প্রকৃতি এবং আমাদের লোভী মানসিকতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। যদিও গরমের মাত্রা মাঝে মাঝে বেশ নাটক মঞ্চস্থ করছে। হঠাৎ বেড়ে যাচ্ছে আবার হঠাৎ হারিয়ে যাচ্ছে। যেমন গতকাল সারাদিনই আকাশ মেঘলা ছিলো কিন্তু গরমের মাত্রা অসহনীয় পর্যায়ে ছিলো, সুতরাং সূর্যের উপস্থিতি নিয়ে এখন আর খুব একটা মাথা ব্যথা হচ্ছে না বরং উষ্ণতার মাত্রা নিয়ে বেশী চিন্তা হচ্ছে। তবুও আশা করছি প্রকৃতি তার সুন্দর অবস্থা ফিরিয়ে আনবে এবং সব কিছু পুনরায় উপভোগ্য হয়ে উঠবে। কিন্তু তার জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে, সব কিছুকে নতুনভাবে সবুজে সবুজে ঢেকে দিতে হবে।

দেখুন কোন কিছুই কিন্তু আপনা আপনি হয় না, আজ প্রকৃতি যে তার ভিন্ন রূপ উপস্থাপন করছে সেটাও আমাদের কারনে। কারণ আমরা তার স্বাভাবিক অবস্থা নষ্ট করে দিয়েছি, সুন্দর ভারসাম্যটা হারিয়ে গেছে, তাইতো এখন এমন নিদারুণ নাটক মঞ্চস্থ করছে প্রকৃতি। সব কিছুরই একটা সীমা থাকে যখন সেটা অতিক্রম হয়ে যায় তখন আর তার স্বাভাবিক বিষয়টি থাকে না, প্রকৃতির ক্ষেত্রে তেমনটা হয়েছে। হয়তো সামনে আরো খারাপ অবস্থা আসবে এবং তার জন্য আমাদের আরো বেশী অসহ্যকর যন্ত্রণা ভোগ করতে হবে। কারন এতো কিছুর পরও আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করছি না, বরং আরো বেশী ভিন্ন মানসিকতার পরিচয় দিচ্ছি বা দেয়ার চেষ্টা করছি।

IMG_20240601_151440.jpg

এই তো কয়েক দিন আগেই ঘূর্ণিঝড় রিমেল চলে যাওয়ার পর প্রথম আলো পত্রিকায় পড়েছিলাম সুন্দর বনের ব্যাপক ক্ষতির কথা, তারপর আবার পড়েছিলাম সুন্দর বনের আসে পাশেই গড়ে তোলা হচ্ছে একাধিক রির্সোট, যেখানে চলছে জেনারেটর এবং এসি, যার প্রভাব কি হবে সেটা নিয়ে প্রথম আলো যেমন নিজেদের মতামত তুলে ধরেছে ঠিক তেমনি অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের মতামতও উপস্থাপন করেছে। দেখুন কেউ সেটার পক্ষে মতামত দেন নাই বরং সবাই আশ্চার্য হয়ে এর ‍বিপক্ষে মতামত তুলে ধরেছেন এবং ভবিষ্যৎ ক্ষতির ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু তবুও কি তাদের কাজ থেমে আছে? না নেই বরং নানা কৌশলে তারা উপরের মানুষগুলোকে ম্যানেজ করে নিচ্ছে।

IMG_20240601_151616.jpg

IMG_20240601_151619.jpg

তাহলে? এবার বলুন আমাদের প্রকৃত অবস্থানটি কি দাঁড়ালো? যার সুবাধে আমরা হাজার হাজার ঘূর্ণিঝড় কিংবা পকৃতির তাণ্ডব হতে রক্ষা পাচ্ছি কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতির হাত হতে বেঁচে যাচ্ছি, সেই সুন্দরবনের আমরা কতটুকু স্বাভাবিক অবস্থা ধরে রেখেছি কিংবা রাখার চেষ্টা করছি? এটাই বাস্তবতা আমরা কাজ করবো এক আর ফলাফল প্রত্যাশা করবো আরেক, আমাদের অবস্থা অনেকটাই দ্বিমুখী হয়ে গেছে। আমরা ফলাফল আশা করি খুবই ভালো কিন্তু তার জন্য যা করার প্রয়োজন তার কিছুই করতে রাজি নই। যেখানে আমাদের আরো বেশী সতর্ক হওয়ার কথা ছিলো সুন্দরবনের জন্য, আরো বেশী সোচ্চার হওয়ার দরকার ছিলো সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য, সেখানে বরং আমরা আরো বেশী লোভী হয়ে উঠছি। পরিবেশ তার নিজের মতো করে কিছুই করছে না বরং আমরা বাধ্য করছি এসব করতে।

IMG_20240601_151543.jpg

IMG_20240601_151602.jpg

পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়, চৈতন্য ফিরে আসুক আমাদের বিবেকের, তবেই যদি আমরা একটু বুঝদারের মতো কাজ করার সুযোগ পাই। আমরা প্রকৃতির ব্যাপারে যতক্ষন পর্যন্ত না সচেতন হচ্ছি, প্রকৃতির সুন্দর ও সজীব পরিবেশ ধরে রাখার চেষ্টা করছি, ততোক্ষণ পর্যন্ত বর্তমান পরিস্থিতির কোন উন্নতি হবে না। হয়তো সামনে আরো হাজার হাজার রিমেল এর মুখোমুখি হতে হবে আমাদের, প্রকৃতির নিদারুণ তাণ্ডবে আরো বেশী প্রিয় মানুষের নিরব যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের এবং প্রকৃতির কাছে নিজেদের আত্মসমর্পণ করতে হবে। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি, আর দিন শেষে প্রকৃতির গোষ্ঠি উদ্ধার করছি।

IMG_20240601_151455.jpg

IMG_20240601_151516.jpg

তারিখঃ জুন ০১, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

আমার মনে হয় আমাদের লোভী মানসিকতা কখনও ঠিক হওয়ার নয় ভাইয়া। দিন যতই যাবে ততই আমাদের লোভী এবং ব্যবসায়িক মানসিকতা বেড়েই যাবে। আপনি বেশ যুক্তি দিয়ে কিছু কথা বললেও এখন আর এমন কথা শোনার মত কেউ নেই। সবাই যেন অর্থের কাছে বন্দী হয়ে আছে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 20 days ago 

বেশিরভাগ মানুষের মন-মানসিকতা একেবারেই নিকৃষ্ট। চোখের সামনে প্রকৃতির এমন শোচনীয় অবস্থা দেখেও আমাদের হুঁশ হয় না। আমরা আসলে প্রচন্ড স্বার্থপর হয়ে গিয়েছি। নয়তোবা লোভ আমাদেরকে এতোটা গ্রাস করতে পারতো না। আমি মাঝেমধ্যে ভাবি যে,আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60723.46
ETH 3353.68
USDT 1.00
SBD 2.51