শিং মাছ দিয়ে পুঁইপাতার রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

শিংমাছ (29).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি কিন্তু মানসিকভাবে ভালো নেই। আসলে আমরা যে অবস্থাকে ভালো হিসেবে বিবেচনা করি সেটা কখনোই ভালো থাকাকে উপস্থাপন করে না। কারন আমরা যে কোন ক্ষেত্রে উত্তর দেয়ার সময় সামগ্রিক বিষয় বিবেচনা না করে, যে কোন একদিক বিবেচনায় নিয়ে বলে দেই ভালো আছি। কিন্তু ভালো থাকার বিষয়টি শুধুমাত্র কোন একটা দিন নয় বরং সামগ্রিক বা সম্পূর্ণ বিষয়ের সমষ্টিকে বুঝায়। শারীরিক, মানসিক এবং বাহ্যিক দিক দিয়ে ভালো থাকার মানেই হলো ভালো। এখন আমি শারীরিক দিক হতে ভালো কিন্তু মানসিক দিক হতে ভালো নেই, তাহলে কখনোই আমি দাবী করতে পারবো না যে সম্পূর্ণ ভালো আছি আমি।

যাইহোক, ভালো থাকি বা না থাকি খাওয়া কখনো বাদ দেয়া যাবে না। অসুস্থ হলেও যেমন স্বাদের খাবারের খোঁজ করি আমরা ঠিক তেমনি সুস্থ হলেও স্বাদের ও প্রিয় খাবারগুলোর স্বাদ গ্রহণ করার চেষ্টা করি। কারন উভয় অবস্থায় আমরা স্বাদের ব্যাপারে আপোষহীন, এই ক্ষেত্রে কোন ছাড় দিতে রাজি নই। বুঝতেই পারছেন আজকে একটা স্বাদের রেসিপি শেয়ার করবো, যার কারনে ইনিয়ে বিনিয়ে স্বাদের জায়গা ফিরে আসছি হি হি হি। আজকেও একটু ঝোল ঝোল জাতীয় রেসিপি শেয়ার করবো। তবে আজকেও সবজি বাগানের পুঁই পাতা ব্যবহার করলেও শোল মাছের পরিবর্তে শিং মাছ ব্যবহার করেছি। যথারীতি সেই শোল মাছের রেসিপির মতো একটু ঝোল ঝোল রেখেছি আজকের রেসিপিটিও। যেহেতু আগের অর্থাৎ শোল মাছের রেসিপিটি দারুণ স্বাদের হয়েছিলো। তাই একই পদ্ধতিতে আজকে শিং মাছের রেসিপি করেছি, চলুন তাহলে রেসিপিটি দেখি-

শিংমাছ (2).jpg

রেসিপির উপকরণঃ

  • পুঁই পাতা
  • শিং মাছ
  • আলু
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • আদা রসুন পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

শিংমাছ (4).jpg

শিংমাছ (5).jpg

শিংমাছ (6).jpg

প্রথমে একটা পাতিল চুলায় বসিয়ে তেল ঢেকে গরম করেছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর আদা রসুন পেষ্টসহ সকল মসলা দিয়েছি এবং হালকা পানি দিয়েছি কষানোর জন্য।

শিংমাছ (7).jpg

শিংমাছ (8).jpg

শিংমাছ (10).jpg

তারপর টমেটো স্লাইস দিয়েছি এবং পুনরায় কষা করে নিয়েছি। এরপর শিং মাছের টুকরাগুলো দিয়েছি, কিছুটা সময় নিয়ে সেগুলোকে কষিয়ে নিয়েছি এবং তারপর মাছগুলোকে উঠিয়ে নিয়েছি।

শিংমাছ (12).jpg

শিংমাছ (14).jpg

শিংমাছ (17).jpg

তারপর কষানো মসলাগুলোর মাঝে আলু স্লাইস দিয়েছি, মসলার সাথে মিক্স করে নিয়েছি। তারপর পুঁই পাতা দিয়েছি এবং কিছুটা সময় নিয়ে এভাবে রান্না করেছি।

শিংমাছ (19).jpg

শিংমাছ (21).jpg

শিংমাছ (22).jpg

শিংমাছ (26).jpg

কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, শাকগুলো সিদ্ধ হয়ে আসলে কষানো মাছগুলো দিয়েছি। তারপর ঝোলের জন্য পানি দিয়েছি এবং এভাবে কিছু সময় রান্না করেছি। তারপর কাঁচা মরিচ দিয়েছি এবং নামিয়ে নিয়েছি।

শিংমাছ (27).jpg

ব্যস তৈরী হয়ে গেলো আজকের স্বাদের রেসিপি শিং মাছ দিয়ে পুঁই পাতা। এভাবে ভিন্ন ভিন্ন শাক পাতা এবং মাছ দিয়ে আপনারাও স্বাদের রেসিপি তৈরী করতে পারেন। আমার কাছে এই রকম রেসিপি দারুণ লাগে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমণ প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

শিং মাছ দিয়ে পুঁইপাতার রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আসলে ভাই আপনি ঠিকই বলেছেন, আমরা স্বাদের বিষয়ে সব সময় সচেতন থাকি,অসুস্থ হলেও স্বাদের খাবার খুজে থাকি এবং সুস্থ থাকলেও স্বাদের রেসিপিগুলো খুঁজে থাকি,স্বাদেন রেসিপি যেন আমাদের অনেক বেশি ভালো লাগে, স্বাদের রেসিপি প্রতি আমরা সবাই দায়িত্বশীল, যাই হোক আজকে আপনার রেসিপি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

হুম, সত্যি খুবই স্বাদের হয়েছিলো ভাই। আমার কাছেও ভালো লেগেছিলো। ধন্যবাদ

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, আমরা কিন্তু কেউ বলার সাথে সাথে ভালো আছি বলে ফেলি। কিন্তু এটা যে কতটা সত্য সেটা হচ্ছে কথা। কিন্তু তারপরেও সবাই ভালো থাকার চেষ্টা করি। আজকেও নিজের ‌ বাগানের পুঁইশাক রান্না করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে আমি মনে করি এগুলো কিন্তু একেবারে ফরমালিন মুক্ত। শিং মাছ দিয়ে পুঁইশাক কখনও রান্না করা হয়নি। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে।

 2 months ago 

কারন এটা এখন আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে , খারাপ আছি চাইলেও আর বলতে পারি না। অনেক ধন্যবাদ

 2 months ago 

বেশ প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। কতদিন যে খাওয়া হয় না সেটাই তো হিসাব নেই। আপনার আজকের রান্না দেখে তো আমারও বেশ খেতে মন চাইছে। আপনি কিন্তু দারুন সুন্দর করে সমস্ত রেসিপিটিই আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 months ago 

একজন মানুষ যখন শারীরিক এবং মানসিক দিক দিয়ে ভালো থাকে তখনই সে দাবী করতে পারে আসলে সে ভালো আছে। আর হ্যাঁ শারীরিক দিক থেকে ভালো থাকতে হলে যেকোনো পরিস্থিতিতে খাবারের দিকে নজর দিতে হবে। না খেয়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে পড়তে হয়।যাই হোক শিং মাছ দিয়ে পুঁইপাতার রেসিপি তৈরি করেছেন অনেক লোভনীয় লাগছে ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কেউ জিজ্ঞাসা করলে আমরা এক কথায় উত্তর যেই ভালো আছি । কোন দিক বিবেচনা না করেই সরাসরি উত্তর দিয়ে ফেলি । এটা ঠিক আমরা একদিক দিয়ে ভালো থাকলেও অন্য দিক দিয়ে আবার খারাপ থেকে যাই । তারপরও সবার কাছে তো সবকিছু প্রকাশ করা যায় না । আপনি মানসিকভাবে ভালো নেই আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন । অসুস্থ হলে স্বাদের খাবারের খোঁজ করা হয় ঠিকই কিন্তু খাওয়া হয় আর কতটুকু সুস্থ অবস্থায় যেমন খাওয়া যায় । যাই হোক পুঁইপাতা দিয়ে কখনো শিং মাছ রান্না করে খাওয়া হয়নি চিংড়ি মাছ ছাড়া শাক দিয়ে আমি কোন মাছই খাইনি । আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি দেখতে পারলাম ।শোল মাছ দিয়েও তো আপনি খেয়েছেন বললেন এ ধরনের ঝোলঝাল তরকারি এই গরমের দিনে খেতে কিন্তু ভালোই লাগে ।

 2 months ago 

সবদিক দিয়ে ভালো থাকার নাম-ই প্রকৃত ভালো থাকা। যাইহোক বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। শিং মাছ এবং পুঁইশাক আমার খুব পছন্দ। তবে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। যাইহোক রেসিপির কালারটা দারুণ এসেছে ভাই। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ভাই আপনি শিং মাছ দিয়ে পুঁইপাতার চমৎকার একটি রেসিপি উপহার দিলেন। এই গরমের মধ্যে আমিও ঝোল ঝোল রেসিপি তৈরি করতে ও খেতে অনেক পছন্দ করি। রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছিল। আমাদের মাঝে লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

ভালো নেই- এই কথাটা না সহজে বলা যায় না কেন জানি! মানসিক ভাবে ভালো না থাকার বিষয় টি তো যেন আরও বলা যায় না!! আপনার জন্য শুভকামনা রইলো ভাই। আর পুইশাক দিয়ে শিং মাছের ঝোল দেখতে বেশ লোভনীয় লাগছে। এই গরমে এমন শাক - ঝোল খাওয়াতেই শান্তি!! স্বাদেও ষোল আনা, পুষ্টিগুণেও তাই!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52