প্রকৃতির অস্বাভাবিক রূপও আমাদের কর্মের ফল || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরিবেশ যেভাবে দ্রুত এবং ঘন ঘন পরিবর্তন হচ্ছে তাতে আমাদের জন্য ভালো থাকাটা আরো বেশী কঠিন হয়ে যাচ্ছে। যদিও আমরা ভালো থাকার সঠিক কর্মটা ঠিক মতো করতে পারছি না। কারন ঐ যে আমরা সর্বাত্মক চেষ্টা করি প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ফাঁকি দেয়ার। যার কারনে আমাদের কর্মের ফলটা আশানুরূপ হচ্ছে না বা হয় না। দেখুন কাজ না করলে এবং সেটা সুন্দরভাবে সম্পন্ন না করলে, তার প্রভাবটা ফলাফলের উপর পর্বে সেটাই তো স্বাভাবিক বিষয়। আর সেখান হতে ভালো ফলাফল আসবে না সেটাও চিরাচরিত নিয়ম।

আসলে কর্ম সব নির্ধারণ করে দেয়, এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি। কারণ আমি যদি সঠিকভাবে নিজের কর্মটা সম্মন্ন করতে পারি তাহলে ভাগ্য এমনি এমনি আমার দুয়ারে চলে আসবে, আর যদি সেটা না পারি? তাহলে যা হবার তা হবে। না, মোটেও এটা ঠিক কথা না বরং যা হবার কথা ছিলো সেটা হবে না। আমার যোগ্যতা থাকার পরও আমি সঠিক ফলাফলটা অর্জন করতে পারবো না। কারন সঠিক ফলাফলটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিলো কিন্তু সঠিকভাবে কর্মটি সম্পন্ন না করার কারনে সেটা অন্য কারো নিকট চলে গেছে।

IMG_20230714_111616.jpg

আমি এর আগেও ভাগ্য নিয়ে অনেকগুলো লেখা লিখেছিলাম, যেখানে জীবনের বাস্তবতার আলোকে আমি কিছু পয়েন্ট তুলে ধরারও চেষ্টা করেছিলাম। যদিও এতে কোন লাভ নেই, কারন আমরা যা পড়ি সেটা একটু পরেই আবার ভুলে যাই। না এটা শুধু আপনার দোষ না, বরং আমাদের সকলেরই দোষ। আসলে আমরা শেখার জন্য পড়ি না বরং পড়তে হবে বলে পড়ি। যেমন শিক্ষা ক্ষেত্রে, পরীক্ষার আগে আমরা খুব বেশী সিরিয়াস থাকি কিন্তু তারপর পড়ার কথা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। আসলে এখানেও আমরা শেখার জন্য পড়ি না বরং পরীক্ষায় পাস করতে হবে বলে পড়ার চেষ্টা করি এবং পাস নাম্বার নিশ্চিত করার চেষ্টা করি। মানি আর না মানি এটাই বাস্তবতা এবং এটাই প্রকৃত সত্য।

IMG_20230714_111623.jpg

এখন আসি মূল প্রসঙ্গে, আমাদের কর্মের ফল আজকের বর্তমান চিত্র মানে পরিবেশের পরিবর্তিত নতুন রূপ। দেখুন বেশ কিছু দিন যাবত টানা উষ্ণতা জীবনকে আবার অস্থির করে তুলেছে এবং বার বার প্রত্যাশা করছি একটু বৃষ্টি হোক। আবার যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে ক্রমাগত বৃষ্টির পরিমান বাড়ছে, তাতে তারাও আবার বার বার প্রত্যাশা করছে বৃষ্টির পরিমান কম হোক এবং রোদের উপস্থিতি বৃদ্ধি পাক, কি দারুণ একটা দ্বিমুখী অবস্থানে আমরা চলে আসছি।

IMG_20230714_111550.jpg

IMG_20230714_111552.jpg

না পারছি আমরা বৃষ্টিময় পরিবেশকে মেনে নিতে, না পারছি আমরা উষ্ণতাকে সানন্দ চিত্রে গ্রহণ করতে। কারন অতিরিক্ত কোন কিছুই সুখকর হয় না, যেমনটা প্রকৃতি এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আসলে এটাই আমাদের কর্মের ফল, কারণ প্রকৃতির প্রতি আমাদের অবহেল, দায়িত্বজ্ঞানহীনভাবে প্রকৃতির ক্ষতিসাধন করা এবং সবুজায়ন এর চেষ্টা না করা। এগুলোর কারনেই কিন্তু ধীরে ধীরে প্রকৃতি এই রকম একটা অস্বাভাবিক অবস্থানে এসেছে, এখন আমরা না পারছি বৃষ্টিময় পরিবেশ মেনে নিতে আবার না পারছি শুষ্কতাকে মেনে নিতে। কর্মের ফলাফলটা এভাবেই আমাদের বাস্তব জীবনে পতিত হয়, সঠিক কর্মের ফল সুন্দর ও উপভোগ্য হয় আর ভুল কর্মের ফল হয় অস্বস্তিকর।

IMG_20230714_111533.jpg

IMG_20230714_111611.jpg

তারিখঃ জুলাই ১৪, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

একমাত্র কর্মই তার সঠিক ফলাফল এনে দেয় যেমন কর্ম তেমন ফল । আমরা যেটা করব যেমন কাজকর্ম করব সেই পরিমাণ ফলাফল পাব এটাই বাস্তবতা । ভাগ্যে যা আছে তাই হবে আসলে নিজেকে ভাগ্য গড়ে তুলতে হয়। যারা চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তোলে তারাই সফল। পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করছি আমরাই এর জন্য দায়ী সেজন্য সবকিছুর অস্বাভাবিক হয়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাইয়া কথায় আছে যেমন কর্ম তেমন ফল। কথাটা বলি মাত্রই সত্যা। আসলে সমাজে এমন অনেক লোক আছে যারা বলে ভাগ্য থাকলে পাবো। আসলে ভাগ্য থাকলে পাবো এ কথাটির উপর নির্ভর করে যারা থাকে তারা কখনোই সফল ব্যক্তি হতে পারে না। এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া।সঠিক কর্ম করলে তবে ভাগ্য এসে দুয়ারে কড়া নাড়বে।প্রকৃতির এই অবস্থার জন্য আমরাই আসলে দায়ী।ভালো লেগেছে পোস্টটি।ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

খুব সুন্দর লিখেছেন সাথে ছবিগুলোও চমৎকার । ঠিক বলেছেন ভাইয়া এমন পরিবেশের জন্য আমরা নিজেরাই দায়ী। কোন কিছুই অতিরিক্ত ভালো লাগেনা। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আমরা সবাই জানি যে কর্মের উপরে ভাগ্য নির্ভর করে। যতই চেষ্টা করব ততই ফলাফল ভালো হবে। হুট করে যে কোন কিছুর ফলাফল পাওয়া যাবে। এমন প্রত্যাশা করাটা আমাদের জন্যই ভাল নয়। তার জন্য আমাদেরকে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। এই যে আমাদের দেশের বর্ষাকালের এমন পরিস্থিতি সেটাও আমাদের কর্মফল। যেভাবে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে। তার এমন অবস্থার বাস্তব প্রমাণ অনাবৃষ্টি। তাছাড়া দেশের তাপমাত্রার বৃদ্ধির কারণ একমাত্র মানুষ দায়ী। খুব সুন্দর লেখা ছিল পড়ে অনেক ভালো লেগেছে।

 11 months ago 

ছেলেবেলায় পড়েছিলাম যে যেমন কর্ম তেমন ফল। কথাটি কিন্তু সত্য। আমাদের কর্মের উপরই আমাদের ভবিষৎ নির্ভর করে। যার নমুনা প্রকৃতি আমাদের দিচেছ। আমরা আমাদের স্বার্থে নির্বাচারে গাছ কেটে সাভার করে আজ আমরাই বিপদে। বেশ দারুন লাগলো আপনার পোস্ট পড়ে।

 11 months ago 

আসলে কথায় আছে যেমন কর্ম তেমনি ফল। প্রকৃতি আমাদের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছে। এই প্রকৃতি থেকে আমরা সব কিছু সুবিধা পেয়েও আমাদের স্বার্থের জন্যএবং পরিবেশের ভারসাম্য আমরা নিজেরাই নষ্ট করছি। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাই। ফটোগ্রাফি গুলো অসাধারণ। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45