দিনের শেষ মুহুর্তের সোনালী দৃশ্য- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছেন। সময়গুলোকে যতটা বেশী উপভোগ্য রাখতে পারবেন জীবনটা ততোবেশী সুন্দর ও সতেজ মনে হবে। যদিও জীবনকে সতেজ রাখার সুযোগ দিন দিন হ্রাস পাচ্ছে। চারপাশের সুন্দর পরিবেশগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। কারন সবাই পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তনটা কখনোই কাংখিত পর্যায়ে চায় না। কাংখিত বলতে একটু ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছি আমি, এটা শুধু নিজের ক্ষেত্রে কাংখিত না বরং চারপাশের সকল কিছুর ক্ষেত্রে কাংখিত রাখা। যেমন ধরুন আমার একটা কৃষি জমি আছে, তার চারপাশে বেশ সবুজ প্রকৃতি রয়েছে। হুট করেই আমি সিদ্ধান্ত গ্রহন করলাম যে, আমার যে জমিটিরি প্রকৃতি পরিবর্তন করবো এবং সেখানে ইটের একটা দালান করবো।

আমি দালান তৈরীর জন্য চারপাশের প্রকৃতিগুলোকে একটু বেশী ঝামেলা মনে করলাম এবং চিন্তা করলাম এগুলো থাকলে আমার বিল্ডিং এর সৌন্দর্য প্রকাশ পাবে না, তাই এগুলো পরিস্কার করতে হবে এবং ধ্বংস করতে হবে খুব নিখূঁতভাবে। যে ভাবা সেই কাজ, চারপাশের প্রকৃতির উচ্ছেদ। এই রকম পরিবর্তন আমরা প্রতি নিয়ত করছি, যা মোটেও কাংখিত হচ্ছে না বরং চারপাশের পরিবেশের দারুণ ক্ষতিসাধন হচ্ছে। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনা জরুরী এবং নিজেদের কাংখিত মান ধরে রাখার জন্য, চারপাশের সকল কাংখিত মান নষ্ট করা হতে বিরত থাকা উচিত। যদিও আমরা সেটা কখনোই করবো না, কারন আমাদের মানসিকতার পরিবর্তন অসম্ভব একটা বিষয়, বরং দিন দিন সেটার অবস্থার অবনতি ঘটবে, সেটা চোখ বন্ধ করে হয়তো বলে দেয়া যাবে।

IMG_20221223_164108.jpg

বিষয়টি আজ এই জন্য উপস্থাপন করলাম যে, এবার শীতের উষ্ণতা উপভোগ করার জন্য বাড়িতে গিয়ে বেশ কিছু দৃশ্য অবাক করেছে আমাকে। সত্যি বলতে গ্রাম এখন আর গ্রাম নেই, সবুজ প্রকৃতির দৃশ্যগুলো খুব একটা খুঁজে পাওয়া যায় না এখন। সবাই শহরের পরিবেশ তৈরীতে ব্যস্ত, আর কৃষি জমি নষ্ট করে নতুন নতুন বাড়িতে মনোযোগী। না আমি বাড়ি তৈরী করতে নিষেধ করছি না, কৃষি জমি নষ্ট করতেও নিষেধ করছি না, কারন যার জমি তার সিদ্ধান্ত। কিন্তু ঐ যে উপরের একটা উদাহরণ দিলাম সে বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি। নিজের সৌন্দর্য কিংবা আভিজাত্য প্রকাশ করার জন্য চারপাশের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করার কোন অধিকার আমাদের নেই, তবে হ্যা, আমাদের মাঝে বেশ ক্ষমতা আছে। আর সেই ক্ষমতার বহিঃপ্রকাশ করতে দিয়ে আমরা যা খুশি তাই করার চেষ্টা করছি।

IMG_20221223_164034.jpg

IMG_20221223_164046.jpg

IMG_20221223_164049.jpg

আর আমাদের ক্ষমতার প্রভাব এতো বেশী যে, প্রকৃতি প্রেমীরা সেখানে খুবই অসহায়, কাগজ কলমে প্রতিবাদ ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। সত্যি বাস্তবতা বড়ই নিষ্ঠুর। কিন্তু যখন প্রকৃতি তার প্রতিশোধ নেয়, তখন কিন্তু শুধুমাত্র সেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয় না বরং চারপাশের সবাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই যে কাল রাতে হঠাৎ করেই বেশ মুষলধারে বৃষ্টিপাত হলো, যারা ফুটপাতে থাকে, যাদের থাকার জায়গার উপরে কোন ছাদ থাকে না, তাদের অবস্থা একটু চিন্তা করুন। এই চরম শীতে মুষলধারে বৃষ্টিপাত মানে তাদের অবস্থা কতটা করুণ? হা হা হা আমরা প্রকৃতি নিয়েই চিন্তা করি না আর মানুষ, তাও আবার যারা ফুটপাতে ঘুমায়, তাদের নিয়ে চিন্তা করার সময় কোথায় আমাদের?

IMG_20221223_164055.jpg

IMG_20221223_164102.jpg

IMG_20221223_164105.jpg

বাস্তবতা এবং প্রকৃতির প্রতিশোধ একই সূত্রে গাঁথা, যদিও আমরা কখনো এই সমীকরণটা ধরতে পারি না এবং তাদের প্রতিশোধগুলো বুঝতে পারি না। বরং ভিন্ন ভিন্ন নাম দিয়ে দুর্যোগ বলে চালিয়ে দেই। আমরা যদি ক্রমাগত ভাবে প্রকৃতি এভাবে ধ্বংস করতে থাকি, তাহলে হয়তো একদিন প্রকৃতির আগ্রাসীর কাছে আমরাও ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবো। আজকে আমি প্রকৃতির কিছু ভিন্ন রকম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। দিনের শেষ মুহুর্তের সোনালী কিছু দৃশ্য। যদিও দৃশ্যের একটা জায়গায় দেখতে পাবেন, কৃষি জমির মাঝে উন্নয়নমূলক কাজ চলছে মেশিনের দ্বারা, যেখানে একটা সময় খুব বড় একটা ভুট্টা খেত ছিলো, ভুট্টার সাথে সাথে অন্যান্য ফলসও এখানে আবাদ করা হতো।

IMG_20221223_164115.jpg

IMG_20221223_164125.jpg

IMG_20221223_164132.jpg

আর কিছু দিন পর হয়তো তার চারপাশের জমিগুলোর অবস্থাও একই রকম হবে, হয়তো ক্ষমতার দাপটে চারপাশের জমিগুলোতেও কৃষি কাজ করা বন্ধ হয়ে যাবে। এই জমির মালিকের মতো তাদের মনেও স্বপ্ন উঁকি দিবে এবং প্রকৃতির সজীবতা ছেড়ে তারাও ইট পাথরের পিছনে ছুটবে। আর এভাবেই হয়তো একটা সময় পর আমরা গ্রামের সেই সজীবতা শুধু বইয়ের পাতায় কিংবা স্মৃতির পাতায় খুজবো।

IMG_20221223_164247.jpg

তারিখঃ ডিসেম্বর ২২, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আধুনিকতার ছোঁয়া এখন শহর ছাড়িয়ে গ্রাম পর্যন্ত চলে গেছে, গ্রামের মানুষ এখন শহরের মতো দালান-কোঠা তৈরিতেই বেশি ঝুঁকেছে।এক শ্রেণির লোক আছে যে তারা ফসলের জমি নষ্ট করে বাড়ি না করলে তাদের ঘুম হয় না । এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে দাড়ায় আমাদের গ্রামীণ জনপদের পরিবেশ তা একমাত্র ঈশ্বরই ভালো জানেন ।দিনের শেষ মুহূর্তের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিলো সেই সাথে অসাধারণ কিছু কথা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

সত্যি বলতে সব কিছুর মাঝে একটা ব্যবধান থাকা জরুরী, যদি গ্রামগুলো সব শহর হয়ে যায় তাহলে প্রকৃতির কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন, আর যদি প্রকৃতি সব নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কি হবে? এসব নিয়ে আমরা একদমই চিন্তা করি না।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, এসব ভাবতে গেলে গা শিউরে ওঠে।পৃথিবীটা সবসময়ই যেনো সুন্দর থাকে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।🙏🙏ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সবাই পরিবর্তন চায়, তবে পরিবর্তন চাওয়া স্বাভাবিক, পরিবর্তন কাংখিত পর্যায়ে হয় না এটা অস্বাভাবিক ।সত্যি ভাইয়া আমাদের অনেক ক্ষমতা আছে, সেই দক্ষতার বহিঃপ্রকাশ করতে আমরা যা খুশি তাই করি।আসলে ভাইয়া এখন গ্রাম আর গ্রাম নেই, সবাই শহরে পরিবেশ তৈরি করতে ব্যস্ত।তাই তো ভাইয়া আমরা প্রকৃতিকে নিয়েই চিন্তা করি না, আর তো রাস্তার মানুষ। সত্যি ভাইয়া আস্তে আস্তে প্রকৃতির সজিবতা উঠে যাচ্ছে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগল, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জ্বী আমিও সেটা মেনে নিয়েছি, পরিবর্তন ছাড়া কিছুই সম্ভব না তবে সেটা যেন কারো ক্ষতিসাধন করে না হয়। ধন্যবাদ

 2 years ago 

তাও আবার যারা ফুটপাতে ঘুমায়, তাদের নিয়ে চিন্তা করার সময় কোথায় আমাদের?

জীবনের বাস্তবতার কাছে কিছু কিছু মানুষ হার না মানা সৈনিক। একদিকে যেমন প্রকৃতি ধ্বংস হচ্ছে অন্যদিকে সেই প্রকৃতির ধ্বংসের ফল ভোগ করছে সাধারণ মানুষগুলো। আসলে এমন কিছু মানুষ আছে যারা নিজের বিলাসিতায় প্রকৃতিকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আর সেই ফল ভোগ করছে ফুটপাতের ওই সাধারণ জনগণ। তাদের কথা কেউ ভাবে না। তারা এই শীতের রাতে কষ্ট করে জীবন যাপন করে। অথচ তার মধ্যে যদি হয় বৃষ্টি তাহলে বেঁচে থাকাই দায় হয়ে যায়। সত্যি বলতে আগের মত গ্রামীণ প্রকৃতি এখন আর দেখতে পাওয়া যায় না। সবখানেই সভ্যতার ছোঁয়া লেগেছে। আসলে সভ্যতা যে কোথায় লেগেছে সেটাই বুঝতে পারি না। গ্রামীণ প্রকৃতি ধ্বংস করার অধিকার আমাদের নেই। কারণ প্রকৃতি হচ্ছে অপার সৌন্দর্যের আধার। আর প্রকৃতিকে বিষিয়ে তুললে সেই ফল আমাদেরকেই ভোগ করতে হয়। খুবই শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আসলেই তারা জীবন যুদ্ধে হার না মানা সৈনিক। আর প্রকৃতির আগ্রাসীরূপ এরাই সবচেয়ে বেশী ভোগ করে থাকে।

 2 years ago 

পুরো পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই রকম ঘটনা অহরহর ঘটতেছে। বিশেষ করে নিজের কাজকে প্রাধান্য দিতে গিয়ে চারপাশের পরিবেশকে নষ্ট করছি আমরা। এটা আসলে চারোদিকে ঘটতেছে। বিশেষ করে আমাদের এলাকায় বর্তমানে জমি নেই বললেই চলে। কারণ কিছু জমি হয়তো মাটি কেটে গর্ত করে ফেলেছে। আবার কিছু জমিতে দালান কোঠা উঠে গেছে।এদিক থেকে যিনি দালান কোঠা তৈরি করছেন, তিনি তার চারপাশের গাছপালা সব ধ্বংস করে দিচ্ছে। অন্যদিকে যারা মাটি কেটে মাটির উর্বরতা নষ্ট করছে এবং তার মাটিকাটা দেখে পরের জমিটাও ভেঙে যাবে বলে, সেও কিন্তু মাটিকাটা শুরু করছে। এই ভাবে কিন্তু ধ্বংস হচ্ছে মটির গুনাগুন ও মাটির উর্বরতা। যাইহোক আপনার এই পোস্টে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন এবং প্রত্যেকটি কথাই আসলে হৃদয়ের কথা। সবগুলো কথা গুছিয়ে তুলে ধরতে গেলে, হয়তো আমাকেও এই রকম একটা লেখা লিখতে হবে। তাই আমি আমার মতো করে সংক্ষেপে আপনার পোস্ট পড়ে আলোচনা করলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

এটা কিন্তু শুধু প্রকৃতির ক্ষেত্রে ঘটছে না কিন্তু না ভাই, বরং একটু লক্ষ্য করে দেখুন আমাদের জীবনে আমরা প্রতিটি ক্ষেত্রে নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতিসাধন করতে দ্বিধাবোধ করি না।

 2 years ago 

ঠিকই বলছেন ভাইয়া, আমরা যেই সৌন্দর্য প্রকাশ করার জন্য প্রকৃতিকে ধ্বংস করছি, সেই প্রকৃতি ঠিকই প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না। আবার যারা বোঝে তাদের সাথে প্রকৃতির কোন ধ্বংসের যোগসূত্র নেই। যার মাথার উপর চাঁদ নেই সে আবার ধ্বংসইবা করবে কিভাবে। প্রকৃতি নিয়ে আপনার মনের অনুভূতিগুলো খুব সুন্দর করে প্রকাশ করেছেন। সেই সাথে গ্রাম বাংলার উপভোগ করা সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনার আপত্তি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

 2 years ago 

বাস্তবতা হলো যে সুযোগ পায় সেই সুযোগের অসৎ ব্যবহার করার চেষ্টা করে আর যারা সুযোগ পায় না তারা হক কথা বলতে ভয় পায়, কি নিদারুণ বাস্তবতা।

 2 years ago 

গ্রাম এখন আধুনিক হয়ে যাচ্ছে। ক্রমাগত কৃষি জমি থেকে আপডেট হয়ে সেখানে হচ্ছে দোকানপাট অথবা বসতবাড়ি! চিন্তাধারার ব্যাপাক পরিবর্তন হয়েছে, সামনে আরও হবে হয়তো। কথা হলো কার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে! আপনি একটা কথা বললেন না, প্রকৃতি কিন্তু ঠিকই সময়মতো প্রতিশোধ নিয়ে নিবে। আমরা চালিয়ে দিবো ভিন্ন কোনো দূর্যোগের নামে। মানুষের মানসিকতার পরিবর্তন হবে কি না আমার জানা নেই! রাস্তার পাশে শুয়ে থাকা ফুটপাতের কথাও কেউ মনে করে না , মনে করেনা কেউ একবেলা খেয়েছে কি না!

 2 years ago 

হুম এই আধুনিকতার চক্করে আমরা অতি প্রয়োজনীয় প্রকৃতির ধ্বংস করছি যার কারনে আমরা আধুনিক হচ্ছি সত্য কিন্তু সেটা আমাদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। প্রকৃতির স্নিগ্ধতা একদম হারিয়ে গেছে। গতকাল আমি আমাদের বাড়ির পাশেই একটা জায়গায় গিয়েছি। কিন্তু আগের মতো সেই পরিবেশটা নেই। আগে যেরকম সবুজে সবুজে ঘেরা বা মনোরম একটা পরিবেশ ছিল। এখন বাড়ির ঘর তুলে ফেলেছে। এখন জায়গাগুলো একদম চেঞ্জ হয়ে গিয়েছে। ভবিষ্যতে হয়তো বাকি জায়গাগুলো পূরণ হয়ে যাবে। দারুন কিছু কথা লিখেছেন খুব ভালো লাগলো।

 2 years ago 

হ্যা, এটা হয়তো আপনি সেই জায়গাটির কথা চিন্তা করে খুব সহজেই বুঝতে পারছেন, ঠিক তেমনি আমাদের চারপাশে প্রতিনিয়ত এই রকম ঘটে চলছে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39