আবেগের কবিতা || ভালোবাসা হৃদয়ের এক অনুভূতি || Original Poetry by @Hafiz mullah

in আমার বাংলা ব্লগlast year

vitamin-g61528f72b_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যদিও আমরা একটা কথা প্রায় শুনে থাকি, নিজের ভালো লাগা কিংবা মন্দ লাগাটা নিজের মাঝেই সীমাবদ্ধ রাখুন। কারন তাতে নিজের ভালো থাকাটা আরো বেশী নিশ্চিত হয়। সত্যিই একটু চিন্তা করে দেখুন তো? আপনি ভালো আছেন শুনলে হয়তো অনেকের মাঝে জ্বলন শুরু হবে, আবার আপনি খারাপ আছেন শুনলে হয়তো অনেকের মাঝে খুশি হওয়ার একটা অনুভূতি তৈরী হবে। এই জন্যই হয়তো অভিজ্ঞরা বলেন, ভালো মন্দ যাইহোক না কেন সেটা নিজের মাঝেই থাকুক।

না না না, আমার ব্যাপারে নিশ্চিত থাকুন আমার মাঝে খুশি হওয়া কিংবা জ্বলন হওয়ার কোন অনুভূতিই তৈরী হয় না হি হি হি। আসলে কুশল বিনিময়ের জন্য প্রতিটি পোষ্টের শুরুতে এই কথাটা বলে থাকি, সত্যি বলছি ভিন্ন কোন মতলব আমার মাঝে নেই। আচ্ছা থাক বাদ দেন, আমরা বরং অন্য অনুভূতির বিষয় নিয়ে কিছু বলি। না সাথে একটু পড়ি ও শুনি হি হি হি। ভালোবাসার মিষ্টি অনুভূতির একটা কবিতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, তবে এবার অনুভূতিগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আর ছন্দগুলোকে একটু ভিন্নভাবে সাজিয়ে তুলেছি। যথারীতি আশা করছি আপনাদের কাছে কবিতাটি ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি-

heart-gcff357752_1280.jpg

ভালোবাসা হৃদয়ের এক অনুভূতি
কারো জন্য বিশেষ আকুতি,
বাড়ায় মনের মানসিক চাহিদা
সাজায় হৃদয়ের রঙিন আকাংখা।

সতেজতায় বাড়ায় তার আবেগ
চঞ্চলতায় হারায় বিবেক,
কল্পনার সকল রঙিন ভাষা
হৃদয়ে জাগ্রত থাকে আশা।

সম্পর্কের নতুন সংযোগে
কাছা কাছি আসি দু’জনে,
স্বপ্নের আকাশে করি বাসবাস
ভালোবাসার জলে গড়ি আবাস।

যত্নে লালন করা ভালোবাসা
হারিয়ে যায় অযত্নের দ্বারা,
কারো জন্য পথ চেয়ে থাকা
কেউতো আর ফিরে আসেনা।

তবুও মানুষ থাকে অবুঝ
ভালোবাসার জন্য থাকে নির্বোধ,
সুযোগ নষ্ট করে অবহেলায়
হৃদয় ধ্বংস করে অবলীলায়।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

কথায় আছে অন্যের ভালোর কথা শুনে যে হিংসে করে সে কখনো নিজে ভালো থাকতে পারে না। তবে যাই হোক আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি। আর আপনার লেখা সুন্দর একটি মিষ্টি প্রেমের কবিতা পড়ে ভালো না থাকার কোনো কারণ নেই। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতা গুলো সব সময় দারুন হয়। আজকের কবিতাটিও ভীষণ ভালো লেগেছে।

 last year 

সেটাই চেষ্টাএক চলমান রাখতে হবে, হয়তো কখনো পারবো আবার হয়তো কখনো পারবো না। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কেউ ভালো আছে শুনলে ভালো লাগে। তখন নিজে খারাপ থাকলেও মনে হয় সে তো ভালো আছে।এটা আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি। আমার জলন হয়না বরং মনটা শীতল হয়।
কবিতাটি চমৎকার হয়েছে। প্রতিটি লাইন খুব ভালো লাগলো। হৃদয়ের এক অনুভূতির নামই হচ্ছে ভালোবাসা।এই ভালোবাসার অনুভূতি মানুষ ভেদে আবার ভিন্ন হয়।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

ভালোবাসা নিয়ে আজকে একটি দারুন কবিতা শেয়ার করেছেন ভাইয়া।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।বেশ অর্থবহুল কবিতাটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বর্তমান সময়ে কেউ কারো ভালো দেখতে পারে না এটা সত্য।যাইহোক আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে বরাবরের মতোই।তবুও মানুষ ভালোবেসে অনেক সময় চঞ্চল আবার ভুল করে ফেলে।দারুণ ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন,পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালোবাসা এমন এক জিনিস যেটা কোনরূপেই সংজ্ঞা দিয়ে শেষ করা যায় না। আপনি তো ভাইয়া কবিতার গুরু আপনার কবিতা থেকে অনেক উৎসাহ পাই। ধন্যবাদ ভাইয়া খুব চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42