প্রকৃতি এবং স্বার্থের মানসিকতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। প্রকৃতির পরিবর্তন এবং আমাদের সৃষ্ট সমস্যার কারনে সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে আমাদের পৃথিবীকে আরো অনিরাপদ করে তুলছে। যদিও আমরা যারা ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বেশী চিন্তিত তাদের কাছে এসব কোন সমস্যাই না। সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা আমাদের ভাবনা কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে যেটা আমাদের কখনো বোধগম্য হয় না বা হবে না। দেখুন একটা ভূমিকে হয়তো যেকোন ভাবেই মরুভূমিতে রূপন্তরিত করা যায় কিন্তু সেটাকে স্বাভাবিক ভূমিতে ফিরিয়ে আনা যায় না, সেখানে ঈশ্বরের অশেষ কৃপার প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখুন, কত হাজার হাজার কোটি টাকা খরচ করেও কোন পরিবর্তন আনতে পারছেন না তারা।

আসলে প্রকৃতির কলকাঠি সম্পূর্ণরূপে আমাদের হাতে না থাকলেও এর সজীবতা কিংবা সতেজতা ধরে রাখার কিছু বিষয় আমাদের উপর দারুণভাবে নির্ভর করে। হ্যা, ‍কিছু বিষয় সর্বদা ঈশ্বরের কৃপায় হয়, যেখানে আমাদের কোন হাত থাকে না। ঈশ্বর যা করেন আমাদের ভালোর জন্যই করেন, কিন্তু আমরা যা করছি তা শুধুই নিজেদের স্বার্থ হাসিলের জন্য। সৃষ্টির শুরু হতেই এই পৃথিবী কতটা নিরাপদ ছিলো, হাজার হাজার জীবজন্তুর মাঝেও কিন্তু উন্নত প্রযুক্তি আর উন্নয়নের সেরা অবস্থানে অবস্থান করেও আমরা কতটা নিরাপদ রাখতে পেরেছি বর্তমান পৃৃথিবীকে? তাহলে অতীত আর বর্তমানের মাঝে পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন, যদি উত্তরটা নিয়ে একটু চিন্তা করতে পারেন।

IMG_20230526_125337.jpg

IMG_20230526_125334.jpg

আসলে আমরা হলাম চরম স্বার্থপর, আমাদের স্বার্থের জন্য আমরা যেমন সব কিছু করতে পারি, নতুন নতুন নিয়মনীত তৈরী করতে পারি, ঠিক তেমনি স্বার্থের টান পড়লেই সাথে সাথে সেগুলো ভাঙ্গতে ন্যূনতম দ্বিধাবোধ করি না। এটাই হলো আমাদের প্রকৃত অবস্থা, যার উৎকৃষ্ট উদাহরণ হলো বর্তমান প্রকৃতির অবস্থা। কারন সবুজ প্রকৃতি কিংবা সংরক্ষিত বনাঞ্চল আজ শুধু নামে মাত্র আছে। চাই সেটা আমাজন বন হোক কিংবা আমাদের প্রিয় সুন্দরবন হোক। কারণ সর্বক্ষেত্রে আজ আমাদের স্বার্থের প্রতিযোগিতা বিদ্যমান আছে। আমরা আমাদরে স্বার্থের জন্য সব কিছু ধ্বংস করতে প্রস্তুত, উন্নয়নের দোহাই দিয়ে সব কিছু পরিবর্তন করতে প্রস্তুত।

IMG_20230526_125328.jpg

IMG_20230526_125352.jpg

এইতো কিছু দিন পূর্বেও আমাজন বনাঞ্চল নিয়ে বিশাল আর্টিকেল পড়লাম, কিভাবে স্বার্থের মায়ায় উজার হচ্ছে আমাজনের বিশাল বিশাল সবুজ অঞ্চল, গাছ শূণ্য হচ্ছে ভূমি এবং প্রকৃতি হারাচ্ছে তার অতীত রূপ। কিন্তু তাতে আমাদের কি? যেমন আমাদের কোন চিন্তা নেই সুন্দরবন নিয়ে, হাজার বছর ধরে যে বনাঞ্চল রক্ষা করেছে আমাদের এবং আমাদের পরিবেশ। আজ আমরা তার ঋণশোধ করার চেষ্টা করছি ভিন্নভাবে এবং সেই বনাঞ্চল ধ্বংস করার মাধ্যমে। উন্নয়ন আমাদের দরকার, স্বার্থ রক্ষা করাও আমাদের দরকার কিন্তু সেটা কিভাবে? সবুজ প্রকৃতি কিংবা সুন্দরবনের মতো সুন্দর রক্ষকবজ ধ্বংস করে? এটা নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে, অনেক তর্ক-বিতর্কও হয়েছে কিন্তু তাতে আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয় নাই হওয়ার কোন লক্ষণও নেই।

IMG_20230526_125357.jpg

IMG_20230526_125359.jpg

বাস্তবতা হলো, আমরা নিজেদের ভালোবাসি, নিজেদের স্বার্থকে ভালোবাসি, কিন্তু খুব কাছের বন্ধু সবুজ প্রকৃতিতে ভালোবাসি না অথচ বিপদ কিংবা আপদে সেই আমাদের সবচেয়ে বেশী উপকার করে থাকে, নিজেকে বিপন্ন করে হলেও আমাদেরকে এবং আমাদের ভূমিকে রক্ষা করার দায়িত্ব পালন করে থাকে। আমরা কতটা স্বার্থপর যে, কারো উপকার নেয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকি, আর উপকারে বদলায় তাকে নিঃশেষ করে দিতে দ্বিধাবোধও করি না। আমাদের হৃদয় কাপে না, আমরা সাময়িক সময়ের জন্য হলেও সেটা নিয়ে চিন্তা করি না, কারন আমাদের কাছে আমাদের স্বার্থ বড়, এর বাহিরে অন্য কোন কিছু আমাদের বোধগম্য হয় না এবং হবে না।

বাস্তবতা হয়তো সব সময় আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে পারে না, কিন্তু যখন করবে তখন আর কিছুই করার সুযোগ থাকবে না আমাদের কাছে। প্রকৃতি যখন আগ্রাসী রূপে আমাদের মাঝে ফিরে আসবে তখন কোন আফসোস আর কাজে আসবে না, অনাকাংখিত আঘাতে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবো। সেই পরিস্থিতি হওয়ার আগেই আমাদের মানসিকতার পরিবর্তন আসুক, আমাজন কিংবা সুন্দরবন তাদের অতীত অবস্থান ও সবুজতা নিয়ে টিকে থাকুক, সেই প্রত্যাশা করছি।

IMG_20230526_125844.jpg

IMG_20230526_125853.jpg

তারিখঃ মে ২৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অসাধারন ভাইয়া। আমি কিন্তু দারুন সুন্দর করে আর্টিকেল লেখেন। আপনার আর্টিকেল গুলো কিন্তু আমার কাছে দারুন লাগে। আসলেই আমাদের মানুষিকতার প্রয়োজন। কিন্তু আদৌ কি আমরা আমাদের মানুষিকতার পরিবর্তন করতে পারবো? নাকি পেরেছি? স্বার্থের জন্য আমরা দিনে দিনে অন্যের হক নষ্ট করে চলেছি। এমন কি অন্যের ক্ষতি করতে দ্ধিধাবোথ করি না। তাই তো আজ আমাদের এত দূর্দশা।

 last year 

অনেক ধন্যবাদ আপু, আপনাদের সুন্দর ফিডব্যাক আমাকে আরো বেশী অনুপ্রাণীত করে লেখার ক্ষেত্রে।

 last year 

ভাই আমি কিন্তু সবসময় আপনার লেখার ভক্ত।

 last year 

আমি সত্যি ধন্য।

 last year 

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

Upvoted! Thank you for supporting witness @jswit.

মানুষ যতদিন না সচেতন হচ্ছে বা মানুষ যতদিন পর্যন্ত তার নিজের ভালো বুঝতে পারছে, ততদিন এই সমস্যার সমাধান নেই। আসলে আপনি ঠিকই বলেছেন মানুষ স্বার্থের জন্যই সব কিছু করে। তবে এই কথাটা একবারও চিন্তা করে না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে তাদের অবস্থা কি হবে। আপনার লেখাগুলো মন্ত্র মুগ্ধ হয়ে পড়ছিলাম হাফিজ ভাই, অনেক সুন্দর লেখেন আপনি। আর পাশাপাশি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর ছিল।

 last year 

প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফির সাথে লেখাগুলো পড়ে ও বেশ ভালো লাগলো ভাইয়া। আমরা নিজেদের স্বার্থে আজ ব্যস্ত।অথচ নিজের স্বার্থসিদ্ধির জন্য আজ নিজেদেরই এতো দুর্দশা।আমরা আর কবে সচেতন হবো, তা আমার জানা নেই।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

দারুণ লিখেছেন ভাইয়া।আসলে একটি সুন্দর জিনিস গড়ে তোলা যতটা কঠিন তার থেকে খুবই সহজ সেটাকে ধ্বংস করে ফেলা।আর মানুষ নানা কুকর্মের দ্বারা প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।আমাদের মানসিকতার পরিবর্তন হওয়াটা খুবই জরুরী, ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাইয়া খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই সৃষ্টিকর্তা আমাদের সব সময় মঙ্গল করেন। কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য হাজারো মানুষের স্বার্থকে বিনষ্ট করি। আসলে বন অঞ্চল ধ্বংস করার মাধ্যমে আমাদের পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যেটা আমাদের সকলের জন্য অমঙ্গলের ইঙ্গিত। কিন্তু কিছু মানুষ নির্দ্বিধায় বনের বড় বড় গাছগুলো কেটে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব বিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে। এবং বনাঞ্চল বৃদ্ধি করার জন্য আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68