আবেগের কবিতা || হৃদয়ে যত অসংঘতি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ9 months ago

lonely-3062031_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। সময়ের সাথে সাথে নিজেকে যেমন অভিজ্ঞতার আলোতে আলোকিত করছেন ঠিক তেমনি সম্পর্কের বন্ধনে প্রিয়মানুষগুলোকে হৃদয়ের সীমানায় আগলে রাখছেন। ভুল ক্রটি ক্ষমা করে ভালোবাসার বন্ধনে প্রিয়মানুষগুলোকে আরো কাছে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যদিও আমরা এই কাজটা কখনোই সুন্দরভাবে করতে পারি না, বরং নিদারুণভাবে সন্দেহের তীরে প্রিয়মানুষটিকে আঘাতে আঘাতে আরো বেশী অন্ধকারে ঠেলে দেই, একটা সময় অন্ধকারে ঢেকে ফেলি হৃদয়ের পুরো আকাশ। পরিনাম সম্পর্কে ভাঙ্গন এবং হাতাশার সাগরে ভাসা। নিয়তির সাথে হৃদয়ের সংযোগে শান্তনা খুঁজি ভিন্নভাবে।

কিন্তু তারপরের সময়গুলো হয়ে উঠে আরো বেশী যন্ত্রণাময়, কারন নিঃসঙ্গ জীবন অনেক বেশী অন্ধকারাময়। সুখের সাথে দুঃখ থাকবে, যন্ত্রণার সাথে শান্তনা কিন্তু সন্দেহের সাথে অবিশ্বাস থাকলে টিকবে না কখনো হৃদয়ের ভালোবাসা। এটা নির্মম বাস্তবতা, সময়ের সাথে সাথে আমরা যতটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো, ঠিক ততোটা সুন্দরভাবে জীবনের সাথে প্রিয় মানুষটিকে ভালোবাসার আলিঙ্গনে ধরে রাখতো পারবো। অনেকগুলো কঠিন কথা বলে ফেললাম মনে হচ্ছে আজ, খুব বেশী কঠিন কথা বললে আবার সন্দেহের তীর আসতে থাকবে আমার দিকে, হি হি হি। তার চেয়ে চলুন কঠিন কথাগুলো নিয়ে সাজানো আজকের কবিতাটি পড়ি-

moonlight-5729567_1280.jpg

সময়ের সাথে সময়ের সংঘাত
নিয়তির সাথে পাল্টে যায় গতি,
ভালোবাসার মানুষগুলোর আচরণ
ধীরে ধীরে বাড়ায় যত অসংঘতি।

নিয়তির মাঝে যত দোষ খুঁজি
অন্ধকারের আলোয় ভালোবাসা,
ভাগ্যের সাথে জীবনের সংঘাত জুড়ি
সম্পর্কহীন নিস্তব্ধ জীবনের মায়া।

দোষ-গুন পরস্পরের সহযাত্রী
লাভ-ক্ষতি যেমন থাকে পাশাপাশি,
ভুলের সাথে সন্দেহের যত তীর
আঘাতে আঘাতে নত হয় শির।

সম্পর্কের সাথে সন্দেহের দ্বন্দ্ব
সত্যের সাথে মিথ্যার মহরা,
ভালোবাসা হয় কলুষিত নির্বাক
হৃদয়ের সাথে সম্পর্কগুলো হালকা।

সময়ের সাথে সময়ের অভিজ্ঞতা
অবুঝ হয়ে নিশ্চল থাকে হৃদয়,
সম্পর্ক বিহীন নিঃসঙ্গ সীমানা
বিবর্ণ স্বপ্ন আঁধারে হারায়।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 9 months ago 

ভাই শুরুতে আপনি বেশ ভালো কিছু কথা লিখেছেন। এটা সত্যি বলেছেন কোন সম্পর্ককে আঘাত করে সম্পর্ক টেকানো যায় না। একটা সম্পর্ক সুন্দর করতে হলে সুন্দর মন ভালোবাসার থাকতে হয়। সে সম্পর্কের প্রতি শ্রদ্ধা থাকতে হয় ভক্তি থাকতে হয়। তাহলে একটা সম্পর্ক পূর্ণতা পায়। আপনি হৃদয়ের যত অসংগতি নিয়ে খুবই চমৎকার কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়লাম, খুব ভালো লেগেছে ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অবশ্যই আপনার দিকে সন্দেহের তীর পড়ে যাবে ভাইয়া, যদি বেশি কঠিন কথা বলতে যান। তাই সহজ এবং অল্প অল্প করে কথা বলাই ভালো। কখন যে কি হয়ে যায় এটা তো কেউই বলতে পারেনা। হৃদয়ে যত অসংঘতি কবিতাটা কিন্তু অনেক সুন্দর করে লেখা হয়েছে। কবিতার লাইনগুলো ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লেখার কারণে, পড়তে খুব ভালো লেগেছে আমার কাছে। অবিশ্বাস থাকলে কোন ভালোবাসা টিকে থাকে না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago (edited)

কি যে বলেন ভাইয়া সন্দেহের কি আছে? এত এত সুন্দর রোমান্টিক কথা কি আর যেমন তেমন হৃদয় হতে আসে? যদি সে না হয় একজন রোমান্টিক প্রেমিক। যাক বেশী বললে আবার সন্দেহের তীর আমার দিকে আসবে। তবে দারুন ফাটাফাটি একটি কবিতা কিন্তু আজ লেখে ফেলেছেন। পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম যে আরে এটা তো আমাদের রোমান্টিক ভাইয়া লিখেছে। আর তাইতো এত সুন্দর। হি হি হি

 9 months ago 

এটা একদম বাস্তব বলেছেন ভাইয়া, সন্দেহ ব্যাপারটা ভালোবাসায় চলে আসলে সেটা আর বেশিদূর গড়ায় না। তৈরি হয় দুজনের মাঝে ব্যবচ্ছেদ! একটা দীর্ঘ দিনের সম্পর্ক নিমিষেই শেষ হয়ে যায়। যাক, আজকের কবিতাটি দারুণ হয়েছে ভাইয়া ☘️

 9 months ago 

সম্পর্ক তো এমনই কিছু সম্পর্কের পাটল ধরবে। আবার কিছু সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাবে। তবে যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা একে অপরকে কম বুঝে সে সম্পর্কে আসলে ঠিকই কম। দুনিয়াটা এমন কোথায় হাহাকার আবার কোথায় পূর্ণতায় ভরা। এভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। তারপরেও শত ব্যাথা নিয়ে জীবনকে উপভোগ করতে হয়। হৃদয়ের যত অসংঘতি কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে।

 9 months ago 

ভাই আপনার এই কবিতার শব্দ চয়ণ জাস্ট ওয়াও হয়েছে। আপনার এই "হৃদয়ে যত অসংঘতি" কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে বেশ কিছু কথা লিখেছেন যেগুলো একেবারে ঠিক বলেছেন। আসলে এটা ঠিক সন্ধের সাথে অবিশ্বাস থাকলে হৃদয়ের ভালোবাসা কখনো দেখবে না। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছু থাকলে প্রত্যেকটা সম্পর্ক অনেক সুন্দর হয়। লাইনগুলো অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন সত্যি অনেক বেশি দারুন হয়েছে।

 9 months ago 

আসলেই সম্পর্কের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস থাকলে,সেই সম্পর্ক বেশিদূর আগায় না এবং একটা সময় ভেঙে যায়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। আজকের কবিতার কথা গুলো কঠিন হলেও বেশ অর্থবহ। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54266.19
ETH 2288.06
USDT 1.00
SBD 2.31