দেশী ছোট মাছের ঝোল ঝোল রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG20231027124048_01.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় মানুষগুলোকে পাশে নিয়ে শীতের সজীব প্রকৃতির মাঝে বেশ চঞ্চল আছেন। সুন্দর পরিবেশে মাঝে প্রিয় মানুষগুলো সুন্দর থাকলেই হৃদয়ের চঞ্চলতা বেড়ে যায়। ভালোবাসাতো এটাকেই বলে প্রিয় মানুষগুলোর ভালো থাকা কিংবা তাদের হাসিমুখ হৃদয়ের মাঝে শীতলতা তৈরী করে। যদিও দিন দিন সেই সুযোগটা হারিয়ে যাচ্ছে এক অনাকাংখিত পরিবেশের কারনে। কারন আজকাল আবার মানুষের মাঝে কথা হজম হয় না। আমরা ছোট বেলায় শুনেছি সবার নাকি সব কিছু হজম হয় না, তখন ভাবতাম এটা বোধহয় খাওয়া প্রসঙ্গে বলছে কিন্তু না বড় হওয়ার পর বুঝলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিলো।

কারন এই হজম খাওয়া জাতীয় কিছুর হজমের কথা বলে নাই বরং কথা প্রসঙ্গে বলেছে। গোপন বা ভেতরের কোন কথা সবাইকে বলতে নেই তাতে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়ে যেতে পারে। কারন আপনি আপন ভেবে যাকে মনের কথা বলছেন, সেই আপনার মনে আয়না মুহুর্তের মাঝে ঢিল ছুড়ে ভেঙ্গে ফেলতে পারে। আপনার গোপন কথা আর গোপন থাকবে না, কারন তার হজমের সমস্যা আছে। তাই এই গোপন কথা যার তার কাছে ব্লাষ্ট হয়ে যেতে পারে। থাক সেসব কথা, যদি আবার আপনাদের বদ হজমের সমস্যা থাকে হা হা হা। তবে আমি এই দিক হতে ভালো আছি, কথা বাদ দিয়ে খাবার তৈরীতে বেশী মনোযোগ দিচ্ছি, যেখানে কোন রিস্ক নেই হি হি হি । চলেন তাহলে আজকেও একটা স্বাদের রেসিপি দেখি-

IMG20231027120107_01.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • দেশী ছোট মাছ
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • আদা রসুন পেষ্ট
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

IMG20231027120140_01.jpg

IMG20231027120157_01.jpg

IMG20231027120541.jpg

প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20231027120558.jpg

IMG20231027120642_01.jpg

IMG20231027120720_01.jpg

তারপর সকল মসলার সাথে হালকা পানি দিয়েছি এবং তারপর টমেটো স্লাইস দিয়ে কষা করার চেষ্টা করেছি কিছু সময় রান্না করে।

IMG20231027121045_01.jpg

IMG20231027121058_01.jpg

IMG20231027121146_01.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে পরিস্কার করে মাছগুলো দিয়েছি তারপর ঝোলের জন্য পানি দিয়ে কিছু সময় রান্না করেছি।

IMG20231027122923.jpg

IMG20231027122948_01.jpg

IMG20231027123848_01.jpg

ঝোলের পরিমান কমে আসলে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি, অল্প কিছু সময় পর নামিয়ে নিয়েছি।

IMG20231027124038_01.jpg

ব্যস হয়ে গেলো আজকের স্বাদের ঝোল ঝোল দেশী মাছের সেরা রেসিপি। দেশী মাছের যে কোন তরকারি সব সময়ই সেরা কিছু মনে হয়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 5 months ago 

পোস্টের ১ম দিককার কথা মতো কারো অমন বদহজম থাকলে লেখাগুলো পড়ে কিন্তু খুব কষ্ট পাবে আবার।🤓
রান্নাটা যা ইয়াম্মি লাগছে,আম্মু নেই তাই কতোদিন এমন রান্না খাই না।

 5 months ago 

আসলে ভাইয়া ঠিকই বলেছেন মানুষের খাবার যতটা তাড়াতাড়ি হজম হয় কথা কিন্তু অত সহজে হজম হয় না। যেকোন ভাবেই বদ হজম হয়ে যায়। যাই হোক আপনার আজকের ছোট মাছের রেসিপিটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। দেখে কিন্তু সত্যি লোভ লেগে গিয়েছে। দারুন হয়েছিল খেতে বুঝতেই পারছি ।এত লোভনীয় খাবার শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

হুম মাঝে মাঝে তো বমিও করে দেয় হা হা হা। ছোট মাছের রেসিপিগুলো সর্বদাই স্বাদের হয়ে থাকে। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

কথা ঠিক অনেকের হজমের সমস্যা থাকে।সব কথা শুনে পেটে হজম করতে পারে না।আমি কিন্তু পারি।আমার আবার হজম শক্তি ভীষণ ভালো। যাই হোক শীতের সময়টাতে যেকোনো মাছ রান্না করলে খেতে ভীষণ মজার হয়।টমেটো আর ধনিয়া পাতা দেয়াতে তরকারির স্বাদ বহুগুন বেড়ে যায়। আপনার রান্না করা মাছের রেসিপি বেশ লোভনীয় লাগছে। খেতেও খুব মজার হয়েছিল আশা রাখি।ধন্যবাদ ভাইয়া দারুণ মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 5 months ago 

সেটা কিন্তু আমি জানি আপু। আপনার হজমের কোন সমস্যা নেই। হি হি হি

 5 months ago 

দুই জনকেই চেক করতে হবে কতটা হজম শক্তি আছে, দুইজনকে তিনটি দশলক্ষ্য টাকার চেক দেয়া হবে কিন্তু চেক করার পর, হি হি হি।

 5 months ago 

ভাইয়া হি হি হি

 5 months ago 

একেবারে সত্য কথা বলেছেন ভাইয়া। আজকাল আর কাউকেই যেন বিশ্বাস হয় না। সবাই কেমন যেন কথা লাগাতে ওস্তাদ। যেমন আপনি ওস্তাদ লোভনীয় রান্নায়। আর তাই তো আজও একটি লোভনীয় রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেলেন। এমন করে ঝোল ঝোল করে ছোট মাছ রান্না করে খেতে কিন্তু বেশ দারুন লাগে। তবে আপনার রেসিপিটি কিন্তু বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

বদ হজমের সাথে প্রতিশোধেরও একটা বিষয় আছে, কোন কিছুতে না পারলেই কথাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। ধন্যবাদ

 5 months ago 

ভাই গোপন কথা বর্তমানে কাউকে বিশ্বাস করে শেয়ার করা ঠিক না। কারণ কোনো কারণে মনোমালিন্য হলেই, ফাঁস করে দেয়। তখন তো বিরাট ঝামেলার সৃষ্টি হয়। তাই বর্তমান প্রেক্ষাপটে গোপন কথা মনের মধ্যেই চাপা দিয়ে রাখা ভালো। যাইহোক দেশী ছোট মাছের ঝোল রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে ভাই। দেশী ছোট মাছ খাওয়ার মজাই আলাদা। রেসিপির কালারটা ও চমৎকার এসেছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন। সব গোপন কথা সবাইকে বলা ঠিক না।তাকে বিশ্বাস করে কোন গোপন কথা বললে সেও একদিন সেটা ব্লাস্ট করে দিবে।যাইহোক আপনার ঝোল ঝোল রেসিপি দেখে লোভ লেগে গেলো। আপনি রেসিপি টি দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

কিছু কিছু মানুষ আছে যাদের পেটে কখনোই কথা হজম হয় না। তারা অন্য কাউকে বলতে পারলেই বেঁচে যায়। আর সেসব মানুষের থেকে দূরে থাকাই ভালো। মন খুলে যদি তাদের সাথে কথাই না বলা যায় তাহলে কি দরকার কথা বলার। যাইহোক ভাইয়া আপনি দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে দারুন হয়েছে।

 5 months ago 

দেশি ছোট মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আসলে দেশি ছোট মাছের রেসিপি গুলো খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। এত সুস্বাদু আম্মাজানের রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69183.52
ETH 3807.87
USDT 1.00
SBD 3.71