আলু দিয়ে মাছের ডিমের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

IMG20230611130632---.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যদিও আজকাল আমরা ভালো থাকার যেমন চেষ্টা করছি ঠিক তেমনি অন্যদেরকেও ভিন্নভাবে ভালো থাকার সুযোগ তৈরী করে দিচ্ছি। বুঝলেন না বিষয়টি, আরে আমি ঘুষ নেয়ার কথা বলছি, আর্থিক সুবিধা দেয়ার কথা বলছি। আমরা প্রতিনিয়ত নানা কাজের জন্য, ন্যায় সঙ্গত কাজের জন্য আজকাল অন্যদের ভিন্নভাবে সুযোগ দেয়ার চেষ্টা করছি। নিজের ভালোর চিন্তা করে অন্যদের ভালো থাকার সুবিধা করে দিচ্ছি। কিন্তু এটাই আজকাল সম্পর্ক ভালো রাখার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে।

যদিও দেয়া-নেয়ার অনেক কিছুই আছে, কিন্তু সবচেয়ে কার্যকর বিষয়টির ব্যাপারে আমরা আজকাল চিন্তা করি না। না সেটা যে না বুঝে করছি তা নয় কিন্তু বরং আমরা বুঝে শুনেই এটা করছি। ঐ যে আমাদের নিকট এখন আর্থিক সুবিধাটি সবচেয়ে বড় হিসেবে বিবেচ্য। কিন্তু একটা সময় কিন্তু আমরা অন্য কিছু ভাবতাম, তখন যে কোন সুবিধা নেয়ার চেয়ে বরং সম্মানটা নেয়ার বেশী চেষ্টা করতাম। তখন হয়তো আমাদের সমাজের চিত্রটা একটু ভিন্ন ছিলো, মানুষগুলো সম্মানকে বেশী মূল্যায়ন করতো। কিন্তু এখন সম্মান নিয়ে কেউ চিন্তা করে না, কারন সকলের মাঝে এই বিশ্বাসটা দৃঢ় যে, টাকা থাকলে সম্মান কিনে নেয়া যায়। যার কারনে আজকাল অন্য কিছুর চেয়ে আর্থিক সুবিধা নেয়ার ক্ষেত্রে সকলের আগ্রহটা বেশী থাকে।

আসলে আমাদের মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত এর পরিবর্তন হবে না, দেয়া নেয়ার অনেক কিছু থাকলেও আমরা আর্থিক সুবিধা নেয়ার সুযোগটি ছাড়তে কখনো রাজি নই। যাইহোক, ছোট মুখে বড় কথা মানায় না, তাই এ বিষয়ে আর কিছু বলতে চাই না। তার চেয়ে বরং একটা রেসিপি দেখি, আলু দিয়ে মাছের ডিম, দারুণ স্বাদের রেসিপি।

IMG20230611123256---.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • রুই মাছের ডিম
  • আলু
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • আদা রসুন পেষ্ট
  • লবণ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20230611123422.jpg

IMG20230611123527.jpg

IMG20230611123557.jpg

একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি, এরপর সকল মসলাগুলো দিয়েছি।

IMG20230611123607.jpg

IMG20230611123647.jpg

IMG20230611123941.jpg

এরপর টমেটো স্লাইস দিয়ে মসলাগুলোর সাথে মাখিয়ে নিয়েছি, তারপর হালকা পানি দিয়ে কষা করে নিয়েছি।

IMG20230611124014.jpg

IMG20230611124523.jpg

IMG20230611124615.jpg

তারপর আলু স্লাইস দিয়ে মসলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি, এরপর মাছের ডিম দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

IMG20230611125147.jpg

IMG20230611125250.jpg

IMG20230611125842.jpg

ঢাকনা সরিয়ে পুনরায় হালকা পানি দিয়েছি, কাঁচা মরিচ স্লাইস করে দিয়েছি এবং পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করেছি।

IMG20230611125859.jpg

IMG20230611130009.jpg

তারপর ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এবং কিছু সময় পর তা নামিয়ে নিয়েছি।

IMG20230611130701---.jpg

হয়ে গেলো আমাদের আজকের স্বাদের রেসিপি, মাছের ডিম যে কোন সবজি দিয়ে রান্না করলেই দারুণ লাগে খেতে। তবে আমি বেশীর ভাগ সময় আলু/পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community curated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

আলু দিয়ে মাছের ডিমের রেসিপি দেখেই মজাদার মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

একেবারে সঠিক কথা বলেছেন আজকাল ভালো সম্পর্ক মানেই হচেছ আর্থিক আদান প্রদান। যে যত বেশী এই কাজে পারদর্শী তার সম্পর্কের ভিত্তিও মজবুত বেশী। তা যাই হোক যে রেসিপি করেছেন ভাই আজ তা দেখে তো চোখ ফেরানো মুশকিল। আর মুখের কথা নাই বা বলাম। সেটা তো বার বার আপনার রেসিপিতে মুখ দেওয়ার জন্য ব্যস্ত। মাছের ডিম আমার বেশ প্রিয়। আর আপনার মত এত সুন্দর করে রান্না করলে তো মনে হয় কয়েক প্লেট ভাত খাওয়া যাবে। আপনার বাসা তো চিনি না, তাই নিজেই তৈরি করে খেতে হবে। আপনার টা নকল করে । হি হি হি

 last year 

জি ভাই যথার্থই বলেছেন যে বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে দাড়িয়েছে ৷ এখন সম্পর্ক ভালো রাখার অন্যতম মাধ্যম দেয়া নেয়া কিংবা একে অপরকে সুযোগ করে দেয়া ৷ যতক্ষণ এসব চলবে ততক্ষন ভালো সম্পর্ক৷
যা হোক ভাই অনেক সুন্দর একটি রেসেপি শেয়ার করলেন ৷ আলু দিয়ে মাছের ডিম ৷ অনেক সুন্দর ছিল ভাই ৷ আসলে মাছের ডিম ভাজি খেতে দারুন লাগে কিন্তু ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

মাছের ডিম খেতে অনেক সুস্বাদু এবং মজাদার লাগে। আপনি খুবই সুন্দর পদ্ধতির মাধ্যমে মাছের ডিমের খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। মাছের ডিমের রেসিপি করার পূর্বে বিভিন্ন মশলার সাথে টমেটো দিয়ে মসলাগুলো কষিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

মাছের ডিম দিয়ে পুষ্টিগুণসম্পন্ন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।রেসিপিটি দেখতে যেমন ভাল লাগছে খেতেও মনে হয় অসাধারণ হয়েছিল।মাছের ডিম আমার খেতে অনেক ভালো লাগে আর এতো সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আসলে চোখে পড়ার মতো। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

বাহ্ আলু দিয়ে মাছের ডিমের সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।রেসিপি দেখতেই এতো ভালো লাগছে না জানি খেতে কতো সুস্বাদু ছিল।আপনার উপস্থাপনা চমৎকার ছিল।সব মিলিয়ে চমৎকার লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04