শীতের সাথে দোস্তি || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

child-g266fbd2ae_1920.jpg

হ্যালো বন্ধুরা,

ছোট বেলায় শীতের আনন্দ উপভোগ করার জন্য গ্রামের বাড়ীতে যেতাম, তখন স্বপরিবারে যেতাম তাই একটু বেশী আনন্দ উপভোগ করার সুযোগ পেতাম। এখন অবশ্য যাই, তবে একটু ভিন্নভাবে মানে স্ব শব্দটি বাদ দিয়ে শুধু পরিবার নিয়ে। চিন্তায় পড়ে গেলেন তাইতো। ওরে ভাই স্বপরিবার আর পরিবারের মাঝে বিস্তর ফারাক আছে। বিয়ের পরই কেবল সেটা বুঝতে পারবেন, হা হা হা।

আসলে যদি শীত উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামীন অঞ্চলে যেতে হবে, কারন অন্তত যাই হোক শহরের জীবনে শীতের আনন্দ বলতে কিছুই নেই। চার দেয়ালের মাঝে জীবনকে আরামদায়ক রাখা যায় কিন্তু শীতকে উপভোগ করা যায় না। এই জন্যই শীতের সময় আমরা গ্রামের বাড়ীতে চলে যেতাম লম্বা ছুটি কাটাতে, আর উপভোগ করতাম কুয়াশায় ঢাকা ভিন্ন কিছুর স্বাদ। তবে এখন গ্রাম আর আগের মতো গ্রাম নেই, চারপাশে ইট-পাথরের দালানে সেটাও শহরের মতো হয়ে যাচ্ছে!

যা বলতেছিলাম, গ্রামের ছেলেরা শীতের সময় একটা কমন ডায়লগ দিতো, দেখ দোস্ত আর যাই করিস শীত নিয়ে কোন ফাজলামো করিস না, হা হা হা। এখানে আসলে রসিকতাকে বুঝানো হয়েছে তার সাথে সাথে শীতের প্রতি ভিতু হওয়ার বিষয়টিও উপস্থাপন করেছে। আসলে এই শীত নিয়ে নানা কাব্য যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে নানা ধরনের রম্য রচনা, যা পড়লে শীতের উষ্ণতা যেমন অনুভব হয় ঠিক তেমনি কিছুটা হাসিও পায়। তবে শীত নিয়ে কিছু রম্য কাহিনী পরবর্তীতে আমি শেয়ার করার চেষ্টা করবো, আজ শুধু কবিতা শেয়ার করছি। চলুন ভিন্ন ধরনের একটি কবিতা পড়ি শীত নিয়ে-

socks-g446168f88_1920.jpg


শীতরে ভাই তুই থাকিস কোথায় বল
তোর সাথে দোস্তি করতে চায় আমার মন,
ঠান্ডা নিয়ে এতো প্যারা আর পারি না সইতে
তাইতে আমি দোস্তির হাত বাড়িয়েছি তোর দিকে।



ঠিকানাটা বলে দে আমায়, আসবো তোর বাড়ী
গরম গরম খাবার খেয়ে দোস্তি পাকা করি,
শীতের দিনে ঠান্ডাকে আর করবো কত ভয়
তাই আমি দোস্তি করে আনবো সহজ জয়।



শীতের সকালে গোসল করতে হয় কত রঙ্গ
সব শেষে বাধ্য হয়ে ভিজতে লাগে কষ্ট,
হাড় কাঁপে, শরীর কাঁপে, কাঁপে পুরো দুনিয়া
ঠান্ডার সাথে লড়াই করে নেই কোন মজা।



খাবার ঠান্ডা, পানি ঠান্ডা, ঠান্ডারে ভাই সবকিছু
এতো ঠান্ডা নিয়ে সবাই করছে কত কিছু,
জাম্পার-জ্যাকেট, লেপ-কম্বল নিচ্ছি অনেক কিছু
এতো কিছুর পরেও শীত ছাড়ছে না পিছু।



চলছে এখন পৌষ মাস, বাড়বে আরো শীত
শীতের থেকে বাঁচতে চাইলে গাইতে হবে গীত,
গুগল মামার সাহায্য নিয়ে খোঁজ শীতের ঠিকানা
দোস্তি করে শীতের হাত হতে যায় যদি একটু বাঁচা।


Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB-6©.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার কবিতাটা সত্যি অসাধারণ হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবেই কবিতাটি লিখেছেন। কবিতার প্রতিটা লাইন আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আর আপনি আসলেই ঠিক কথা বলেছেন যদি আমরা শীত উপভোগ করতে চাই। তাহলে আমাদের গ্রামে যেতে হবে। শহরে চার দেওয়ালের মাঝে বন্দী থেকে শীতকে উপলব্ধি করা যায় না। গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতির এবং খোলা পরিবেশের মধ্যে কেবল শীত অনুভব করা যায়। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া শীত নিয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন আপনি। বেশ মজা লাগলো আপনার কবিতাটি পড়ে। আসলেই শীতকে ভয় করলে ভয়, আর ভয় দূর করতে পারলেই জয়।
শীতের কবিতাটি আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। খুব সুন্দর হয়েছে কবিতাটি।
ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই, চেষ্টা করেছি মাত্র। ভালো হয়েছে শুনে ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

শীতরে ভাই তুই থাকিস কোথায় বল
তোর সাথে দোস্তি করতে চায় আমার মন,
ঠান্ডা নিয়ে এতো প্যারা আর পারি না সইতে
তাইতে আমি দোস্তির হাত বাড়িয়েছি তোর দিকে।

ভাইয়া শীত নিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শীতের কাছে আমি নিজেও হার মেনেছি তাইতো আজকেও গোসল করি নাই 😋😁😁, কবিতাটি অনেক মজাদার ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাই সত্যি বলতে মজা করেই লিখেছিলাম প্রথমে, পরে আপনাদের ভাবি বললো ভালো হয়েছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি শীত খুঁজতে খুঁজতে শীতের সাথে আমাদের জন্য এত সুন্দর স্পেশাল গিফট স্বরূপ একটা কবিতা বানিয়েছেন যা সত্যিই অনেক মধুর ছিল। আপনি একটু রসিক মানুষ এ কারণে আপনাকে সবাই একটু বেশি ভালবাসে। এবং আপনি একটু কর্কষ বাশি মানুষ এ কারণে আপনাকে অনেকে অপছন্দ করতে পারে এটা সত্য। একটি মানুষকে সবাই ভালোবাসে না। আবার একটি মানুষকে সবাই খারাপ ও বাভে না। আপনি আমার চোখে একজন হিরু, তবে আজকের কবিতাটি সত্যিই স্পেশাল ছিল। আমি পড়েছি আর হেসেছি অবশ্য খিদে লেগেছে। আর শীত নিয়ে আপনি কমন একটি কবিতা লিখেছেন যা সত্যি অকল্পনীয় ছিল।

শীতের সকালে গোসল করতে হয় কত রঙ্গ
সব শেষে বাধ্য হয়ে ভিজতে লাগে কষ্ট,
হাড় কাঁপে, শরীর কাঁপে, কাঁপে পুরো দুনিয়া
ঠান্ডার সাথে লড়াই করে নেই কোন মজা।
খাবার ঠান্ডা, পানি ঠান্ডা, ঠান্ডারে ভাই সবকিছু
এতো ঠান্ডা নিয়ে সবাই করছে কত কিছু,
জাম্পার-জ্যাকেট, লেপ-কম্বল নিচ্ছি অনেক কিছু
এতো কিছুর পরেও শীত ছাড়ছে না পিছু।

আপনার কবিতা থেকেই এই লাইনগুলো বেঁচে লিনাম, কারণে লাইনগুলোর মধ্যে প্রতিনিয়ত আমরা যা করি তাই উঠে এসেছে। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রিয় হাফিজ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য, তবে মন্তব্য করার পর একটু চেক করে নিয়েন অনেক বেশী বানান ভুল থাকে।

 3 years ago 

আসোলেই ভাই শীত আসলেই পরিবার নিয়ে ভ্রমন এ জাবার জন্য মন লাফালাফি করে ।সুধু কখন যাবো কখন যাবো করে সবাই পাগল করে ছাড়ে ।কারন সব মজা শীতেই তাই ।আপনার কবিতা পড়ে আরও মনটা তাজা হলো শীতে ।

চলছে এখন পৌষ মাস, বাড়বে আরো শীত
শীতের থেকে বাঁচতে চাইলে গাইতে হবে গীত,
গুগল মামার সাহায্য নিয়ে খোঁজ শীতের ঠিকানা
দোস্তি করে শীতের হাত হতে যায় যদি একটু বাঁচা।
খুবই চমৎকার ছন্দের তালে তালে মাতাল করেছেন কবিতাটি শেয়ার করে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনার লেখা এবং গল্প খুব ভাল, ছবি খুব সুন্দর

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

শীত মামা শীত মামা
বন্ধু হবি আয়
তাড়াতাড়ি আয়না মামা
বেলা বয়ে যায়।

দুইজন মিলে দোস্তি করি
ভাপা, পুলি খেয়ে
জুড়িয়ে যাবে প্রান আমার
বন্ধু তোকে পেয়ে

তোর তীব্রতা কাঁপায় আমায়
কাঁপে আমার বুক
সকাল বেলা গোসল করতে
লাগে না আর সুখ

লেপ- কাঁথা কম্বল এ
ও কাঁপছি থরথর
জ্যাকেট কোট মাফলার এ
ও হচ্ছি জড়োসড়ো

আয়না মামা দোস্তি করি
কমিয়ে নেই শীত
তুই আর আমি দুজন মিলে
গাই সমতার গীত।।।
♥♥

 3 years ago 

আরে বাহ! কবিতার পিঠে কবিতা জমে গেছে পুরোটা। ধন্যবাদ আপু

 3 years ago 

এই শীতে দাও ঘোমটা
♥♥

 3 years ago 

শীতকাল আমার সব চেয়ে প্রিয় দাদা। এত ফুল ফোটে, এত সবজি পাওয়া যায় নতুন নতুন । মনকে চাঙ্গা করে দিয়ে দেয়। খুব ভালো লিখেছেন দাদা। কবিতাই পুরো শীতকে চিঠি দিয়ে দিলাম মনে হচ্ছে। শীতের দিনে স্নান করার কথা মনে হলে ভয়ে আরো বেশি শরীর কাপে গো দাদা। খুব ভালো মিলিয়ে লিখেছেন দাদা।

 3 years ago 

আমারও ভিষণ প্রিয়, সবকিছু নতুনভাবে উপভোগ করার সুযোগ পাই। চেষ্টা করেছি আপু, ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

দারুণ লিখেছেন ভাইয়া কবিতাটি।শীতের সঙ্গে বন্ধুত্ব ভারী মজার ব্যাপার।তাছাড়া শীতকাল অনেকের কাছেই প্রিয়।তবে ঠান্ডাকে সবাই ভয় পান।সত্যিই এই বছরের শীতটা একটু বেশি।শীতকালে গরম খাবার খাওয়ার আনন্দই আলাদা।তাছাড়া গুগল মামার বিষয়টি দারুণ লাগলো।সব মিলিয়ে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন কবির মধ্যে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু, যদিও আপনাদের মতো অতো সুন্দর করে লিখতে পারি না, তবুও একটু চেষ্টা করেছি।

 3 years ago 

কী যে বলেন ভাইয়া।অনেক সুন্দর লিখেছেন কবিতাটি ।আমার কাছে খুবই ভালো লেগেছে।তাছাড়া আমি তো প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখছি।আর শীতকাল আমার অনেক প্রিয়।😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65