথা বলছি না কারন এখন আর কোনো সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া যায় না আমার বাংলা ব্লগ কমিউনিটি তে, তারপরও প্রতিনিয়ত আমি চেক করে যাচ্ছি । আর নতুন একটি সিস্টেম কমেন্টস মনিটরিং এর মাধ্যমে ইউজার বাছাই এর কাজ চলছে, এক্ষেত্রে আমি বলবো কমেন্টসের মানের সাথে কমেন্টস এর সংখ্যাও যদি বেশি থাকে তাহলে টপ টেনের মধ্যে আপনার নাম টিও থাকতে পারে। তাই কমেন্টস এর সংখ্যার দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন যদি টপ টেনে থাকতে চান।

Untitled22.png

আরেকটি ব্যাপার বানানের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন কারণ ভালো কমেন্টস করেও যদি বানান ভুল থাকে তাহলে আপনার পয়েন্টস কমে আসবে। যারা মার্কস বেশি পেয়েছেন তাদের কমেন্টস গুলো লক্ষ্য করবেন।যাই হোক এ সপ্তাহে আমি @gorllara কে একটু সাবধান হওয়ার জন্য বলছি কারন উনি আমার লাস্ট দুটি পোস্টে কমেন্টস করেছেন যেখানে একটি মারাত্মক ভুল রয়েছে এবং অন্যটিতেও ভুল রয়েছে।আশাকরি বানানের ব্যাপারে সতর্ক থাকবেন, যদিও তিনি আমার লিস্ট এ ছিলেন না। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, শুরুতেই তার নিজের একটা পোষ্টর কথা বলেন যার লিংক জেনারেট চ্যাটে শেয়ার করা হয় সকলের অবগতির জন্য। স্টিমিটে এবিউজ চলে খুব বেশী, এটা বন্ধ করে স্টিম ক্লিন করতে হবে। স্টিমকে ঠিক করতে হলে একার পক্ষ সেটা সম্ভব না, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই জন্য দাদা গতকাল একটা পোষ্ট শেয়ার করেছিলেন। তার প্রায় পাঁচ মাসে আরো একটা পোষ্ট শেয়ার করেছিলেন, সেটা আবার সকলের নিকট শেয়ার করেন। এই দুটো পোষ্টের লিংক জেনালের চ্যাটে পুনরায় শেয়ার করা হয় সকলের অবগতির জন্য। তারপর সকলের উদ্দেশ্যে এই দুটো পোষ্টের বিষয়বস্তু উপস্থাপন করেন এবং সকলের নিকট বিষয়টি আরো পরিস্কার করে তোলার চেষ্টা করেন।

একটা ছিলো নন প্রফিটএ্যাবল ইনিশিয়েটিভ আর আরেকটা হলো কমিউনিটি অবজার্ভ। আমাদের কাছে এই রকম বেশ কিছু কমিউনিটির নাম চলে আসছে এবং এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ভিবিন্ন ভাবে একাধিক আইডি ব্যবহার করে এবিউজ করার চেষ্টা করছেন। এই জন্য আমাদের দুটো ইস্যু নিয়ে কাজ করতে হবে একটা হলো ব্যক্তিগত আইডি এবং অন্যটি হলো কমিউনিটি অবজার্ভেশন। অনেক ক্ষেত্রে কমিউনিটি ঠিক আছে, কমিউনিটির অবস্থান হতে শতভাগ সৎ আছে কিন্তু তাদের কিছু দুর্বলতা রয়েছে এ্যাডমিন ও মডারেটরদের ক্ষেত্রে, সবকিছু সঠিকভাবে যাচাই বাছাই করতে পারছে না। যার কারনে কিছু ইউজার প্লাগারিজম, কপি-পেষ্ট বা কপিরাইট কোন ইস্যুর সাথে জড়িত থেকে ইনকাম করার চেষ্টা করছেন। হতে পারে তারা দেখছেন না কিংবা এতে তাদের সমর্থন আছে এমন কিছু। এগুলো বন্ধ হওয়া উচিত।

এই ক্ষেত্রে আমাদের সেচ্ছাসেবক লাগবে এবং এখানে কোন কমিটমেন্ট করা হবে না তাদের কোন রিওয়ার্ডস দেয়া হবে সেই বিষয়ে। হ্যা, দাদা চাইলে এখানে রিওয়ার্ডস দিতে পারেন আবার নাও দিতে পারেন। অর্থাৎ এখানে পরিশ্রম করতে হবে ভলান্টিয়ার হিসেবে। এখানে আমরা খুশি হলে আপনাকে কিছু দিতে পারি, সেটা আলাদা কথা। তাছাড়া এটা খুব বেশী পরিশ্রমের কাজও না, এই রকম কোন পোষ্ট পেয়ে গেলেন যেখানে কবিতা শেয়ার করা হয়েছে কিন্তু পুরোটাই কপি-পেষ্ট করা। তাহলে সেটা আপনি সাথে সাথে শেয়ার করবেন, এটাই হলো সেচ্ছাসেবক এর কাজ। তারপর দেখতে দেখতে হঠাৎ একটা কমিউনিটি পেয়ে গেলেন এবং দেখলেন যে, সেখানে মডারেটর অথবা কিউরেটররা নিজেরাই ফেক আইডি খোলে সেগুলো শুধু কিউরেশনে পাঠাচ্ছেন। অথবা দেখলেন যে ফার্মিং করছে, মানে একটা মাত্র ফটোগ্রাফি কিংবা এক লাইন/দুই লাইন লিখেই ভিবিন্ন জায়গা হতে ভোট পাচ্ছে। এই ধরনের কিছু পেলে আপনারা শেয়ার করবেন।

Untitled11.png

এই ধরনের কিছুকে যাচাই বাছাই করে তারপর রিপোর্ট করা, এটাই হলো সেচ্ছাসেবকদের কাজ। সে ক্ষেত্রে ভালো কাজ করলে কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। সত্যি সত্যি আপনি ভালো কিছু ধরতে পারলে এবং এবিউজ বন্ধ করা গেলে, সেক্ষেত্রে আপনি ভালো রিওয়ার্ডস পাবেন। কিন্তু সেই ব্যাপারে আমরা কমিটমেন্ট করছি না। এরপর শুভ ভাই ইউটনেসের ব্যাপারে কিছু বলতে বললে দাদা সেটা এ্যাডমিনদের আগে বলতে বলেন। তারপর শুভ ভাই সবাইকে এ ব্যাপারে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করেন এবং আমার বাংলা ব্লগের ইউটনেসের ব্যাপারে সবাইকে অবহিত করেন। এই উদ্যোগটা কখনো সফল হতো না যদি দাদা না থাকতেন এবং সহযোগিতা করতেন।

তারপর আরিফ ভাই কিছু কথা বলেন এবং ইউটনেসের ব্যাপারে ঘোষণা দেন, ইউজারদের সাথে ইউটনেসের প্রোফাইল লিংক শেয়ার করা হয়। বর্তমান আমাদের অবস্থান ৫০তম কিন্তু আমরা আশা করছি ২০ এর মাঝে আসতে পারবো। তিনি সবাইকে অনুরোধ করেন Bangla.Witness কে ভোট দেয়ার। দাদা এ প্রসঙ্গে সবাইকে অনুরোধ করেন জাস্টিকে প্রক্সি না দিয়ে ম্যানুয়ালি জাস্টি ও Bangla.Witness কে ভোট দেয়ার। অল্প কিছু বাড়তি ভোট পাওয়ার জন্য অনেকেই জাস্টিকে প্রক্সি দিয়ে রেখেছেন, দাদা সেটা না করে ম্যানুয়ালি ভোট দেয়ার কথা বলেন। তারপর কিভাবে ভোট দিতে হবে সেটা সবাইকে বুঝিয়ে বলেন শুভ ভাই। এরপর সবাইকে নতুন এ্যাপ সম্পর্কে সুসংবাদ দেন, আমার বাংলা ব্লগ সেই বিষয়েও কাজ করছেন। এ ব্যাপারে শুভ ভাই তার অনুভূতি শেয়ার করেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদা, শুরুতেই কমেন্ট মনিটরিং সিস্টেম নিয়ে কথা বলেন। রিপোর্ট করার উদ্দেশ্য হলো একটাই, কিছু দিন যাবত একটা অভিযোগ আসতেছিলো, অনেকেই ভুল ভাল কমেন্ট করে, কমেন্ট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সুপার এ্যাকটিভ তালিকায় চলে যাচ্ছেন। তারপর সেটা চেক করে দেখা যায় অনেকেই এটা করছেন এবং অভিযোগটি সত্য। তারপর আমরা আলোচনার মাধ্যমে টিম গঠন করার সিদ্ধান্তটি নেই, যারা সকলের কমেন্ট চেক করে মনিটিরিং রিপোর্ট করবে। আমরা শুরুতেই সুপার এ্যাকটিভ তালিকা ধরেই কাজ করছি, যারা স্বাভাবিকভাবে সাপোর্ট বেশী পেয়ে থাকেন। তারপর দেখা গেলো কিছু সংখ্যাক ইউজার সব দিক হতে পারফেক্ট, আবার কিছু আছে শুধু একই ফরম্যাটে কমেন্ট করেন, কিছু আছে একদম অপ্রাসঙ্গিক শুরুর এবং শেষের দুই লাইন পড়ে মন্তব্য করে দেন। কিন্তু মোটামোটি সবাই কমেন্ট করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

একটা ভ্রান্ত ধারনা আছে অনেকেই মাঝেই যে, বেশী কমেন্ট থাকলেই সুপার এ্যাকটিভ তালিকায় চলে যাবো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এখানে মেইনলি কমেন্টের কোয়ালিটি দেখা হচ্ছে, তারপর কতটা কমেন্ট করেছেন সেটাও দেখা হচ্ছে। মানে আপনি পঞ্চশটি কমেন্ট করে যদি কোয়ালিটি ঠিক রাখেন তাহলে অন্যজন ৮০/৯০টি কমেন্ট করলেও তারচেয়ে কিন্তু আপনি বেশী পয়েন্ট পাবেন। তার জন্য সবাইকে খেয়াল রাখতে হবে, আপনি যে কমেন্ট করছেন সেটা কথা প্রাসঙ্গিক কিনা, তারপর বানান ভুল থাকা যাবে না, এটা থাকলে অনেক খারাপ লাগে। এছাড়া যারা ভয়েস টাইপিং করেন তারা একটু দেখে নিবেন। আমরা আরো একটা বিষয় দেখছি, সেটা হলো কমেন্ট মনিটিরিং এর সাথে সাথে টাকা উত্তোলন এর বিষয়টিও দেখা হবে। যেহেতু এখন প্রাইজ একটু কম সেহেতু এখন দেখছি না, দাম একটু বাড়ুক তারপর সেটা দেখা যাবে। কারন এখান হতে সাপোর্ট নিয়ে টাকা মানিলন্ডারিং করছেন কিনা সেটা চেক করা হবে। যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়, কমিউনিটিকে সেফ রাখার জন্য এটা করা হবে। তারপর সবাইকে সঠিক কমেন্ট এর ব্যাপারে পরামর্শ দেন এবং ভালো কমেন্টকারীদের মাঝ হতে টপটেন এর বিষয়ে ঘোষনা দেন, যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

Untitled00.png

শুভ ভাই ফিরে আসেন এবং ট্রানজেকশন নিয়ে কথা বলেন বিষয়টি সবাইকে বুঝানোর চেষ্টা করেন। তারপর এ্যাডভান্স ক্যাশ নিয়ে কথা বলেন, ইতিমধ্যে আমরা একটা ব্যাচ শেষ করেছি। দাম একটু বৃদ্ধি পেলেই আমরা আবারও এব্যাপারে ক্লাস করানোর চেষ্টা করবো। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, সবাইকে বেনিফিশিয়ারির বিষয়টি স্মরণ করিয়ে দেন। হিরোইজম নিয়ে কথা বলেন, ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ দেন েএবং রিওয়ার্ডস এর বিষয় নিয়ে কথা বলেন, সবাই পাচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করেন। সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, সোমবার হতে রবিবার হলো সাইফক্স ইউক। তারপর এবিবি চ্যারিটি নিয়ে কথ বালেন, মানুষ মানুষের জন্য যারা বিশ্বাস করে তারা প্রতি সপ্তাহে এবিবি চ্যারিকে স্মরণ রাখে। এবিবি ফান নিয়ে কথা বলেন, মজার সাথে সাথে এখান হতে নতুনদের ডেলিগেশন দেয়ার ব্যবস্থা করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তারপর নতুনদের উদ্দেশ্যে বলেন, পোষ্ট রিওয়ার্ডস ক্লেইম করতে হবে, তা না হলে পাওয়ার বৃদ্ধি পাবে না এবং রিওয়ার্ডস আপনার কাছে আসবে না।

তারপর শুরু করা হয় সবচেয়ে আকর্ষ নীয় কুইজ পর্ব। যথারীতি এই পর্বটি পরিচালনা করেন আরিফ ভাই, শুরুতেই তিন সবাইকে নিয়মগুলো স্মরণ করিয়ে দেন। তবে এই সপ্তাহে কোন বিকল্প কুইজ থাকবে না, মাত্র চারটি কুইজ থাকবে। এরপর একে একে কুইজগুলো উপস্থাপন করেন এবং বিজয়ীদের নাম পিনআপ করে রাখা হয়, পরবর্তীতে তাদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা আপুর পক্ষ হতে কুইজ ধরা এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হয়, এরপর কুইজ উপস্থাপন করেন মডারেটর আইরিন আপুএবং সবশেষে আকর্ষণীয় হিসেবে ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদা, তার পক্ষ হতেও কুইজ ধরা হয় ও পুরস্কার প্রদান করা হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রসঙ্গক্রমে কিছু কথা বলেন। সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে নিজের অনুভুতি শেয়ার করেন তারপর সবাইকে অনুরোধ করেন কোন কিছু বলার থাকলে সরাসরি আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমাদের অবস্থান হতে চেষ্টা করছি সঠিকভাবে দায়িত্ব পালন করার। তারপর সুপার এ্যাকটিভ তালিক প্রকাশ করেন। শেষে সবাইকে কাংখিত পরামর্শ দেন, সেগুলো মনে রাখতে বলেন এবং মেনে নিতে বলেন। তারপর বুঝে কাজ করার অনুরোধ করেন।

তারপর শুভ ভাই শুরু করেন হ্যাংআউটের শেষ সেগমেন্ট অর্থাৎ মিষ্টি মধুর গানের আসর। শুরুতেই @selinasathi1 সাথি আপুকে ডাকেন তাকে সহযোগিতা করার জন্য, সাথি আপু এই পর্বে দারুণ ছন্দে মাতিয়ে রাখেন। তারপর একে একে @bristychaki গান, @shyamshundor গান, @selinasathi1 কবিতা, @miratek গান, @Sayma Madam কবিতা, শুভ ভাইয়ের মিষ্টি কণ্ঠে দারুণ গান এবং সবশেষে @isha.ish আপু গান পরিবেশন করেন।

বেশ কিছু সময় হাতে থাকায় শুভ ভাই উপস্থিত সবাইকে আরো একটি সুযোগ দেন, কারো কোন বিষয়ে প্রশ্ন থাকলে তাৎক্ষনিকভাবে তা শেয়ার করার। এরপর @nilaymajumder এবং @miratek প্রশ্ন করলে তার প্রশ্নের কাংখিত উত্তর দেয়া হয় তার সাথে সাথে সবাইকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Banner_Bangla_Final-2.png
https://steemitwallet.com/~witnesses

Support @Bangla.Witness by Casting your witness vote

Sort:  
 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট টি মানে হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবার একএে হওয়ার একটা দিন।আসলে এক সপ্তাহ অপেক্ষা করে থাকি এই দিন টার জন্য। আর ৬৫ তম হ্যাংআউট ছিল সবচেয়ে আনন্দের দিন কারণ নিজের উইথনেস ভোট দেওয়ার সংবাদ শুনে। আমি চেষ্টা করব কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে পুরো হাংআউটটি আমাদের মাঝে শেয়ার করার জন্য জন্য।

 2 years ago 

সাপ্তাহিক এই হ্যাংআউট টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার আমরা একটি খুশির সংবাদ পেয়েছি, আর সেটি হচ্ছে blog এর জন্য witness প্রাপ্তি। সব মিলিয়ে হ্যাংআউট পর্বটি খুবই স্বতঃস্ফূর্ত হ্যাংআউট পর্ব ছিল। আপনি হ্যাংআউট পর্বের বিষয়গুলো চমৎকারভাবে ধারাবাহিক বর্ণনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লকের ৬৫ তম হ্যাংআউট শেষ হয়ে গেল।আর এই হ্যাংআউট এর পুরো সময় ধরে উপস্থিত ছিলাম। হ্যাংআউটে অনেক আনন্দ এবং গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আপনি খুবই সুন্দর ভাবে পুরো হ্যাংআউট এর বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করলেন। আলোচনা পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দেখতে দেখতে ৬৫ তম হ্যাংআউট শেষ করে ফেললাম। গতদিনের হ্যাংআউটে অনেক মজা করেছি অনেক জ্ঞানমূলক কথা শুনেছি। বিশেষ করে ভোট সম্পর্কে অনেক তথ্য শুনেছি এবং ভোটটা দিয়েছি আমার বাংলা ব্লগে।। এরকম আনন্দঘন মুহূর্ত ফিরে আসুক আমাদের মাঝে প্রতিনিয়ত।।

 2 years ago 

৬৫তম হ্যাংআউট খুবই ভালো ভাবে উপভোগ করেছি ভাইয়া।সারা সপ্তাহ জুরে অপেক্ষায় থাকি সাপ্তাহিক হ্যাংআউট এর জন্য। হ্যাংআউট আমার কাছে বিশেষ একটা ভালো লাগার দিন বলে মনে হয়, কেমন জানি একটা উৎসব উৎসব আমেজে সময় গুলো উপভোগ করি। আপনাদের সবার কিছু মূল্যবান কথা শুনতে পাই, দাদার কথা শুনতে পাই, তারপর গান, কবিতা,আড্ডা সবমিলিয়ে অসাধারণ কিছু সময় উপভোগ করি। আর এবারের হ্যাংআউট শেষে কয়েকজন মিলে গানের কলি খেলা হয়ছিল এটা বেশ উপভোগ করার মতো বিষয় ছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এ সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট টি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক ছিল। আর আমাদের সবচাইতে বড় আনন্দের বিষয় এবং বড় প্রাপ্তিটি ছিল Bangla.Witness. পাশাপাশি সকল এডমিন মডারেটরদের দিকনির্দেশনা মূলক মূল্যবান কথাগুলো আমরা জানতে পেরেছিলাম উক্ত হ্যাংআউট এর মাধ্যমে।

 2 years ago 

আমি নিজেও দেখি অনেক সদস‍্য জাস্টিফাই কোড ব‍্যবহার করেনা। ফলে লেখাগুলোর লাইন এলোমেলো দেখালে পড়তেও ভালো লাগে না। এবং বাংলা ব্লগ এর উইথনেস শুনেই অন‍্যরকম একটা অনূভুতি হয়েছিল আমার ভাই। যদিও সবাই অনেক খুশি। এবং ব্ল‍্যাকস দাদার এই পদক্ষেপ টা দারুণ ছিল এখন সবাই সংখ‍্যা বৃদ্ধিতে না কমেন্টের কোয়ালিটি বৃদ্ধি করবে।।

 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানে হচ্ছে আমার বাংলা ব্লক পরিবারের মিলন মেলা। এই হ্যাংআউটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আদান প্রদান হয়। আমরা সকলেই আপনাদের প্রত্যেকটি পদক্ষেপকে সাধুবাদ জানাই। কারণ আপনার সবকিছু ভেবেচিন্তেই প্রতিটি পদক্ষেপে অগ্রসর হন। প্রত্যেকের উচিত আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মেনে চলা এবং সেই ভাবেই এই ব্লগিং জার্নি এগিয়ে নেওয়া।

 2 years ago 

৬৫ তম হ্যাংআউট টি বরাবরের মতোই দারুন উপভোগ করেছি। তবে এই হ্যাংআউটে আমাদের জন্য বেশ কিছু সুসংবাদ ছিল। বিশেষ করে Bangla.Witness সম্পর্কে ঘোষণা শুনে অন্যরকম একটা অনুভূতি হয়েছে। এছাড়াও শুভ ভাইয়া যখন অ্যাপস এর কথা বলল সেই খবরটাও ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ সত্যিই অনেক দূর এগিয়ে গেছে। সবার জন্য অনেক শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41