অনুভূতির গল্প- হৃদয়ের টানে কলকাতা (পর্ব-১৮)

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। যদিও গরমের মাত্রা পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন আগের রূপে আর গরম বৃদ্ধি পাওয়া মানেই জীবন যাত্রার স্বাভাবিক মান বাধাগ্রস্থ হওয়া। তাই গরমের পুরনো রূপ ফিরে আসাটা কারোর কাছেই কাম্য হতে পারে না। যাইহোক, কলকাতা ভ্রমণের সবগুলো স্মৃতি মানে ফটোগ্রাফি এখনো শেয়ার করা হয়ে উঠেনি, অনেক ফটোগ্রাফি এখনো রয়েগেছে। তাই মাঝে মাঝে চেষ্টা করছি একটু একটু করে শেয়ার করার জন্য। আজকে কলকাতা ভ্রমণের ১৮তম পর্ব শেয়ার করবো আর এগুলোও ইন্ডিয়ান মিউজিয়ামের ফটোগ্রাফি। আজকে বন্য প্রাণীদের ভিন্ন ভিন্ন কিছু দৃশ্য শেয়ার করবো।

এখানে একটা কথা অবশ্যই বলবো সেটা হলো, এই দৃশ্যগুলো শুধুমাত্র দেখার জন্যই নয়। এগুলো মিউজিয়ামের মাঝে রাখার অন্যতম একটা উদ্দেশ্য হলো প্রাণীগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানার সুযোগ তৈরী করে দেয়া। দেখুন প্রতিটি প্রাণীর সাথে একটা লেভেল সংযুক্ত রয়েছে। যেখানে বিভিন্ন তথ্য সংযুক্ত রয়েছে এবং যার মাধ্যমে প্রাণীটির সম্পর্কে খুব সুন্দর এবং সুস্পষ্ট ধারণা নেয়া যেতে পারে। সুতরাং আমরা হয়তো অনেকেই মনে করি মিউজিয়ামে যাওয়া মানে ফটোগ্রাফি করা। কিন্তু আসলেই সেটা না, বরং অতীত ঐতিহ্য ও ভিন্ন ভিন্ন কিছু সম্পর্কে অজানা অনেক তথ্য জানার সুযোগ নেয়া। তবে সময়ের অভাবে আমরা সেই সুযোগটি নিতে পারি নাই, শুধু ফটোগ্রাফি করেই ফিরে এসেছি।

IMG_20230326_163445.jpg

IMG_20230326_163500.jpg

IMG_20230326_163508.jpg

আর হ্যা, প্রাণীদের এই ফসিলগুলো সত্যি দুর্দান্ত ছিলো, এতোটা নিখূঁত এবং সুন্দরভাবে সেগুলোকে উপস্থাপন করেছে, দেখেই মনে হবে এগুলো একদম জীবন্ত। যদিও এগুলো ধরা বা ছোঁয়ার কোন সুযোগ নেই। তবে আমরা লক্ষ্য করেছি, অনেকেই তাদের সাথে থাকা ছোটদের প্রাণীগুলো সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করছেন, যাতে এগুলো দেখেই তারা বুঝতে পারে এগুলো কোন ধরনের প্রাণী এবং সেগুলোর অস্তিত্ব কোথায় কোথায় রয়েছে। এটা অবশ্যই ভালো একটা দিক, মিউজিয়ামে যাওয়া মানে জ্ঞানের পরিধি বৃদ্ধি করার সুযোগ।

IMG_20230326_163518.jpg

IMG_20230326_163528.jpg

IMG_20230326_163610.jpg

IMG_20230326_163616.jpg

তবে আমরা এই দৃশ্যগুলো দেখার সময় কিছুটা বাহাসে জড়িয়ে গিয়েছিলাম, এটা নিয়ে যে এগুলো কৃত্রিম নাকি বাস্তব। বেশ কিছুটা সময় এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি তারপর একটা সময় আমরা বুঝতে পারি যে আমাদের সময় নষ্ট হচ্ছে, তাই বিয়ষটি এখানেই রেখে আমরা সামনে এগিয়ে যাই। সত্যি বলতে এগুলো প্রথম দেখায় যে কেউ চোখ বন্ধ করেই বলবে যে এগুলো সবই বাস্তব।

IMG_20230326_163536.jpg

IMG_20230326_163548.jpg

IMG_20230326_163559.jpg

তর্ক বিতর্কের সাথে বেশ কিছুটা সময় আমরা ভিন্নভাবে উপভোগ করেছিলাম। সত্যি বলতে আমাদের মাঝে যে একটা তাড়া ভাব ছিলো কিছু সময়ের জন্য সেটা উধাও হয়ে গিয়েছিলো এবং আমরা দৃশ্যগুলোর সামনে দাঁড়িয়ে বেশ উপভোগ করার চেষ্টা করতেছিলাম। আসলেই এই জাতীয় মিউজিয়ামে গেলে অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাওয়া উচিত, যাতে সব কিছু দারুণভাবে উপভোগ করার সুযোগ পাওয়া যায়।

IMG_20230326_163621.jpg

IMG_20230326_163629.jpg

তারিখঃ মার্চ ২৬, ২০২৩ইং।
লোকেশনঃ ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হৃদয়ের টানে কলিকাতা ভ্রমনের ১৯তম পর্বে এসে আপনি তো দেখছি দারুন সব বন্য পশুর ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন। কলিকাতার মিউজিয়াম গুলোতে যে সন্দুর করে পশু গুলোর লেভেল করে দেওয়া হয়েছে সেটা তো আর আমাদের দেশের জাদুঘরে নেই।যদিও আমি পশুপাখি তেমন একটা চিনি না। তবুও আজ আপনার পোস্টের মাধ্যমে অনেক পশুপাখির বিষয়ে আজ জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর করে কলিকাতা হতে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের জন্য করে আনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

হৃদয়ের টানে কলকাতা মিউজিয়ামে গিয়ে বেশকিছু প্রানীর ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া।চমৎকার লাগলো ফটোগ্রাফি গুলো। আপনি ঠিকই বলেছেন মিউজিয়ামে শুধু ফটোগ্রাফি করার জন্য এসব প্রানী রাখা হয়নি।এসব প্রানীর বর্ননা পড়ে আমাদের এই প্রানী সম্বন্ধে ধারনা নেয়া জরুরি।এ ধরনের মিউজিয়ামে গেলে হাতে সময় নিয়ে যেতে হয়।অনেক ধন্যবাদ ভাইয়া মিউজিয়ামের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66740.62
ETH 3336.11
USDT 1.00
SBD 2.72