ডিম দিয়ে পটলের দোলমা রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। যদিও এই মুহুর্তে চারপাশের অবস্থা খুব একটা ভালো না, কারন ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন বেশ খারাপ হয়ে আসছে। সরকার বাধ্য হয়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগির জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি করছে। আসলে এতো বেশী ডেঙ্গু রোগি ভর্তি হচ্ছে যে, হাসপাতালগুলোও সেগুলো ঠিক মতো সামাল দিতে পারছেন না। এইতো সেদিন পত্রিকায় পড়লাম, ডেঙ্গুতে আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর ডাক্তারদের সাথে তর্কে জড়িয়ে বাবা জেলে। চিন্তা করে দেখুন কি মর্মান্তিক ঘটনা, সত্যি পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে আমাদের।

IMG20230619134004.jpg

আসলে আমাদের চারপাশের যে নির্মম অবস্থা এবং আমরা দিন দিন যতটা অসচেতন হয়ে উঠছি তাতে এই রকম পরিস্থিতি হওয়ারই কথা ছিলো। সিটি কর্পোরেশনের অভিযানে সেটা বেশ ভালো ভাবেই প্রকাশ পাচ্ছে, কম বেশী প্রতিটি বাড়িতেই ডেঙ্গুর লাভা পাওয়া যাচ্ছে। এমনকি আমার অফিসের বসের বাড়িতে গিয়েও দশ হাজার টাকা জরিমানা করে আসছে। এই খবরগুলো পড়লেই বুঝা যায় আমরা কতটা সচেতন রয়েছি। সুতরাং এই রকম কঠিন পরিস্থিতি হওয়ারই কথা এবং এগুলো আমাদের নিজেদের সৃষ্টি। তাই আসুন একটু সচেতন হই এবং নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।

যাইহোক, আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো। যদিও এটা আমার প্রথম এই জাতীয় রেসিপি। খালি দোলমা আর দোলমা কথা শুনি। তাই রেসিপি করার মনস্থির করেই ফেললাম, অবশ্য এই রেসিপির ক্ষেত্রে আপনাদের ভাবি আমাকে হেল্প করেছে, আসলে প্রথমবার কোন রেসিপি করার ক্ষেত্রে ভালো পার্টনার না থাকলে সাহস ধরে রাখাটা মুশকিল হয়ে যায়, হি হি হি। তাই প্রথমবার ডিম দিয়ে তৈরী করলাম পটলের দোলমা, চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20230619124838---.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • পটল
  • ডিম
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া গুড়া
  • আদা রসুন পেষ্ট
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20230619122205.jpg

IMG20230619124137.jpg

IMG20230619125031_BURST001_COVER.jpg

প্রথমে পটলগুলো পরিস্কার করে নিয়েছি তারপর মুখের উপরের অংশ কেটে নিয়ে ভেতরের অংশগুলোকে চামচ দিয়ে বের করে নিয়েছি। এরপর হালকা হলুদ ও মরিচ গুড়া দিয়ে সেগুলোকে মাখিয়ে নিয়েছি।

IMG20230619125100.jpg

IMG20230619125326.jpg

IMG20230619125655.jpg

তারপর একটা বাটিতে দুটো ডিম ভেঙ্গে নিয়েছি তার সাথে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি, আদা রসুন পেষ্ট সহ সকল মসলা ও লবন দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি।

IMG20230619125855.jpg

IMG20230619130547.jpg

তারপর খালি পটলগুলোর মাঝে সেগুলোকে ভরে নিয়েছি এবং তারপর মুখের উপরের অংশটি টুথপিক দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি।

IMG20230619130736.jpg

IMG20230619131103.jpg

IMG20230619131947.jpg

এরপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং পটলগুলো সেটায় দিয়ে উভয় পিঠ ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি।

IMG20230619132205.jpg

IMG20230619132430.jpg

IMG20230619133009.jpg

তারপর সেই তেলে পুনরায় পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা রসুনসহ সকল মসলা দিযেছি এবং কিছুটা সময় নিয়ে সেগুলোকে কষা করে নিয়েছি।

IMG20230619133043.jpg

IMG20230619133148.jpg

IMG20230619133807.jpg

তারপর ভেজে রাখা পটলগুলো কষানো মসলায় দিয়ে মিক্স করে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। মসলা কিছুটা শুকিয়ে আসলে সেগুলোকে নামিয়ে নিয়েছি।

IMG20230619134018.jpg

ব্যস হয়ে গেলো আজকের পটলের দোলমা ডিম দিয়ে, সত্যি প্রথমবার করলেও খেতে বেশ স্বাদের হয়েছিলো। পরের বার চিকেন দিয়ে করবো ডাবল স্বাদের জন্য হি হি হি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

আসলে ডেঙ্গু রোগীর পরিমাণ কিন্তু এখন অতিরিক্ত বেড়ে গিয়েছে, আর বেশিরভাগ হসপিটালে তো এখন শুধু ডেঙ্গু রোগী রয়েছে। আসলে আমি তো আমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি যেন বাড়ির আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ নিজেরা যদি সচেতন না হই তাহলে নিজেদেরই অনেক বড় ক্ষতি হবে। তাই আমি চেষ্টা করছি যত বেশি সচেতন হওয়া জরুরী তত বেশি সচেতন হতে। আপনিও এবং আপনার ফ্যামিলি ও সব সময় সচেতন থাকবেন। ডিম দিয়ে পটলের দোলমা রেসিপি কখনো খেয়েছিলাম বলে মনে হচ্ছে না। তবে আপনার রেসিপিটা দেখে জিভে জল চলে আসলো। ভাবি তোর সাহায্য করবেই কারণ একা একা তো করা সম্ভব না। মাঝে মধ্যে আমাদেরকে দাওয়াত দিতে ভুলবেন না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে এখন দিনে দিনে ডেঙ্গু রোগী অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন তো এই অসুস্থতা বেশিরভাগ জায়গায় দেখা দিচ্ছে। আসলে আমাদের এই বিষয়ে প্রতি অনেক বেশি সচেতন হওয়া জরুরী। আমরা যদি সচেতন হই তাহলে সবকিছু ঠিক থাকবে। আমাদের উচিত আমাদের বাড়ির আশেপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তবেই আমরা সুস্থ থাকব। যাই হোক ভাইয়া আপনি তো দেখছি ডিম দিয়ে পটলের বেশ মজাদার দোলমা রেসিপি তৈরি করেছেন। ভাবি তাহলে সাহায্য করেছিল। মনে হচ্ছে রেসিপিটা খুব মজা করে খেয়েছিলেন।

 last year 

বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। আসলে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পাব সেটা হয়তো কেউ জানিনা। তবে আমরা যদি আগে থেকেই সচেতন হতাম এবং এই বিষয়গুলো নিয়ে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করত তাহলে আর এরকম ভয়াবহ রূপ দেখতে হত না। কত মা তার সন্তানকে হারাচ্ছে আর কত মানুষ তার প্রিয়জনকে হারাচ্ছে এসব দৃশ্য দেখলে সত্যি অনেক খারাপ লাগে। যাইহোক ভাইয়া পটল দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। যদিও এভাবে কখনো পটল আর ডিম দিয়ে দোলমা তৈরি করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখে অনেক ভালো লেগেছে।

 last year 

ডেঙ্গুতে দেশের মানুষের অবস্থা অনেক নাজেহাল। ইতিমধ্যে ঢাকা শহরের ১১টি এলাকা কে রেড জোন হিসাবে ঘোষণা করেছেন সরকার। কিন্তু ডেঙ্গুর প্রার্দুভাব যেন কমছেই না । বরং আরো অনেক বেড়ে যাচ্ছে। হাসপাতালগুলোর অবস্থাও বেশ খারাপ। কোথাও কোন সিট পাওয়া যাচেছ না। আর এত এত মন খারাপের সময় বেশ লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনি আমাদের কাছে চলে আসলেন। বেশ সুন্দর এবং অসাধারণ একটি রেসিপি। আমার তো মনে হচ্ছে খেতেও বেশ স্বাদের ছিল আজকের রেসিপি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আসলেই ভাই ঢাকার অবস্থা খুবই খারাপ ডেঙ্গু এমনভাবে ছড়িয়ে পড়েছে যে হাসপাতালে জায়গা হচ্ছে না। আমার এক বন্ধু ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে চলে এসেছে। যাইহোক, ইনশাল্লাহ সবাই ডেঙ্গু থেকে মুক্তি পাবে সেই দোয়াই করি। তাছাড়া ডিম দিয়ে পটলের দোলমা রেসিপি তৈরি দারুন ছিল। আপনি তো সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারেন ভাই।

 last year 

সত্যি বলতে যে কোন পরিস্থিতিতে সচেতন হলেই সেটার সমাধান পাওয়া সম্ভব। তবে আমরা বাঙালিরা সচেতন নই।যাই হোক ঐ প্রসঙ্গ বাদ থাক। ডিম দিয়ে পটলের দোলমা রেসিপি আজকেই প্রথম দেখলাম আর যেহেতু ডিম আর পটলের কম্বিনেশন সেহেতু খেতে যে বেশ মজা হবে এতে কোন সন্দেহ নেই। একদম ভর দুপুরবেলায় রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন ভাইয়া।

 last year 

প্রথমবারেই আপনি সফল হয়ে গেলেন। অসাধারণ রেসিপি হয়েছে তা বুঝাই যাচ্ছে। খেতে পারলে একটু ভালো লাগতো ভাইয়া। এভাবে অসাধারণ রেসিপি তৈরি করা যায় তা আমি কখনো ভাবতে পারিনি। যাইহোক তেমনি আমাদের সবাইকে একটু সচেতন নিতে হবে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওয়াও ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন।ডিম দিয়ে পটলের দোলমা রেসিপি, এই ধরনের রেসিপির নাম কখনো শোনা হয়নি খাওয়া তো দূরে থাক। কিন্তু ভাই আপনার রেসিপিটি দেখে খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল ভাই এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66740.62
ETH 3336.11
USDT 1.00
SBD 2.72