আবেগের কবিতা || তুমি আছো বলেই || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

couple-3064048_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। অবশ্য আজ থেকে চাপ কিছুটা কম থাকবে কারন অফিস ছুটি হয়ে গিয়েছে পুরো দশ দিনের জন্য।সুতরাং চাপ বাদ দিয়ে এই দশ দিন একদম চিল চিল থাকতে হবে। তবে পরিবেশ যদি আগের মতো থাকে, উষ্ণতায় সব ঢেকে রাখে তাহলে হয়তো কিছুটা বিঘ্ন ঘটতে পারে চিল চিল এর মাঝে। দেখা যাক পরিবেশ ও পরিস্থিতি কতটা সুযোগ দেয় সব কিছু উপভোগ করার ক্ষেত্রে।

আজকে কবিতা শেয়ার করবো, চিল চিল ভাব ধরে রাখার জন্য কিংবা হৃদেয়র চঞ্চলতা প্রকাশ করার জন্য কবিতার কোন বিকল্প নেই। খুব সহজে কিংবা ছন্দের আড়ালে কবিতাগুলো হয়ে উঠতে পারে হৃদয়ের আকুতি কিংবা কারো আকাংখার নির্মল ব্যাকুলতা। তাইতো কবিতার ছন্দের আড়ালে লুকিয়ে থাকে প্রিয়তমার স্পর্শের ছন্দমালা, হৃদয়কে জাগ্রত রাখার বিমল কথামালা। হৃদয়ের গভীরে থাকা কারো ভাবনা, স্পন্দনে লুকিয়ে থাকা কারো কামনা, সবটাই ছন্দের আড়ালে দারুণভাবে উপস্থাপন করার সুযোগ থাকে, আর সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টায় চঞ্চল থাকে আমার হৃদয়। চলুন হৃদয়ের আবেগের আজকের কবিতাটি পড়ি-

balloons-7658766_1280.jpg

হৃদয়ের গভীরে রয়েছে
যত নিরব যন্ত্রণা,
নিঃশেষ হয়েছে সবই
জাগ্রত তোমার কল্পনা।

তুমি আছো বলেই
কল্পনাগুলো আজ রঙিন,
তুমি আছো বলেই
যন্ত্রণাগুলো আজ বিলীন।

সম্পর্কের আড়ালে রয়েছে
যত চঞ্চল আকাংখা,
পূর্ণতা পেয়েছে সবই
রঙিন হয়েছে ভালোবাসা।

তুমি আছো বলেই
রঙিন হৃদয়ের আয়না,
তুমি আছো বলেই
চঞ্চল হৃদয়ের বায়না।

মনে আকাশে রয়েছে
যত উজ্জ্বল তারকা,
আলোকিত হয়েছে সবই
পেয়েছে স্বার্থক সফলতা।

তুমি আছো বলেই
এখনো আলোকিত জীবনটা,
তুমি আছো বলেই
ভালোবাসায় মুগ্ধ হৃদয়টা।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last month 

ভাইয়া আপনার কবিতাগুলো বরাবর খুব সুন্দর হয়।এতো নিত্য নতুন কবিতা উপহার দেন নিশ্চয় খুব বেশি চর্চা করেন কবিতা লিখা।অনেক ভালো লাগলো কবিতার প্রতিটি লাইন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

জাস্ট চেষ্টা করি সুন্দর কিছু উপস্থাপন করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি ১০ দিন এতো চাপ ছাড়া কাটাবেন।আমার তো এই ১০ দিন খুবই চাপে কাটবে।তাই দাদার মতো বলতে হবে আমাকে চাপে আছি,হিহিহি।আসলে চাপে থাকা ই ভালো। নিজের কাজগুলো সঠিক সুন্দর ভাবে করতে পারার মাঝে ই শান্তি। কাল বিকেলে বৃষ্টি হয়ে গেলো।ওয়েদারটা এখনো ভালো। এভাবে থাকলে সময় খুব একটা খারাপ কাটবে না।আপনি ভাইয়া বরাবরের মতোই চমৎকার কবিতা লিখে শেয়ার করলেন।ভালোবাসার মানুষ কে নিয়ে এমন সুন্দর অনুভূতির কবিতা লেখা হলে সেই মানুষটি ভালোবাসার জায়গা খুঁজে পাবে।আশাকরি কবিতাটি সকলের কাছেই ভালো লাগবে।অন্তত যারা ভালোবাসার মানুষটিকে একান্ত আপন করে ভালোবাসে।💞

 last month 

হা হা হা, নারে বইন একদম চাপ ছাড়া কাটানো সম্ভব না। আসল বিষয়টি তো বলাই হয় নাই বউয়ের চাপ বসের থেকে অনেক বেশী।

 last month 

ও তাই! তবে দাদার মতো বলবেন খুব চাপে আছি। 🤗

 last month 

কবিতার প্রতিটা লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। সব দুঃখ কষ্ট কবিতার ভাষায় সেই মানুষটির মাধ্যমে দূর করে দিয়েছেন আসলে সেই মানুষটাকে এই কবিতাটি পাঠ করে শোনানো উচিত। যাই হোক চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

কাছের মানুষের উপস্থিতি ও পাশে থাকার অনুভূতি সত্যিই মনোমুগ্ধকর একটি সময়কে জাগ্রত করে। এ পৃথিবীতে সফলতার একটি সুযোগ সৃষ্টি হয় যখন কেউ অনুপ্রেরণা দিয়ে পথ চলতে সাহায্য করে।এটি তুলনারহিত।

আপনি যথার্থই বলেছেন। যখন কাজের চাপ কমে যায়, একটি লম্বা সময়ের জন্য অবসর হাতে পাওয়া যায়, তখন শুধুই মনকে হালকা রেখে অবকাশ যাপন করা উচিত। যদিও নানা দুশ্চিন্তা দানা বাঁধতেই থাকে।

তবুও এসব পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার মাঝেই সার্থকতা লুকিয়ে থাকে। সুন্দর সরল একটি কবিতা উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই।
কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। শব্দগুলো হালকা, প্রান্জল আর তেমনি অন্ত্যমিল।
সবমিলিয়ে সময়োপযোগী কবিতা।

 last month 

তবে একটা কথা কিন্তু আছে পুরুষের জীবনে অবকাশ বলতে কিছুই নেই। কাজের চাপ সর্বদা কার্যকর থাকে।

 last month 

বাহ দারুন অনুভূতি শেয়ার করলেন চিল চিল ভাব তাহলে তো বেশ ভালো। এখনের পরিবেশটা বেশ ভালো যাচ্ছে ভাইয়া হালকা বৃষ্টি হচ্ছে গরমের পরিমাণও কমে গেছে বেশ ভালো লাগতেছে। আশা করি আপনিও বেশ সুন্দর সময় কাটাচ্ছেন চিল ভাব নিয়ে। যাক ভালো থাকলে ভালো। খুব সুন্দর কবিতা লিখলেন “তুমি আছো বলেই” কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।

 last month 

হুম একদমই ভালো, তবে গত দুইদিন ধরে গরু খোঁজতে খোঁজতে গরু হয়ে গেছি হি হি হি।

 last month 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটির মাধ্যমে মনের অনুভূতি গুলো সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অসাধারণ ছিল আপনার এই কবিতার ভাষাগুলো, আমার খুবই ভালো লেগেছে।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা মানেই হৃদয়ের ছন্দ-অনুভূতির নির্মল গন্ধ।

 last month 

আপনার দশ দিনের ছুটি থেকে দুই দিন ছুটি ধার দেন আমাদেরকে। এইবার ছুটি কম থাকার কারণে গ্রামে যাওয়া হলো না। ঢাকাতেই ঈদ করতে হচ্ছে। ওয়েদার কিন্তু বেশ ভালোই আছে এখন পর্যন্ত। যাই হোক ভাইয়া আপনার কবিতাগুলোর কথা কি বলবো বরাবরই খুব সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে।

 last month 

ওকে দিলাম, একটা হাঁস কিনে মুলোর রেসিপি করুন আমি আসতেছি আপনার ভাবিকে নিয়ে হি হি হি। সাভার কিন্তু খুব বেশী দূরে না চলে আসুন ভাইকে নিয়ে।

 last month 

ভালো কথা বলেছেন তো। ঈদের দিন চলে যাওয়া যায়। যদি কাজ শেষ করতে পারি।
আপনারাও এসে ঘুরে যান। দাওয়াত রইলো ঈদের।

 last month 

এক কবিতায় তিনটি হৃদয়
ভাবতে অবাক লাগে,
সেখান থেকে একটি হৃদয়
পাবো কি না ভাগে-?

তোমার মনের সেই তুমিটা
ভীষণ ভাগ্যবতী,
অমানিশার অন্ধকারেও
ছাড়ায় যেন জ্যোতি👌
💕

 last month 

বাপরে বাপ দশ দিন ছুটি। দুই দিনের ছুটি পাস করাতেই তো কত চড়ায় পোহাতে হয়েছে। ভাগ্য বলতে হবে ভাইয়া। যাইহোক প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আজকের আবেগের কবিতা হয়েছিল অসাধারণ। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে নিচের কয়েকটি লাইন।
সম্পর্কের আড়ালে রয়েছে
যত চঞ্চল আকাংখা,
পূর্ণতা পেয়েছে সবই
রঙিন হয়েছে ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67