আবেগের কবিতা || তুমি চাইলে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ5 months ago

birds-5770589_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমিও বেশ আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। ভালোবাসার মানুষগুলোকে পাশে রেখে আরো বেশী জাগ্রত থাকার চেষ্টা করছি। যদিও ভালোবাসা আর ছলনা আজ একই রূপে ঘুরপাক খাচ্ছে। যেমন চিনি আর লবন একই রূপে সবার কাছে ধরা দিচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদে। সত্যি বিষয়টি দারুণ এবং অদ্ভুতও বটে। যদি বুঝতে পারেন কিংবা ধরতে পারেন তাহলে সবটাই ঠিক আছে কিন্তু যদি ধরতে বা বুঝতে ব্যর্থ হন তাহলে চিনির জায়গায় লবন আর লবনের জায়গায় যাবে চিনি, তারপর আর কি যা হওয়ার তাই হবে, হি হি হি। একটু চিন্তা করে দেখুন তো, যদি ভুলে একদিন চায়ের কাপে দুই চামচ লবন দিয়ে ফেলেন, যদি ভুলে একদিন তরকারীতে এক চামচ চিনি দিয়ে ফেলেন, তাহলে কি হতে পারে?

না না না আমি এসব চিন্তা একদমই করতে পারি না, কারণ কবির হৃদয় সংসারী হয় না বরং কল্পনার সীমানায় রঙিন হয় হি হি হি। ভালোবাসার বিষয়গুলোও এখন অনেকটা এমন হয়ে গেছে, কে মানুষ আর কে অমানুষ বুঝার কোন উপায় নেই। কারন দুইজনের রূপই একই রকম, পার্থক্যটা থাকে ভেতরে কিংবা মানসিকতায়। সুতরাং ধোকা বা ছলনা এখানেও খেতে পারেন, তাই সাবধান। যা কিছু করবেন স্বাদ বুঝে এবং সতর্কতার সাথে। চিনির জায়গায় চিনি এবং লবনেন জায়গায় যেন লবনই থাকে, না হলে জীবনে যেমন দুঃখ আছে ঠিক তেমনি সফলতার পরিবর্তবর্তে ব্যর্থতা আসবে। যাইহোক, এসব কথা বাদ দিয়ে বরং কবিতা পড়ি- যা হৃদয়কে আরো বেশী চঞ্চল রাখবে।

fox-807315_1280.png

তুমি চাইলে উড়ে যাবো
দিগন্তের ঐ নীল সীমানায়,
তুমি চাইলে গভীরে হারাবো
উত্তাল সমুদ্রের শেষ সীমানায়।

তুমি চাইলে পূর্ণিমার রাতে
গল্প সাজাবো নতুনভাবে,
তুমি চাইলে শীতের রাতে
গান শুনাবো নতুন সুরে।

তুমি চাইলে অমাবস্যার রাতে
পাশে থাকবো জোসনা হয়ে,
তুমি চাইলে দুর্যোগের রাতে
পাশে থাকবো ছায়া হয়ে।

তুমি চাইলে বর্ষার বর্ষণে
ছাতা হাতে থাকবো পাশে,
তুমি চাইলে হৃদয়ের উষ্ণতায়
আগলে রাখবো ভালোবেসে।

তুমি চাইলে সংগ্রামী হবো
বিজয়ের মুকুট ছিনিয়ে আনবো,
তুমি চাইলে সিংহাসন ছাড়বো
সন্ন্যাসী হয়ে তোমার পিছু ছুটবো।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 5 months ago 

তুমি চাইলে উড়াল দেবো
নীল আকাশের বাঁকে,
উকি মেরে দেখব তোমায়
মেঘের ফাঁকে ফাঁকে।

তুমি চাইলে দূর আকাশের
হব নীহারিকা,
হৃদয় মাঝে থাকবো আমি
তোমার অনামিকা!।।
♥♥

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

হাফিজ ভাই কথা গুলো খারাপ বলে নি ৷আসলে চিনি লবন দুটোই এক হলেও বাস্তবতা নিরিখে স্বাদ কিন্তু অনেক আলাদা ৷
যা হোক কবি হতে গেলে সংসারি বাদ দিতে হয় ৷ হিহিহিহি ভাবি যদি কথাটা শুনে ৷ কবিতটা সত্যিই দারুন লিখেছেন ৷

তুমি চাইলে সংগ্রামী হবো
বিজয়ের মুকুট ছিনিয়ে আনবো,
তুমি চাইলে সিংহাসন ছাড়বো
সন্ন্যাসী হয়ে তোমার পিছু ছুটবো।

এটা ঠিক ভালোবাসা মানুষের জন্য সব করা যায় ৷ যার বাস্তব উদাহরন শেষের লাইন গুলি ৷
অসংখ্য ধন্যবাদ ভাই

 5 months ago 

একটি জিনিস লক্ষ্য করেছি ভাইয়া । আপনি আপনার পোস্টে বেশ সুন্দর করে পাঠক ধরে রাখার মত মজা করে কথা লেখেন। যাতে করে পাঠক আপনার পোস্টের দিকে আকৃষ্ট হয়। আর কবিতার কথা না হয় নাই বা বললাম বেশ গুছিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে আমাদের কবি ভাই উপস্থাপন করেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 5 months ago 

অনেক সুন্দর উপস্থাপনা। আপনার কবিতায় আমি মুগ্ধ দাদা। অনেক আবেগ দিয়ে অনুভুতি দিয়ে লিখতে পারেন আপনি যা মানুষের অনুভুতিকেও ছুয়ে দেয়। প্রেমিকার প্রতি একজন প্রেমিকের যে আবেগ অনুভুতি থাকে তা খুব সহজ শব্দে আপনি কবিতার মাধ্যমে দারুণ ভাবে উপস্থাপন করতে পেরেছেন। এরকম আরো কবিতা চাই।

 5 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ আবেগ ঘন বার্তা দিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে ভালোবাসার মানুষের পাশে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকাটাও বেশ ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কবিতার কবির মতো সবাই যদি এমন চাইলে সবটা করতে পারতো তবে জীবনটা সত্যি ই অনেক মধুর হতো। কবির কল্পনায় সবই সুন্দর। কিন্তু বাস্তবতা অন্য কিছু বলে।খুব ভালো লেগেছে কবিতাটি।কবিতার মাঝে থাকতেই তাই ভালো লাগে।বাস্তবতায় নয়।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 months ago 

লবণের জায়গায় চিনি হলেই সমস্যা। ভালোবাসায়ও তাই। ছলনা আর অবিশ্বাস চলে আসলে সেটা আর ভালোবাসা থাকে না। যাক, চমৎকার লিখেছেন কবিতাটি 🌼

 5 months ago 

বর্তমান যুগের বেশিরভাগ ভালোবাসার মধ্যেই ছলনা থাকে ভাই। সম্পর্কের শুরুতে সেটা না বুঝা গেলেও, ধীরে ধীরে সব প্রকাশ পায়। এমন পরিস্থিতিতে কষ্টের কোনো সীমা থাকে না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার প্রতিটি লাইন এক কথায় দুর্দান্ত হয়েছে।

তুমি চাইলে বর্ষার বর্ষণে
ছাতা হাতে থাকবো পাশে,
তুমি চাইলে হৃদয়ের উষ্ণতায়
আগলে রাখবো ভালোবেসে।

তবে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65