প্রকৃতি শেখায় অনেক কিছু || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। ঈদের প্রস্তুতি সবাই বেশ দারুণভাবে নিচ্ছেন এবং কাংখিত মুহুর্তটিকে আরো বেশী রঙিন করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। আসলে বছর শেষে কিছু প্রিয় মুহূর্ত আমাদের নিকট বার বার ফিরে আসে আর আমরা বার বার সেই মুহূর্তগুলোকে ভিন্ন ভিন্নভাবে নতুন আঙ্গিকে উপভোগ্য রাখার চেষ্টা করি। এটাই হয়তো জীবন এবং বাস্তবতা, এর বাহিরে হয়তো আমরা অনেক কিছু চিন্তা করতে পারি না। সে যাইহোক, বছরের এই দিনগুলোতে আমরা নিজেদের দারুণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং সময়গুলোকে আরো বেশী রঙিন রাখার কৌশল গ্রহণ করি।

এই বিষয়গুলো যেমন চিরন্তন ঠিক তেমনি কিছু কথাও থাকে চিরন্তন, আমরা মানি কিংবা নাই মানি সেগুলোকেও আমাদের বিশ্বাস করতে হয়। কারন জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে কিংবা নিজের অবস্থান ধরে রাখতে চাইলে আমাদের সেগুলোর বাহিরে যাওয়া সম্ভব না। তাদের মাঝে একটা হলো প্রকৃতি, যেখানে আমাদের শেখার আছে অনেক কিছু। যেমন বাস্তব জীবনে ধাক্কা না খেলে কেউ শিখে না নতুন কিছু। কি দারুণ ছন্দ হয়ে গেলো না, মজা করলাম একটু। যা বলতে ছিলাম প্রকৃতির কাছ হতে আমরা চাইলেই অনেক কিছু শিখতে পারি, যদিও আমরা সেটা কখনোই করি না কারন প্রকৃতিকে আমরা নিজেদের আপন হিসেবে গ্রহণ করতে চাই না।

IMG_20230617_162745.jpg

IMG_20230617_162748.jpg

গবেষকরা একটা গবেষণা করে প্রমাণ করেছেন যে, প্রকৃতি থাকা শিক্ষণীয় বিষয়গুলোর মাঝ হতে মানুষ মাত্র বড় জোর ৫% শিখতে পেরেছেন কিন্তু এখনো ৯৫% বাদ রয়ে গেছে যেগুলো নিয়ে মানুষ এখনো চিন্তা করে নাই বা চিন্তা করার সুযোগ পায় নাই। সত্যি প্রকৃতির মাঝে অসংখ্য বিষয় রয়েগেছে আমাদের জন্য, সেগুলোর মাধ্যমে আমরা আরো অনেক নতুন অধ্যায়ের সূচনা করতে পারি এবং নিজেদের আরো উচ্চতায় নিয়ে যেতে পারি। কিন্তু সেটা বোধহয় আর সম্ভব হচ্ছে না। কারন কিছু দিন পূর্বে পত্রিকার মাধ্যমে পড়লাম প্রতি মুহূর্তে যে হারে আমাজন বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে তাতে আগামী ২০৩০ সালের মাঝেই কমপক্ষে আমাজন বনের ২৭% ধ্বংস বা উজাড় হয়ে যাবে।

IMG_20230617_162847.jpg

IMG_20230617_162851.jpg

আরো একটা চমৎকার খবর হলো, একদিকে যেমন ব্যবসায়িক মানসিকতায় প্রাকৃতিকভাবে গড়ে উঠা এই বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, অন্য দিকে দাতব্য সংস্থার মাধ্যমে ধ্বংস হওয়া বনের জমিতে নতুন করে গাছ লাগানোর চেষ্টা করা হচ্ছে, কি অদ্ভুত মানসিকতার মানুষ আমরা। হাত কেটে ফেলি প্রথমে, তারপর সেটাকে নতুনভাবে জোড়া দেয়ার চেষ্টা করি কৃত্রিম হাত লাগিয়ে। কিন্তু এটা বুঝি না যে, যেটা ধ্বংস হয়ে গেলো সেটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। যা চলে যাওয়ার সেটা চলে গিয়েছে। ঈশ্বর প্রদত্ত হাত আর কৃত্রিম ভাবে সংযুক্ত করা হাত, দুটোর মাঝে আকাশ পাতাল ব্যবধান, দুটোর গুরুত্ব কোনদিনও সমান হতে পারে না।

IMG_20230617_163004.jpg

IMG_20230617_163006.jpg

কিন্তু বাস্তবতা হলো, আমরা কৃত্রিমটাই নিয়ে বেশী খুশি, আর মুখে বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো। কিন্তু ঈশ্বর কর্তৃক যে নেয়ামতটা আমরা এমনি এমনি পেলাম সেটার মর্ম বুঝতে ব্যর্থ হলাম। যেমন ব্যর্থ হচ্ছি প্রাকৃতিক ভাবে গড়ে উঠা পৃথিবীর সবুজ হৃদয় আমাজন বন। আমরা প্রকৃতি হতে কিছু শিখবো না, বরং প্রকৃতি ধ্বংস করে নিজেদের ভিন্নভাবে জাহির করার চেষ্টা করবো, ঢাক ঢোল বাজিয়ে নতুন করে চারা গাছ লাগানোর সময়, আফসোস, প্রাকৃতিকভাবে বেড়ে উঠা বিশাল আকৃতির গাছগুলো যে পুনরায় তৈরী করা সম্ভব না, সেটা আমাদের মাঝে বোধগম্য হচ্ছে না বা হবে না।

IMG_20230617_163112.jpg

IMG_20230617_163115.jpg

তারিখঃ জুন ১৭, ২০২৩ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আমরা বলে থাকি ভাই মানুষ প্রকৃতির দাস। প্রকৃতি মানুষের জীবনকে শেখায় অনেকভাবে। জীবনে চলার পথে মানুষ অনেকবার পড়ে যায় আবার উঠে দাঁড়াই এগুলো কিন্তু প্রকৃতির নিয়মই হয়ে থাকে। ২০৩০ সালের মধ্যে আমাজন বন ২৭% উজার হয়ে যাবে বলেই তো এন্টারটিকা মহাদেশের অতিরিক্ত বরফ গলা শুরু হয়েছে। আর এটা হবে আমাদের মানবজাতির জন্য সবচেয়ে বড় দুর্যোগ। প্রকৃতি তার আপন গতিতে চলে। প্রকৃতি পদার্থ থেকে যা তৈরি হয়েছে তা মানুষের জন্য নিয়ামত স্বরূপ। আর মানুষ নিজের জন্য যা তৈরি করছে তা হলো নিজেদের ধ্বংস। আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে ভাই ধন্যবাদ এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বিষয় টা আমাদের মাঝে তুলে ধরার জন্য। এই প্রকৃতির কাছ থেকে আমাদের শেখা বাকি আরও ৯৫ শতাংশ। আর এই প্রকৃতি থেকে সব চেয়ে মূল্যবান গাছ আমরা নষ্ট করে ফেলছি আমরা যার কারণে অনেক বেশি ভোগান্তিতে পরতে হবে আমাদেরই। যদি আমরা পারি সবাই কিছু কিছু গাছ রোপন করে যাই এতে আমরা না পাইলেও আমাদের ভবিষ্যৎ জেনারেশন এর সুফল পাবে।

Posted using SteemPro Mobile

 last year 

বছর শেষে চিরচেনা মানুষগুলোর সাথে এক হতে পারলে সত্যিই জীবনের সুন্দর একটা মুহূর্ত চলে আসে যেটা সবাই চায়। তাছাড়া গ্রামীণ পরিবেশে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে যেটা বলার অপেক্ষা রাখে না। তেমনি এখানে অনেক কিছু শেখার আছে যেমনটা আপনি বললেন তার ধারের কাছেও আমরা এখন পর্যন্ত যেতে পারিনি ভালো লাগলো কথাগুলো।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

ভাইয়া কি বলেন আগামী ২০৩০ সালের মাঝেই কমপক্ষে আমাজন বনের ২৭% ধ্বংস বা উজাড় হয়ে যাবে? তাহলে তো অনেক খারাপ খবর। এটা কিন্তু ঠিক যে এখন চারদিকে আর্টিফিসিয়াল আর ফেইক জিনিস এ ভরে যাচ্ছে। ভালোবাসা ফেইক মানুষ ফেইক, এমন কি আজকাল খাদ্য ও আর্টিফিসিয়াল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.95
ETH 2389.49
USDT 1.00
SBD 2.34