ABB Contest-33 || শেয়ার করো তোমার ইউনিক চপ রেসিপি || Total Prize 200 STEEM [Closed]
হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন? নতুন আরো একটা প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাজির হলাম। যেহেতু সামনে মাহে রমজান, সেহেতু রমজান মাসকে উপলক্ষ্য করে আমার বাংলা ব্লগ হতে বিশেষ প্রতিযোগিতার ঘোষণা করছি। আসলে আমার বাংলা ব্লগ সর্বদা যেমন তার ইউজারদের নিয়ে চিন্তা করে, ঠিক তেমনি নানা উপলক্ষ্যে নানা আয়োজনের মাধ্যমে ইউজারদের আরো বেশী সুযোগ দেয়ার চেষ্টা করে। এটাই আমার বাংলা ব্লগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাইতো এবারের প্রতিযোগিতার প্রাইজ পুল বৃদ্ধি করা হয়েছে।
চপ, বাঙালী সমাজে অন্যতম জনপ্রিয় এবং মুখরোচক একটা খাবারের নাম। তবে আমাদের বাংলাদেশে সারা বছর নানা ধরনের চপ পাওয়া গেলেও রমজান মাসে তা বিশেষ উচ্চতায় পৌঁছে যায়। বিশেষ করে পুরান ঢাকায়, নানা ধরনের ঐতিহ্যবাহী চপ দেখা যায় এবং সেখানে নানা স্লোগানে তা সর্বোচ্চ বিক্রির চেষ্টাও করে। সত্যি বলতে খাবারের ব্যাপারে বাঙালী সর্বদা আপোষহীন এবং স্বাদের ষোলআনা গ্রহণ করার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে। নানা স্বাদের, নানা আইটেমের চপ ঢাকার নানা অলিগলিতে সোভা পায়, দাম যাইহোক সকলের মাঝে একটা প্রতিযোগিতা চলে আসে স্বাদ গ্রহণের ব্যাপারে।
সুতরাং আমরাও বেশ আগ্রহী আপনাদের নিয়ে, কারন আমরা জানি চপ বলতে সবাই আলুর চপকেই বুঝে কিন্তু শুধুমাত্র আলুর কিংবা ডিমের চপই হয় তা ঠিক না। হতে পারে যে কোন মাছের চপ, হতে পারে সবজির চপ, হতে পারে আরো অনেক কিছুর চপ, তবে সেটা দেখতে চাই আপনাদের মাঝ হতে। ভিন্ন কোন স্টাইলে কিংবা ভিন্ন কোন সাজে, নতুনভাবে ফুটে উঠুক তা আমার বাংলা ব্লগে। সত্যি আমরা অধীর আগ্রহে বসে আছি আপনাদের নানা ধরনের ইউনিক ইউনিক চপ রেসিপি দেখার জন্য। তবে অবশ্যই তা নির্দিষ্ট সময়ের মাঝে শেয়ার করবেন। আমরা সময় বৃদ্ধি করার পক্ষে নই, তাই সবাইকে অনুরোধ করবো নিজের সেরা ইউনিক রেসিপি নিয়ে নির্দিষ্ট সময়ের মাঝে অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতার নিয়মগুলোর ব্যাপারে যত্নশীল থাকুন। এছাড়া প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন প্রশ্নের জন্য আমাদের সাথে ডিসকর্ডে যোগাযোগ করুন।

নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- আপনার ইউনিক চপ রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
- কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
- পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
- অংশগ্রহনের সময়সীমা ২২ মার্চ, ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-33, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৫০ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ৪০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ৩০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ২৫ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ২০ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১৫ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ১০ স্টিম
- বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation | Role |
---|---|---|
@rme | Founder | Infrastructure development & all programming works |
@blacks | Co-Founder | All administrative works |
@winkles | Executive Admin India Region | All administrative works in India region |
@hafizullah | Executive Admin Bangladesh Region | All administrative works in Bangladesh region |
@swagata21 | Community Admin India Region | All administrative works in India region |
@nusuranur | Community Admin Bangladesh Region | All administrative works in Bangladesh region |
@rex-sumon | Regulatory compliance Admin | Control the quality of entire community |
@moh.arif | Witness & Dev Team Admin | All administrative works in Witness & Dev Team |
@shuvo35 | Social Media & Marketing Admin | All administrative works in Social Networking |

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৩ মার্চ, ২০২৩ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে
আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem
অনেক ধন্যবাদ আপনাকে সক্রিয় প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার জন্য।
এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চপ শিল্পের রাণী, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে প্রতিযোগিতায় ফার্স্ট হত। তবে সেই সুযোগ তো নেই।🤭 খুব কষ্ট লাগছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছিনা এবার। তবে সবার জন্য শুভকামনা রইল।
বাহ! বাহ! বাহ! দারুণ খবর শুনালেন দেখছি। দিন দিন চপ শিল্পের রাণীর ফোন নাম্বারটা দিন, দুইশ স্টিম জেতার সুখবরটা তাকে দিয়ে দিই। হা হা হা।
২০০ স্টিম এর কথা শুনলে তো মন্ত্রী পদ ছেড়ে চলে আসবে।😂 দিদির এত বড় ক্ষতি করে লাভ নেই হাফিজ ভাই।
তাহলে থাক, দিদিকে আর খবরটা দিলাম না। 😂
এবারের মতো বেচেঁ গেলো আপনার দয়ায়।🤭🤭
এবারও তো দেখছি বেশ সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাহলে যেহেতু রমজান আসছে সবার থেকে ইউনিক ইউনিক চপের রেসিপি দেখতে পাবো। আর রমজান মাসে তৈরি করে খেতে পারব। এবারে নিশ্চয়ই সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি গুলো উপস্থাপন করবে। আমি নিজেও চেষ্টা করব সুন্দর রেসিপি তৈরি করার।
একদমই আর এই কারনেই কিন্তু এবারের বিশেষ প্রতিযোগিতা, খাওয়াও যাবে সাথে পুরস্কারও জেতা যাবে, হি হি হি।
একদম ঠিক, ভালো কিছু তৈরি করলে খাওয়া এবং পুরষ্কার দুটোই পাবো।
আমার অংশগ্রহণ

ধন্যবাদ, আপনার এন্ট্রি নং ০৩
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি দারুণ হয়েছে। সামনে রমজান মাস আসছে। আশা করছি নতুন নতুন রেসিপি শিখতে পাব। হয়তো বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক খাবার গুলো একদমই আলাদা। তবে চপ খেতে সবাই পছন্দ করে। আশা করছি সবাই নিজের সেরাটা উপস্থাপন করার চেষ্টা করবে। এবারের প্রতিযোগিতার সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে এতে অনেক ভালো হয়েছে। কারণ শেষের সময় এসে সবাই পোস্ট শুরু করে। এটা কেন জানি আমার কাছে এলোমেলো লাগে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
চপে চপে চুপাচুপ হয়ে যাবে সবাই হা হা হা, আহ কল্পনা করেই জিবে জল চলে আসছে। তাড়াতাড়ি মুখ ঢাকি কেউ দেখার আগে। হা হা হা।
মুখ ঢাকার জন্য ওড়না লাগলে ভাবির কাছে চেয়ে নিয়েন। 😅😅
আপনি দেখছি বিরোধী পক্ষের লোক।
সামনে রজমান মাস উপলক্ষে ইউনিক চপ রেসিপিটা ধারুন ভাবে জমে উঠবে। আমার বাংলা ব্লগের সবাই তো আনকমন জিনিষ শেয়ার করে এবার দেখা যাক কি দিয়ে চপ বানায়। আশা করি নতুন কিছু দেখতে পারবো। ধন্যবাদ ভাইয়া।
হুম, জমবে তো অবশ্যই কিন্তু অতি অবেগী হয়ে কেউ যদি রোজা ভেঙ্গে ফেলে তার জন্য আমরা দায়ী থাকবো না হি হি হি।
ভাইয়া আপনারা চপ কনটেস্টের আয়োজন করেছেন। রোজা ভাঙলে আপনারাই দায়ী থাকবেন, হি হি হি ।
অও চপ রেসিপি ,দারুণ প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।এটা সকলের বেশ পছন্দের খাবার ।রমজান মাস উপলক্ষে এটি দারুণ সময় উপযুক্ত খাবার হবে বলে মনে করছি।চেষ্টা করবো ইউনিক কিছু উপস্থাপন করার জন্য,ধন্যবাদ ভাইয়া।
একদম দারুণ সময় মতো হয়েছে রেসিপিটি, ঠিকনা লাগলে বলিয়েন পাঠিয়ে দিবো যাতে পার্সেল করে পাঠাতে পারেন, হি হি হি।
আমি নিজেই চপ তৈরি করে আপনার জন্য পার্সেল করে পাঠিয়ে দেব ভাবছি ভাইয়া।☺️☺️
তাহলে দুইডা ঠিকানা দিবো, যাতে ডাবল পাঠাতে পারেন, হা হা হা
☺️☺️☺️☺️
আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতায় নতুনত্বকে তুলে ধরার চ্যালেঞ্জিং একটা মনোভাব থাকে সকল ইউজার এর মধ্যে ।আশা করছি এবারও চপ রেসিপিতে অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবো। ধন্যবাদ রমজানের পূর্ব মুহূর্তে খুব চমৎকার একটি ইউনিক রেসিপি কনটেস্ট এর আয়োজন করার জন্য। আর আমি ও চেষ্টা করব নতুনত্ব নিয়ে উপস্থিত হতে।
TWITTER Link
https://twitter.com/hafizdhaka/status/1636271910794194944
এবার ও বেশ ইউনিক কিছু দেখা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা।
সময় উপযোগী একটা রেসিপির আয়োজন করেছেন ভাইয়া। চলে আসছে রমজান মাস আর এই সময়তে সব খুবই জনপ্রিয়তা অর্জন করে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের চপ তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে পারবো।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এবারের প্রতিযোগিতার বিষয়টা খুব সুন্দর হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চপের ইউনিক রেসিপি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই চেষ্টা করব।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
পবিত্র মাহে রমজান কে সামনে রেখে খুব সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন আমার বাংলা ব্লগ পরিবার। যাই হোক এই প্রতিযোগিতার মাধ্যমে রমজান মাসের জন্য কিছু স্পেশাল চপের রেসিপি দেখতে পারবো। আশা করি কমিউনিটির প্রত্যেকটা ইউজার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
খুবই সময়োপযোগী এবং অত্যন্ত জনপ্রিয় খাবার হলো চপ। বিশেষ করে আমরা সবাই চপ খেতে খুবই পছন্দ করি। নিশ্চয়ই চেষ্টা করব ইউনিক চপ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। অসাধারণ একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ :-
https://steemit.com/hive-129948/@mohinahmed/3fffo3-or-or
ধন্যবাদ অংশগ্রহন করার জন্য, এন্ট্রি নং-০১
প্রতিযোগিতার নাম শুনলেই কেমন জানি একটা উৎসব উৎসব ভাব মনে চলে আসে,বাজারে যাওয়া কেনাকাটা করা,বাসায় নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সবটাই আমার কাছে উৎসবের মতো লাগে।এবারের প্রতিযোগিতা তো একেবারেই লোভনীয় একটা ব্যাপার যার নাম শুনলেই জিভে জল চলে আসে আর দেখলে কি করে লোভ সামলাবো তা ভেবেই পাচ্ছি না।😋😋😋অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।🙏🙏
যেখানে ডিম ফাটাতেই পারিনা সেখানে এমন প্রতিযোগিতা আমার জন্য আকাশ কুসুম কল্পনা।তবে আমার মা বেশ ভালো চপ বানায়। ভাবছি মায়ের সেই গুণটাকেই পুঁজি বানাবো😬।
শুভ কামনা রইলো সবার জন্য।
আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানে নিত্যনতুন ও ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন। আর এই আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ দেখে সত্যিই খুব ভালো লাগে। সেই সাথে নিজেও অংশগ্রহণ করতে খুব চেষ্টা করি। এবারের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করার আপ্রাণ চেষ্টা করব। আর এই প্রতিযোগিতার মাধ্যমে সকলের ভিন্ন ভিন্ন ধরনের ইউনিক চপ রেসিপিগুলো দেখতে পেয়ে ভালোলাগাটা অনেক বেড়ে যাবে। সকলের মুখরোচক ও মজার চপ রেসিপি দেখার অপেক্ষাতে রইলাম। ধন্যবাদ
এবারের প্রতিযোগিতা বেশ চমৎকার হবে মনে হচ্ছে কারণ আসছে রমজান মাসে সবার কাছ থেকে শিখে নেওয়া চপ রেসিপিগুলো থেকে একেক দিন একেকটা তৈরি করে খেতে পারব। ভাবতেই জিভে জল চলে আসছে। এত চপ খেতে খেতে পেট ফেটে যাবে। হাহাহা
এবার তো তাহলে খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো। সবাই মজার মজার চপ তৈরি করবে আর খাবে। আমি যদি সব ধরনের চপ খেতে পারতাম তাহলে ভালই লাগতো। আমি তো এখনো কিছু ভেবে উঠতে পারতেছি না কি তৈরি করব। আলুর চপ আর বেগুনের চপ ছাড়া কিছু যেন চোখেই পড়তেছে না। তাও চেষ্টা করবো এবারেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিবারের মতো এবারেও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে পুরো পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
বেশ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। সামনে আসছে রমজান অনেক অজানা রেসিপি জেনে নেওয়া যাবে এবং রমজানে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এত সুন্দর একটি প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করার চেষ্টা করব এবং আশায় রইলাম অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখার।
নতুন এই প্রতিয়োগিতার আয়োজন দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর সুন্দর চপ এর রেসিপি দেখতে পাবো এবার ৷ নিজেও একটা করার চেষ্টা করবো ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি কে ৷ এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷
খুব সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে যে প্রতিযোগিতা তার আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক রকম চপে রেসিপি শিখতে পারবো আশা করছি। চপ খেতে সবাই খুব পছন্দ করে আমারও খেতে অনেক ভালো লাগে। তাই সাবার নতুন নতুন ইউনিক চপ বানানোর রেসিপি দেখার অপেক্ষায় রইলাম। আর আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@hiramoni/556ak7-or-or
ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি-০২
প্রতিযোগিতা মানেই ভিন্ন ভিন্ন ধরনের কিছু নতুনত্ব র সাথে পরিচিত হতে পারা। ইউনিক রেসিপি সবাই আলাদাভাবে তৈরি করার চেষ্টা করবে। সত্যিই এই ধরনের খাবার উপভোগ করতে রমজান মাসে সবাই চায়। অনেক ভালো একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tania69/5gbevw-or-or
এন্ট্রি নং-০৪, ধন্যবাদ আপু।
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ-
https://steemit.com/hive-129948/@samhunnahar/4jxqfk
এন্ট্রি নং-০৫
আমার অংশগ্রহণ
.jpg)
https://steemit.com/hive-129948/@fasoniya/2bxrj4-or-or
এন্ট্রি নং ০৬
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@johir65/3r8sgc
এন্ট্রি নং ০৭
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/3f4znp-or-or
এন্ট্রি নং -০৮
আমার অংশগ্রহণ

এন্ট্রি নং ০৯
"আমার বাংলা ব্লক" প্রতিযোগিতা- ৩৩।। মাছ, মাংস, চিংড়ি, আলু ও কুমড়া ফুলের চপের রেসিপি।।
এন্ট্রি নং ১০
https://steemit.com/hive-129948/@narocky71/33-or-or
এন্ট্রি নং ১১
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ। https://steemit.com/hive-129948/@parul19/5tkse4
এন্ট্রি নং ১২
আমার অংশগ্রহণ-https://steemit.com/hive-129948/@bristychaki/or
এন্ট্রি নং ১৩
আমার অংশগ্রহন ----https://steemit.com/hive-129948/@anisshamim/8m3sf
এন্ট্রি নং ১৪
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৩ এ আমার অংশগ্রহণ।
"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৩ ||| ফ্রাইড রাইস ও চিকেন ফিংগার ইয়াম্মি চপ।
এন্ট্রি নং ১৫
ধন্যবাদ ভাই।
https://steemit.com/hive-129948/@bdwomen/33-or-or
এন্ট্রি নং ১৬
https://steemit.com/hive-129948/@sadia7/33-or-or
আপনার এন্ট্রি নং ১৭
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ -
https://steemit.com/hive-129948/@pujaghosh/zy9sg
আপনার অংশগ্রহণ নং ১৮
আমার অংশগ্রহন।
https://steemit.com/hive-129948/@selina75/7ft1ce-or-or
আপনার অংশগ্রহণ নং ১৯
আমার অংশগ্রহ
অংশগ্রহণ নং ২০
আমার অংশগ্রহণ
এন্ট্রি নং ২১
https://steemit.com/hive-129948/@tasonya/33-or-or
এন্ট্রি নং ২২
https://steemit.com/hive-129948/@jamal7/33-or-or
এন্ট্রি নং ২৩
https://steemit.com/hive-129948/@nevlu123/bwnv7-or-or
এন্ট্রি নং ২৪
https://steemit.com/hive-129948/@shyamshundor/fg5cy-or-or
এন্ট্রি নং ২৫
https://steemit.com/hive-129948/@bristy1/3hecs1-or-or
এন্ট্রি নং ২৬
আমার অংশগ্রহণ।
এন্ট্রি নং ২৭
আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@joniprins/or-orfda93dfe5d329est
এন্ট্রি নং ২৮
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@ah-agim/52ucxr
এন্ট্রি নং ২৯
আমার অংশগ্রহণ
এন্ট্রি নং ৩০
https://steemit.com/hive-129948/@rahimakhatun/2mf2vl
আমার অংশগ্রহন।
এন্ট্রি নং -৩১