আবোল তাবোল জীবনের গল্প [ মানসিকতা ]

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে বেশ উৎকণ্ঠা ও উদ্বিগ্নের মাঝে আছি। কেন আছি সেটা হয়তো বলার প্রয়োজন নেই, কারন আমাদের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সবার জানা। কথা হলো সব জানার মাঝেও কিছু অজানা থাকা, পরিচিত বৃত্তও মাঝে মাঝে অনেক বেশী অপরিচিত হয়ে উঠে। আমি খুবই সাধারণ একজন মানুষ, কলেজ জীবন পার হওয়ার পর রাজনীতি হতে দূরে সরে গিয়েছিলাম, কারন রাজনীতি বিষয়টি এখন আর রাজনীতির মাঝে নেই এটা হয়ে গেছে নীতিহীন বৈশম্যের কার্যকলাপ। আমরা যতটা বেশী এসবের থেকে দূরে থাকতে পারি ততোটা সকলের জন্য মঙ্গল, তাইতো আমার বাংলা ব্লগে রাজনৈতিক লেখা নিষিদ্ধ।

হতে পারে মানসিকতার দিক হতে আমরা সবাই ভিন্ন, হতে পারে আদর্শের দিক হতেও আমরা সবাই ভিন্ন, হতে পারে ধর্মীয় দিক হতেও আমরা সবাই ভিন্ন, কিন্তু আমাদের একটা পরিচয় আছে, পুরো বিশ্ব কিন্তু আমাদের সেই পরিচয়ে চিনে থাকে আর সেটা হলো বাঙালী, বাংলা ভাষায় কথা বলি। আজকাল এই জায়গাটায়ও নোংরামি ঢোকে গেছে। এর জন্য কে দায়ী, শুধুই কি আমাদের সমাজ নাকি আমাদের মানসিকতাও এর জন্য দায়ী। আফসোস লাগে মাঝে মাঝে বিষয়টি নিয়ে, একটু চিন্তা করে দেখুন তো? আমাদের শৈশবটা কত সুন্দর ছিলো, কতটা বৈশম্যহীন ছিলো। আজকের সমাজে যত কিছু দেখা যাচ্ছে, শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও যত নোংরামি করা হচ্ছে তা কি ছিলো তখন?

সভ্যতা আমাদের হয়তো অনেক কিছু দিয়েছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু দিবে কিন্তু তাতে কি আমাদের কোন উন্নতি হবে? হ্যা, আপনি হয়তো খুব সুখের একটা ঢেকুর ছাড়তে পারবেন কিন্তু সেটা কি সত্যি প্রকৃত সুখের হবে? আভিজাত্য হয়তো ঠিকই প্রকাশ করতে পারবেন কিন্তু মানসিক প্রশান্তি নিয়ে সেটা করতে পারবেন? এটা আমরা কেউ চিন্তা করি না, চিন্তা করি না ভেতরের মানবিক সত্ত্বা কে নিয়ে? এই জায়গায় আমরা আটকে আছি, আটকে আছে আমাদের মানবিকবোধ ও বিশ্বাস। কেন জানি আমরা আটকে গেছি, আটকে গেছি নিজের লোভ ও নষ্ট মানসিকতার কাছে, যেখান হতে আমরা বের হতে চাইছি না এবং কোন প্রকার চেষ্টাও করছি না!

bird-7206444_1280.jpg

মাঝে মাঝে নিজেকেও খুব বেশী অসহায় মনে হয়, নিজের পরিচিত বৃত্তের মাঝেও খুব অসহায়বোধ করি, যখন কাছের এবং পরিচিত মানুষগুলোর এমন অন্যায় ও কুলষিত মানসিকতার নতুন উন্মোচন করি। সত্যি ভাবতেও কষ্ট লাগে, চারপাশের সুন্দর এই মুখগুলোর আড়ালেও এমন নষ্ট মানসিকতা থাকতে পারে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও এদের আচরণ এমন অদ্ভুত হতে পারে? মানবতার শ্লোগান তুলে আমরা অন্যের বিরুদ্ধে হাজার গালি দিতে দ্বিধাবোধ করি না, কিন্তু যখন সুযোগ আসে তখন আমরা নিজেরাই মানবতা ভুলে যাই, ভুলে যাই নিজের দেয়া সেই সকল শ্লোগানের কথা, নীতিবোধের কথা। অন্যায়ের সাথে নিজের সমাঝোতার মানসিকতা সব কিছুকে পাল্টে দেয় তখন, ভুলে যাই নিজের অতি আপনজন এবং কাছে থাকা মানুষগুলোর চেহারা।

আমরা পরিবর্তন চাই, উচ্চ আওয়াজে বার বার চিৎকার করি পরিবর্তন দরকার আমাদের। কিন্তু কখনো কি এটা চিন্তা করেছি পরিবর্তনটা আসবে কোথা হতে, শুরুটা করবে কে? সর্বদা আমরা চিন্তা করি সে বা তারা পরিবর্তন হোক আগে কিন্তু এটা কি কখনো বলেছি আমি পরিবর্তন হলাম, আমার চারপাশে থাকা পরিচিত মানুষগুলোকে পরিবর্তন করার দায়িত্ব নিলাম। এটা আমরা করতে রাজী নই বরং চিৎকার করে বলতে রাজী তোমরা পরিবর্তন হও, কি আজব এবং অদ্ভুত আমাদের সকল চাওয়া। কি অদ্ভুত আমাদের মানসিকতা, তুমি হলে ঠিক আছে কিন্তু আমি হলে মোটেও ঠিক নেই, এটাই সবার আগে পরিবর্তন করতে হবে, এই বৃত্তের মাঝ হতে বেরিয়ে আসতে হবে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62784.93
ETH 2465.43
USDT 1.00
SBD 2.63