আবোল-তাবোল জীবনের গল্প [ রেপুটেশন ]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? প্রশ্ন শুনতে শুনতে হয়তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন কিন্তু কি আর করার বলুন আমি মোটেও ক্লানবোধ করি না। আসলে ভালো থাকাটা বেশ কষ্টসাধ্য একটা বিষয় এখন। নিজে হয়তো সব সময় ভালো থাকতে পারি না, তাই আপনারা ভালো আছেন এই প্রত্যাশা ঠিক মতো করে যাই। একটা প্রবাধ কথা মনে পড়ে গেলো, কবিতার মতো আমরা সর্বদা পড়তাম এপাড়ের মানুষ বিশ্বাস করে নদীর উপাড়ের মানুষ অধীক সুখি। ঠিক তেমনি আমিও সর্বদা এটা মনে করি আপনারা আমার চেয়ে অধীক ভালো। আর দোয়াও করি আপনারা আপনাদের অবস্থানে সর্বদা ভালো এবং সুখি থাকুন। হয়তো আপনাদের সুখ বা ভালো থাকা দেখে নিজেকেও কিছুটা সুখি মনে হবে।

যাক সেসব কথা, কথা প্রসঙ্গে কথা আসতেই থাকবে। আমি আবার কথা শুরু করলে সহজেই থাকতে চাই না। না আমি না এটা আপনাদের ভাবি বলেন, বলে আমি নাকি বেশী কথা বলি এবং কথা শুরু করলে আর থামতে চাই না! দোষ গুন নাকি বউরা ভালো বিচার করতে পারে, তাহলে কেন যে মানুষ শুধু শুধু আদালতের দ্বারস্থ হয়ে টাকা পয়সা খরচা করে বুঝি না আমি, হি হি হি। সে বিষয়ে অন্য কোন দিন কথা বলবো, তাতে আপনারা নিশ্চিতভাবে কিছু হাসির খোরাক পাবেন, কারন এসব লেখার সময় আমি নিজেও হাসি এবং মজা পাই। পরে অবশ্য বউ এগুলো আবার রিপিট করে। আচ্ছা বলে রাখি আমার পোষ্টগুলো কিন্তু এখন আপনাদের ভাবি নিয়মিত পরে এবং মাঝে মাঝে সেগুলো নিয়ে খোঁচা দেয়। ভাগ্যিস ডিসকর্ডের খবর এখনো পায় নাই, না হলে বারোটা বাদ দিয়ে তেরোটা বাজিয়ে ছাড়তো, হি হি হি।

আজকে আবার আবোল তাবোল জীবনের গল্প নিয়ে কিছু কথা বলবো, অবশ্য শুরু করার আগেই শুরুতে অনেক কিছু বলে দিয়েছি। না সেটা আমার মূল উদ্দেশ্য ছিলো না, বরং আজকে কথা বলবো একটু ভিন্ন বিষয় নিয়ে আর সেটা হলো স্টিমিট জার্নি নিয়ে এবং এই ক্ষেত্রে আমাদের রেপুটেশন কতটা কার্যকর ভূমিকা রাখে সেটা নিয়ে। আমি যখন স্টিমিট প্লাটফর্মে কাজ শুরু করি তখন রেপুটেশন এর একটা দারুণ প্রভাব ছিলো। কারন তখন ছিল ডিঅ্যাপ এর রাজত্ব। কিন্তু সকল ডিঅ্যাপে আবার সকল ইউজাররা কাজ করতে পারতো না, এখানে একটা সীমাবদ্ধতা ছিলো। যেমন প্রথম আমি যখন ডিম্যানিয়াতে কাজ করতে যাই, সেখানে আমাকে একদমই এন্ট্রি নিতে দেয় নাই কারন তাদের রুলস ছিলো রেপুটেশন ৫০ এর নিচে হওয়া যাবে না। শুধুমাত্র যাদের রেপুটেশন ৫০ এর উপরে তারা ঐ প্লাটফর্মে কাজ করতে পারবে এবং ভালো সাপোর্ট এর প্রত্যাশা করতে পারবে। হ্যা, যাদের রেপুটেশন কম তারা পোষ্ট করতে পারতো কিন্তু সেগুলো কিউরেশনে যেতো না।

child-g993b6b4b2_1920.jpg

এটা নিশ্চয় বুঝে গেছেন, তখন ভালো কমিউনিটি কিংবা ভালো সাপোর্ট পেতে হলে রেপুটেশন কতটা ভূমিকা পালন করতো। আরো একটা বিষয় ছিলো সেটা হলো, অনেক কমিউনিটি ইউজারের অতীত রেকর্ড দেখতো, উল্টা পাল্টা কোন কাজ কিংবা খারাপ কোন রেডর্ক আছে কিনা? খারাপ রেকর্ড বলতে কপি-পেষ্ট, অন্যের কনটেন্ট চুরি করা কিংবা প্লাগারিজম করা ইত্যাদি। যদি সেটা থাকতো তাহলে তাদেরকে এড়িয়ে যাওয়া হতো এবং যত ভাল কন্টেন্টই তারা শেয়ার করুক না কেন, সাপোর্ট হতে বঞ্চিত হতো নিশ্চিতভাবে। সত্যি তখন নতুনদের কাজ করাটা দারুণ একটা চ্যালেঞ্জ ছিলো। আমার মনে আছে আমি প্রায় ২০-২৫টা কনটেন্ট শেয়ার করার পর প্রথম সাপোর্ট পেয়েছিলাম ডিটিউব হতে, কিন্তু তবুও তখন হাল ছাড়ি নাই।

কেউ কাজ শেখাতো না, সাপোর্ট করতো করতো না এবং সর্বোপরি কাজ করার ক্ষেত্রে কোন দিক নির্দেশনা দিতো না। বরং নিজ হতে সব কিছু শিখতে হতো, রেপুটেশন বৃদ্ধি করতে হতো এবং ভালো একটা অবস্থান তৈরীর মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হতো। বেশ চ্যালেঞ্জময় পরিবেশ ছিলো তখন। মাত্র ০.০৪ এর ভোটের জন্য রাত দুটোর সময় উঠে পোষ্ট করতাম। প্রায় তিন মাস সময় লেগেছিলো আমার রেপুটেশন ত্রিশ করার ক্ষেত্রে। তখন ০.৫০ এর ভোট ছিলো স্বপ্নের মতো আমাদের কাছে। আমরা ০.০২ অথবা ০.০৩ এর ভোট পেয়েই খুশি থাকতাম এবং আনন্দ নিয়ে পরের পোষ্ট করার দিকে মনোযোগ দিতাম। কতটা প্লাটে গেছে পরিবেশ, কতটা সুযোগ সৃস্টি করেছে আমার বাংলা ব্লগ। কিন্তু পাল্টায় নাই আমাদের মানসিকতা! সুযোগ দেয়া হয়েছে, কাগজ কলমে ক্লাস করানো হচ্ছে, তারপর ভালো সাপোর্ট নিশ্চিত করা হচ্ছে।

dried-up-g8563d9a60_1920.jpg

কিন্তু ফলাফলটা অনেকটা অনাকাংখিত হয়ে গেছে। আমরা ভবিষ্যতে ভালো সাপোর্ট পাবো এই আশায়, যেটা অনেকটাই অনিশ্চিত ছিলো তবুও নিজের রেপুটেশন এবং সুনাম ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতাম। আর বর্তমানের ইউজারারা এতো এতো সুযোগ পাওয়ার পরও তা কিভাবে নষ্ট করে! আমার বাংলা ব্লগের অনেক ভেরিফাইড ইউজার আছে যারা প্রায় ছোট খাটো অজুহাত দিয়ে পোষ্টের মান দারুণভাবে হ্রাস করে ফেলে, দুই-তিনটি পোষ্ট করেও সেটার রেভিউ করার নাম দিয়ে ফাঁকিবাজির পোষ্ট করে এবং নানাভাবে নিজের রেপুটেশন নষ্ট করে। আসলে মানুষ যত বেশী সুযোগ পায়, ততো বেশী তার অপব্যবহার করার চেষ্টা করে। সত্যি এই বাস্তবতাটা দারুণভাবে দেখেছি আমি স্টিমিট প্লাটফর্মে এসে।

হোক না একটা পোষ্ট কম, হোক না এই সপ্তাহে একটু কম সাপোর্ট, তাতে কি হয়েছে? খুব বেশী ক্ষতি কিংবা লসতো হয়ে যাবে না, এখানে লসের বা ক্ষতির তো কিছু দেখছি না। কেন আমরা যাই তাই করে একটা নিন্মমানের পোষ্ট তৈরী করি, কেন আমরা ৪-৫ পোষ্টের রিভিউ করার নাম দিয়ে ফাঁকিবাজির পোষ্ট করি। যেই পোষ্টগুলো মাত্র ৫/৭ দিন আগে শেয়ার করার হয়েছে, সেগুলো রিভিউ করার মানে কি? আসলে পোষ্ট করতেই হবে, রেপুটেশন নষ্ট হয় হোক, পোষ্টের মান হ্রাস পায় পাক, তাতে আমাদের কি? আমাদের তো দরকার সাপোর্ট বা ভোট!

আফসুস আমাদের মানসিকতা কতটা নষ্ট হয়ে গেছে, কোয়ালিটি হতে আমরা কতটা দূরে সরে যাচ্ছি! পরিবর্তন আসুক আমাদের চিন্তায়, ভিন্নতা প্রকাশ পাক আমাদের কাজে, এই প্রত্যাশা রেখে আজ শেষ করছি। অন্য কোন দিন ফিরে আসবো অন্য কোন বিষয় নিয়ে।

Image Taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ভাইয়া মাঝে মাঝে ভাল থাকি মাঝে মাঝে অসুস্থ থাকি যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একইরকম ।আপনি তো দেখছি ভাবীর চাপে ভালোই আছেন আপনার সব ধরনের কর্মকাণ্ডের পদক্ষেপ নেয়। ভাগ্যে ভালো ডিসকর্ডের পদক্ষেপ নেয়নি তাহলে মনে হয় যুদ্ধই বেধে যেত। যাইহোক, আপনি প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন আজকে রেপুটেশন নিয়ে আপনার জীবনের অতীত সম্পর্কে ভালো উদাহরণ দিয়েছেন ভাই। আসলেই প্রথম এর যে সফলতার চেষ্টা এই চেষ্টার কমতি থাকলে হয়তো এই পর্যন্ত আসা হতো না। তাই চেষ্টা কখনো বিফলে যায় না চেষ্টার সাথে সাথে নিজের সম্মান ক্ষমতার সঠিক ব্যবহার করা উচিত। যেটা এই প্লাটফর্মকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সব সময় আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যমূলক কথাগুলো মেনে চলার চেষ্টা করি।

 2 years ago 

হুম একদম ক্রাউন সিমেন্ট শতভাগ মজবুত, হা হা হা হ।

 2 years ago 

ভাগ্যিস ডিসকর্ডের খবর এখনো পায় নাই,

গোপন খবর তো নিজেই ফাঁস করে দিলেন। ভাবি এই পোস্ট পড়লে তখন কি হবে? ভাবি আপনার পোস্ট পড়ে জেনে ভালো হলো। আপনার নামে নালিশ করা যাবে তাহলে কমেন্টে😜।
ভাগ্যিস আপনার ওই যুগে স্টিমিটে ঢুকিনি। তাহলে তো এদিকে আর পা ই বাড়াতাম না। আমরা দাদার এই স্বর্ণযুগে ঢুকেছি। পোস্ট করার সঙ্গে সঙ্গে সাপোর্ট। আসলে দাদা নতুনদের জন্য এত বড় একটি সুযোগ তৈরি করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
রিভিউ পোস্ট গুলো কেন যেন আমারও ভালো লাগে না। আমি এতদিনেও আজ পর্যন্ত কোন রিভিউ পোস্ট করিনি। মন থেকে আসে না। আশা করি আপনার আজকের পোস্টটি পড়ে অনেকেই পোস্টের মান বৃদ্ধি করার চেষ্টা করবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

হুম, সৎ মানুষ বলে কথা বুঝতে হবে তো। আপনারা আসলে ভালো না, শুধু শুধু মানুষের নামে নালিশ দেন। আসলেই আপনারা স্বর্ণযুগে প্রবেশ করেছেন, এটা হলো ভাগ্য।

 2 years ago 

অন্তত নিজের মানসম্মানের জন্যে হলেও যাই হোক না কেনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ বিষয়টা ঠিক হজম হয়না আমার।আশা করি আমাদের ইউজাররাও বুঝতে পারবেন।

ভাবিকে ডিস্কোর্ড এ আনার আমন্ত্রণ জানালাম ভাই।🤓🫡

 2 years ago 

সুখে থাকলে ভুতে কিলায় তাই না? শুধু শুধু মানুষের ক্ষতি করার চিন্তা, ভালো হয়ে যান।

 2 years ago 

চমৎকার ভাই, নতুন করে বলুক জগতের একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এখন পর্যন্ত আমি কোন নিজের কষ্টের রিভিউ করিনি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী মাস থেকে মাসুয়ারি আমার পোস্টগুলোর রিভিউ করব। কিন্তু আপনার পোষ্টটি পড়ে সে ধারণাটা আমার পাল্টে গেল। এতে রেপুটেশন সমস্যা রয়েছে তা জানতাম না। তবে তাই যদি হয় তাহলে আমাদের প্রত্যেক ইউজারের উচিত এ ধরনের কন্টেইন থেকে বিরত থাকা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জ্বী, ভাই আপনি এটা করতে পারেন, যতগুলো কবিতা লিখেছেন সেটা নিয়ে একটা রিভিউ, যেমন দাদা করেছেন এবং আমি করেছি। কিন্তু এটা প্রতি সপ্তাহে করা মানে ভিন্ন কিছু।

 2 years ago 

ধন্যবাদ ভাই। তাহলে করব।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনার কথায় সব সময় কিছু উপদেশ থাকে যা আমাদের সকলের জন্যে অনেক প্রয়োজনিয়।
আসলে সত্যি বলতে যারা পারে তারা সব কিছুই পারে,
পোস্টের কোয়ালিটি ভালো আর খারাপে তাদের কিছু যায় আসে না। তবে আশা করছি আমাদের ইউজাররা অবশ্যই বুঝবে।
পোস্টের শুরুতেই কথাগুলো কিন্তু দারুন ছিল না হেসে পারা যায় না 😄😄

 2 years ago 

ফ্রিতে দেই তাই সমস্যা হয় না, আর ফ্রিতে না দিলে কেউ পড়তো না ভুলেও। আমিও আশা করছি সবাই বিষয়টির গুরুত্ব বুঝতে পারবে।

 2 years ago 

আপনি যে কোন বিষয় কে এত সহজ ভাবে উপস্থাপন করেন দেখে বেশ ভালো লাগে। শুরু টা এমন ভাবেই করলেন যেনো মনে হল নিজের কথা বলবেন। কিন্তু শেষটায় ঠিক আমাদের জন্যই বললেন।ধন্যবাদ।

 2 years ago 

ওভাবে শুরু না করলে শেষের অংশটুকু কেউ মনোযোগ দিয়ে পড়তো না, সেটা আমি জানি। ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া পোষ্টটি পড়ার সময় ভেবেছিলাম প্রথম অংশ নিয়ে কমেন্ট করবো। শেষের দিকে এসে দেখি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এত সুন্দর করে বুঝানোর পরও যদি কেউ ৪-৫টি পোষ্টের রিভিউ করার নাম দিয়ে ফাঁকিবাজির পোষ্ট করে রেপুটেশন নষ্ট করে তাহলে বুঝতে হবে লোভে পরে আমাদের মস্তিস্ক নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59274.98
ETH 2600.78
USDT 1.00
SBD 2.44