প্রকৃতির ‍মুগ্ধকর সজীবতা || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। ভালো না থাকলেও চেষ্টায় গতি হারানো যাবে না, পরিবেশ ও পরিস্থিতির অসামঞ্জস্যতা এড়িয়ে নিজের অবস্থানটা সুসংহত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। আসলে সব কিছু কেমন জানি বিবর্ণ হয়ে যাচ্ছে, অসময়ের প্রকৃতি কেমন সজীব হয়ে উঠছে আর সুসময়ের প্রকৃতি কেমন মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে যেমন খুব বেশী অবাক হই এসব দেখে ঠিক তেমনি মাঝে মাঝে আবার মুগ্ধতায় ঢেকে যায় হৃদয়ের সবই। কারন প্রকৃতির সজীবতা সকলের নিকট ভালো লাগে, চাইলেও লাগে আবার না চাইলেও লাগে। এ এক অদ্ভুত সমীকরণের অনুভূতি।

গতকাল হঠাৎ করেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, চারপাশের প্রকৃতি এবং সজীবতা বেশ মুগ্ধ করেছে আমায়। যদিও আমি বরাবরের মতোই প্রকৃতি প্রেমীক এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। আর এই জন্যই আমি বাড়িতে যাওয়ার সময় মুল সড়ক বাদ দিয়ে বাইপাস এবং সবুজে ঘেরা সুন্দর গ্রামীন পথে যাওয়ার চেষ্টা করি, তাতে প্রকৃতির সৌন্দর্য যেমন উপভোগ করা যায় ঠিক তেমনি হৃদয়ের মুগ্ধতায় প্রকৃতির মায়ার হারিয়ে যাওয়া যায়। কাব্যের কবিতা কিংবা লেখকের ভালোবাসার গল্পকথা, এগুলোর সুন্দর সজীবতা খুঁজে পাওয়া যায় প্রকৃতির ছায়ায়। যদিও বর্তমান প্রজন্ম এসব বুঝতে অক্ষম কারন তাদের পৃথিবী বন্দি চার দেয়ামের মাঝে, প্রযুক্তি তাদের এক প্রকার অন্ধই করে দিয়েছে।

IMG_20231014_143630.jpg

IMG_20231014_143633.jpg

আমার ছেলের কাছেও এসবের কোন মূল্য নেই, তার কথা এতো সময় নষ্ট করার কি দরকার, সোজা পথে গেলেই হয়ে যায়। এটা একটা উদাহরণ দিলাম কারন তার কথা হলো দ্রুত বাড়িতে পৌঁছাতে পারলেই একটু বেশী সময় মোবাইলে গেম খেলার সুযোগ পাবো, আসলে এটা প্রকাশ করে না কিন্তু এটাই প্রকৃত পক্ষে তার মনের কথা, আন্দাজ করে বলে দিলাম আমি হি হি হি। যে জিনিষের প্রতি যার ভালোবাসা নেই, তাকে আপনি হাজার যুক্তি দিয়েও সেটার গুরুত্ব বুঝাতে পারবেন না, আবার যার কাছে যে জিনিষের প্রতি ভালোবাসা আছে তাকে কোন যুক্তি ছাড়াই সেটার গুরুত্ব বুঝাতে পারবেন। বাস্তবতা আজ আমাদের এক ভিন্ন অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে, চাইলে যেমন কোন কিছুর গুরুত্ব বুঝাতে পারি না আবার চাইলেও কোন কিছুর হতে তাদের দূরে সরাতে পারি না।

IMG_20231014_143757.jpg

IMG_20231014_142716.jpg

যাইহোক, এসব বিষয়ে যত কথা বলবো ততো বেশী অনুভূতি কার্যকর হবে। হয়তো অনুভূতির পরে নতুন অনুভূতি যুক্ত হবে কিন্তু লেখার সীমানা শেষ হবে না। কারন বর্তমান প্রজন্ম এমন অবস্থানে তাদের অবস্থান নিয়ে গেছেন, যেখানে হয়তো প্রকৃতির সজীবতা কিংবা সিগ্ধতা পৌঁছাতে অক্ষম। কারন তাদের দেয়ালের সীমানায় প্রকৃতির কোন অবস্থান নেই, প্রযুক্তির সহজ ব্যবহার কিংবা ভালোবাসা ষেখানে ভরপুর। না আমি প্রযুক্তির বিপক্ষে কোন কথা বলছি না বরং এর ব্যবহারের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। কোন কিছুই অতিরিক্ত ভালো না, যেটা প্রযুক্তির ব্যবহার কোন কিংবা খাবারের বিষয়ে হোক।

IMG_20231014_143747.jpg

IMG_20231014_143749.jpg

গতকালের দৃশ্যগুলো বেশ মুগ্ধকর ছিলো, নিচু কৃষি জমিতে বেশ পানি জমেছে যদিও এখন আর খুব একটা শাপলা ফুল নেই, কারন শহর কিংবা গ্রামের মানুষ যে হারে এখন সবজি হিসেবে শাপলার ব্যবহার করছে তাতে খুব বেশী সময় তারা টিকে থাকতে পারে না হি হি হি। এছাড়াও কাশফুল খুব একটা দেখি নাই, কারন প্রকৃতি প্রেমিকরা না থুক্কু সেলফি প্রেমিক-প্রেমিকারা যে হারে ফটোসেশনের সাথে কাশ ফুল ছিড়ে আনছেন তাতে সেগুলো থাকাটা বেশ কঠিন হয়ে গেছে। ইদানিং এই বিষয়টি খুব বেশী লক্ষ্য করা যাচ্ছে, দল বেধে সবাই যায় এবং আসার সময় আবার কাশফুল ছিড়ে আনেন, এটাকে আমি মোটেও সমর্থন করি না। আশা করছি আজকের দৃশ্যগুলো আপনারা উপভোগ করেছেন।

IMG_20231014_144118.jpg

তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনার মতো আমিও সমর্থন করি না কাশফুল দেখতে গিয়ে হাতে করে একগাদা কাশফুল ছিড়ে নিয়ে আসা বা গাছে ফুল দেখলেই অকারণে ফুল ছিড়ে নিয়ে আসা ইত্যাদি। আরেকটি খুব সুন্দর কথা লিখেছেন ভাই। আসলে কি, সবাইকে সব জিনিস মুগ্ধ করতে পারে না। একারণেই কারো নদীর পাড় পছন্দ, কারোর পছন্দ পাহাড়, কারো বা সমুদ্র। আর যাদের সকল মুগ্ধতা সীমাবদ্ধ মুঠোফোন এর মাঝে, তাদেরকে কিছু বলার নেই।

Posted using SteemPro Mobile

ভাই আপনি ঠিকই বলেছেন, ইদানিং শাপলা সবজি হিসেবে সবাই যেভাবে ব্যবহার করছে, তাতে করে গ্রাম কিংবা শহরে শাপলা দেখতে পাওয়াটা বড়ই মুশকিল হয়ে পড়েছে। এছাড়াও কাশফুল দেখতে গিয়ে, ফটোসেশন করার পাশাপাশি কাশফুল ছিড়ে নিয়ে যায়, যা সত্যিই দুঃখজনক। ভাইয়া আমাদের এদিকেও ধরলা নদীর পাড়ে কাশফুলের বাগান তৈরি হয়েছে। আর সেই কাশফুলের বাগানে যারা ফটোশুট করতে যায়, তারা ফটোগ্রাফি তো করেই সেই সাথে হাত বোঝাই করে কাশফুল ছিড়ে নিয়ে আসে। আর এই ব্যাপারটি আমার কাছেও একদমই ভালো লাগেনা। যাইহোক ভাইয়া, প্রকৃতির মুগ্ধকর সজীবতা খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই সাথে আপনার অসাধারণ সুন্দর বর্ণনা একদম হৃদয় ছুঁয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, প্রকৃতির মুগ্ধকর সজীবতা নিয়ে আপনার মনের অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

 10 months ago 

এটা ঠিক বলেছেন, বাচ্চারা আজকাল শর্টকাট সবকিছু পছন্দ করে।আমরা প্রকৃতির মাঝে ডুবতে চাইলেও তারা চায় মোবাইলে গেইম খেলতে, এটা খুব সত্যি কথা। গ্রামের প্রকৃতির সজীবতায় মুগ্ধ হয়ে যাই আমরা।কাশফুল নিয়ে কতো ফটোসেশন দেখলাম।আজও কাশফুল নিয়ে ছবি আর তোলা হলো না।আমি আসলে কোন ফুল ছেঁড়াতে বিশ্বাসী নই।গাছেই তার প্রকৃত সৌন্দর্য। সেটাতেই আমি মুগ্ধ হই।ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাইয়া।

 10 months ago 

বর্তমানে বেশিরভাগ বাচ্চারা মোবাইলে গেমস খেলার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এতে করে চোখের সমস্যা বাড়ছে এবং পড়াশোনারও ক্ষতি হচ্ছে। যাইহোক এটা ঠিক বলেছেন ভাই, কোনো জিনিসের প্রতি কারো ভালোবাসা না থাকলে, হাজার যুক্তি দিয়েও সেটা বুঝানো যায় না, আর এটাই বাস্তব। কয়েকদিন আগে আমরাও গিয়েছিলাম কাশফুল দেখতে। অনেক মানুষ দেখলাম কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। সেটা দেখে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল। যদিও কিছু বলতে পারিনি, কারণ একে তো পাবলিক প্লেস, আবার অনেক মানুষেই এই বাজে কাজটা করছিল। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এবং পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি বলতে ভাই গ্রামের মানুষ সেরকম না হলেও শহরের মানুষ প্রচুর পরিমাণে শাপলা টা খাদ‍্য হিসেবে গ্রহণ করা শুরু করেছে। নিজের জন্মভূমি নিজের এলাকার এইরকম প্রাকৃতিক দৃশ্যের তুলনা হয় না। কিন্তু আপনার ছেলের কাছে এগুলোর মূল‍্য নেই। এর আসল মর্ম এখনো সে বুঝেনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ভাই। এককথায় চোখ এবং প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমিও অপেক্ষায় আছি কবে বাড়িতে ফিরব।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রযুক্তির কল্যাণে আমরা আজ প্রকৃতির ছোট ছোট বিষয়গুলোকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আপনার ছেলে গেইম খেলে এজন্য তার কাছে এসব প্রকৃতি দেখতেও ভালো লাগবে না। আসলে উপভোগ করার মানসিকতা থাকতে হয়। দেয়ালবন্দি জীবন আমার মোটেও ভালো লাগে না। তবে প্রকৃতিকে আবার আমরাই আদর করে ধ্বংস করছি

 10 months ago 

গ্রামের বাড়িতে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে প্রকৃতি প্রেমি মানুষরা সব সময় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করে। আর আপনার ছেলের কাছে হয়তো প্রকৃতির চেয়ে বাসায় দ্রুত পৌঁছানোই মূল কথা। সেলফি প্রেমিদের কথা কি আর বলবো। অল্প কিছু কাশফুল দেখলেও তারা সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আর শেষে কাশফুলের ঘাস ছাড়া কিছুই থাকে না। 😅

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39