আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭৬ (ABB Weekly Hangout Report-76)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

cover.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৩৬৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১০৩।

হ্যাংআউট-৭৬

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং যথারীতি কমিউনিটি সম্পর্কে কিছু অনুভূতি শেয়ার করেন, অনাকাংখিত পরিস্থিতির বিষয়ে সবাইকে পুনরায় অবগত এবং সচেতন হওয়ার আহবান জানান। যে কোন বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। বিগত সপ্তাহে সব দিক হতে আমরা পুরোপুরি মনোনিবেশ করতে পারি নাই, সেটা হয়তো সবাই অবগত রয়েছেন। তবে এই মুহুর্তে আমরা সবাই মানসিকভাবে কিছুটা স্বস্তিতে রয়েছি এবং আজকে হয়তো নতুন কিছু বিষয়ে সবাইকে ধারনা দেয়ার চেষ্টা করবেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা। হয়তো নিয়মের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আরো কঠোরতা বজায় রাখা হবে কারন আমরা চাই অনাকাংখিত পরিস্থিতি যেন পুনরায় তৈরী না হয়। আশা করছি আজকের হ্যাংআউটটি আরো বেশী তথ্যবহুল এবং আনন্দম হয়ে হবে, সবাইকে আরো বেশী মনোযোগী হতে অনুরোধ করেন। তারপর সবাইকে যথাযথভাবে তাকে সহযোগিতা করার আহবান জানান। সময় হওয়ার সাথে সাথে চরম উত্তেজনা নিয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করে আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ্যাংআউটের মূল পর্ব।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৭৬তম সাপ্তাহিক হ্যাংআউটে। একটা বিষয় আজকে পুনরায় ক্লিয়ার করতে চাই আর সেটা হলো, আমরা শুরু হতেই চেয়েছিলাম আমার বাংলা ব্লগ আনন্দময় কিছু সময় উপভোগ করার অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলার। দেখুন আমরা সবাই কম বেশী বিভিন্ন সোস্যাল মিডিয়ায় এ্যাকটিভ থাকি, উদাহরণ স্বরূপ, কম বেশী সবাই ফেসবুক ব্যবহার করি। অনেক সময় সেখানে ব্যয় করার মাধ্যমে এ্যাকটিভ থাকার চেষ্টা করি। কিন্তু কেন? এতো মূল্যবান সময় ব্যয় করে সেখানে কেন এ্যাকটিভ থাকি আমরা? উত্তরটা খুবই সহজ আর সেটা হলো বিনোদন কিংবা সময়গুলোকে উপভোগ্য রাখার জন্য।

আমরা চেয়েছিলাম সকলের উপস্থিতিতে আমার বাংলা ব্লগ আনন্দের সেরা মাধ্যম হিসেবে গড়ে তুলতে, আমরা চেয়েছিলাম সময়গুলোকে উপভোগ্য করার সাথে সাথে নির্দিষ্ট একটা ইনকামের সুযোগ তৈরী করতে, আমরা চেয়েছিলাম পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমাদের দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করতে। আমরা আমাদের অবস্থান হতে সর্বোচ্চ চেষ্টা ঠিকই করেছি কিন্তু আপনারা সেই চেষ্টার সাথে পুরোপুরি নিজেদের সংযুক্ত করতে ব্যর্থ হয়েছেন, যার কারনেই কমিউনিটিতে অনাকাংখিত এই অবস্থার সৃষ্টি। একটু লক্ষ্য করে দেখুন, অনাকাংখিত এই পরিস্থিতির জন্য কার ক্ষতি হয়েছে, সুবিধা হতে কারা কারা বঞ্চিত হয়েছে, এক/দুইজন ইউজার না পুরো কমিউনিটির সকল ইউজার।

আমাদের সাপোর্ট না দিলে কিংবা কমিউনিটি বন্ধ করে দিলে দাদার কোন ক্ষতি নেই, এটা নিশ্চিয় বিগত কয়েক দিনে বুঝে গেছেন আপনারা। সুতরাং আমি আবারও সবাইকে অনুরোধ করবো, পারস্পরিক সম্পর্ক নিজ নিজ অবস্থান হতে ঠিক রাখার চেষ্টা করুন, বিনোদনের সেরা মাধ্যম হিসেবে আমার বাংলা ব্লগকে ধরে রাখার চেষ্টা করুন। এই কমিউনিটিটা আমাদের সকলের এবং সকলের স্বার্থেই এর সঠিক অবস্থান ধরে রাখার চেষ্টা করতে হবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে আসলে ঝামেলার কারনে সব কিছু এলোমেলো হয়ে গেছে তাই কোন কিছুর পরিবর্তন হয় নাই, এই সপ্তাহে তার অধীন যারা ছিলেন তাদের কিছু সমস্যা তুলে ধরেন, এগুলোর পরিবর্তন না হলে পোষ্ট কিউরেশন করা সম্ভব হবে না। তারপর তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। @bobitabobi আপনার পোষ্ট সংখ্যা অনেক কম এবং গ্যাপ দিয়ে দিয়ে পোষ্ট করেন, রেসিপি পোষ্টগুলো খুবই সংক্ষিপ্ত হয়ে যায় তাতে কোয়ালিটি ঠিক থাকে না। এ বিষয়ে আরো সতর্ক এবং ঠিক মতো পোষ্ট উপস্থাপন করতে বলেন। @tuhin002 আপনিও অনিমিয়ত পোষ্ট করেন, এই রকম অনিয়মিত থাকলে পোষ্ট কিউরেশনে যাবে না। @emonv পোষ্ট সংখ্যা অনেক কম এবং অনিয়মিত, এই রকম থাকলে পোষ্ট কিউরেট হবে না।

Untitled0.png

এরপর বলেন @alauddinpabel সম্পকে, উনি টানা দুই সপ্তাহ ইনএ্যাকটিভ থাকার কারনে কমিউনিটির নিয়ম অনুযায়ী ইনএ্যাকটিভ ট্যাগ দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে টিকেট কেটে বিষয়টি সুরাহা করবেন। না হলে লেভেল-৫ এর ভাইবা দিতে হবে আবার। এছাড়া কাংখিত কমেন্টকারীদের কমেন্ট এখনো চেক করা হয় নাই, রাতে চেক করে যথাযথভাবে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, আজকে ইউজার এক্টিভিটিস নিয়ে তেমন কিছু বলার নেই। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে, এক সপ্তাহ সব কিছুই extend করা হয়েছে। তাই এই সপ্তাহে নতুন কোনো comment monitoring report ও সুপার এক্টিভ লিস্ট করা হয়নি। আগেরটা তাই আরো এক সপ্তাহ থাকবে।তবে স্বাভাবিক ভাবে আমি আমার under এর ইউজারদের পোস্ট ও কমেন্ট দেখেছি। সবাই মোটামুটি ভালোই করেছেন। আজকে কাজের ব্যাপারে তেমন কিছু বলবো না। একটা অন্য বিষয়ে কথা বলতে চাই।

আমার বাংলা ব্লগ আমার কাছে এবং আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে একটা দ্বিতীয় পরিবারের মতো। তাই আমরা সবাই বিশেষ করে এডমিন ও মডারেটর প্যানেল আমাদের কমিউনিটির পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে খুবই সেনসেটিভ ও strict। আমি যখন একজন general member ছিলাম তখন থেকেই এই বিষয়টা আমি দেখে এসেছি। কয়েকদিন আগে আপনাদের কারো অজানা নেই যে একজন ব্যক্তি বা তার সাথে কোনো গ্যাং আমাদের কমিউনিটির পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তার কারণ আপনারা সবাই এই পরিবারকে ভালোবাসেন।

তাই আমি আশা করবো এবং আন্তরিক ভাবে অনুরোধ করবো এরপর থেকে আপনারা তাদেরকেই রেফার করবেন যারা আপনাদের খুবই ঘনিষ্ঠ। যার দ্বারা ভবিষ্যতে কমিউনিটির পরিবেশ নষ্ট হবে না।আর সবাই নিজের সৃজনশীলতাকে আরো ফুটিয়ে তুলুন আর সুন্দর সুন্দর কাজ দেখার সুযোগ করে দিন আমাদের।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, প্রথমেই বলবো আসলে এই উইকে সেভাবে কারো একটিভিটিস ই তেমন উল্লেখযোগ্য ছিলোনা। তবে এতে আমি মনে করি ইউজারদের দোষ নেই। কারণ, সম্পূর্ণ কমিউনিটির পরিস্থিতিই কিছুটা ব্যতিক্রম ছিল। তাই এই সপ্তাহটি আগের মতোই থাকবে। তবে আমি আপনাদের কার কোথায় কি শুধরাতে হবে তা একটু উল্লেখ্য করছি। প্রথমত @steem-for-future আপনার ইনএকটিভ থাকাটা আসলে কমিউনিটির সমস্যার সাথে একেবারেই যায়না। আপনি বহুদিন ধরে শুধুমাত্র একটিভ লিস্টে বজায় থাকার জন্যে পোস্ট করেন।

এভাবে করতে থাকলে আপনাকে আমরা একটিভ লিস্ট থেকে বাদ দিতে বাধ্য হবো। @emon42 এবং @sumon09 আপনাদের একটিভিটিস কম, বাড়াতে হবে। @ashikur50 আপনি লাস্ট ১ মাসে জাস্ট ৬ বা ৭ টা পোস্ট করেছেন। এভাবে চলতে থাকলে আপনি ইনএকটিভ লিস্টে চলে যাবেন। @tanjima আপনার পোস্ট কোয়ালিটি খুব ই ভালো, তবে অবশ্যই আর্ট পোস্টে কিছুটা ভিন্নতা আনার ট্রাই করবেন। এরপর, একটা বিশেষ বিষয় সকলেই দয়া করে খুবই সিরিয়াসলি নিবেন। তা হলো প্লিজ আপনারা কেও অযথা দাদাকে ডিএম করবেন না। কারণ, দাদা বন্ধুত্বসুলভ আচরণের খাতিরে সকলের উত্তর দেন এবং এতে আপনারা অন্যকিছুই ভেবে বসে থাকেন। আর আমাদের কমিউনিটির ফাউন্ডার নিয়ে কোনো বাজে মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারবোনা আর আমাদের কথা কি আর বলবো।আর আমরা এই কথাগুলো প্রতিবার বলি। আর বলার পর পরই আপনারা দাদাকে ডিএম করেন।

Untitled01.png

এটা আমরা প্রমাণ পেয়েছি এবং আমরা জানি। পরবর্তীতে এ ধরণের কোনো কর্মকাণ্ড লক্ষ্য করা গেলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হবো।কারণ এখানে দাদা নিশ্চয় ইনভেস্টমেন্ট করে কটু কথা শুনতে আসেনি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এ কথাগুলো শুনবেন। আমরা জানি আপনারা কারা কারা ডিএম করে করে বিরক্ত করে ফেলেন। কারা কারা প্রতি সেকেন্ড এ সেকেন্ড এ নালিশ নিয়ে দাদার কাছে যান। প্রতিটি নোট ই আমাদের কাছে থাকে। এটা কেও ভাববেন না যে আমি এসব কথার মাঝে নেই। কারণ আমরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের সাথে বজায় রাখছি। তার চেয়ে বেশী রাখছে দাদা। কিন্তু দিনশেষে আমরা প্রচন্ড রকমের হতাশ। কারণ, আমরা যে মেন্টালিটি নিয়ে আপনাদের সাথে কথা বলি। আপনাদের অনেকের কাছ থেকেই তা আমরা ১% ও পাইনা। এতোটা রাগ আমাদের উপর যা দেখে আমরাই অবাক হই!

এরপর বলবো, আপনাদের অনেকেরই অনেক কিছু নিয়ে সমস্যা থাকে। আমাদের জানাবেন, কোনো কথাকে নিয়ে বাড়াবেন না প্লিজ, এতে আমাদের কমিউনিটির পরিবেশ মারাত্মক নষ্ট হচ্ছে। কারণ আমরা আমাদের পরিবারের জন্যে এতোটা করছি, কিন্তু আপনাদের মাঝে কিছু মানুষ এখনো রয়ে গিয়েছে যারা আসলে খুবই ক্ষতিকর। আরেকটা বিশেষ কথা হচ্ছে, এরপর থেকে কমিউনিটিতে যদি নোংরামী দেখা যায়। অর্থাৎ নতুন করে কেও যদি ঝামেলা লাগানোর ট্রাই করেন তবে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিটি বন্ধ হয়ে যাবে। এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে যে আপনারা কি করবেন। কারণ, আমরা যতটুকু ভাষা প্রয়োগ করে বুঝানো যায় তা করেছি আমরা। তাও না হলে আমরা ব্যর্থ। এবং আমাদের অ দাদাকে বলতে হবে যে, দাদা আমরা ব্যর্থ, আমরা এই কমিউনিটি চালাতে সক্ষম নই। আর আপুদের ব্যাক্তিগত কোনো সমস্যা হলে আমাকে নির্দ্ধিধায় জানাবেন।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, ইতিপূর্বে এ্যাডমিনরা অনেক কথাই বলেছেন সেই প্রসঙ্গে আমিও বলতে চেয়েছিলাম কিন্তু যা বলা হয়েছে এরপর আর কিছু বলার প্রয়োজন নেই। তবুও আমি কিছু বলছি অন্য কারো সামনে যদি কিছু বলেন তাহলে যাকে নিয়ে বলছেন সে হয়তো জানবে না কিন্তু এটা চরম মাত্রার একটা বেয়াদপি। এটা তখনই অভদ্র হয় যখন আপনি নিয়মিত একটা জায়গা হতে সুবিধা পাচ্ছেন কিন্তু আপনার স্বার্থে কোনভাবে আঘাত লাগলো তখন আপনি যে অভদ্র আচরণটা করবেন, এটা কোন বিবেকবান মানুষ করতে পারে না। আমার বাংলা ব্লগ অনেকগুলো নিয়ম কানুনের মাঝ দিয়ে চলে, অন্যান্য কমিউনিটির সাথে এর তুলনা চলে না। এতো বড় কমিউনিটি এবং দাদার এতো বিশাল বিনিয়োগ সেখানে যদি সঠিক নিয়ম কানুন না থাকে, তাহলে কমিউনিটি কি ঠিক মতো চলবে? নিজেরাই সেটা চিন্তা করে দেখুন, আমরা নিয়ম ভেঙ্গে কখনো যদি কোন ইউজারের জন্য কাজ করি তাহলে এতো সুন্দর পরিবেশটা কি ধরে রাখা সম্ভব হতো? কখনো দেখতে পেতেন না, দেখুন দিনশেষে সার্ভিস কিন্তু আমরাই দিচ্ছি দাদা আমাদের মাধ্যমে আপনাদের নিকট সাপোর্ট পৌঁছাচ্ছেন।

আপনাদের আচরণ আমাদের লাগে, যখন দেখি দিনশেষে আপনাদের নিকট হতে কিছু পাচ্ছি না। ভালো খারাপ উভয় পদের ইউজারই থাকে কিন্তু তবুও অভদ্রতার একটা সীমা থাকে। আমাদের কমিউনিটিতে অনেক ভালো ইউজার সাথে, আবার কিছু খারাপ ইউজারও আছে, এখন কিছু সংখ্যক খারাপ ইউজারের কারনে পুরো পরিবেশ নষ্ট হচ্ছে। কথায় আছে যে পাতে খায় সে পাতে ফুটা করে। কিন্তু এখন যারা কমিউনিটিতে আছেন আমরা আশা করি আপনারা সবাই কমিউনিটির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তারপর স্টিম ওয়াচার নিয়ে কথা বলেন, সেখানে খুব দ্রুত সময়ে একটা ব্যাপক পরিবর্তন আসবে বলে সবাইকে অবহিত করেন। যে কেউ সেখানে রিপোর্ট করতে পারবেন, আপনারা যদি স্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন তাহলে সেটা সহজ হবে এবং ভালো কিছু বিষয়ে রিপোর্ট করতে পারলে আপনাদের পুরস্কৃত করা হবে। অনেকের মাঝে দেখেছি বেসিক জ্ঞানের কমতি রয়েছে, কমিউনিটিতে কিছু পোষ্ট পিনআপ করা রয়েছে, সবাইকে সেগুলোকে পড়তে অনুরোধ করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। আমাদের বর্তমান অবস্থা মোটামোটি সবাই সেটা জানেন। ইতিপূর্বে সবাই সেটা বলেছেন তাই সেদিকে যাবো না। দাদার যতো বিনিয়োগ আছে উনি যদি আমাদের সাপোর্ট না দেন তাহলে তার কিছুই হবে না, কমিউনিট বন্ধ করে দিলে তার কোন ক্ষতি হবে না। বিগত কয়েক দিন আগে যা করার চেষ্টা করা হয়েছিলো, আমি খেতে পারছি না তাই অন্য কাউকে খেতে দিবো না, এই মানসিকতা নিয়ে এই রকম করা হয়েছিলো কিন্তু সেটা সার্থক হয় নাই। দাদা খুবই দক্ষতার সাথে সেটা সামলে নিয়েছেন, আশা করছি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

উইটনেস নিয়ে কথা বলেন, ডেভলপমেন্ট নিয়ে সুখবর দেন, স্টিমপ্রো বেটা ভার্সন ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে, প্রাইভেট ভাবে দেয়া হয়েছে গিটহাবে শুধুমাত্র। আশা করছি ডিসেম্বরের মাঝেই এই বিষয়ে যথাযথ আপডেট সহ অ্যাপটা সবাই ব্যবহার করতে পারবেন। স্টিম ডাউন থাকলেও এই অ্যাপটি ঠিক চালু থাকবে। তারপর উইটনেস নিয়ে বলেন, আমাদের গত মাসে কিছু ব্লক মিস গিয়েছে কিন্তু এই মাসে কোন ব্লগ মিস যায় নাই, ব্লক মিস যাওয়া মানে আমাদের রিওয়ার্ডস মিস যাওয়া।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, তিনি দিন শেষে সবাইকে ভালোবাসেন, এটা নতুন করে কিছু বলার নেই, যদিও শুরুতে এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন । ইতিমধ্যে তিনি একটা পোষ্ট শেয়ার করেছেন, অনেকেই তাদের মতামত তুলে ধরেছেন সেখানে। বাস্তাবিকভাবে যেটা আমরা চোখে দেখি, যা পাচ্ছি এবং খাচ্ছি সেটার জন্য স্যালুট, যারা মুক্তিযেদ্ধা ছিলো দেশের জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তারপর হতে আজ পর্যন্ত যা হইছে সেটা নিয়ে আমাদের নেতা বলে দিয়েছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চুরের খনি। তারপর স্টিম নিয়ে কথা বলেন এবং নিজের অনুভূতি শেয়ার করেন। যেখানে বাংলাদেশীদের কেউ গ্রহণ করতে চায় না। তার নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন, যা সত্যি লজ্জাজনক ছিলো। কারন আমাদের দেশের ইউজারদের সম্পকে তাদের ধারণা খুবই খারাপ ছিলো। অধিকাংশ ইউজার স্প্যামার হিসেবে নিজেদের তুলে ধরতেন।

Untitled02.png

তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি আমার বাংলা ব্লগের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠাতা এতো এতো টাকা বিনিয়োগ করেছেন আমরা সেটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি সবাইকে আরো বেশী সৃজনশীলতার মাঝে রাখতে এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে। তারপর সোস্যাল মিডিয়া নিয়ে কথা বলেন, পোষ্টটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে অনুরোধ করেন, তার সাথে অবশ্যই আমার বাংলা ব্লগের ট্যাগটি ব্যবহার করতে অনুরোধ করেন, ট্যাগ ব্যবহার করলে পোষ্ট তার নিকট সহজেই চলে যাবে। প্রতি সপ্তাহে লাইভ করার চেষ্টা করছেন, স্টিমিটে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সুন্দর সুন্দর পরামর্শ শেয়ার করার চেষ্টা করছেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @alsarzilsiam ভাই। গত সপ্তাহে আমাদের কমিউনিটির নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। সেই বিষয়ে আমাদের এডমিন ভাই বোনেরা অনেক কিছুই বলে গিয়েছেন তাই সেই বিষয়ে আরও বিস্তারিত বলবো না, শুধুমাত্র একটি বিষয় বলতে চাই। আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবার এবং এই পরিবারের সকলেই অনেক ভালো মানুষ এবং আমি আশা করবো এখন থেকে সবাই সবগুলো নিয়ম মেনে এখানে কাজ করবেন। লেভেল ৩ এর ক্লাস এই সপ্তাহে নেওয়া হবে, সময়কালটি আপনাদের অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা level-2 অতিক্রম করেছেন তারা অবশ্যই level3 এর লেকচার শীটটি পড়ে নেবেন, তাহলে আপনাদের ক্লাসের বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে।

আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, কোন এডমিন বা মডারেটর যখন আপনাকে কোথাও মেনশন দেবে সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। এই বিষয়টি অনেকবার বলেছি কিন্তু তারপরও কেনো যেনো এই একটা গ্যাপ আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে যেসব ইউজাররা বর্তমানে লেভেলে রয়েছেন। এদের কে মেনশন দিলে খুঁজে পাওয়া যায় না। যারা এইসব ইউজারদের রেফার করেছে তাদেরকে উদ্দেশ্যে বলব তারা যেন অবশ্যই রেফারেলের খোঁজ-খবর নেয় এবং রেফারেল এর সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। নিউ মেম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদের নতুন কিছু নিয়ম আসবে এবং সেই নিয়ম অনুযায়ী নতুন মেম্বার নেওয়া হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা ঠিক ভাবে বুঝতে পেরেছেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। লেভেল ওয়ানে যারা আছেন তাদের একটা ব্যাপার খেয়াল করেছি। আপনারা আমার বাংলা ব্লগে নিয়মিত পোস্ট না করলেও অন্যান্য কমিউনিটিতে রেগুলার পোস্ট করছেন। আমরা এগুলো নিয়ে এখন কিছু বলছি না। তবে যখন আপনারা ভেরিফাইড মেম্বার হতে যাবেন। তখন এই বিষয়গুলো মাথায় রাখা হবে। নিউ মেম্বার নেয়ার ব্যাপারে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের ক্লোজ রিলেটিভ বা খুব কাছের আত্মীয়-স্বজনকে রেফার করতে। তাহলে আপনারা কোনরকম সমস্যায় পড়বেন না। তবে আপনার রেফার করা কোন মেম্বার যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটায় তার জন্য আপনাকে দায়ী করা হবে। এ বিষয়টি মাথায় রাখবেন।

আপনারা খেয়াল করেছেন কিছুক্ষণ আগে দাদা জেনারেল ডিসকাশনে একটি মেসেজ দিয়েছে। যদি তিনি এই কমিউনিটি না চালিয়ে স্টিম গুলো কোথাও ডেলিগেশন করে দিতেন। তাহলে মাসে মিনিমাম ১০ লক্ষ স্টিম তিনি আয় করতে পারতেন। দেখুন যারা দাদার কমিউনিটি চালানো নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন বা সন্দেহ করেন বা দাদার কি লাভ আছে সেটা খোঁজার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে বলছি। এই কমিউনিটি না চালালে দাদার শতভাগ লাভ। কমিউনিটি চালিয়ে দাদার আর্থিক ক্ষতি হচ্ছে। তিনি শুধু আমাদের সবার মুখের দিকে তাকিয়ে কমিউনিটি চালাচ্ছেন। এই কমিউনিটি না থাকলে তার কোনো ক্ষতি নেই বরং অনেক লাভ হবে। ক্ষতি যেটা হবার আমার আপনার সবার হবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার সবাইকে। লেবেল টু যারা পাস করেছেন তাদের আবার অনুরোধ করবো যে আপনারা ন্যূনতম সপ্তাহে তিন থেকে চারখানা ব্লগ পোস্ট করার চেষ্টা করবেন। আমাদের একটাই কামনা যে আপনারা লেভেল গুলো পাস করার সাথে সাথে একজন ভালো ব্লগার হয়ে উঠতে পারেন। আরেকটা কথা। প্রত্যেক এডমিন-মডারেটররা ব্যাপারটাকে খুব ভালোভাবে বলেছেন তবুও আমি ছোটো করেই বলবো, যে ঘটনাটা ঘটে গেছে সেটা সত্যিই অপ্রীতিকর। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যেন এরম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। তার জন্য আমার বাংলা ব্লগ পরিবারকে আরো সুরক্ষিত করে রাখতে হবে। আর সবশেষে বলবো চলুন আমরা সবাই মিলে অমর বাংলা বাংলা ব্লগকে আরো নতুন উচ্চতার শিখরে নিয়ে যাই।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। আজ রাত 11:30 সময় পর্যন্ত আমাদের নিউ মেম্বার নেওয়ার লাস্ট সময়। এই সময়ের মধ্যে যারা রেফার করতে চান তারা পরিবারের সদস্য অথবা খুব কাছের মানুষকে রেফার করতে পারেন এই সময়ের মধ্যে। আর নিউ মেম্বার নেওয়ার নিয়মাবলী অনেকটা চেঞ্জ আসবে সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জেনে যাবেন। আর এই মুহূর্তে আমার আন্ডারে তিনজন ইউজার আছেন প্রথমত @abubakkor দ্বিতীয়তঃ @modhumita123 তৃতীয়তঃ হচ্ছে @pujaghosh। তো আপনাদেরকে বলবো প্রতিনিয়ত পোস্ট করতে থাকুন আর অবশ্যই বেনিফিশিয়ারি দিতে ভুলবেন না। abb-school 5% এবং shy-fox 10% বেনিফিশিয়ারি না দেয়া হলে আপনার পোস্ট কিউরেশনে যাবে না। আর অবশ্যই যেটা করবেন কমিউনিটির পিন করা পোস্ট গুলো পড়বেন আর যেকোনো সমস্যায় new-be চ্যানেলে আমাকে মেনশন করবেন। আর ক্লাস কখন থেকে শুরু হবে সেটা জানতে চোখ রাখুন ডিসকোর্ড অ্যানাউন্সমেন্টে।

Untitled03.png

বর্তমানে যারা ইনএকটিভ লিস্টে আছেন তাদের মধ্যে যদি কেউ অ্যাক্টিভ হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই টিকিট ক্রিয়েট করে প্রথমে আমাদের অবগত করবেন এবং কয়েকদিন পোস্ট করে হারিয়ে যাবেন না কারণ পোস্ট কন্টিনিউ না করলে লেভেল ফাইভ এর ভাইবা দেয়া যাবে না আর ভাইবা না দিতে পারলে অ্যাক্টিভ লিস্টে আসতে পারবেন না। এই বিষয়টি যারা ইনএকটিভ আছেন তারা বিষয়টিকে গুরুত্ব দিবেন। আরেকটা বিষয় অকারণে কাউকে ডিএম করবেন না এডমিন কিংবা মডারেটর কিংবা ফাউন্ডার অথবা মেম্বার। আর কিছু জানার থাকলে সবার প্রথমে টিকেট ক্রিয়েট করবেন এবং আমাদেরকে জানাবেন আমরা যদি আপনাদের সমস্যা সমাধান করতে না পারি সেই ক্ষেত্রে এডমিন ভাইয়া ও আপুরা আছেন তারাও যদি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আমরা ফাউন্ডার এর সহযোগিতা নিবো। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন।

আর discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে এমন কোনো কার্যকলাপ করবেন না যা কমিউনিটি বদনাম করতে পারে। সকলকে অনেক ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন।এ সপ্তাহে ইউজারদের নিয়ে কিছু বলছিনা । কমিউনিটিতে খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় ঘটে যাওয়ার কারণে একটি সপ্তাহ কমিউনিটির নিয়মকানুনে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যা আমাদের কারও কাম্য ছিলনা। আসলেই স্টিমিট প্লাটফর্মে “আমার বাংলা ব্লগ” কমিউনিটির মতো কোনো কমিউনিটি নেই যেখানে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা একটির পর একটি এনে দেয়া হচ্ছে। এমন কি কোন ইউজার যেন সাপোর্ট বঞ্চিত না হয় সে কারণে একটি সুবিধা বঞ্চিত রিপোর্টের মাধ্যমে সুবিধার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

সেরা ব্লগারদের জন্য বিশেষ সাপোর্ট এর ব্যবস্থা করে দেয়া হয়েছে। যাদের জন্য দাদা এতকিছু করছেন তাদের কারণে এমন একটি ঘটনা যা দাদাকে খুবই shocked করেছে, কোনভাবেই ইজি হতে পারছিলেন না। এ কারণে আমাদের প্রতি একটু কঠোর হয়েছিলেন। এ থেকে আমাদের প্রত্যেকেরই একটি শিক্ষা গ্রহণ করা উচিত যেন পরবর্তীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কারও কারনে যেন আমাদের পুরো জাতি বা দেশের উপর কোন কালিমা না পড়ে। আমাদের কারনে আমাদের নিজেদের দেশের কোন বদনাম না হয় সেদিকে যেন আমরা সকলেই খেয়াল রাখি। এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।

শুভ ভাই ফিরে আসেন, প্রথমে এবিবি স্কুল নিয়ে কথা বলেন, তারপর কথা বলেন এবিবি স্কুলে থাকা অবস্থায় কিভাবে বেনিফিশিয়ারি দিতে হবে। হিরোইজম নিয়ে কথা বলেন, সকলের নিকট হতে রেসপন্স চান, যারা ডেলিগেশন করেছেন তারা সাপোর্ট পাচ্ছেন কিনা। তারপর এবিবি চ্যারিটি নিয় কথা বলেন, মানুষ মানুষের জন্য, যারা এটা বিশ্বাস করেন তারা চ্যারিটির দিনটি অবশ্যই মনে রাখে। তারপর চ্যারিটি কিসের জন্য করা হয়েছে সে বিষয়ে কিছু কথা বলেন এবং কারা সাপোর্ট নিতে পারবেন সে বিষয়েও একটু ধারনা দেন। সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বরেন। চলমান কনটেস্টের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে সেটা জানান। সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান। ব্লগার অব দ্যা ইউক এই সপ্তাহে ঘোষণা করা হবে না। এবিবি ফান নিয়ে কথা বলেন, সবাই সাপোর্ট পাচ্ছে কিনা জানতে চান। ফ্রি ডেলিগেশন নিয়ে কথা বলেন, নতুন যারা তাদের জন্য এই সুযোগ সৃষ্টি করা হয়েছে। নতুনদের রিওয়ার্ডস ক্লেইম করতে বলেন এবং সেটা করলে কি লাভ হবে সেটা ব্যাখ্যা করেন।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। শুরুতে ডিসকর্ড সমস্যা নিয়ে নিজের কিছু অনুভূতি শেয়ার করেন। আজকে দাদা সাধারণ ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চান, হেটার থাকে সবার, কাউকে হেটার করলে, সে যদি শিক্ষিত থাকে তাহলে সেটা তার মতো হওয়া উচিত। কিন্তু এই যে শুভ দত্ত যা লিখলো এতে কিন্তু সে নিজের ক্ষতি করলো, আমাদের কারো ক্ষতি হয় নাই। সে তার নিজের পরিচয় দিলো, নিজের বংশ পরিচয় দিয়ে দিয়েছে সকলের সামনে। জাস্ট একটাই কথা মিউট করা হবে সব। একটা ধ্বাক্কাতো ছিলো এই ধরনের কথা কারো মুখ হতে কখনো শুনি নাই, অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য ভাষা ছিলো, আমাদের এখানে কেউ এই রকম ভাষা শুনে নাই কখনো। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো, সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।

তার বিরুদ্ধে মোটামোটি আমি সকল প্রমাণ রেখে দিয়েছি, এখান হতে কেস ফাইল করলে মোটামোটি টাকা খরচ হবে এবং টাইম দিতে হবে, এই দেশের আইন আর বাংলাদেশের আইন তো সমান না। কিন্তু তবুও আমি একটা কেস করে দিবো, তার পোষ্ট এবং ছবিতো আর মুছা যাবে না, তার ঠিকানা সব আমার কাছে আছে। আমাদের ডিসকর্ড এটা আমার নিজস্ব, এখানে ব্যাকআপ আছে। দাদার কাছে সবগুলোর কপি আছে, যদিও উনি এখান হতে সব মুখে দিয়েছেন। ধর্মীয় অবমাননা করা হয়েছে, যদিও আমাদের দেশে ব্লসিফেমি আইন নাই, বাংলাদেশে নেই। তবুও দর্শীয় অবমাননা কিংবা কুরুচিমুলক পোষ্ট হিসেবে রিপোর্ট করা যেতে পারে। হিংসা করলে আরেকটা হিংসার জন্ম দেয়, প্রতিহিংসা নতুন করে হিংসার জন্ম দেয় কিন্তু ক্ষমা করে দিলে সেটা মুছে যায়। প্রতিহিংসা ধ্বংসের দিকে নিয়ে যায়, দাদার তো সময়ের দাম আছে কিন্তু তবুও যদি আরো এই রকম কিছু করে তাহলে অবশ্যই এ্যাকশন নেয়া হবে, প্রমান তো হাতেই রয়েছে।

তারপর দাদা কোম্পানী করা নিয়ে কিছু কথা বলেন, কিছু পরিতর্বন আসবে সেই বিষয়ে কিছু ধারনাও দিয়েছেন ইতিমধ্যে। সকল ইউজারের তথ্য সংগ্রহ করা হয়েছে। কোম্পানী করা হলে, একটা ভালো পোষ্ট করা হলে নিয়মিত রিওয়ার্ডস পাবেন। রেভিনিউ শেয়ার করার একটা সুযোগ রাখা হবে। আপনার পোষ্ট কতজন ভিউ করলো, সেখান হতে রিওয়ার্ডস পাওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ ভিউয়ার বাড়লে ইনকাম বাড়বে। ভালো মানের ইউজার যারা আছেন তাদের ইনকাম ভালো হবে, এই বিষয়ে দাদা সবাইকে ধারনা দেয়ার চেষ্টা করনে। ভালো মানের একটা ফিচার আর্টিকেল লিখতে পারবেল বেশ ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। অবশ্য এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে আমাকে।

ব্লগিং কোম্পানী কিংবা মিডিয়া কোম্পানী করলেই হবে না, অনেক খরচ করতে হবে। এ বিষয়ে ট্যাক্স এবং অন্যান্য খরচের সম্পর্কে দাদা কিছু ধারনা দেন। সব মিলিয়ে ৫৫% ট্যাক্স দিতে হবে দাদাকে কোম্পানী হতে। সে ক্ষেত্রে রেভিনিউ বেশ ভালো আসলে এই পরিমান ট্যাক্স দিতে কোন সমস্যা হবে না। কোম্পানী খোলা হলে কমিউনিটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না। কোম্পানী করা হলে নিয়ম কানুন অনেক সহজ করে দেয়া হবে। শুধু মাত্র মেইন নিয়মগুলো থাকবে, দাদার একটা পোষ্ট এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। বাকিগুলো কমিউনিটির নিরাপত্তার জন্য করা হয়েছিলো। কিন্তু কোম্পানী হলে এই রকম থাকবে না আর। অনেক পরিবর্তন দরকার হবে তখন, প্রচুর ইউজার লাগবে তখন আমাদের, শুধু লেখার জন্য না কিন্তু বরং ভিউ করার জন্যও। মানে না লিখেও ভিউ করলেও ইনকাম হবে। আপনার ইচ্ছে মতো যখন খুশি ব্লগিং করতে পারবেন। কিছু ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটা সুযোগ থাকবে, তবে আপনাদের আমরা বলছি না সেখানে বিনিয়োগ করতেই হবে কারন এটা খুবই রিস্কি, আমরা বলবো না, তবে যারা চাইবে তাদের উপর নির্ভর করবে এটা। এনএফটি প্রজেক্ট যেখানে আপনাদের বিনিয়োগ লাগবে না কিন্তু ডেফিতে বিনিয়োগ লাগবে। গ্রাফিক্স ডিজাইন ভালো পারলেই এনএফিটি নিযে কাজ করতে পারবেন সহজেই।

তারপর বাংলাদেশী ইউজারদের নিয়ে কথা বলেন, বাংলাদেশীদের খুব বেশী দুর্নাম আছে, তারপরও আপনারা যদি এসব কাজ করেন আজে বাজে কমেন্ট করেন এগুলো কিন্তু ভালো চোখে দেখা হয় না, বহু বার স্টিম টিম হতে আপনাদের নামে এবিউজার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন তো এবিউজ কমিউনিটি রয়েছে, কিছু দেখলে সেখানে রিপোর্ট করতে পারবেন। এরপর এসবিডি নিয়ে দাদা কিছু কথা বলেন, এটা চালু হলে আপনাদের ইনকাম চারগুনে বেড়ে যাবে বর্তমান এই রেটে । এই বিষয়ে দাদা বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এসবিডির দাম তিন ডলারের উপরে উঠলেই ইনকাম বেশ ভালো পর্যাযে চলে যাবে। সবাইকে ধৈর্য ধরতে বলেন দাদা, কাজ করুন এবং কাজ শিখুন। কোম্পানী হলে অনেক চাপ কমে যাবে। আক্রমনাত্মক কথা লিখে কি আনন্দ পান সেটা দাদা বুঝেন না, যিনি লিখেছেন তাকে প্রশ্ন করেন এসব লিখে তার কি লাভ হলো? আপনাকে ভালো জানতাম কিন্তু এখন বুঝলাম আপনি মোটেও তার উপযুক্ত ছিলেন না।

শুভ ভাই ফিরে আসেন, তারপর সাবইকে বলেন এই সপ্তাহে কোন কিছুর পরিবর্তন হবে না যা ইতিমধ্যে জেনে গিয়েছেন সুতরাং সুপার এ্যাকটিভ তালিকা যা ছিলো তাই থাকবে। তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান। আরিফ ভাই কুইপ পর্ব শুরু করার পূর্বে রিওয়ার্ডস নিয়ে কিছু কথা বলেন, বিজয়ীদের রিওয়ার্ডস যথাযথভাবে পৌঁছানো হবে যদিও মাঝে মাঝে কিছুটা দেরী হয়ে যায়। তারপর কুইজ উপস্থাপন করেন, চারজনের পক্ষ হতে চারটি। এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে দুটি কুইজ ধরা হয় যা নিয়ে সকলের মাঝে বেশ আগ্রহ থাকে কারন সেখানে শিক্ষনীয় অনেক বিষয় থাকে। সবশেষে কমিউনিটির মডারেটর তানজিরা আপুর পক্ষ হতে কুইজ ধরা হয়, একটু ব্যতিক্রম ছিলো এবারের কুইজটি, তবে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার কারনে পরবর্তীতে আরো একটি কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস প্রদান করা হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের পর্ব শুরু করেন। সাথি আপু কিছুটা অসুস্থ্য বলে আজ শুরু ভাই একা একা গানের পর্ব পরিচালনা করেন এবং সাথি আপুর সুস্থ্যতা কামনা করেন। এরপর একে একে @bristychaki আপু গান, @shyamshundor কবিতা আবৃত্তি, @miratek গান, @munna101 গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @joniprins কবিতা আবৃত্তি, @sshifa গান, @maksudakawsar গান, @saymaakter কবিতা এবং @mahbubul গান পরিবেশন করেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Sort:  
 2 years ago (edited)

গত হ্যাংআউটটি আসলেই অনেক স্পেশাল ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। বিশেষ করে দাদা যখন অনাকাঙ্খিত ঘটনার বিদায় জানিয়ে, বিভিন্ন প্রস্তাবনা রেখেছেন। যেমন কোম্পানি খোলাসহ আরো বিভিন্ন বিষয়ে, সেটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে হ্যাংআউটটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া ৭৬ তম হ্যাংআউট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আসলে ভাইয়া আমরা সবাই ভালোবেসেই এখানে কাজ করি।আসলে এমন কিছু অমানুষ সবাই জায়গায় থাকে। আর এই অমানুষের জন্য আমরা কেনো আমাদের কমিউনিটি থেকে বা ভালোবাসার জায়গা থেকে দূরে যাব।আপনারা সবাই আমাদের জন্য কতে পরিশ্রম করছেন, আর আমরা আপনাদের যোগ্য সম্মান দেব এটাই স্বাভাবিক। যাইহোক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ পুরো হ্যাংআউট সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমরা সবাই ভালোবেসে কাজ করি। নিজের মূল্যবান সময় আপনাদের সাথে ভাগকরে নিতে আমাদের ভালো লাগে। আসলে কিছু নিচু মানসিকতার মানুষের জন্য আমরা পুরো সপ্তাহ জুড়ে সবাই বেশ কষ্ট পেয়েছি। তবে যাই হোক সত্যের জয় সবসময় হয়। আর এতগুলো মানুষের ভালোবাসার কাছে তুচ্ছ একজন ব্যক্তির হীনমন্যতা একেবারেই শুধুই তুচ্ছ। ভাইয়া আপনারা সবাই আমাদের জন্য এতটা পরিশ্রম করে যাচ্ছেন আর আমরা আপনাদের যোগ্য সম্মান দিতে পারছি না সত্যি এটা ভীষণ লজ্জাজনক। যাই হোক ভাইয়া এবারের হ্যাংআউটের প্রতিবেদনটি পড়ে ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবারো জানতে পারলাম ভাইয়া।

 2 years ago 

৭৬ তম হ্যাংআউট খুবই গুরুত্বপূর্ণ ছিল।
আমাদের সকলের প্রিয় দাদা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছে আর এই হ্যাংআউট এ তথ্যগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া দাদা আমাদের কাজ করার মোটিভেশনটা বৃদ্ধি করেছে তার কিছু কথার মাধ্যমে।

 2 years ago 

দেখতে দেখতে ৭৬ তম হ্যাংআউট অতিক্রম করে ফেললাম আমরা। তবে এবারের হ্যাংআউট সত্যিই অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের প্রিয় দাদা খুব মহৎ মনের মানুষ, আর তাইতো আমাদের প্রিয় কমিউনিটিতে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটার পরেও, তিনি আমাদের প্রিয় কমিউনিটিতে আবারো নতুন করে কাজ করার সুযোগ দিয়েছেন। সেই সাথে আমাদের এই প্রিয় কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুন পদক্ষেপ নিয়েছেন। আর আমরাও সব সময় চাইবো আমাদের এই প্রিয় কমিউনিটিতে পরবর্তী সময়ে আর যেন কেউ কোন ধরনের বাধার সৃষ্টি করতে না পারে। "একতাই বল"আর এই কথাকে সামনে রেখে আমরা পুরো বাংলা ব্লগ পরিবার একসাথে এগিয়ে চলবো। ধন্যবাদ ভাইয়া, প্রতিবারের ন্যায় এবারের হ্যাংআউটটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে আরো একটা হ্যাংআউট শেষ হয়ে গেল। যদিও সপ্তাহটা একটু খারাপ গিয়েছে তারপরও অনেক ইনফরমেশন জানতে পেরেছি এই সপ্তাহের হ্যাংআউট থেকে। আমরা সব সময় আপনার সাথে রয়েছি দাদা।

 2 years ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির ৭৬ তম হ্যাংআউট শেষ হয়ে গেলো ৷ এ সপ্তাহের হ্যাংআউট বেশ গুরুত্বপূর্ণ ছিলো ৷ অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কিছু ভালো তথ্য দাদা আমাদের জানিয়েছেন ৷ অনেক ভালো লেগেছে আমার সম্পূর্ণ হ্যাংআউট উপভোগ করতে পেরে ৷ ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর ভাবে সম্পূর্ণ হ্যাংআউট আবারও আমাদের মাঝে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ৷

 2 years ago 

গত সপ্তাহের হ্যাঙআউটের পর ডিসকোর্স কিংবা আমার বাংলা কমিউনিটি মনে হচ্ছে আগের অবস্থা ফিরে এসেছে। গত সপ্তাহে বেশ ভালো লেগেছে হ্যাঙআউট,এবং বেশ মজাও করেছি আমরা।গানগুলো ও সবাই সুন্দর গেয়েছে।আশা করি এরপট থেকে অপ্রীতিকর কোন ঘটনায় ঘটবে না।ধন্যবাদ

 2 years ago 

গত সপ্তাহের মতো এই সপ্তাহে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবেনা।
এবার হ্যাংআউটে এপস সম্পর্কে ভালোই জানা গেছে।আশা করি,কথানুযায়ী এই বছরের ভেতরই আমরাও এপস ইউজ করতে পারবো😊

 2 years ago 

আপনার কথাগুলো ভালো লেগেছিল খুব। আমরা অনেকেই শুধু শুধু ফেইসবুকে সময় নষ্ট করি। শুধুমাত্র বিনোদনের আশায়, কিন্তু কোনো লাভ হয়না, উল্টো সময় নষ্ট। আর স্টিমিটে আমার বাংলা ব্লগ চেষ্টা করেছে বিনোদনের পাশাপাশি উপার্জন করার! তাহলে কেন সে সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি না? কেনইবা ফেইসবুকে অযথা সময় নষ্ট করছি। কমিউনিটিতে অপ্রিতিকর ঘটনার জন্য আমরাই দায়ী! দাদা আরও কঠোর ডিসিশন নিবে। আমার বাংলা ব্লগ এগিয়ে যাবে তার নিজস্ব গতিতে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81