প্রকৃতির প্রতি যত অবহেলা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরিবেশটা একটু মিশ্র ধরনের এখন, কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে আবার কখনো মিষ্টি রোদের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, তাই ভালো-মন্দের বিষয়টি এখন খুব একটা নিশ্চয়তার সাথে কেউ বলতে পারবেন বলে মনে হচ্ছে না। যদিও পরিচিত অনেকের কাছেই অসুস্থতার কথা শুনছি। এটা যে পরিবেশগত কারণে হচ্ছে সেটা নিয়ে নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আসলে পরিবেশ কিংবা প্রকৃতি অনেক আগেই পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা বেশ কয়েক বছর যাবত দারুণভাবে উপলব্ধি করতে পারছি। হয়তো সামনে সেটা আরো কঠিনভাবে বুঝতে পারবো। তবে যদি এখন হতে সেই বিষয়ে প্রস্তুতি না নেই, তাহলে বারোটা বেজে যাবে আমাদের।

প্রস্তুতি মানে প্রকৃতির একটু যত্ন নেয়া, পরিবেশের দিকে একটু খেয়াল রাখা। দেখুন যত্ন নেয়ার বিষয়টি একদমই মানসিক, এখানে টাকা পয়সা খরচ করার কোন বিষয় নেই। তবে যেটার প্রয়োজন সেটা হলো মানসিকতার পরিবর্তন এবং যথাযথ সচেতনতা। আপনি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই অনাকাংখিতভাবে উঠতি বয়সি একটা গাছকে ধাক্কা মেরে ফেলে দিলেন মানে পা দিয়ে একটা শট মারলেন অথবা হাত দিয়ে উপরের ডালটা ভেঙ্গে দিলেন। এতে হয়তো আপনার কোন লাভ হলো না, কথা প্রসঙ্গে কিংবা অন্যমনস্ক হয়ে সেটা করে ফেলেছেন। তাতে ক্ষতি যা হবার সেই গাছটির হলো এবং তার সাথে সাথে আমাদের পরিবেশেরও ক্ষতি হয়ে গেলো।

IMG_20240405_100827.jpg

আমরা প্রায় এমনটা করে থাকি, বিশেষ করে শহরের সড়কগুলোর মাঝে প্রতি বছর অসংখ্য গাছের চারা রোপন করা হয়ে থাকে, এগুলো কাংখিতভাবে বেড়ে উঠতে পারে না শুধুমাত্র আমাদের এই নষ্ট মানসিকতার কারনে, আমাদের এই অসচেতন অবস্থার কারনে। কোন কারন নেই, দুই বন্ধু মিলে গল্প করছে কিন্তু তার সাথে সাথে গাছের পাতাগুলো টেনে টেনে ছিড়ছে, কথার ফাঁকে ফাঁকে মজা করে গাছের ডালগুলো ভেঙ্গে ফেলছে। সরকার প্রতিবছর মেলা টাকা খরচা করে এই গাছগুলো রোপন করে থাকে, কিন্তু তাতে খরচ হওয়া ছাড়া কাজের কাজ কিছুই হয় না আমাদের কারনে। আপনি একটু দেখার চেষ্টা করুন, গাছের কাণ্ডটা ঠিক দাঁড়িয়ে আছে কিন্তু তাতে কোন ডাল কিংবা পাতা নেই, কেন নেই? আমাদের অনাকাংখিত মানসিকতার কারনে।

IMG_20240405_100412.jpg

IMG_20240405_100448.jpg

আমরা যে বুঝি না সেটা কিন্তু নয়, বরং আমরা এখানে সচেতন নই, অনিচ্ছায় এসব করছি সেটাও নয় বরং অন্যমনস্ক হয়ে এসব করছি। তাইতো বলেছিলাম আমাদের মানসিকতার পরিবর্তন জরুরী, যদি সেটা করতে পারি তাহলে হয়তো পরিবেশটা ঠিক রাখা সম্ভব হবে না হলে ঐ যে বললাম গরমের তীব্রতায় শুধু বারোটা নয় বরং তেরোটাও বেজে যেতে পারে। কারন এই বার যে গরম সহ্য করেছি, প্রতিদিন দুইবার গোসল করেও শরীরের তাপমাত্রা হ্রাস করতে পারি নাই, সামনের বছর যে কয়বার গোসল করতে হয় সেটা আল্লাহই ভালো জানেন।

IMG_20240405_100452.jpg

IMG_20240405_100821.jpg

তাই আসুন একটু চেষ্টা করি, শুধু সতেচন হলেই চলবে না গাছগুলো যেন সুন্দর ও নিরাপদভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। পারস্পরিক সুন্দর একটা বন্ধন তৈরীর মাধ্যমে সবুজ গাছ ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। আর হ্যা, আরো একটা কাজ আমরা করতে পারি সেটা হলো নিজের বাড়ির চারপাশটা সবুজ করার দায়িত্ব নিজ নিজ অবস্থান হতে গ্রহণ করতে পারি এবং সবুজ পরিবেশের যাত্রা এখন হতেই শুরু করতে পারি।

IMG_20240405_100823.jpg

IMG_20240405_100903.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last month 

সত্যিই প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে কিন্তু তার জন্য মানুষেরাই দায়ী।আর এখন ভোগান্তির শিকারও মানুষেরাই হচ্ছে।আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন ভাইয়া।রাস্তার গাছগুলো যত্নে লাগানো হলেও বেড়ে ওঠার সুযোগ পায় না।তাই বাড়িতেই সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে, ধন্যবাদ আপনাকে।

 last month 

ঠিক, আমাদের দোষে এখন আমরা নিজেরাই ভোগছি। অনেক ধন্যবাদ

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি শিক্ষামূলক পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে প্রকৃতিকে পরিবর্তন ঘটানোর সবথেকে বড় দায়ী হচ্ছে মানুষ। আসলে এখন আমাদের পরিবেশ বাঁচিয়ে প্রকৃতিকে আবারো সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের প্রকৃতির প্রতি যত্ন নেওয়া উচিত। আপনি অনেক সুন্দর ভাবে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন যেগুলো পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লেখার জন্য।

 last month 

প্রকৃতি ঠিক থাকলেই আমরা ঠিক থাকতে পারবো অন্যত্থায় নয়। ধন্যবাদ

 last month 

আসলেই আমাদের অসচেতনতার কারণে অনেক গাছ বড় হতে পারে না। আমরা প্রকৃতির প্রতি সত্যিই অনেক অবহেলা করি। তারই ফলশ্রুতিতে আমরা এখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রকৃতি আমাদের উপর চরমভাবে প্রতিশোধ নিচ্ছে। এখন থেকে আমরা যদি প্রকৃতির ব্যাপারে সচেতন না হই, তাহলে সামনে হয়তোবা পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন ভাই। সবমিলিয়ে পোস্টটি দারুণ লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60767.97
ETH 2352.24
USDT 1.00
SBD 2.51