আবেগের কবিতা || প্রশান্তির মায়া || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

person-gceda0fce7_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, যদিও পরিস্থিতির কারনে আমরা সব সময় ভালো থাকতে পারি না। হয়তো সময় মাঝে মাঝে আমাদের বিপরীত দিকে টেনে নিয়ে যায়, যার কারনে আমরা চাইলেও সঠিক অবস্থানে থাকতে পারি না। তবে এখানে আমাদের একটা ভুল আছে, আমরা হতাশায় ডুবে যাই এবং নিজেদের জীবনকে অন্ধকারে ঢেকে দেই। দেখুন হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের সময়গুলো খারাপ যাচ্ছে কিন্তু আমাদের জীবনতো খারাপ না, সময় হয়তো একটা সময় পর ঠিক হয়ে যাবে কিন্তু জীবন যদি অন্ধকারে ডুবে যায়, তাহলে কি হবে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না, সময়েরও দুটো দিক আছে ভালো এবং মন্দ, আর মন্দের যেমন ভালো আসবে ঠিক তেমনি ভালোর পর মন্দও আসতে পারে।

তাহলে কেন আমরা এই রকমভাবে ভুল চিন্তা করে নিজেদের পুরো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেই, আমরা অন্যের সুসময় দেখে নিজেদের মানসিকতাকে নষ্ট করে ফেলি। আজ হয়তো আমার সুসময় কিন্তু অন্য কারোর জন্য মন্দ সময়, ঠিক তেমনি যখন অন্য কারোর সুসময় তখন আমার জন্য মন্দ সময় হতে পারে, এটা খুবই সহজ একটা সমীকরণ, কিন্তু আমরা যদি সেটাকে কঠিনভাবে গ্রহণ করি তাহলে সেটা কোনদিনও আমাদের জন্য সহজ হবে না। হয়তো ভালো সময় ফিরতে কিছুটা দেরী হবে কিন্তু সেটা ঠিকই ফিরে আসবে। মেঘ যতই কঠিনভাবে সূর্যকে ঢেকে রাখুক না কেন? সূর্যোদয় কখনো আটকে রাখতে পারবে না, সূর্য ঠিক নতুন আলো নিয়ে ফিরে আসবে। সুতরাং সময়ের অন্ধকারে জীবনকে না হারিয়ে ভিন্নভাবে চিন্তা করুন এবং সুসময়ের জন্য অপেক্ষা করুন।

আজকের কথাগুলোকে একটু ভিন্নভাবে আমি আমার কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা মাঝে মাঝে অস্থির হয়ে যাই নিজের অবস্থান কিংবা গৃহ ছেড়ে অন্যের আশ্রয়ে ছুটে যাই, অন্যের রংয়ে নিজেকে রাঙিয়ে সময় পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু আদতে যেটা কখনো হবার না। প্রশান্তি কিংবা সুসময়ের দেখা, কখনোই আমাদের মাঝে ফিরে আসে না। কবিতার ছন্দে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

man-gcf61a633c_1920.jpg

অতিথি সেজে গিয়েছিলাম ছুটে
সুখের নেশায় পরের শহরের মাঝে,
আমি খুঁজেছিলাম তাকে দিনে রাতে সমানে
পাইনি আমি তাকে ঐশ্বর্যের প্রাচুর্যের মাঝে।

নকল অভিনয়ে সবাই থাকে আড়ালে
মিথ্যার আশ্রয়ে লুকিয়ে সবটা সাজায় ,
প্রশান্তি আর সুখের মুখোশে সবই ঢাকা
প্রকৃত সত্য হারায় আলোর উজ্জ্বল ছায়ায়।

পরের ঐশ্বর্য আর বিলাশিতায় ডুবে
ব্যর্থ হয়েছে হৃদয় সুখ কামনা করে,
হাজার বছরের পথ পাড়ি দিয়ে নিজ মায়ার নীড়ে
ভঙ্গুর হলেও তা নিজের বলে প্রশান্তি মেলে।

আমি ঘুরেছিনু সহস্র শহর আর রূপের মেলা
মুখোশের আড়ালে সবই হলো যাদুর খেলা,
এ জগতে যদি প্রকৃত সুখ আর শান্তি থাকে
সে হলো নিজের গৃহ মমতার পরশ রহে।

দিন শেষে নিজের ভুবনে
আমি শান্ত নিজের নীড়ে,
যন্ত্রণা আর ক্লান্তির ভারে নির্জীব হৃদয়ে
ফিরেছি আমি পুনরায় নিজের স্বর্গীয় ভুবনে।

তুমি হয়তো সুখের মায়ায় পরের আশ্রয়ে
রয়েছো পরে ঐশ্বর্যের ছায়ায় পরের শহরে
আমি তৃপ্ত হৃদয়ে শীতলতায় হারাই
নিজ ভুবনের ধনহীন প্রশান্তির ছায়ায়।

পরের সুখের ঐশ্বর্য আর গল্পে
নিজের হৃদয় সাজাও কোন লোভে?
আশ্রয়ে থাকার চেয়ে হাজার গুনে উৎকৃষ্ট
ঐশ্বর্যহীন আপন জগতের নীড় শ্রেষ্ঠ।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

প্রথমে বলবো ভাইয়া আমি ভাল আছি, আপনি ভালো আছেন তো? তবে ভাল আর খারাপ সময় দুটোই প্রকৃতিগত ভাবে মানুষের জীবনে ফিরে আসে। রাতের পরে যেমন দিন তেমন ভালোর সাথে খারাপ সময় টাকে আমাদের মেনে নিতে হবে। তাইতো হতাশার চাপে পড়ে জীবন যদি অন্ধকারে হারিয়ে যায় তাহলে কি হবে আমাদের? তাইতো অন্ধকার জীবনের হাতছানি তে সাই দেওয়া যাবে না। কবি হিসেবে আপনার কবিতার তুলনা হয় না। তবে আজকের কবিতার নিচের লাইনগুলো কিন্তু আমার মন কে ছুঁয়ে গেছে।

নকল অভিনয়ে সবাই থাকে আড়ালে
মিথ্যার আশ্রয়ে লুকিয়ে সবটা সাজায় ,
প্রশান্তি আর সুখের মুখোশে সবই ঢাকা
প্রকৃত সত্য হারায় আলোর উজ্জ্বল ছায়ায়।

 2 years ago 

ভালো না থাকলেও সেটা কিন্তু প্রকাশ করা যায় না, অভিনয় করে যেতে হয়। কবিতাটি ভালো লেগেছে শুনে ভালো লাগলো আমারও, ধন্যবাদ ।

 2 years ago (edited)

যখন আপনি ভালো সময়ের জন্য বেটার কাজ করে যাবেন,কিন্তু দিন শেষে দেখবেন আপনার চেয়ে যারা কোন রকম কাজ করে এগিয়ে যাচ্ছে তখন আপনি তখন হাল ছেড়ে দিতে বাধ্য হবেন।আসলে যখন ভালো কাজের মূল্যয়ান হয় না তখন আর বেটার কাজটা আপনি করবেন না।কথাগুলো আমার মতামত।
যাই হোক আজকের কবিতা টা বেশ সুন্দর লিখেছেন। প্রতিটি লাইন খুব সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

যখনই সেই চিন্তা মাথায় আনবেন তখনই আপনার মাঝে নেগেটিভ কিছু তৈরী হওয়ার সুযোগ নিবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

পরের সুখের ঐশ্বর্য আর গল্পে
নিজের হৃদয় সাজাও কোন লোভে?
আশ্রয়ে থাকার চেয়ে হাজার গুনে উৎকৃষ্ট
ঐশ্বর্যহীন আপন জগতের নীড় শ্রেষ্ঠ।

ভালো থাকা আর খারাপ থাকা শুধুমাত্র এপিঠ আর ওপিঠ। এমন অনেক মানুষ আছে কষ্টের মধ্যে থেকেও মুখে প্রশান্তির হাসি আনতে পারে। আবার কেউ কেউ একটু কষ্টে মুসড়ে পরে আত্মহননের পথ বেছে নেয়। তবে ধৈর্য ধারণ করা সবথেকে বুদ্ধিমানের কাজ। যেটা সত্যিই অনেকের মাঝে থাকে না।
সত্যিই ঐশ্বর্যহীন আমার ঘর শ্রেষ্ঠ, এটা আমিও মানি।

একদমই পরিপক্ক একজন লেখকের মতো লিখে চলেছেন কবিতাগুলো 👌 এভাবেই এগিয়ে যান ভাই।

 2 years ago 

চেষ্টা করলে কি না হয়। সেই শুরু থেকে দেখে আসছি আপনার কাব্য চর্চা। শুরুতে হয়তো শুধু উৎসাহ দেবার জন্যই ভালো বলতাম কিন্তু বর্তমানে ভালো বলার মত যোগ্যতা আপনি অর্জন করে নিয়েছেন তাতে সন্দেহ নেই। চালিয়ে যান ভাই। সুসময় একদিন আসবেই, ব্যক্তি জীবন বা স্টিমিট সব জায়গাতেই সুদিন ফিরে আসবে সবার জীবনে এটাই প্রত্যাশা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62